অর্ডিনারি সি সি’র শর্ত ও নীতিমালা


 অর্ডিনারি সি সি কী? 

অডিনারি সিসি (OrdinaryCC.com) প্রযুক্তি বিষয়ক ব্লগিং সাইট । বিভিন্ন আইটি বিষয়ক প্রশিক্ষণ দেয় এবং আইটি বিষয়ক চাকরির ব্যবস্থা করে থাকে । আমরা আইটি সার্ভিস প্রদান করে থাকে এবং নিয়মিত প্রযুক্তি বিষয়ক ব্লগ পোষ্ট প্রকাশ করে থাকে। এছাড়াও ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের ক্লাস কোচিং এবং এইচ এস সি শিক্ষার্থীদের আই সি টি  কোর্স করিয়ে থাকি।

অফলাইন বা অফিসে এসে কোর্স সংশ্লিষ্ট টার্মস ও কন্ডিশনস

  1. প্রতি কোর্সের ভর্তি ফি 200 টাকা।
  2. অনলাইনে পরীক্ষা দেওয়ার ফি 100 টাকা।
  3. সার্টিফিকেটের জন্য আবেদন ফি 200 টাকা । 
  4. স্টুডেন্ট আইডি কার্ডের  ফি 100 টাকা।
  5. সার্টিফিকেট হারিয়ে গেলে বা পুনরায় সার্টিফিকেট নিলে বা ভুল সার্টিফিকেট সংশোধনের আবেদন ফি 300 টাকা।
  6. প্রতিটি সার্টিফিকেটের মেয়াদ সার্টিফিকেট ইস্যুর দিন হতে ৩ বছর। সার্টিফিকেটের মেয়াদ শেষ হয়ে যাবার পর পুনরায় পরীক্ষা দিয়ে পাস করা সাপেক্ষে সার্টিফিকেট সংগ্রহ করা যাবে যার মেয়াদও থাকবে তিন বছর । 
  7. পরীক্ষা দিয়ে যারা অকৃতকার্য হবে তাদেরকে সার্টিফিকেট প্রদান করা হবে না এবং সার্টিফিকেট এর আবেদন ফি অফেরতযোগ্য বলে বিবেচিত হবে।
  8. বাড়িতে বসে লাইফ কোর্সের ক্লাস করার আবেদন ফি কোর্সের 100%।
  9. যেসব কোর্সের ফ্রি কোর্স ফিচার রয়েছে সেসব কোর্সের ফ্রি কোর্সে মূল কোর্সের  50% শেখানো হবে।
  10. ফ্রি কোর্সের  রেজিস্ট্রেশন ফি 300 টাকা। 
  11. জব অফার যুক্ত কোর্সের ক্ষেত্রে ফি দেওয়া বাধ্যতামূলক। ফি নির্ধারণের ক্ষেত্রে অডিনারি সি সি’র সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে। ফি প্রথম মাসের বেতনের সঙ্গে ফেরত দেওয়া হবে। ট্রেনিং কোর্স বা জবে অযোগ্য কিংবা ১ম মাসে বেতন পাওয়ার পূর্বে জব ছেড়ে দিলে ফি অফেরতযোগ্য বলে বিবেচিত হবে।
  12. যেসব কোর্সে দুই কিস্তিতে টাকা পরিশোধের সুযোগ আছে; সেসব কোর্সে ভর্তির সময়  অর্ধেক ফি এবং ভর্তির দিন থেকে আগামী 30 দিনের মধ্যে বাকি অর্ধেক ফি পরিশোধ করতে হবে । তা না হলে ভর্তি বাতিল বলে গণ্য হবে।
  13. যেকোনো কোর্সের বা সার্ভিস এর ফরম পূরণ ও পেমেন্টের ক্ষেত্রে অডিনারি সি সি’র কোন কাজের ক্ষেত্রে কেউ অবৈধ পন্থা অবলম্বন করে ধরা খেলে শাস্তি স্বরূপ ৫০০০ (পাঁচ হাজার)  টাকা জরিমানা দিতে বাধ্য থাকবে । ভুল নিয়মে পূরণকৃত/ পাঠানো ফরম ও পেমেন্ট অসংশোধন যোগ্য ও  অফেতযোগ্য। 
  14. যে কোন কোর্স এর প্রতিটি ক্লাসের ০১ (এক) ঘন্টা পূর্বে SMS নোটিফিকেশন পাবার আবেদন ফি 100 টাকা যা কোর্স ফি ভর্তির সময় পে করতে হবে । 

অফলাইন বা অফিসে এসে কোর্স সংশ্লিষ্ট টার্মস ও কন্ডিশনস

  1. অনলাইন কোর্সের ফাইনাল পরিক্ষা  দেওয়ার ফি 200 টাকা।
  2. সার্টিফিকেটের জন্য আবেদন ফি 300 টাকা । 
  3. স্টুডেন্ট আইডি কার্ডের  ফি 100 টাকা।
  4. সার্টিফিকেট হারিয়ে গেলে বা পুনরায় সার্টিফিকেট নিলে বা ভুল সার্টিফিকেট সংশোধনের আবেদন ফি 300 টাকা।
  5. প্রতিটি সার্টিফিকেটের মেয়াদ সার্টিফিকেট ইস্যুর দিন হতে ৩ বছর। সার্টিফিকেটের মেয়াদ শেষ হয়ে যাবার পর পুনরায় পরীক্ষা দিয়ে পাস করা সাপেক্ষে সার্টিফিকেট সংগ্রহ করা যাবে যার মেয়াদও থাকবে তিন বছর । 
  6. জব অফার যুক্ত কোর্সের ক্ষেত্রে ফি দেওয়া বাধ্যতামূলক। ফি নির্ধারণের ক্ষেত্রে অডিনারি সি সি’র সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে। ফি প্রথম মাসের বেতনের সঙ্গে ফেরত দেওয়া হবে। ট্রেনিং কোর্স বা জবে অযোগ্য কিংবা ১ম মাসে বেতন পাওয়ার পূর্বে জব ছেড়ে দিলে ফি অফেরতযোগ্য বলে বিবেচিত হবে।
  7. যেসব কোর্সে দুই কিস্তিতে টাকা পরিশোধের সুযোগ আছে; সেসব কোর্সে ভর্তির সময়  অর্ধেক ফি এবং ভর্তির দিন থেকে আগামী 30 দিনের মধ্যে বাকি অর্ধেক ফি পরিশোধ করতে হবে । তা না হলে ভর্তি বাতিল বলে গণ্য হবে।
  8. আর্টিকেল রাইটিং ও গুগল এডসেন্স ব্লগিং করে সম্পূর্ণটা অনলাইনে পাবলিশ করা আছে। ডিজিটাল মার্কেটিং অনলাইন কোর্স এর 6 নম্বর চ্যাপ্টার পর্যন্ত পাবলিশ করা আছে। বাগি ক্লাসগুলো আস্তে আস্তে সব পাবলিশ করা হবে।
  9. যেকোনো কোর্সের বা সার্ভিস এর ফরম পূরণ ও পেমেন্টের ক্ষেত্রে অডিনারি সি সি’র কোন কাজের ক্ষেত্রে কেউ অবৈধ পন্থা অবলম্বন করে ধরা খেলে শাস্তি স্বরূপ ৫০০০ (পাঁচ হাজার)  টাকা জরিমানা দিতে বাধ্য থাকবে । ভুল নিয়মে পূরণকৃত/ পাঠানো ফরম ও পেমেন্ট অসংশোধন যোগ্য ও  অফেতযোগ্য। 

সাধারন টার্মস

  1.  ফ্রিল্যান্স পোস্ট রাইটারদের নীতিমালা মেনে পোস্ট করা বাধ্যতামূলক। আর্টিকেল রাইটিং এর জন্য অফিসে এসে কোর্স করলে ফি অফারযোগ্য।
  2. পোস্ট রাইটারদের প্রকাশিত নীতিমালা শুধু তাদের দেখার জন্য উন্মুক্ত করা হয়েছে অন্যথায় শেয়ার করা নিষিদ্ধ। প্পেইড রাউটারদের পোস্ট  ওয়েবসাইটে পাবলিশ  এর পূর্বে দেখার জন্য নিজ গুগল একাউন্টে লগইন করা বাধ্যতামূলক।
  3. আপনি যদি অডিনারি সি সিতে ওয়েবসাইট অর্ডার করেন। তাহলে আপনার  ওয়েবসাইটের  কাস্টমাইজ অনুযায়ী সার্ভিস চার্জ প্রযোজ্য।
  4. ওয়েবসাইট প্যাকেজের সাথে আপনাকে ওয়েবসাইটের বেসিক ভার্সনের থিম প্রদান করা হবে। প্যাকেজ নেওয়ার পর অতিরিক্ত সাইড কাস্টমাইজেশন ইমপ্লিমেন্ট এর জন্য আলাদা সার্ভিস চার্জ প্রযোজ্য। ক্রয় কৃত প্যাকেজের যে কোন সমস্যার জন্য লাইফটাইম ফ্রি সার্ভিস দেওয়া হয়।
  5.  আপনার সার্ভিস মধ্যে যদি গুগল এডসেন্স থেকে থাকে তাহলে আপনার সাইটে গুগল এডসেন্স অ্যাপ্রুভ হবে এমন নিশ্চয়তা অডিনারি সি সি দেয় না। কারণ এডসেন্স এড করার সমস্ত কৃতিত্ব গুগল কর্তৃপক্ষের। আপনার এডসেন্স একাউন্টের জন্য আপনাকে আবেদন করতে হবে। 
  6. যে কোনো সেবা বা সার্ভিস বা অনলাইন ফরম পূরণ ও পেমেন্টের ক্ষেত্রে কেউ অবৈধ্য পস্থা অবলম্বন করে ধরা খেলে শাস্তিস্বরূপ 50 হাজার টাকা জরিমানা দিতে বাধ্য থাকবে । 
  7. ক্ষেত্র বিশেষে বা বিভিন্ন গোলযোগ বা কারিগরি ত্রুটির কারণে অডিনারি সি সি’র কোন সেবা সার্ভিস বা কোর্সের অনলাইন ফরম জমা দেওয়ার পর উল্লেখিত সময়ের চেয়ে অতিরিক্ত সময় লাগতে পারে।
  8. আপনার কাঙ্খিত সেবা বা সার্ভিস যথাসময়ে না পেলে এই 01853 33 51 58 নাম্বারে কল করে অভিযোগ জানান। 
  9. অডিনারি সিসির অফিস টাইম সকাল 10 টা থেকে সন্ধ্যা 6 টা পর্যন্ত । যেকোনো ইনফরমেশনের জন্য অফিস টাইমে কল করুন (হেল্পলাইন নাম্বার 01853 33 51 58। অফিস টাইম এর বাইরে যে কোন প্রয়োজনে ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিন । বিশেষ প্রয়োজনে 24 ঘন্টা যেকোন সময়ে কল করতে পারেন এই নাম্বারে 01853 33 51 58 ।
  10. সকল কোর্স ও জব এক্সপেরিয়েন্স  সার্টিফিকেট প্রদান করা হয় । অনলাইন সার্টিফিকেট ফি 300 টাকা। PDF কপির ফি 500 টাকা এবং মেইন কপি কুরিয়ারে নিলে তা 1000 টাকা ।

কপিরাইট নীতি

  1. অডিনারি সিসির এই ওয়েবসাইটে প্রকাশিত সকল কনটেন্টের পোস্ট কেবলমাত্র অডিনারি সিরি। যে কোন উদ্দেশ্যে সাইটে প্রকাশিত পোস্ট কপি করে অন্যত্র প্রকাশ করা সম্পূর্ণ নিষেধ। তবে পোস্ট বা পেজের এর অংশবিশেষ কপি করে অন্যত্র প্রকাশ করা যাবে সেক্ষেত্রে অর্ডিনারি সি সি ওয়েবসাইটটের লিংকযুক্ত করে উল্লেখ করতে হবে।
  2. অডিনারি সিসি তে প্রকাশিত পোস্টগুলো অধিকাংশ ক্ষেত্রে বিভিন্ন বাংলা বা ইংলিশ সোর্স থেকে মূলত ভাবানুবাদ করে লেখা হয়। সে ক্ষেত্রে কোন পোস্ট কখনো কারোর সাথে সরাসরি মিলে যেতে পারে (অনুবাদ করার জন্য)। মূল কনটেন্টটি যদি আপনার হয়ে থাকে এবং আপনি যদি চান আপনার কনটেন্টটি অন্যকথা প্রকাশিত না হোক তাহলে আমাদের ওয়েবসাইটে এডমিনকে অবহিত করুন বা যোগাযোগ করুন। 

গোপনীয়তা নীতি 

 অডিনারি সি সি’র ওয়েবসাইটে আপনার প্রবেশ করানোর যেকোনো তথ্য যেমন- নাম, মেইল, মোবাইল নাম্বার, ওয়েবসাইট লিঙ্ক ব্যক্তিগত তথ্য সুরক্ষা রাখা হয় কিন্তু তা ১০০%  সুরক্ষার নিশ্চয়তা দেয় না।
এই ওয়েবসাইটের সকল কন্টেন্ট সবার জন্য উন্মুক্ত নয়। ক্ষেত্র বিশেষে বিভিন্ন কন্টেন্ট দেখার জন্য উপযুক্ত অথেন্টিক একাউন্ট ব্যবহার করতে হতে পারে। 

কমেন্ট পলিশি 

  1. অডিনারি সি সি’র ওয়েবসাইটের কোন পোস্ট বা পেইজ মন্তব্য করার ক্ষেত্রে যে পোস্ট বা পেইজ মন্তব্য করবেন কেবলমাত্র সেই পোস্ট বা পেইজ সংশ্লিষ্ট কোনো বিষয়ে কোন কিছু জানতে চইলে মন্তব্য করুন।
  2. কোন পোস্ট বা পেইজ থেকে কোন বিষয়ে নিজের ভালো লাগার অনুভূতি বা গঠনমূলক আলোচনা সমালোচনা করতে মন্তব্য করতে পারেন । 
  3. উপরোক্ত বিষয়গুলি ছাড়া অন্য কোন বিষয়ে মন্তব্য করবেন না।
  4. কমেন্টে সকল ধরনের অশালীন, অশ্রাব্য ও আক্রমণাত্মক শব্দের ব্যবহার নিষিদ্ধ।
  5. আপনার কোন বিষয়ে মতামত বা অভিযোগ থাকলে বা প্রশ্ন জানার থাকলে যোগাযোগ করুন।


উপরক্ত সকল নিয়ম নীতি মেনে আপনি একমত পোষণ করছেন। যদি উপরক্ত কোনো নীতি বা কোনো  অংশ ভিজিট করে আপনার মতের বিরুদ্ধে যায়। তাহলে আপনি আমাদের সার্ভিস বা সেবা থেকে বিরত থাকুন। আর আপনার কোনো মতামত বা অভিযোগ থাকেলে আমাদের সাথে যোগাযোগ করুন। বা ফোন করুন : 01853 33 51 58



2 জন কমেন্ট করেছেন ইতোমধ্যে
  • Niloy Marjan
    Niloy Marjan January 2, 2024 at 10:23 AM

    Nice

  • Tanzim
    Tanzim March 30, 2024 at 11:54 PM

    https://www.facebook.com/groups/660279249584841

মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি সিসি’র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url