ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল সিস্টেম (বিষয় কোড: ২৯২৬২) এর সাজেশন
অর্ডিনারি কোচিং সেন্টার
ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল সিস্টেম (২২ প্রবিধান) এর সাজেশন
বিষয় কোড: ২৯২৬২
এই সাজেশনটি আপডেট করা হয়েছে। তারিখ:
অধ্যায়ঃ১ ইন্সট্রুমেন্টেশনের মৌলিক বিষয়াবলি
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। ইন্সট্রুমেন্টেশন বলতে কী বুঝায়?
২। অ্যাকুরেসি-এর সংজ্ঞা লেখ।
৩। কয়েকটি ইলেকট্রিক এবং ইলেকট্রনিক রাশির নাম লেখ।
৪। Static error কাকে বলে?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৫। সেনসিটিভি বলতে কী বুঝ?
৬। পরিমাপ যন্ত্রের ত্রুটিসমূহের শ্রেণিবিভাগ দেখাও।
৭। অ্যাকুরেসি ও প্রিসিশনের মধ্যে পার্থক্য লেখ।
৮। Instrument error প্রতিকার করার উপায় লেখ।
অধ্যায়ঃ২ মেজারিং ইনস্ট্রুমেন্ট
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। বৈদ্যুতিক ইনস্ট্রুমেন্ট কত প্রকার ও কী কী?
২। ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্ট কী?
৩। রেকার্ডিং ইনস্ট্রুমেন্ট কোথায় ব্যবহৃত হয়?
৪। ওয়াট -আওয়ার মিটারে কোন ধরনের ইফেক্ট ব্যবহৃত হয়?
৫। ম্যাক্সিমাম ডিমান্ড ইন্ডিকেটর কী?
৬। চারটি সেকেন্ডারি ইনস্ট্রুমেন্টের নাম লেখ।
৭। ইন্ডিকেটিং,ইন্টিগ্রেটিং ও রেকর্ডিং ইনস্ট্রুমেন্টের একটি করে উদাহরণ দাও।
৮। শুধুমাত্র ডিসিতে ব্যবহার উপযোগী একপ্রাকার ইনস্ট্রুমেন্টের নাম লেখ।
৯। ইলেকট্রোস্ট্যাটিক ইফেক্ট কোন ইনস্ট্রুমেন্টে ব্যবহৃত হয়?
১০। PMMC কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১১। অ্যাবসলিউট ইনস্ট্রুমেন্ট কাকে বোলে?
১২। সেকেন্ডারি ইনস্ট্রুমেন্ট কাকে বলে?
১৩। সেকেন্ডারি ইনস্ট্রুমেন্টে ব্যবহৃত বিভিন্ন প্রভাবসমূহ বা ইফেক্ট কী কী?
১৪। ইন্ডিকেটিং ও ইন্টিগ্রেটিং ইনস্ট্রুমেন্টের পার্থক্যগুলো লেখ।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১৫। চিত্রসহ মুভিং কয়েল ইনস্ট্রুমেন্টের কার্যপ্রণালি বর্ণনা কর।
অধ্যায়ঃ৩ ক্যাথড-রে টিউব এবং ক্যাথড-রে অসিলোস্কোপ
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। লিসেজাস প্যাটার্ন বলতে কী বুঝায়?
২। টাইম বেস সার্কিটের কাজ কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৩।কী কী পদ্ধতিতে ইলেকট্রন বিম ফোকাস করা হয়?
৪। অসিলোস্কোপ দ্বারা কী কী ফিজিক্যাল ও ইলেকট্রিক্যাল রাশিমালা মাপা যায়?
৫। CRT এ ইলেকট্রন বিমের ফোকাসিংয়ের প্রয়োজনীয়তা কী?
৬। CRO প্রোবের বৈশিষ্ট্যাবলি লেখ।
৭। CRT এর পর্দায় কোন কোন পদার্থ ব্যবহার করা হয়?
৮। CRO ফোকাসিং সিস্টেমের সংক্ষিপ্ত বর্ণনা দাও।
৯। CRT এর চিত্র অঙ্কন করে এর বিভিন্ন অংশ চিহ্নিত কর।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১০। CRT এর ৪টি অংশের নাম লেখ।
১১। একটি বেসিক CRO এর ব্লক চিত্র অঙ্কন করে প্রত্যেক ব্লকের কার্যপ্রণালি বর্ণনা কর।
১২। CRT এর গঠন ও কার্যপ্রণালি বর্ণনা কর।
অধ্যায়ঃ৪ সিগন্যাল জেনারেটর
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। সিগন্যাল জেনারেটর কী?
২। ফাংশন জেনারেটর বলতে কী বুঝায়?
৩। ফাংশন জেনারেটরের ব্যবহার লেখ।
৪। ফাংশন জেনারেটরের প্রধান প্রধান অংশগুলোর নাম লেখ।
৫। পালস জেনারেটরের মূল কাজ কী?
৬। পালস জেনারেটর কাকে বলে?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৭। সিগন্যাল জেনারেটর এবং অসিলেটরের মধ্যে পার্থক্য কী?
৮। ফাংশন জেনারেটরে কয়টি কনভার্টার আছে ও কী কী ?
৯। সিগন্যাল জেনারেটরের প্রধান প্রধান অংশগুলোর নাম লেখ।
১০। LF Signal generator কাকে বলে?
রচনামূলক প্রশ্নসমূহঃ
১১। একটি এলএফ সিগন্যাল জেনারেটরের ব্লক চিত্র অঙ্কন করে প্রত্যেক ব্লকের কার্যপ্রণালি বর্ণনা কর।
১২। একটি পালস জেনারেটর-এর বেসিক বেসিক ব্লক ডায়াগ্রামসহ কার্যনীতি কর।
১৩। ব্লক ডায়াগ্রামের সাহায্যে একটি ফাংশন জেনারেটরের কার্যপ্রণালি বর্ণনা কর।
অধ্যায়ঃ৫ ডাটা রেকর্ডার
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। রেকর্ডিং ডিভাইস প্রধানস প্রধানত কত প্রকার ও কী কী ?
২। X-Y রেকর্ডারের প্রয়োগ কোথায়?
৩। রেকর্ডিং কত প্রকার কী কী?
৪। অ্যানালগ রেকর্ডার বলতে কী বুঝায়?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৫। রেকর্ডিং-এর প্রয়োজনীয়তা কী?
৬। ম্যাগনেটিক রেকর্ডার বলতে কী বুঝায়?
৭। স্ট্রিপ চার্ট রেকর্ডার এবং রেকর্ডারের মধ্যে পার্থক্য কী?
৮। অ্যানালগ ও ডিজিটাল রেকর্ডারের মধ্যে পার্থক্য কী?
৯। X-Y রেকর্ডারের বৈশিষ্ট্য লেখ।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১০। রেকর্ডার কত প্রকার ও কী কী ? বিভিন্ন প্রকার রেকর্ডারের শ্রেণিবিভাগ কর।
১১। একটি রেকর্ডারের চিত্র অঙ্কন করে কার্যপ্রণালি বর্ণনা কর।
১৩। ম্যাগ্নেটিক রেকর্ডারের গঠনপ্রণালি চিত্রের সাহায্যে বঅর্ণনা কর।
অধ্যায়ঃ৬ কন্ট্রোল থিওরি
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। দুই স্টেপ কন্ট্রোল পদ্ধতি বলতে কী বুঝায়?
২। তিন স্টেপ কন্ট্রোল পদ্ধতি বলতে কী বুঝায়?
৩। ওপেন লুপ কন্ট্রোল পদ্ধতি বলতে কী বুঝায়?
৪। ক্লোজড লুপ কন্ট্রোল সিস্টেম বলতে কী বুঝায়?
৫। P ID কন্ট্রোল বলতে কী বুঝায়?
৬। কম্পাউন্ডা কন্ট্রোল সিস্টেম কত প্রকার ও কী কী?
৭। Closed loop কন্ট্রোল সিস্টেমের প্রধান বৈশিষ্ট লেখ।
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৮। ট্রান্সফার ল্যাগ অর্থ কী?
৯। ইন্টিগ্রাল কন্ট্রোল বলতে কী বুঝায়?
১০। কম্পাউন্ড কন্ট্রোল পদ্ধতি বলতে কী বুঝায়?
১১। ( P+ D ) কন্ট্রোল বলতে কী বুঝায়?
১২। ( P+ I ) কন্ট্রোল বলতে কী বুঝায়?
অধ্যায়-৭ কন্ট্রোল সিস্টেমের কেস স্টাডি
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। মোটর শ্যাফটের ঘূর্ণন গতির কন্ট্রোলের ব্লক ডায়াগ্রাম অঙ্কন কর।
২। একটি রোবট গ্রিপার অংকন করে বিভিন্ন অংশ চিহ্নিত কর।
অধ্যায়-৮ প্রসেস কন্ট্রোল
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। প্রসেস কাকে বলে?
২।প্রসেস কন্ট্রোল কাকে বলে?
৩। Feed back এর উপর ভিত্তি করে C ontrol system কত প্রকার?
৪। Feed back কাকে বলে?
৫। PLC কী?
৬। ATM কী?
৭। Evaporator কী?
৮। SCADA এর পূর্ণরূপ কী?
অধ্যায়-৯ কন্ট্রোল লুপ
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১।পরিমাপ কী?
২। Error কী?
৩।অফসেট কাকে বলে?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৯। Control algorithm এর চিত্র অঙ্কন কর।
১০। ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেমের চিত্র অঙ্কন কর।
১১। ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেমের সুবিধা ও অসুবিধাসমূহ লেখ।
অধ্যায়-১০ তাপমাত্রা প্রবাহ এবং চাপ পরিমাপ
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। তাপমাত্রা কাকে বলে?
২। তাপমাত্রার প্রধান স্কেলগুলো কী কী?
৩। গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক কী?
৪। Pyrometer-এর ব্যবহার লেখ।
৫। বাইমেটালিক থার্মোমিটারের মূলনীতি দুইটি লেখ।
৬। স্থির চাপ গ্যাস থার্মোমিটার কাকে বলে?
৭। পাইরোমিটার কী?
৮। পাইরোমিটার থার্মোমিতি কাকে বলে?
৯। তাপমাত্রা পরিমাপে প্লাঙ্ক এর সূত্রটি লেখ।
১০। ডিগ্রি কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১১। তাপমাত্রা পরিমাপ গুরুত্বপূর্ণ কেন?
১২। বাইমেটালিক সেন্সরের মূলনীতি লেখ।
১৩। থার্মোমিটার পারদ ব্যবহারের সুবিধা লেখ।
১৪। রেজিস্ট্যান্স থার্মোমিটারের সুবিধা ও অসুবিধাসমূহ লেখ।
১৫। পাইরোমিটার বলতে কী বুঝায়?
১৬। তাপ বিকিরণ বলতে কী বুঝ?
১৭। অপটিক্যাল পাইরোমিটার কী? এটি কত প্রকার ও কী কী?
১৮। রেজিস্ট্যান্স থার্মোমিটারের বর্ণনা কর।
রচনামূলক প্রশ্নসমূহ ঃ
১৯। চিত্রসহ বাইমেটালিক থার্মোমিটারের বর্ণনা লেখ।
২০। চিত্রসহ আলোকীয় পাইরোমিটারের কার্যপ্রণালি বর্ণনা কর ।
অর্ডিনারি সিসি’র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url