ইঞ্জিনিয়ারিং মেকানিক্স (বিষয় কোড: ২৭০৪১) এর সাজেশন

 

অর্ডিনারি কোচিং সেন্টার
ইঞ্জিনিয়ারিং মেকানিক্স (২২ প্রবিধান) এর সাজেশন
বিষয় কোড: ২৭০৪১
এই সাজেশন আডডেট করা হয়েছে। তারিখ: ১১-১২-২০২৪ ইং
সাজেশনের প্রশ্নের চিত্রের পৃষ্ঠা নাম্বর হক পাবলিকেশন থেকে নেওয়া হয়েছে।
অধ্যায়-১ মৌলিক বলবিদ্যা
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
০১। ইঞ্জিনিয়ারিং মেকানিক্স বলতে কী বুঝায়?
০২। ফলিত বিজ্ঞান বা বল্বিদযা বলতে কী বুঝায়?

অধ্যায়-২ বলের সংযোজন ও বিভাজন
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
০১। লব্ধি বল বলতে কি বুঝায়?
০২।বলের সংযোজন বলতে কী বুঝায়?
০৩। বল বলতে কী বুঝায়?
০৪। বলের ত্রিভুজ সূত্রটি লেখ।
০৫ ।বলের সামান্তরিক সূত্রটি লেখ।
০৬। বলের বৈশিষ্ট্যগুলো উল্লেখ কর।
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
০৭। উদাহরণসহ বলের বৈশিষ্ট্যগুলো লেখ।
০৮। বস্তুর উপর বলের প্রভাব উল্লেখ কর।
রচনামূলক প্রশ্নসমূহঃ
০৯। বলের সামান্তরিক সূত্রটি প্রমান কর।
গাণিতিক প্রশ্নসমূহঃ
১০। দুটি বলের অন্তর্ভুক্ত কোণ 0⁰ হলে লব্ধি বলের মান ও দিক নির্ণয় কর। 
১১। চিত্রে প্রদর্শিত বলগুলোর লব্ধির মান ও দিক নির্ণয় কর ও লব্ধির বলটি কোণ চতুরভাগে পড়েছে।
 বইয়ের ৪০ পৃ-৭নাম্বর
১২। চিত্রে প্রদর্শিত সমকেন্দ্রিক সমতলীয়  বলগুলোর লব্ধির মান ও দিক নির্ণয় কর।
 বইয়ের ৪৪ পৃ-১৫নাম্বর
১৩। ২ নং চিত্রানুযায়ী লব্ধি বলের মান ও দিক নির্ণয় কর।
বইয়ের ৫১ পৃ-২৪নাম্বর

অধ্যায়-৩বলের মোমেন্ট এবং কাপল
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
০১।বলের মোমেন্ট বলতে কী বুঝায়?
০২।যুগল বা জোড় কী?
০৩।ধনাত্মক ও ঋণাত্মক মোমেন্ট বলতে কী বুঝায়?
০৪।লিভারেজ কী?
০৫।ফ্রি-বডি ডায়াগ্রাম কাকে বলে?
০৬।ভেরিগনের মোমেন্ট নীতি উল্লেখ কর।
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
০৭।ভেরিগনের উপপাদ্যটি প্রমাণ কর।
০৮। যুগলের ধর্মসমূহ লেখ।
গাণিতিক প্রশ্নসমূহঃ
০৯। চিত্রে প্রদর্শিত 600kg বলের জন্য  Q বলের মান কত হবে?
বইয়ের ৭০ পৃ-১নাম্বর
১০।নিম্নের চিত্রানুযায়ী বেল  ক্র্যাঙ্ক লিভারের  W=300kg ওজনের জন্য Pবলের মান নির্ণয় কর।
বইয়ের ৭০পৃ-২নাম্বর

অধ্যায়-৪ বলের সাম্যাবস্থা
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
০১।বলের সাম্যাবস্থা বলতে কী বুঝায়?
০২।বলের সাম্যাবস্থার শর্তগুলো কী কী?
০৩।ল্যামির সূত্রটি লেখ।
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
০৪।চিত্রসহ সাম্যাবস্থার নীতিগুলো বর্ণনা কর।
০৫। বলের ল্যামির সূত্রটি প্রমাণ কর।
রচনামূলক প্রশ্নসমূহঃ
০৬। ল্যামির সূত্রটি প্রমাণ কর।
গাণিতিক প্রশ্নসমূহঃ
০১। চিত্রানুযায়ী একটি তার দ্বারা B ও C বিন্দুতে দুটি ওজন ঝুলানো আছে। AB, BC এবং CD অংশের টান নির্ণয় কর।
বইয়ের ৯২ পৃ-২নাম্বর
০২।চিত্রে 200kg ওজনের  একটি বক্স AC  ও BC তার দিয়ে ঝুলানো আছে ।তার দুটির টান নির্ণয় কর।
বইয়ের ৯২ পৃ-৩ নাম্বর
অধ্যায়-৫ভরকেন্দ্র
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
০১। কেন্দ্র ও ভরকেন্দ্রের মধ্যে পার্থক্য দেখাও।
০২।ভরকেন্দ্র বলতে কী বুঝায়?
০৩।প্রতিসম অক্ষ কাকে বলে?
০৪।রেফারেন্স অক্ষ বলতে কী বুঝায়?
গাণিতিক প্রশ্নসমূহঃ
০১।চিত্রে x ও y অক্ষের সাপেক্ষে ভর কেন্দ্র নির্ণয় কর।
বইয়ের ১১৭ পৃ-১নাম্বর
০২। চিত্রে প্রদত্ত সেকশনটির ভারকেন্দ্র নির্ণয় কর।
বইয়ের ১১৮ পৃ-২নাম্বর
০৩।চিত্রে প্রদর্শিত সেকশনটির ভারকেন্দ্র নির্ণয় কর।
বইয়ের ১২০ পৃ-৬নাম্বর
অধ্যায়-৬ মোমেন্ট অব ইনার্শিয়া বা জড়তার ভ্রামক
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
০১। মোমেন্ট অব ইনার্শিয়া বলতে কী বুঝায়?
০২।চক্রগতির ব্যাসার্ধ কাকে বলে?
০৩।পোলার জড়তার ভ্রামক কাকে বলে?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
০৪। লম্ব অক্ষের উপপাদ্যটি প্রমাণ কর।
রচনামূলক প্রশ্নসমূহঃ
০৫। সমাকলন পদ্ধতিতে আয়তাকার নিরেট সেকশনের জড়তার ভ্রামক নির্ণয় কর।
অধ্যায়-৭ ঘর্ষণ
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
০১। সীমিত ঘর্ষণ বলতে কী বুঝায়?
০২।ঘর্ষণ সহগ কী?
০৩।দুটি তলের মধ্যকার ঘর্ষণ কোণ 25হলে , এদের ঘর্ষণ সহগ কত হবে?
০৪। স্লাইডিং ফ্রিকশন কাকে বলে?
০৫। ঘর্ষণের ধর্ম বা বৈশিষ্ট্যগুলো লেখ।
০৬।ঘর্ষণ বলতে কী বুঝায়?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
০৭। স্থির ঘর্ষণের বৈশিষ্ট্যগুলো লেখ।
০৮।ঘর্ষণের সুবিধা ও অসুবিধা লেখ।
০৯।চল ঘর্ষণের বৈশিষ্ট্যগুলো লেখ
গাণিতিক প্রশ্নসমূহঃ
০১।30 কৌণিক তলের ওপর 108 কেজি ওজনের একটি বস্তু স্থির অবস্থায় আছে।30 কেজি বল বস্তুটিকে হেলানো তল বরাবর ওপরের দিকে ঠেলছে।বস্তুটি নিচের দিক পিছলিয়ে পড়াথেকে বাধা প্রদান করার জন্য কত ঘর্ষণ বল প্রয়োজন এবং ঘর্ষণ সহগের মান কত?
বইয়ের ১৭৩  পৃ-৪নাম্বর
০২। ভূমির সাথে30কোণে হেলানো একটি তলের ওপর 60 কেজি ওজনের একটি বাক্সকে 50 কেজি একটি বল দিয়ে হেলানো তলের সাথে সমান্তরালে টানা হলে ঘর্ষণ বল ও ঘর্ষণ সহগ নির্ণয় কর। 
বইয়ের ১৭৪ পৃ-৫ নাম্বর                                                                                                                              অধ্যায়-৮ বিমের উপর সাপোর্ট বলের প্রতিক্রিয়া
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
০১। বিম কী?
০২। প্রতিক্রিয়া বলতে কী বুঝায়?
০৩। বিমে কী কী ধরনের লোড কাজ করে?
০৪। বিমের বিপজ্জনক সেকশন কাকে বলে?
০৫। শিয়ার ফোর্স কাকে বলে?
০৬।ইনফ্লেকশন বিন্দু কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
০৭। বিমের বিভিন্ন প্রকার ভেদ চিত্রসহ লেখ।
গাণিতিক প্রশ্নসমূহঃ
০১। চিত্রে প্রতিক্রিয়া বলের মাকন RAও Rgনির্ণয় কর।
বইয়ের ১৯৯পৃ-১নাম্বর
০২। চিত্রানুযায়ী একটি বিমের ওপর বলগুলো ক্রিয়া করছে।A  ও  B বিন্দুতে প্রতিক্রিয়া বল নির্ণয় কর।
বইয়ের ২০০ পৃ-২নাম্বর
০৩। সাধারণ ভাবে স্থাপিত বিম AB এর দৈর্ঘ্য 6m এবং এর উপর নিম্নের চিত্রানুযায়ী লোড আরোপিত ।সাপোর্ট A ও B এর প্রতিক্রিয়া নির্ণয় কর।
বইয়ের ২০৩  পৃ-৯ নাম্বর

অধ্যায়-৯ ট্রাসের উপর সাপোর্ট বলের প্রতিক্রিয়া
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
০১। টাই এবং স্ট্রাট বলতে কী বুঝায়?
০২। টাই এবং স্ট্রাটের মধ্যে পার্থক্য কী?
০৩। পূর্ণাঙ্গ ট্রাস কী?
০৪। ফ্রি-বডি ডায়াগ্রাম বলে কী বুঝায়?
অধ্যায়-১০গিয়ার ট্রেইন
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
০১। গিয়ার ট্রেইন বলতে কী বুঝায়?
০২। কম্পাউন্ডা গিয়ার ট্রেইন বলতে কী বুঝায়?
০৩। গিয়ার কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
০৪। গিয়ার ড্রাইভ এর সুবিধা ও অসুবিধাগুলো লেখ।
০৫। গিয়ার ট্রেইন কত প্রকার ও কী কী? চিত্রসহ লেখ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি সিসি’র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url