ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং-১ (বিষয় কোড:২৬৪৬৩) এর সাজেশন

 


অর্ডিনারি কোচিং সেন্টার
 ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং-১ (২২ প্রবিধান) এর সাজেশন
বিষয় কোড:২৬৪৬৩
এই সাজেশনটি আপডেট করা হয়েছে। তারিখ:
অধ্যায়-১ পরিবহনের প্রকারভেদ,জনপথ পরিকল্পনা এবং সড়কের অ্যালাইনমেন্ট ও জরিপ
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১।সড়কের অ্যালাইনমেন্ট বলতে কী বুঝায়?
২। সড়ক পরিকল্পনা কেন হয় ?
৩। সড়ক নির্মাণে টেলফোর্ড কোন বিষয়ের উপর সার্বাধিক গুরুত্ব দিতেন?
৪। ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং বলতে কী বুঝায়?
৫। সড়কের অ্যালাইনমেন্ট আঁকাবাঁকা হওয়য়ার কারণ কী কী?
৬। উত্তম সড়কের উপকারিতা কী ?
৭।সড়ক পরিকল্পনা বলতে কী বুঝায়?
৮।ট্রান্সপোর্টেশনের শ্রেণিবিভাগ লেখ।
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৯।আদর্শ সড়ক ব্যবস্থার বৈশিষ্টগুলো লেখ।
১০।সড়ক অ্যালাইমেন্টের মৌলিক নীতিমালা লেখ।
১১।ম্যাকাডাম ও টেলফোর্ড সড়কের মাঝে পার্থক্য লেখ।
১২। হাইওয়ে প্ল্যানিং এর উদ্দেশ্যগুলো লেখ।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১৩। সড়ক অ্যালাইমেন্টের নিয়ন্ত্রণকারী বিষয়গুলো উল্লেখ কর।
১৪। একটি নতুন গ্রামীণ সড়কের অবস্থান নির্ধারণে বিবেচ্য বিষয়গুলো উল্লেখ কর।
১৫। নতুন পৌর সড়কের অবস্থান নির্ধারণে বিবেচ্য বিষয়গুলো উল্লেখ কর।
১৬। সড়ক অ্যালাইমেন্টের মৌলিক নীতিমালা লেখ।
অধ্যায়-২ সড়কের জ্যামিতিক গঠন ,সড়কের প্রস্থচ্ছেদ ও সন্ধি
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। রাইট অব ওয়ে বলতে কী বুঝায়?
২। জ্যামিতিক ডিজাইনের উওপাদাঙ্গুলো কী কী?
৩।কার্ব কী?
৪। সড়কের ক্যাম্বার দেয়া হয় কেন?
৫। বকচর কী?
৬।গ্রেডিয়েন্ট কী?
৭। সড়ক সন্ধির প্রয়োজনীয়তা কী ?
৮।ক্যাম্বার বলতে কী বুঝায়?
৯।ক্রান্তি বাঁধ কাকে বলে?
১০। সুপার এলিভেশনের পরিমাণ কী কী বিষয়ের উপর নির্ভর করে ?
১১। সুপার এলিভিশন দেয়া হয় কেন?
১২।স্কিড কাকে বলে?
১৩। সড়কের পেভমেণ্টের প্রস্থ নির্ধারণে বিবেচ্য বিষয়গুলো কী কী?
১৪। সুপার এলিভেশন কী?
১৫। কী কী বিষয় বিবেচনা করে অনুভূমিক বাঁক ডিজাইন করা হয়?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১৬।স্কিডিং স্লিপিং এর মাঝে পার্থক্য কী কী?
১৭। চিত্রসহ কার্বের প্রকারভেদ দেখাও।
১৮। সড়কের ক্যাম্বার দেয়া হয় কেন?
১৯। সুপার এলিভেশন দেয়ার ফলে কী কী সুবিধা পাওয়া যায়
২০ একটি ক্লোভার লিফ সড়ক সন্ধির পরিচ্ছন্ন চিত্র অঙ্কন কর।
২১। সুপার এলিভেশনের প্রয়োজনীয়তা লেখ।
২২। একটি রোটারি সড়ক সন্ধির চিত্র আঁক।
২৩। একটি হাইওয়ের রাইট অব ওয়ে এর পরিচ্ছন্ন চিত্রসহ বিভিন্ন অংশ চিহ্নিত করে দেখাও।
২৪। ক্রান্তি বাঁকের বৈশিষ্ট্যগুলো লেখ।
২৫। রাস্তার বাঁকে অতিরিক্ত বওড়া প্রদান করার কারণ কী ?
২৬। ক্রান্তি বাঁক প্রয়োগের উদ্দেশ্যগুলো উল্লেখ কর।
রচনামূলক প্রশ্নসমূহঃ
২৭।প্রমাণ কর যে,e=V2/ 127R-µ [সংকেতগুলো প্রচলিত অর্থ বহন করে]
২৮। চিত্রসহ রাইট অব ওয়ে এর প্রস্থ নির্ধারণে বিবেচ্য বিষয়গুলো বর্ণ্না কর।
অধ্যায়-৩ দৃশ্যমান দূরত্ব
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। অতিক্রমের দৃশ্য মান দূরত্ব বলতে কী বুঝায়?
২। উপলব্ধি সময় কী ?
৩। এসএসডি দিয়ে কী বুঝায়?
৪। দৃশ্যমান দূরত্ব কাকে বলে?
৫। অতিক্রমের দৃশ্যমান দূরত্ব কী কী বিষয়ের উপর নির্ভর করে?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৬। পাসিং সাইট ডিস্ট্যান্স কাকে বলে ? চিত্রসহ ব্যাখ্যা দাও।
৭। এসএসডি কোণ কোন বিষয়ের উপর নির্ভরশীল?
রচনামূলক প্রশ্নসমূহঃ
৮। অতিক্রমের দৃশ্যমান দূরত্ব বলতে কী বুঝায়?এর মূল সূত্রটি প্রতিপাদন কর।
অধ্যায়-৪ জাতীয় সড়ক নির্মাণের জন্য সাবগ্রেড মৃত্তিকা ও উপাদানসমূহ
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। সাবগ্রেডের কাজ কী ?
২। মাটির সূচক ধর্ম বলতে কী বুঝায়?
৩। সাবগ্রেড কী?
৪। সড়ক নির্মাণে বিটুমেন ব্যবহার করা হয় কেন?
৫। কাট ব্যাক কী ?
৬। ইমালশন কী ?
৭। 80/100 বিটুমেন বলতে কী বুঝায়?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৮। উপযুক্ত সাবগ্রেডের গুণাবলি লেখ।
৯। সড়ক নির্মাণে উপযোগী অ্যাগ্রিগ্রেট নির্বাচনে কী কী পরীক্ষা করা হয়?
১০। অ্যাগ্রিগেট ও বিটুমেন এর গুণাগুণ নির্ণয়ের চারটি টেস্টের নাম লেখ।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১১। বিটুমেন জাতীয় পদার্থের ধর্ম বর্ণ্না কর।
১২। জলাবদ্ধ এলাকায় সড়ক নির্মাণ পদ্ধতি বর্ণ্না কর।
১৩। সড়ক নির্মাণের উপযোগী মোটাদানার অ্যাগ্রিগেট নির্বাচনে বিবেচ্য বিষয়গুলো আলোচনা কর।
অধ্যায়-৫ সড়ক গঠণ ও শ্রেণিবিভাগ
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। টারফিং কী ?
২। বিটুমেন কার্পেট কী ?
৩। ডাওয়েল বার কেন দেয়া হয়?
৪। ওয়াটার বাউন্ড ম্যাকাড্যাম সড়ক কাকে বলে?
৫। ডাওয়েল বার বলতে কী বুঝায়?
৬।রিজিক্স বা পূর্ব পেভমেন্ট কী ?
৭। প্রাইম কোট কাকে বলে?
৮। ট্যাক কোট বলতে কী বুঝায় ?
৯। গ্রাউটিং কী?
১০। বক্স কাটিং কী ?
১১।কংক্রিট সড়কে জোড়া দেওয়ার উদ্দেশ্য কী?
১২। কংক্রিটের জোড়গুলোর নাম লেখ।
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১৩। রিজিড পেভমেন্ট ও ফ্লেক্সিবল পেভমেন্টের পার্থক্য লেখ।
১৪। ট্যাক কোট ও প্রাইম কোট এর মাঝে পার্থক্য কী ?
১৫। ভরাট মাটি বসে যাওয়ার কারণগুলো কী কী?
১৬। রিজিড পেভমেন্ট সড়কের সুবিধাগুলো কী?
১৭। বিটুমিনাস সড়কের সুবিধাগুলো লেখ।
১৮। টাইবার ও ডাওয়েল বারের মধ্যে পার্থক্য লেখ।
১৯। ডাওয়েল বার কোথায় এবং কেন দেয়া হয় ,চিত্রসহ বর্ণনা কর ।
রচনামূলক প্রশ্নসমূহঃ
২০। ওয়াটার বাউন্ড ম্যাকড্যাম সড়কের নির্মাণ পদ্ধতি বর্ণনা কর।
২১। ট্যাক কোট ও প্রাইম কোটের ব্যাখ্যা দাও।
২২। বিটুমিনাস সড়কের নির্মাণপদ্ধতি বর্ণ্না কর।
২৩। সিমেন্ট কংক্রিট সড়কের নির্মাণ পদ্ধতি বর্ণনা কর।
অধ্যায়-৬ পাহাড়ি সড়ক এবং সড়কের পানি নিষ্কাশন
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। ব্রিডল পথ কী ?
২। উইপ হোল কী ?
৩। ক্রস-ড্রেনেজ ওয়ার্কস বলতে কী বুঝায়?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৪। স্যালিয়েন্ট বাঁকের সচিত্র বর্ণনা কর।
৫। সড়কের পানি নিষ্কাশন ব্যবস্থা ডিজাইনে বিবেচ্য বিষয়গুলো লেখ।
৬। পাহাড়ি সড়কের অ্যালাইনমেন্ট নির্বাচনে কী কী বিষয় গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়?
রচনামূলক প্রশ্নসমূহঃ
৭। একটি পৌর সড়ক পৃষ্ঠের পানি নিষ্কাশনের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন কর।
৮। সড়কের পানি নিষ্কাশনের আবশ্যকতা বর্ণনা কর।
অধ্যায়-৭ ট্রাফিক সাইন
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। ট্রাফিক সিগন্যাল কী ?
২। ট্রাফিক সাইন বলতে কী বুঝায়?
৩। ট্রাফিক সাইন কয় প্রকার এবং কী কী ?
৪। সতর্কতামূলক ট্রাফিক সাইন বলতে কী বুঝায়?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৫। একটি আদর্শ ট্রাফিক সাইন পোস্টের চিত্র পরিমাপসহ আঁক ।
৬। একটি সতর্কতামূলক ট্রাফিক চিহ্নিত চিত্র অঙ্কন কর।
৭। মাইলফলক,গতিসীমা,সরু ব্রিজ ও ওজন সীমা কোনো ধরনের ট্রাফিক চিহ্ন?
রচনামূলক প্রশ্নসমূহঃ
৮। যানজন নিরসনে ট্রাফিক সাইনের গুরুত্ব আলোচনা কর।
অধ্যায়-৮ সড়ক ও জনপথের যন্ত্রপাতি
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। ক্লামশেল এর কাজ কী?
২। সড়ক নির্মাণে স্ক্রেপারের জাক কী ?
৩। মাটি খননে ব্যবহৃত যন্ত্রপাতির নাম লেখ।
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৪। মাটি কম্প্যাকশনে কী কী যন্ত্র ব্যবহার করা হয়?
৫। সড়ক নির্মাণে ব্যবহৃত দশটি যন্ত্রপাতির নাম লেখ।
৬। সড়ক নির্মাণের জন্য Bull Dozer ও Tree Dozer কী কাজে ব্যবহৃত হয়?
রচনামূলক প্রশ্নসমূহঃ
৭। বিটুসিনাম সড়ক নির্মাণে ব্যবহৃত যন্ত্রপাতির তালিকা দাও।
অধ্যায়-৯ সড়কের সেতু ,ফ্লাইওভার ও কাল্ভার্ট
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। সেতুর ফ্রিবোর্ড কেন রাখা হয়?
২। পানি প্রবাহের পথ কাকে বলে?
৩।মাটিক্ষয়ের গভীরতা কাকে বলে?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৪। কাল্ভার্ট ও ব্রিজের মাঝে পার্থক্যগুলো লেখ।
৫। সেতুর আদর্শ অবস্থান নির্বাচনে যে -সকল বিষয় বিবেচনা করা হয় তা উল্লেখ কর।
৬। সেতুর ধরন নির্বাচনে কী কী বিষয় বিবেচনা করা হয়?
রচনামূলক প্রশ্নসমূহঃ
৭। সড়কপৃষ্ঠে ঢেউখেলানোর কারণগুলো উল্লেখপূর্বক প্রতিকারের উপায়গুলো লেখ।
অধ্য্যয়-১০ সড়ক ও জনপথের রক্ষণাবেক্ষণ
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। নমনীয় সড়কপৃষ্ঠ ঢেউখেলানো এবং উঁচুনিচু সৃষ্ঠি হয়-কেন?
২।পাম্পিং ক্রিয়া বলতে কী বুঝায়?
৩। Elastic deformation বলতে কী বুঝায়?
৪। Consolidation deformation বলতে কী বুঝায়?
৫। Plastic deformation বলতে কী বুঝায়?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৬। সড়ক পৃষ্ঠ ঢেউখেলানো অবস্থা দূরীকরণের উপায়গুলো লেখ।
৭। কী কী কারণে সড়কপৃষ্ঠে ঢেউখেলানো অবস্থার সৃষ্টি হয়?
৮। সিসি সড়কের অকৃতকার্যতার কারণগুলো লেখ।
৯। সড়কের রুটিন মেইনটেন্যান্সগুলো কী কী?
১০।রাস্তার উপরিভাগ করুগেটেড এবং ঢেউখেলানো হয় কেন?
রচনামূলক প্রশ্নসমূহঃ
১১। রিজিড সড়কের বিভিন্ন অংশের ব্যর্থতার সচিত্র বর্ণনা দাও।
অধ্যায়-১১ বিমানবন্দর
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। এরোড্রোম কাকে বলে?
২। উইন্ডরোজ ডায়াগ্রাম কী?
৩। রানওয়ে ওরিয়েন্টেশন বলতে কী বুঝায়?
৪। অ্যাপোচ বলতে কী বুঝায়?
৫।রানওয়ের দৈর্ঘ্য নির্ধারণে কী কী বিষয় বিবেচনা করতে হয়?
৬। হেলিপোর্ট কাকে বলে ?
৭। ট্যাক্সিওয়ে কী ?
৮।ল্যান্ডিং স্ট্রিপ কী?
৯। এয়ারপোর্ট ও এরোড্রোমের মূল পার্থক্য কী?
১০। ICAO-এর পূর্ণনাম ইংরেজিতে লেখ।
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১১। একটি বিমানবন্দর নির্মাণের পূর্বে কী কী তথ্য জানার প্রয়োজনীয়তা হয়?
১২। রানওয়ে ও ট্যাক্সিওয়ের মাঝে পার্থক্য কী?
১৩। একটি বিমানবন্দরের লে- আউট অঙ্কন কর।
১৪। আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দরের পার্থক্য কী ?
১৫। হেলিপোর্টের চিত্র অঙ্কন কর।
১৬। এয়ারপোর্ট টার্মিনাল বিল্ডিং -এ যে-সব সুযোগ -সুবিধা থাকা উচিত তা উল্লেখ কর।
১৭। পণ্যাগার বা ওয়ারহাউজের সংক্ষিপ্ত বর্ণনা দাও।
১৮। বিমানবন্দরে পণ্যাগারের গুরুত্ব লেখ।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১৯। একটি বিমানবন্দর ইমারতে কী কী সুযোগ -সুবিধা থাকা উচিত ?
২০। একটি বিমানবন্দরের স্থান নির্বাচনের বিবেচ্য বিষয়গুলো লেখ।
২১। এয়ারপোর্ট ও হেলিপ্যাডের মধ্যে পার্থক্যগুলো একটি ছকে উদ্বৃত কর।
২২। বিমানবন্দর পরিকল্পনার জন্য দরকারি তথ্যাবলি বর্ণনা দাও।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি সিসি’র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url