মাইক্রোপ্রসেসর অ্যান্ড মাইক্রোকন্টোলার অ্যাপ্লিকেশনস (বিষয় কোড: ২৯২৬১) এর সাজেশন
অর্ডিনারি কোচিং সেন্টার
মাইক্রোপ্রসেসর অ্যান্ড মাইক্রোকন্টোলার অ্যাপ্লিকেশনস (২২ প্রবিধান) এর সাজেশন
বিষয় কোড: ২৯২৬১
এই সাজেশনটি আপডেট করা হয়েছে। তারিখ:১১-১২-২০২৪ ইং
অধ্যায়-১ মাইক্রোপ্রসেসর-এর মৌলিক ধারণা
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। Embedded controller কাকে বলে?
১। Embedded controller কাকে বলে?
২। মাইক্রোকম্পিউটার বলতে কী বুঝ?
৩। n- bit মাইক্রোপ্রসেসর কী?
৪। মাইক্রোপ্রসেসর বলতে কী বুঝ?
৫। 64 -bit microprocssor বলতে কী বুঝায়?
৬। ইনসুলেটর কী?
৭। Cache memory কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৮। মাইক্রোকুম্পিউটারের ৪ টি বৈশিষ্ট্য লেখ।
৯। কীসের উপর ভিত্তি করে মাইক্রোপেসেসরকে ৮ বিট ,১৬ বিট এবং ৩২ বিট মাইক্রোপ্রসেসর বলা হয়।
১০। 8-bit ও 16 bit মাইক্রোপ্রসেসরের মধ্যে পার্থক্য লেখ।
১১। মাইক্রোকম্পিউটারের ব্লক ডায়াগ্রাম অঙ্কন কর।
১২।মাইক্রোপ্রসেসরের মূল কাজ কী?
রচনামূলক প্রশ্নসমূহঃ
১৩। একটি সাধারণ মাইক্রোকম্পিউটারের ব্লক ডায়াগ্রাম অঙ্কন করে বর্ণনা কর।
অধ্যায়-২ ইল্টেল ৮০৮৬ মাইক্রোপ্রসেসর
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। ইনস্ট্রাকশন কিউ এর কাজ কী?
২। Code Segment কী কাজে ব্যবহৃত হয়?
৩। Microprocessor - এর Bit সংখ্যা বলতে কী বুঝায়?
৪। Program counter-এর কাজ কী?
৫। Embedded microcontroller বলতে কী বুঝায়?
৬। সিঙ্গেল চিপস মাইক্রোকম্পিউটার সিস্টেম বলতে কী বুঝায়?
৭। মাল্টি চিপস মাইক্রোকম্পিউটার বলতে কী বুঝায়?
৮। মাইক্রোকন্ট্রোলার বলতে কী বুঝায়?
৯।দুটি Embedded মাইক্রোকন্ট্রোলারের নাম লেখ।
১০। ৮০৮৬ মাইক্রোপ্রসেসরের মেমরি কন্ট্রোল সিগন্যালের কাজ লেখ।
১১। ইন্টেল ৮০৮৬ মাইক্রোপ্রসেসরের ফ্ল্যাগ রেজিস্টারের ফ্ল্যাগগুলোর নাম লেখ।
১২।ইন্টারফেসিং কী?
১৩।লজিক্যাল মেমরি বলতে কী বুঝায়?
১৪।ফিজিক্যাল মেমরি বলতে কী বুঝায়?
১৫।PPI বলতে কী বুঝায়?
১৬। PPI এর ব্যবহৃত পোর্টসমূহ কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১৭। 8086 মাইক্রোপ্রসেসরের Pin diagram অঙ্কন কর।
১৮। CX-কে Counter register বলা হয় কেন?
১৯। Address bus বলতে কী বুঝায়?
২০। 8086 -এর রেজিস্টার স্কিমেটিক ডায়াগ্রাম অঙ্কন কর।
২১। 8086 মাইক্রোপ্রসেসরের সাধারণ বৈশিষ্ট্য লেখ।
২২।ইন্সট্রাকশন পয়েন্টারের কাজ কী?
২৩। 8086 -এর ফ্লাগ রেজিস্টারের বিটগুলোর নাম লেখ।
২৪।ALE সিগন্যাল কাজ কী?
২৫। DX register-কে Data register বলা হয় কেন?
২৬। DT/R-এর কাজ লেখ।
২৭।কিউ স্ট্যাটাস সিগন্যালসমূহ বর্ণনা কর।
২৮। BHE সিগন্যালের কাজ কী?
২৯। মেগমেন্ট রেজিস্টর কী?
৩০।8086 প্রসেসরের মেমরি মেগমেন্টের চিত্র অঙ্কন কর চিহ্নিত কর।
৩১। মেমরি ব্যাংক বলতে কী বুঝ?
৩২।মেমরি ইন্টারফেস বলতে কী বুঝায়?
৩৩। মেমরি ম্যাপড আই/ ও বলতে কী বুঝায়?
৩৪। বলতে কী বুঝায়?
রচনামূলক প্রশ্নসমূহঃ
৩৫। 8086µPএর পিন ডায়াগ্রাম অঙ্কন করে বর্ণনা কর
৩৬। 8086µPএর আর্কিটেকচারঙ্কন করে প্রতিটি ব্লকের কার্যাবলি বর্ণনা কর।
৩৭। 8086µP-এর রেজিস্টার স্ট্রাকচার বর্ণনা কর।
৩৮।8086µP -এর ফ্ল্যাগ রেজিস্টারের বর্ণনা কর।
৩৯।8086µP এর মিনিমাম সিস্টেম ইন্টারফেস অঙ্কন করে বর্ণনা কর।
৪০।8086µP এর ম্যাক্সিমাম মোড ইন্টারফেস অঙ্কন করে বর্ণনা কর।
৪১।চিত্রের মাধ্যমে 8086প্রসেসরের মিনিমামা মোড ইন্টারফেসের বর্ণনা কর।
অধ্যায়-৩মাইক্রোকন্ট্রোলারের পরিচিতি
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। মাইক্রোকন্ট্রোলার কী?
২। কয়েকটি জনপ্রিয় মাইক্রোকন্ট্রোলারের নাম লেখ।
৩।Embedded controller কাকে বলে?
৪। CISC ও RISC -এর পূর্ণ্নাম লেখ।
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৫। মাইক্রোকন্ট্রোলারের শ্রেণিবিভাগ উল্লেখ কর।
৬। মাইক্রোপ্রসেসর ও মাইক্রোকন্ট্রোলারের মাঝে পার্থক্য লেখ।
৭। কম্পিউটার এবং ইমবেডেড সিস্টেমের মধ্যে পার্থক্য লেখ।
৮। ৮০৫১ পরিবার কী?
রচনামূলক প্রশ্নসমূহঃ
৯।একটি সাধারণ মাইক্রোকন্ট্রোলারের ব্লক ডায়াগ্রামসহ এর বিভিন্ন ব্লকের বর্ণনা দাও।
অধ্যায়-৪ ইল্টেল ৮০৫৯ মাইক্রোকন্ট্রোলার
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। 8051 পরিবার কাকে বলে?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
২। ইন্টেল ৮০৫১ মাইক্রোকন্ট্রোলারের বৈশিষ্ট্য লেখ।
৩। ৮০৫১ মাইক্রোকন্ট্রোলারের ব্লক সার্কিট বর্ণনা কর।
রচনামূলক প্রশ্নসমূহঃ
৪। ৮০৫১ মাইক্রোকন্ট্রোলারের ব্লক ডায়াগ্রাম অঙ্কন করে বিভিন্ন অংশের বর্ণনা দাও।
৫। ৮০৫১ মাইক্রোকন্ট্রোলারের পিন ও কন্ট্রোল বরণনা কর।
অধ্যায়-৫ পিআইসি সিরিজ মাইক্রোকন্ট্রোলার
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। PICমাইক্রোকন্ট্রোলার কত প্রকার এবং কী কী?
২। Flash memory-এর সুবিধা কী?
৩।Harvard আর্কিটেকচার কী?
৪। রিসেট কী?
৫। ইন্টারাপ্ট কী?
অধ্যায়-৬ পিআইসি মিড -রেঞ্জ মাইক্রোকন্ট্রোলারের জন্য প্রোগ্রামিং ইন সি
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১।মাইক্রোকন্ট্রোলারের জন্য সি ভাষায় প্রোগ্রাম লেখার সুবিধা কী?
অধ্যায়-৭টাইমার/ কাউন্টার প্রোগ্রামিং
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। Timer 0 এর রেজিস্টার কয়টি ও কী কী?
২।Timer 0 এর বৈশিষ্ট্যগুলো লেখ।
৩। Timer 1 এর বৈশিষ্ট্যগুলো লেখ।
৪। Timer 2 এর বৈশিষ্ট্যগুলো লেখ।
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৫।টাইমারের কাজ উল্লেখ কর।
৬।ইভেন্ট কাউন্টার হিসেবে টাইমারের ব্যবহার লেখ।
রচনামূলক প্রশ্নসমূহঃ
৭। PIC1677A -এর টাইমার অপারেশনের মোডগুলো বর্ণনা কর।
অধ্যায়-৮ মাইক্রোকন্ট্রোলারের ইন্টারাপ্ট
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। Interrupt service routine বা Interrupt handler বলতে কী বুঝায়?
২। GIE এর কাজ কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৩। Interrupt service routine বা Interrupt handler এর কাজ কী উল্লেখ কর।
৪।একটি ইন্টারাপ্ট সম্পাদনের ধাপগুলো লেখ।
রচনামূলক প্রশ্নসমূহঃ
৫। ইন্টারাপ্ট Enable ও Disabling করার প্রক্রিয়া বর্ণনা কর।
অধ্যায়-৯ সেন্সর এবং অ্যাকচুয়েটরসমূহের সংযোগ
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। কয়েকটি সেন্সরের নাম উল্লেখ কর।
২। অ্যাকচুয়েটরের প্রকারভেদ লেখ।
৩। DHT 11 কী?
৪। মোটর ড্রাইভার কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৫। অ্যাকচুয়েটর কাকে বলে?
৬। বিভিন্ন প্রকার অ্যাকচুয়েটরের প্রকারভেদ তাদের অ্যাপ্লিকেশনসহ উল্লেখ কর।
৭। সেন্সর এবং অ্যাকচুয়েটরের মধ্যে পার্থক্য লেখ।
রচনামূলক প্রশ্নসমূহঃ
৮। বিভিন্ন ধরনের সেন্সর ও অ্যাকচুয়েটরসহ একটি ইম্বেডেড সিস্টেমের ব্লক ডায়াগ্রাম অঙ্কন করে বর্ণনা কর।
অধ্যায়-১০ এমবেডেড সিস্টেম-এর যোগাযোগের প্রোটকল
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। সিরিয়াল কমিউনিকেশন কী?
২।প্যারালাল কমিউনিকেশন কী?
৩।ব্লুটুথ কী?
৪।ব্লুটুথ মডিউলগুলো কত ফ্রিকুয়েন্সিতে জাক করে?
৫।ব্লুটুথ মডিউলগুলো সর্বোচ্চ রেঞ্জ কত?
৬। RF মডিউল কী?
৭। পূর্ণ্নাম লেখঃ UART,SPI,12C,USB,RF,WiFi,Tx,Rx,SDA এবং SCL.
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৮।RF মডিউল কী?
৯। সিরিয়াল কমিউনিকেশনের একটি প্রোগ্রাম লেখ।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১০। বিভিন্ন কমিউনিকেশন সিশ্তেমে ব্যবহৃত একটি ইমবেডেদ সিস্টেমের ব্লক ডায়াগ্রাম অঙ্কন কর।
অধ্যায়-১১ আইডুইনো বেসিকস
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। আরডুইনো বোর্ড কী?
২। Sensor কী?
৩। Setup () কী?
৪। loop () কী?
৫।ভেরিয়েবল কী?
৬।ভেরিয়েবল ব্যবহারের কিছু সুবিধা উল্লেখ কর।
৭। delay কি?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৮। pinMode(), digitalRead(), digitalWrite(), analogeRead(), analogWrite,delay এবং SerialMonitor সম্পর্কে সংক্ষেপে লেখ।
অধ্যায়-১২ আইওটি ডিভাইস,রাস্পবেরি পাই এবং অন্যান্য ডেভেলপমেন্ট কিট
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। IoT কী?
২। WiFi কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৩। জিএসএম মডিউলের ব্যবহার উল্লেখ কর।
রচনামূলক প্রশ্নসমূহঃ
৪।আইওটি সিস্টেমের বিল্ডিং ব্লক অঙ্কন করে ব্যাখ্যা কর।
অর্ডিনারি সিসি’র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url