ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং (বিষয় কোড: ২৬৪৬১) এর সাজেশন
অর্ডিনারি কোচিং সেন্টার
ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং (২২ প্রবিধান) এর সাজেশন
বিষয় কোড: ২৬৪৬১
এই সাজেশনটি আপডেট করা হয়েছে। তারিখ:
অধ্যায়-১ বাংলাদেশের পানি সম্পদ
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ১। রান -অফ কী?
২। পানিধারক স্তর বলতে কী বুঝায়?
৩। রান-অফ সহগ বলতে কী বুঝায়?
৪। হাইড্রোগ্রাফিক কী?
৫। অধঃক্ষেপণ বা বৃষ্ঠিপাতের সংজ্ঞা দাও।
৬। ইনিশিয়াল বেসিন রিচার্জ বলতে কী বুঝায়?
৭। বিভিন্ন ধরণের বৃষ্টিমান যন্ত্রের নাম লেখ।
৮। ক্যাচমেন্ট এরিয়া কী ?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৯। অধঃক্ষেপণের শর্তগুলো কী কী?
১০ ।কী কী বিষয় রান-অফকে প্রভাবিত করে?
রচনামূলক প্রশ্নসমূহঃ
১১।কী কী বিষয় দিয়ে রান-অফ প্রভাবিত হয়,আলোচনা কর।
১২। একটি সাধারণ বৃষ্টিমাপক যন্ত্রের পরিচ্ছন্ন চিত্র এঁকে বিভিন্ন অংশের নাম লেখ।
অধ্যায়-২: কূপ এবং ভূগর্ভস্থ পানির পুনঃপূর্ণকরণ
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ১। অবনমন শঙ্কু কী ?
২। কী কী পদ্ধতিতে কূপের উৎপাদন ক্ষমতা পরীক্ষা করা যায়?
৩। চরম বেগ বলতে কী বুঝায়?
৪। পানিস্তর পুনঃপূর্ণকরণ বলতে কী বুঝায়?
৫। কনফাইল্ড অযাকুইফায়ার বলতে কী বুঝায়?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৬। ড্র- ডাউন কার্ভ কী , চিত্রসহ ব্যাখ্যা দাও।
৭। নলকূপের প্রভাব বৃত্ত সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।
৮। ভূনিম্নে পানি পুনঃপূর্ণকরণের প্রয়োজন হয় কেন?
রচনামূলক প্রশ্নসমূহঃ
৯। ভূনিম্নসহ পানিধারক স্তরে পানি পুনঃপূর্ণকরণের সুবিধা -অসুবিধাগুলো আলোচনা কর।
অধ্যায়-৩ সেচের গুরুত্ব
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ১। সেচ বলতে কী বুঝায়?
২। পেরেনিয়াল সেচ ব্যবস্থা কী?
৩। গভীর নলকূপ কী?
৪। আর্টেসীয় কূপ কী?
৫। প্রাকৃতিকন পানি সেচ কাকে বলে ?
৬। ইরিগেশন বা সেচ বলতে কী বুঝায়?
৭। প্রবাহ সেচ বলতে কী বুঝায়?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৮।প্রাকৃতিক সেচের অসুবিধাগুলো লেখ।
৯। গভীর ও অগভীর কূপের মাঝে পার্থক্য লেখ।
১০। প্লাবিত সেচের সুবিধাগুলো লেখ।
১১। সেচের অপকারিতাগুলো লেখ।
১২। সেচ পদ্ধতি নির্বাচনে বিবেচ্য বিষয়গুলো উল্লেখ কর।
১৩। নলকূপ সেচের অনুকূল শর্তগুলো কী কী?
রচনামূলক প্রশ্নসমূহঃ
১৪। কূপ সেচের সুবিধাগুলো উল্লেখ কর।
১৫। বাংলাদেশের নল্কূপ সেচের প্রয়োজনীয়তা আলোচনা কর।
১৬। বাংলাদেশের জন্য কোন পদ্ধতির সেচ উপযোগী,যুক্তসহ ব্যাখ্যা কর।
১৭। ভূনিম্নস্থ পানিনির্ভর সেচ কাজের ফলে ভবিষ্যতে বাংলাদেশে কী কী ধরনের প্রাকৃতিক বিপর্যয় দেখা দিতে পারে এবং তা প্রতিরোধকমূলক ব্যবস্থা সম্পর্কে আলোচনা কর।
অধ্যায়-৪ জলধার
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ১। কমান্ডেবল এরিয়া কী ?
২। ইরিগেবল এরিয়া কী ?
৩। কার্যকারী স্টোরেজ কাকে বলে?
৪।প্রাকৃতিক জল্ধার কাকে বলে?
৫। বাঁধের ফ্রি-বোর্ড কী ?
৬। জলাধারের সংজ্ঞা লেখ।
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৭। জল্ধারের বাঁধের চিত্র অংকন করে বিভিন্নাংশের নাম লেখ।
৮।কী কী শর্তের উপর বাঁধের উচ্চতা নির্ভরশীল ?
রচনামূলক প্রশ্নসমূহঃ
৯। জলধারের প্রয়োনীয়তা আলোচনা কর।
১০। আদর্শ জলাধারের বৈশিষ্ট্যগুলো লেখ।
১১। একটি জলাধার বাঁধের পরিচ্ছন্ন চিত্র এঁকে তার বিভিন্ন অংশ সম্পর্কে বর্ণনা কর।
অধ্যায়-৫ বাঁধ,ডাইক ও সেচ খাল
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ১। কোর ওয়াল ও কাট-অফ ওয়াল এর মধ্যে পার্থক্য কী ?
২।কোর ওয়াল কী ?
৩। কাট-অফ ওয়াল বলতে কী বোঝায়?
৪। বাঁধের স্পিলওয়ে দেয়া হয় কেন?
৫। ক্যানেল লাইনিং কী ?
৬।ডাইকের কাজ কী?
৭। খালের ব্যালেন্স সেকশন কী?
৮।স্পিলওয়ে কাকে বলে?
৯।কোর ওয়ালের কাজ কী?
১০। বাঁধ বা ড্যাম কী?
১১। বাঁধের নিরাপত্তা ভাল্ভ বলতে কী বুঝায় ?
১২। ড্যাগবেলিং কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১৩। বাঁধ ও ডাইকের মাঝে পার্থক্য কী?
১৪। কোন কোন ক্ষেত্রে খালের অ্যালাইমেন্ট আঁকাবাঁকা করা যাবে ?
১৫। কী কী কারণে মাটির বাঁধ নিষ্ফল হয়?
রচনামূলক প্রশ্নসমূহঃ
১৬। মাটির বাঁধ ব্যর্থ হওয়ার কারণগুলো ব্যাখ্যা কর।
১৭। সেচ খাল ডিজাইনে বিবেচ্য বিষয়গুলো লেখ।
অধ্যায়-৬ পলি জমা ও স্কাউয়ারিং
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ১। ইরোশন কী?
২। স্কাউয়ারিং কী ?
৩।পলি পড়া বলতে কী বুঝায় ?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৪। স্কাউয়ারিং -এর কারণগুলো উদ্ধৃত কর।
৫। পলি পড়ার কারণগুলো সংক্ষেপে বর্ণনা কর।
৬। পলি পড়ার সুবিধাগুলো লেখ।
৭। স্কাউয়ারিং-এর ফলাফলগুলো উদ্ধৃত কর।
রচনামূলক প্রশ্নসমূহঃ
৮। পলি পড়ার সুবিধা-অসুবিধা লেখ।
অধ্যায়-৭ ডাইভারশন হেড ওয়ার্কস
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ১। হেড ওয়ার্কস কী?
২। ফিশ ল্যাডার বা মৎস পথ কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৩। হেড ওয়ার্কস -এর পরিচ্ছন্ন চিত্র অংকন করে এর বিভিন্নাংশ দেখাও।
রচনামূলক প্রশ্নসমূহঃ
৪। হেড ওয়ার্কস নির্মাণের উদ্দেশ্যগুলো লেখ।
৫। একটি হেড ওয়ার্কসের পরিচ্ছন্ন চিত্র এঁকে এর বিভিন্নাংশ চিহ্নিত কর।
অধ্যায়-৮ পানি নিষ্কাশন
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ১। অ্যাকুইডাক্ট কাকে বলে?
২। ক্রস ড্রেনেজ ওয়ার্কস বলতে কী বুঝায় ?
৩। ডিওয়াটারিং কী?
৪। ড্রেনেজ বা নিষ্কাশন কাকে বলে?
অধ্যায়-৯ নদনদী নিয়ন্ত্রণ কার্যাদি
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ১। রিডার ট্রেনিং বলতে কী বুঝায়?
২। গ্রোয়েন বলতে কী বুঝায়?
৩। স্টোন পিচিং কাকে বলে?
৪। রিভার ট্রেনিং -এ ব্যবহৃত বিভিন্ন কাঠামোর নাম লেখ।
৫। অ্যাফ্লাক্স কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৬।গ্রোয়েন ও স্পার কোথায় এবং কেন নির্মাণ করা হয়।
৭। স্টোন অ্যাপ্রন ও স্টোন পিচিং এর মধ্যে পার্থক্য কী?
৮। চিত্রসহ ন্দীর কাট-অফ বর্ণনা কর।
৯। নদী গেজিং -এর প্রয়োজনীয়তা কী,সংক্ষেপে লেখ।
১০। গাইড ব্যাংক নির্মাণের উদ্দেশ্য কী?
১১। একটি গাইড ব্যাংকের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ দেখাও।
১২। চিত্রসহ নদীর বাইপাস বর্ণনা কর।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১৩। নদনদী নিয়ন্ত্রণের উদ্দেশ্যগুলো আলোচনা কর।
১৪। বাংলাদেশে নদী শাসনের ব্যবস্থাগুলো বর্ণনা কর।
১৫। বাংলাদেশের নদী শাস্নের প্রয়োজনীয়তা কতটুকু ? বিস্তারিত বর্ণনা কর।
অধ্যায়-১০ বন্যা ও বন্যা নিয়ন্ত্রণ
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ১। নদীর বিপদসীমা কাকে বলে?
২। সেচ খালের রক্ষণাবেক্ষণে কী কী কাজ করতে হয়?
৩। মাটির বাঁধ রক্ষণাবেক্ষণে কী কী কাজ সম্পাদন করতে হয়?
৪। বন্যা নিয়ন্ত্রণের বিভিন্ন পদ্ধতিগুলোর নাম লেখ।
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৫।বাঁধের মেরামত ও রক্ষণাবেক্ষণে কার্যাদির সংক্ষিপ্ত বর্ণনা দাও।
৬। প্রাকৃতিক জলাধারের সাহায্যে কীভাবে বন্যা নিয়ন্ত্রণ করা যায়,ব্যাখ্যা দাও।
৭।বাংলাদেশের বন্যার কারণগুলো উল্লেখ কর।
রচনামূলক প্রশ্নসমূহঃ
৮। কী কী কারণে বন্যা হতে পারে ,আলোচনা কর।
৯।বাংলাদেশের জন্য সর্বাধিক উপযোগী বন্যা নিয়ন্ত্রণ পদ্ধতি আলোচনা কর।
অধ্যায়-১১ বাংলাদেশের সেচ প্রকল্প
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ১। বহুমুখী প্রকল্প বলতে কী বুঝায়?
২। ডিএনডি বাঁধের পূর্ণনাম কী?
রচনামূলক প্রশ্নসমূহঃ
৩। জিকে প্রজেক্টের পুরো নামসহ বর্ণনা দাও।
৪। বাংলাদেশের যে-কোনো ৫ টি সেচ প্রকল্পের সংক্ষিপ্ত বর্ণনা দাও।
অতিরিক্ত অনুশীলনীঃ১
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। ক্রপ পিরিয়ড বলতে কী বুঝায়?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
২। ডেল্টার মান কমবেশি হওয়ার কারণগুলো লেখ।
রচনামূলক প্রশ্নসমুহঃ
৩। ডেল্টা, ডিউটি ও বেস পিরিয়ডের মধ্যে গাণিতিক সম্পর্ক দেখাও।
অতিরিক্ত অনুশীলনীঃ ২
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১।বেস পিরিয়ড কাকে বলে?
২। ডিউটি ,ডেল্টা,বেস পিরিয়ড ও ক্রপ পিরিয়ড -এর সংজ্ঞা লেখ।
অতিরিক্ত অনুশীলনীঃ ৩
১। ডিউটি বলতে কী বুঝায়?
অতিরিক্ত অনুশীলনীঃ ৪
১। ডেল্টার মান কমবেশি হওয়ার কারণগুলো কী কী?
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১।বেস পিরিয়ড কাকে বলে?
২। ডিউটি ,ডেল্টা,বেস পিরিয়ড ও ক্রপ পিরিয়ড -এর সংজ্ঞা লেখ।
অতিরিক্ত অনুশীলনীঃ ৩
১। ডিউটি বলতে কী বুঝায়?
অতিরিক্ত অনুশীলনীঃ ৪
১। ডেল্টার মান কমবেশি হওয়ার কারণগুলো কী কী?
অর্ডিনারি সিসি’র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url