privacy policy
অফলাইন বা অফিসে এসে কোর্স সংশ্লিষ্ট টার্মস ও কন্ডিশনস
- অনলাইন কোর্সের ফাইনাল পরিক্ষা দেওয়ার ফি 200 টাকা।
- সার্টিফিকেটের জন্য আবেদন ফি 300 টাকা ।
- স্টুডেন্ট আইডি কার্ডের ফি 100 টাকা।
- সার্টিফিকেট হারিয়ে গেলে বা পুনরায় সার্টিফিকেট নিলে বা ভুল সার্টিফিকেট সংশোধনের আবেদন ফি 300 টাকা।
- প্রতিটি সার্টিফিকেটের মেয়াদ সার্টিফিকেট ইস্যুর দিন হতে ৩ বছর। সার্টিফিকেটের মেয়াদ শেষ হয়ে যাবার পর পুনরায় পরীক্ষা দিয়ে পাস করা সাপেক্ষে সার্টিফিকেট সংগ্রহ করা যাবে যার মেয়াদও থাকবে তিন বছর ।
- জব অফার যুক্ত কোর্সের ক্ষেত্রে ফি দেওয়া বাধ্যতামূলক। ফি নির্ধারণের ক্ষেত্রে অডিনারি সি সি’র সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে। ফি প্রথম মাসের বেতনের সঙ্গে ফেরত দেওয়া হবে। ট্রেনিং কোর্স বা জবে অযোগ্য কিংবা ১ম মাসে বেতন পাওয়ার পূর্বে জব ছেড়ে দিলে ফি অফেরতযোগ্য বলে বিবেচিত হবে।
- যেসব কোর্সে দুই কিস্তিতে টাকা পরিশোধের সুযোগ আছে; সেসব কোর্সে ভর্তির সময় অর্ধেক ফি এবং ভর্তির দিন থেকে আগামী 30 দিনের মধ্যে বাকি অর্ধেক ফি পরিশোধ করতে হবে । তা না হলে ভর্তি বাতিল বলে গণ্য হবে।
- আর্টিকেল রাইটিং ও গুগল এডসেন্স ব্লগিং করে সম্পূর্ণটা অনলাইনে পাবলিশ করা আছে। ডিজিটাল মার্কেটিং অনলাইন কোর্স এর 6 নম্বর চ্যাপ্টার পর্যন্ত পাবলিশ করা আছে। বাগি ক্লাসগুলো আস্তে আস্তে সব পাবলিশ করা হবে।
- যেকোনো কোর্সের বা সার্ভিস এর ফরম পূরণ ও পেমেন্টের ক্ষেত্রে অডিনারি সি সি’র কোন কাজের ক্ষেত্রে কেউ অবৈধ পন্থা অবলম্বন করে ধরা খেলে শাস্তি স্বরূপ ৫০০০ (পাঁচ হাজার) টাকা জরিমানা দিতে বাধ্য থাকবে । ভুল নিয়মে পূরণকৃত/ পাঠানো ফরম ও পেমেন্ট অসংশোধন যোগ্য ও অফেতযোগ্য।
গোপনীয়তা নীতি
অডিনারি সি সি’র ওয়েবসাইটে আপনার প্রবেশ করানোর যেকোনো তথ্য যেমন- নাম, মেইল, মোবাইল নাম্বার, ওয়েবসাইট লিঙ্ক ব্যক্তিগত তথ্য সুরক্ষা রাখা হয় কিন্তু তা ১০০% সুরক্ষার নিশ্চয়তা দেয় না।
এই ওয়েবসাইটের সকল কন্টেন্ট সবার জন্য উন্মুক্ত নয়। ক্ষেত্র বিশেষে বিভিন্ন কন্টেন্ট দেখার জন্য উপযুক্ত অথেন্টিক একাউন্ট ব্যবহার করতে হতে পারে।
অর্ডিনারি সিসি’র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url