ক্যাড অ্যান্ড ক্যাম(বিষয় কোড: ২৭০৬৩) এর সাজেশন

 

অর্ডিনারি কোচিং সেন্টার
ক্যাড অ্যান্ড ক্যাম (২২ প্রবিধান) এর সাজেশন
বিষয় কোড: ২৭০৬৩
এই সাজেশনটি আপডেট করা হয়েছে। তারিখ:১০-১২-২০২৪ ইং
অধ্যায়-১ক্যাড এবং ক্যাম-এর মৌলিক ধারণা 
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ 
১। CAD  ও CAM -এর নামের পূর্ণ অর্থ লেখ।
২। CAD বলতে কী বুঝায়?
৩। বর্তমানে CAD  CAM --এর দুটি ফল্প্রসূ প্রয়োগক্ষেত্রের নাম লেখ।
৪। প্রোডাক্ট সাইকেল কী?
৫। ক্যাম-এর সংজ্ঞা লেখ।
৬। CAD  ও CAM -এর মূল পার্থক্য কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৭। CAD CAM -বলতে কী বুঝায়?
৮। প্রোডাক্ট সাইকেল সংক্ষেপে বর্ণ্না কর।
৯। একটি প্রোডাক্ট সাইকেলের চিত্র অঙ্কন কর
১০। ক্যাডের দুটি সুবিধা ও দুটি অসুবিধা লেখ।
১১। CAD- এর সুবিধাগুলো লেখ।
১২। CAM -এর সুবিধাগুলো লেখ।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১৩। আধুনিক শিল্পকারখানায় ক্যাডক্যাম-এর গুরুত্ব আলোচনা কর।
১৪। প্রোডাক্ট সাইকেলের চিত্রসহ বর্ণনা দাও।
অধ্যায়-২ জিওমেট্রিক্যাল মডেল এবং মডেলিং কৌশল
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। ক্যাড -এর পুরো নাম কী?
২। CAD- বলতে কী বুঝায়?
৩। বাংলাদেশের ক্যাড -ক্যামের দুটি প্রয়োগক্ষেত্রের নাম লেখ।
৪। Desing এবং  Manufaturing sector-এ  CAD-CAM কী?
৫। প্রোডাক্ট সাইকেল কী ?
৬। ডিজাইন প্রক্রিয়া কী?
৭। ট্রিম এবং এক্সটেন্ড অপারেশন বলতে কী বুঝায়?
৮। এনটিটি কী?
৯। 2D এবং 3D ড্রই বলতে কী ?
১০। নেট লিস্ট কী?
১১। ওয়্যার ফ্রেম জ্যামিতি বলতে কী বুঝায়?
১২। এডিটিং কমান্ড কাকে বলে?
১৩। জিওমেট্রিক মডেলিং কী?
১৪। ডিসক্রিপটিভ জিওমেট্রি কী?
১৫। ড্রয়িং-এ টীকা লেখন পদ্ধতি বর্ণনা দাও।
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১৬। অবজেক্ট ট্রান্সফরমেশন কী?
১৭। 2D থেকে  3D করার ফ্লো চার্ট অঙ্কন কর। 
১৮। 50mm×40mm মাপের আয়তক্ষেত্র অংকের কমান্ড পাওয়ার লেখ ।
১৯। কম্পিউটার এইডেড ড্রাফটিং -এর সুবিধা লেখ।
রচনামূলক প্রশ্নসমূহঃ
২০। জিওমেট্রিক মডেলিং কী বর্ণনা কর।
২১। ত্রৈমাত্রিক মডেলিং-এর গুরুত্ব বর্ণনা কর।
অধ্যায়-৩ সিএনসি মেশিনিং/টার্নিং সেন্টার এবং নিয়ন্ত্রণ পদ্ধতি
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। মেশিন কন্ট্রোল ইউনিট -এর কাজ কী?
২। সিএনসি মেশিন টুলের মূল কাজ কী?
৩। NC মেশিনের সংজ্ঞা দাও।
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৪।মেশিনিং সেন্টার বলতে কী বুঝায়?
৫। মেশিনিং সেন্টার বলতে কী বুঝায়?
৬। মেশিন কন্ট্রোল ইউনিট কী?
৭।সিএনসি টার্নিং সেন্টারের প্রকারভেদ লেখ।
রচনামূলক প্রশ্নসমূহঃ
৮। সিএনসি মেশিনিং সেন্টার সম্পর্কে যা জান লেখ।
৯। বিভিন্ন প্রকার সিএনসি টার্নিং সেন্টারের বর্ণনা কর।
১০। মেশিন কন্ট্রোল ইউনিট ব্যবহারে সুবিধাদি দেখাও।
১১। মেশিন কন্ট্রোল ইউনিটের সাব-সিস্টেম সম্পর্কে আলোচনা কর।
অধ্যায়-৪ সিএনসি মেশিনের জন্য এবং এম কোড
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। NC মেশিন টুল কোন কোন পদ্ধতিতে নিয়ন্ত্রিত হয়?
২। সিএনসি মেশিন টুলেস মূল কাজ কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৩। মেশিন কন্ট্রোল ডাটা প্রোগ্রামের তিনটি এলিমেন্টস-এর নাম লেখ।
৪। এপিটি প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজকে কী কী ভাগে ভাগ করা যায় ও কী কী?
৫। এনসি টেকনোলজির মূলনীতি লেখ।
রচনামূলক প্রশ্নসমূহঃ
৬। নিউমেরিক্যাল কন্ট্রোল সিস্টেমের নীতিগুলো আলোচনা কর।
৭। পার্ট প্রোগ্রামিং-এর বিভিন্ন রুট দেখাও।
অধ্যায়-৫ কম্পিউটার এইডেড ম্যানুফ্যাকচারিং ( ক্যাম)
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। CAM Software কেন ব্যবহার তরা হয় ?
২। 3D প্রিন্টিং কাকে বলে?
৩। ক্যাম কীভাবে সংজ্ঞায়িত করা যায়?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। ক্যাম্বের উপকারিতা লেখ।
অধ্যায়-৬ ইন্ডাস্ট্রিয়াল রোবট
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। রোবট কী?
২। ইন্ডাস্ট্রিয়াল রোবটের গতিকে কয়ভাগে ভাগ করা যায় ওকী কী?
৩। রোবটের কার্যপরিধি কী?
৪। ইন্ডাস্ট্রিয়াল রোবটের ব্যবহার লেখ।
৫। রোবটের মূল পরিচালনার পদ্ধতিগুলো কী কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৬। রোবটের ছয় ডিগ্রি ফ্রিডমগুলো কী কী?
৭। রোবটিক সেন্সর বলতে কী বুঝায়?
৮ রোবট সেন্সরের বৈশিষ্ট্যগুল লেখ?
৯। রোবট নিয়ন্ত্রণে কী কী ল্যাংগুয়েজ ব্যবহৃত হয়?
১০। স্টেট অ্যান্ড ইফেক্টরের সংজ্ঞাসহ বর্ণনা কর।
১১। রোবটিক সেন্সরগুলোর নাম লেখ।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১২। রোবটের মূল পরিচালনা পদ্ধতি ব্যাখ্যা কর।
১৩। রোবটের গুরুত্বপূর্ণ কারিগরি কৌশল সম্পর্কে বর্ণনা দাও।
১৪। রোবটের মূল পরিচালন পদ্ধতি ব্যাখ্যা কর।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি সিসি’র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url