সার্ভেইল্যান্স সিকিউরিটি সিস্টেম (বিষয় কোড: ২৮৫৬৫) এর সাজেশন
অর্ডিনারি কোচিং সেন্টার
সার্ভেইল্যান্স সিকিউরিটি সিস্টেম (২২ প্রবিধান) এর সাজেশন
বিষয় কোড: ২৮৫৬৫
এই সাজেশনটি প্রকাশের তারিখ: ০৫-১১-২৯২৪ ইং
অধ্যায়-১ নিরাপত্তাজনিত নজরদারি প্রক্রিয়া
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ১। সার্ভেইল্যান্স সিস্টেম বলতে কী বুঝায়?
২।সার্ভেইল্যান্স বলতে কী বুঝায়?
৩। CCTV সার্ভেইল্যান্স সিস্টেম প্রধ্ম কোথায় ও কী কাজে ব্যবহার করা হয়?
সংক্ষীপ্ত প্রশ্নসমূহঃ
৪। বায়োমেট্রিক সার্ভেইল্যান্স বলতে কী বুঝায়?
৫। Survellance security system -এর বৈশিষ্ট্য লেখ।
৬। ভিডিও নজরদারি কয়টি বিষয়ের উপর ভিত্তি করে প্রতিষ্ঠত?
রচনামূলক প্রশ্নসমূহঃ
৭। সার্ভেইল্যান্স সিস্টেমের সুবিধা ও অসুবিধা সংক্ষিপ্ত বর্ণনা দাও?
অধ্যায়-২ ভিডিও নজরদারি
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ১। সিসিটিভি সিস্টেমের উপাদানসমূহের নাম লেখ।
২। বিশ্বব্যাপী ভিডিও স্ট্যান্ডার্ড কয়টি ও কী কী?
৩।ভিডিও সার্ভেইল্যান্স সিস্টেম বলতে কোন সিস্টেমকে বুঝায় ?
৪। ONVIF কী?
সংক্ষীপ্ত প্রশ্নসমূহঃ
৫।CCTV -এর Interfacing device গুলো কী কী?
৬। ডিজিটাল ও অ্যানালগ সিসিটিভি-এর পার্থক্য লেখ।
৭। রেকর্ডার -এর সংক্ষিপ্ত বর্ণনা দাও।
রচনামূলক প্রশ্নসমূহঃ
৮। নজরদারি প্রক্রিয়ার গঠন বিস্তারিত বর্ণ্না কর।
৯।ডিজিটাল ভিডিও নিরাপত্তা বর্ণনা কর।
অধ্যায়-৩ ক্যামেরা ,লেন্স ও সেন্সর
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ১। IP-Camera -এর Resolution কত
২। Standard prime lens কী?
৩। সিসিটিভি ক্যামেরার উল্লেখযোগ্য অংশগুলোর নাম লেখ।
৪।নিরাপত্তা ক্যামেরা কত প্রকার ও কী কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৫।আইপি ক্যামেরা আইডি বলতে কী বুঝায়?
৬। ডিজিটাল ক্যামেরার সংক্ষিপ্ত বর্ণনা দাও।
৭। ডিএসপি -এর সংক্ষিপ্ত বর্ণনা দাও ।
৮। Zoom camera -এর specification লেখ।
৯।লেন্স -এর প্রকারভেদ্গুলোর নাম লেখ।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১০। উচ্চ নিরাপত্তায় প্রয়োগের জন্য একটি ক্যামেরা নির্বাচনের বিষয়বস্তু বর্ণ্না কর।
১১। বিভিন্ন প্রকার CCTV drawing symbol বর্ণনা কর।
অধ্যায়-৪ ডিভিআর , এনভিআর ইন্টারফেস এবং রিমোট অ্যাক্সেস
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ১।Remote Access system বলতে কী বুঝায়?
২। Attendance device বলতে কী বুঝায়?
৩। Storage node এর কাজ কী?
৪। DMZ বলতে কী বুঝ?
৫। DVR-এর দুটি বৈশিষ্ট্য লেখ ।
৬।সার্ভেইল্যান্স সিকিউরিটি সিস্টেমের Node কয়টি ও কী কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৭। Remote Access Administration-এর কাজগুলো কী কী?
৮। DVA -এর Common interface-গুলো কী কী?
৯। DVR ও NVR -এর মধ্যকার পার্থক্য লেখ।
১০। DVR ও NVR সিস্টেমের ব্লক চিত্র আঁক।
১১। Attendence Device-এর ব্লক ডায়াগ্রাম অঙ্কন কর।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১২। DVR,NVR এর Recording Formate বর্ণনা কর ।
১৩।Meta data node -এর প্রকারভেদসমূহ আলোচনা কর।
অধ্যায়-৫ নজরদারি সিস্টেম ইনস্টলেশন
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ১। Splitter বলতে কী বুঝায়?
২। Smoke detector-এর কাজ লেখ।
৩। কোম্পানির নিয়োগ ডিলার থেকে পন্য কিনলে কী সুবিধা পাওয়া যায়?
৪।সীমিত পন্যের উওপর ওয়ারেন্টি বলতে কী বুঝ?
৫। নজরদারি সিস্টেমের প্রয়োজনীয় সরজ্ঞামের নাম লেখ।
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৬। DVR / NVR মেশিনে প্রয়োজনীয় ভোল্টেজ ও পাওয়ার কত?
৭। Fiber-optic ক্যাবলের বৈশিষ্ট্যগুলো লেখ।
৯। Twisted pair cableকাকে বলে?এর প্রকারভেদ উল্লেখ কর।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১০। ভিডিও সিগন্যাল ও কন্ট্রোল সিগন্যাল ট্রান্সমিশনকে ব্লক চিত্র অঙ্কন পূর্বক বর্ণ্না কর।
১১। Optical fiber -এর গঠন চিত্রসহ বর্ণ্না কর।
১২। Co-axial cable-এর গঠন বর্ণ্না কর।
অর্ডিনারি সিসি’র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url