মেকানিক্যাল মেজারমেন্ট অ্যান্ড মেট্রোলজি (বিষয় কোড: ২৭০৬২) এর সাজেশন

 


অর্ডিনারি কোচিং সেন্টার
মেকানিক্যাল মেজারমেন্ট অ্যান্ড মেট্রোলজি (২২ প্রবিধান) এর সাজেশন
বিষয় কোড: ২৭০৬২
অধ্যায়-১ যান্ত্রিক পরিমাপ এবং পরিমাপ বিদ্যার পরিচিতি
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। ভি ব্লক কাজে ব্যবহৃত হয়?
২। মেট্রোলজি বলতে কী বুঝায়?
৩। প্রিসিশন কী?
৪। রিপিটেলিটি বলতে কী বুঝায়?
৫। পরিদর্শন ও পরিমাপ এর মধ্যে পার্থক্য কী?
৬। পরিমাপের ক্যালিব্রেশনের সংজ্ঞা লেখ।
৭। কোসাইন ত্রুটি কী?
৮। সঠিকতার উপাদানগুলো লেখ।
৯। পরিমাপ বিজ্ঞানের প্রধান পাঁচটি উপাদানের নাম লেখ।
১০। ত্রুটি কী?
১১। সূক্ষ্ম পরিমাপের ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে স্বীকৃত তাপমাত্রা কত?
১২। ISO- এর পূর্ণরূপ কী এবং এর কাজ কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১৩। মেট্রোলজির উদ্দেশ্যগুলো কী কী?
১৪। পরিদর্শনের প্রধান চারটি উদ্দেশ্য লেখ।
১৫। সুইপ এর ব্যাখ্যা দাও।
১৬। সূক্ষ্ম পরিমাপের ক্ষেত্রে তাপমাত্রার প্রভাব আলোচনা কর।
১৭। সূক্ষ্ম পরিমাপের উপর সমরেখীকরণের প্রভাব কী?
১৮। সারফেস প্লেট ও টুল মেকারস ফ্ল্যাটের মধ্যে পার্থক্য লেখ।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১৯। বাস্তবক্ষেত্রে পরিমাপ বিজ্ঞানের প্রয়োগ বিশদভাবে আলোচনা কর।
২০। সূক্ষ্ম পরিমাপের তাপমাত্রার প্রভাব ব্যাখ্যা কর।
অধ্যায়-২ অসূক্ষ্ম ও সূক্ষ্ম পরিমাপ যন্ত্রপাতি
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। ফিলার গেজ সম্পর্কে লেখ।
২। নন-প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্ট কী?
৩। লিনিয়ার স্কেল কী?
৪। কম্বিনেশন সেট সম্পর্কে লেখ।
৫। টুল মেকার্স ফ্লাট কী?
৬। নন-প্রিসিশন এবং প্রিসিশন যন্ত্রের ২ টি করে পার্থক্য লেখ।
৭। পাঁচটি নন-প্রিসিশন ইনস্ট্রুমেন্টের নাম লেখ।
৮।পাঁচটি প্রিসিশন ইনস্ট্রুমেন্টের নাম লেখ।
৯। একটি ভার্নিয়ার স্কেল গঠনের মূলনীতি লেখ।
১০। ভার্নিয়ার ধ্রুবক কী?
১১। ভার্নিয়ার ধ্রুবক নির্ণয়ের সূত্র দুটি লেখ।
১২। মাইক্রোমিটারের মূলনীতি কী?
১৩। লিস্ট কাউন্ট বলতে কী বুঝায়?
১৪। র‍্যাচেট স্টপের কাজ কী ?
১৫। সূক্ষ্ম ও অসূক্ষ্ম পরিমাপক যন্ত্র বলতে কী বুঝায়?
১৬। লাইন ও ক্লক সেটিং বলতে কী বুঝায়?
১৭। চার প্রকার হাই-প্রিসিশন মেজারিং যন্ত্রের নাম লেখ।
১৮। রড টাইপ ইনসাইড মাইক্রোমিটার দিয়ে সর্বনিম্ন কত মাপ নেয়া যায়?
১৯। গিয়ার ট্রুথ ভার্নিয়ার দিয়ে গিয়ারের কী কী অংশের পরিমাপ করা হয়?
২০। পাঁচটি ভার্নিয়ারযুক্ত মাপন যন্ত্রের নাম লেখ।
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
২১। ফিলার গেজের ব্যবহার লেখ।
২২। চিত্রসহ সেন্টার গেজের ব্যবহার লেখ?
২৩। কম্বিনেশন সেটের বিভিন্ন অংশের নাম ও ব্যবহার লেখ।
২৪। দশটি সূক্ষ্ম পরিমাপক যন্ত্রের নাম লেখ।
২৫। মেজারিং টুলস এবং ইনস্ট্রুমেন্টের মাঝে পার্থক্য লেখ।
২৬। ডিজিটাল মাইক্রোমিটার এর চিত্রসহ গঠন ও কার্যপ্রণালি বর্ণ্না কর।
২৭। ভার্নিয়ার ধ্রুবক নির্ণয়ের পদ্ধতিটি বর্ণনা কর।
২৮। একটি ভার্নিয়ার মাইক্রোমিটারের পরিষ্কার চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশের নাম লেখ।
২৯। ভার্নিয়ার ধ্রুবক ও লিস্ট কাউন্টের মধ্যে পার্থক্য কী?
৩০। মাইক্রোমিটারে কখন ধনাত্মক ও কখন ঋণাত্মক এরর সৃষ্টি হয়?
রচনামূলক প্রশ্নসমূহঃ
৩১। চিত্রসহ ডায়াল গেজের কার্যপ্রণালি বর্ণনা কর।
৩২। একটি ভার্নিয়ার ক্যালিপারের পরিষ্কার চিত্র অঙ্কন করে এর বিভিন্ন অংশ চিহ্নিত কর।
অধ্যায়-৩ চেকিং ডিভাইস অ্যান্ড গেজ
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। স্লিপ গেজ কী ?
২। প্লাগ গেজ কি ?
৩। কী কাজে স্লিপ গেজ ব্যবহার করা হয়?
৪। গেজ বলতে কী বুঝায়?
৫। ' গো' এবং 'নট গো ' গেজ বলতে কী বুঝায় ?
৬। রিগিং বলতে কী বুঝায়?
৭। মাস্টার গেজ কী?
৮। টেলিস্কোপিক গেজ কী কাজে ব্যবহৃত হয়?
৯। পরিদর্শনের জন্য কী কী গেজ ব্যবহার করা হয়?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১০। লিমিট ও নন -লিমিট গেজ বলতে কী বুঝায়?
১১। স্ন্যাপ গেজ এবং প্লাগ গেজের মধ্যে পার্থক্য লেখ।
১২। প্লাগ গেজ ও রিং গেজের 'গো' এবং 'নট গো' প্রান্ত কীভাবে চেনা যায়?
১৩। গেজ ব্যবহারের চারটি সুবিধা এবং অসুবিধা লেখ।
১৪। গেজ ও মেজারিং যন্ত্রের মধ্যে পার্থক্য কী?
১৫। টেলরের গেজ নীতিটি ব্যাখ্যা কর।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১৬। বিভিন্ন প্রকার গেজের তালিকা বা শ্রেণিবিভাগ কর ।
অধ্যায়-৪ কৌণিক পরিমাপের যন্ত্র
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। সাইন বারের মূলনীতি কী ?
২। অ্যাঙ্গেল গেজের ব্যবহারিক ক্ষেত্র উল্লেখ কর।
৩।পাঁচটি সূক্ষ্ম কৌণিক পরিমাপক যন্ত্রের নাম লেখ।
৪। সাইন সেন্টার কী ?
৫। তানিয়ার বিভেল প্রোটেক্টর ভ্যার্নিয়ার কনস্ট্যাক্ট নির্ণয় কর।
৬। ভার্নিয়ার বিভেল প্রোটেক্টরের সুক্ষতা কত?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৭। সাইন বারের মূলনীতি ব্যাখ্যা কর।
৮। সাইন বার ও সাইন সেন্টারের মধ্যে পার্থক্য লেখ।
গাণিতিক প্রশ্নসমূহঃ
১। একটি ভার্নিয়ার বিভেল প্রোটেক্টরের স্কেল অঙ্কন করে তাতে ৭৬º৩৫’মাপটি দেখাও.
২। একটি ভার্নিয়ার বিভেল প্রোটেক্টরের স্কেল অঙ্কন করে তাতে ৫৩º৪৫’মাপটি দেখাও।
৩।একটি ভার্নিয়ার বিভেল প্রোটেক্টরের স্কেল অঙ্কন করে তাতে ৪৮º১৫’ কোণের পরিমাপ দেখাও।
৪।10ºকোণ পরিক্ষা করার জন্য একটি 100 মিমি মাপের সাইন বার ব্যবহার করা হলে ,রোলারদ্বয়ের লম্ব দূরত্ব কত হবে?
৫।200 মিলিমিটারে লম্বা সাইন বার দিয়ে 20º48’কোণ মাপতে উঁচু দিকের স্লিপ গেজের পরিমাপ 105.369মিমি পাওয়া গেলে নিচু দিকের উচ্চতা কত?
৬। একটি300 mm সাইন বার দ্বারা একটি বস্তুর টেপার কোণ মেপে29º25’পাওয়ার গেল। সাইন বারের নিচু দিকের মাপ55.41 mm হলে নিচু দিকের মাপ কত হবে?
৭। 200mm একটি সাইন বার দ্বারা একটি বস্তুর টেপার কোণ মেপে35º37’পাওয়ার গেল রোলার দুয়ের মাঝে উচ্চতার পার্থক্য নির্ণয় কর।
অধ্যায়-৫ অনুরূপ যন্ত্রাংশের লিমিট, ফিটস ,অ্যালাউয়েন্স অ্যান্ড টলারেন্স
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। লিমিট অব সাইজ বলতে কী বুঝায়?
২। ডেভিয়েশন বলতে কী বুঝায়?
৩। টলারেন্স কয় প্রকার ?
৪। টলারেন্স কী?
৫। ইন্টারফিয়ারেন্স বলতে কী বুঝায় ?
৬। অ্যালাউয়েন্স কাকে বলে?
৭। শিল্পক্ষেত্রে ইন্টারচেঞ্জেবিলিটি বলতে কী বুঝায়?
৮। নেগেটিভ অ্যালাউয়েন্স কী?
৯। সিলেকটিভ অ্যাসেম্বলি কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১০। ফোর্স ফিট ও রানিং ফিট এর মাঝে পার্থক্য লেখ।
১১। চিত্রসহ অ্যালাউয়েন্স এবং ক্লিয়ারেন্স এর পার্থক্য দেখাও।
১২। সিলেকটিভ অ্যাসেমব্লি বলতে কী বুঝায়?
১৩। বেসিক সাইজ ও নমিনাল সাইজ বলতে কী বুঝায়?
১৪। একমুখী টলারেন্স এবং দ্বিমুখী টলারেন্স এর মধ্যে পার্থক্য লেখ।
১৫। ফিট কত প্রকার ও কী কী ?
১৬। চিত্রের সাহায্যে ক্লিয়ারেন্স,টলারেন্স ও অ্যালাউয়েন্স দেখাও।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১৭। চিত্রের সাহায্যে ক্লিয়ারেন্স, টনারেন্স ও অ্যালাউয়েন্স দেখাও।
১৮। বিভিন্ন প্রকার টলারেন্সের চিত্র অঙ্কন
গাণিতিক প্রশ্নসমূহঃ
১৯। বইয়ের ১২৬ পৃষ্ঠা
২০। সংযোজনশীল একটি শ্যাফটের পরিমাপ19.99 +-0.01 mm এবং বিয়ারিং-এর পরিমাপ 20.00 +-0.01 mmহলে ঐ সংযোজনে লিমিট, টলারেন্স ,ক্লিয়ারেন্স ও অ্যালাউয়েন্স নির্ণয় কর।
অধ্যায়-৬ পৃষ্ঠতল পরিদর্শন এবং পরিমাপ
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। রাফনেস কী ?
২। সারফেজ টেক্সচার বলতে কী বুঝায়?
৩। প্রোফাইলোমিটার কী?
৪। সারফেস ফ্লো এবং লে কাকে বলে?
৫। অপটিক্যাল কম্পারেটর কী?
৬।মনোক্রোমেট্রিক আলো কাকে বলে?
৭। অটোকলিমেটর বলতে কী বুঝায়?
৮। কম্পারেটর কী?
৯। অটোকলিমেটরের কাজ কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১০। সারফেস রাফনেস বলতে কী বুঝায়?
১১। রাফনেস ও ওয়েভিনেসের পার্থক্য কী?
১২। বইয়ের ১৪৭পৃষ্ঠা
১৩। সারফেসের বিভিন্ন ত্রুটি চিত্রে দেখাও।
১৪। রাফনেস হাইট ও ওয়েভিনেস হাইটের মধ্যে পার্থক্য লেখ।
১৫। অপটিক্যাল ফ্লাটের মূলনীতি উল্লেখ কর।
১৬। কম্পারেটরের ব্যবহারিক প্রযোগ ক্ষেত্রেগুলোর নাম লেখ।
১৭। বিভিন্ন প্রকার কম্পারেটরের নাম লেখ।
১৮। ইন্টারফেরোমিটারে ব্যবহৃত আলোক উৎসগুলোর নাম লেখ।
১৯। সারফেস ফ্লো ও লে -এর মাঝে পার্থক্য দেখাও?
রচনামূলক প্রশ্নসমূহঃ
২০। সারফেস রাফনেস পরিদর্শনের তুলনামূলক পদ্ধতিগুলোর সংক্ষিপ্ত বর্ণনা দাও।
২১। চিত্র সহ একটি প্রোফাইলোমিটারের কার্যপদ্ধতি বর্ণনা কর।
২২। অটোকলিমেটরের কার্যনীতি ব্যাখ্যা কর।
২৩। একটি অপটিক্যাল কম্পারেটরের গঠনপ্রণালি চিত্রসহ বর্ণনা কর।
অধ্যায়-৭ স্ক্রু থ্রেডের পরিমাপ পদ্ধতি
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। স্ক্রু থ্রেডের পিচ ও লিডের মধ্যে পার্থক্য কী?
২। থ্রেডের লিড কাকে বলে?
৩।বেস্ট ওয়্যার সাইজ কী?
৪। সর্বোত্তম তারের বৈশিষ্ঠ্য কী ?
৫। কনো কনো পদ্ধতিতে স্ক্রু থ্রেড এর কার্যকারী ব্যাস নির্ণয় করা যায়?
রচনামূলক প্রশ্নসমূহঃ
৬। তিন তার পদ্ধতিতে স্ক্রু থ্রেডের পিচ ব্যাস নির্ণেয়র সূত্রটি প্রমান কর।
অধ্যায়-৮ অধ্বংসাত্মক পরিক্ষা
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। চুম্বক কণা পদ্ধতি কী?
২। আল্ট্রাসনিক পরিদর্শন কী?
৩। অধ্বংসাত্মক টেস্ট কী?
৪। চারপ্রকার অধ্বাংসাত্মক টেস্ট এর নাম লেখ।
৫। রেডিও অ্যাকটিভ পদার্থ কী?
৬। অধনিক উৎপাদন ব্যবস্থার নন-ডিস্ট্রাক্টিভ টেস্ট কেন করা হয়?
৭। রেডিওগ্রাফ কাকে বলে?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৮। টেস্ট ও ইনস্পেকশনের মধ্যে পার্থক্য লেখ।
৯। এক্স-এর এবং গামা-রে পদ্ধতির ৪ টি করে পার্থক্য লেখ।
১০। ম্যাগনেটিক পার্টিক্যাল ইনস্পেকশনে সুবিধা -অসুবিধা উল্লেখ কর।
১১। আল্ট্রাসনিক পরীক্ষার সুবিধা ও অসুবিধাগুলো লেখ।
১২। এক্স-এর এবং গামা-রে পদ্ধতির ৪ টি করে সুবিধা -অসুবিধা লেখ।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১৩। রেডিওগ্রাফি পদ্ধতিতে সচিত্র বর্ণনা দাও।
১৪। আল্ট্রাসনিক পরিদর্শন প্রক্রিয়ার ব্যাখ্যা কর।
১৫। ম্যাগনেটিক পার্টিক্যালস ইনম্পেকশন পদ্ধতির ব্যাখ্যা দাও।
অধ্যায়-৯ মেশিন টুলসের সঠিকতা পরিক্ষা
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। সমরেখতা বলতে কী বুঝায়?
২। চারটি অ্যালাইনমেন্ট চেকিং ইনস্ট্রুমেন্টের নাম লেখ।
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৩। মেশিন টুলের অ্যালাইনমেন্ট পরীক্ষা্র প্রয়োজনীয়তা লেখ।
৪। লেদ মেশিনের বিভিন্ন অংশের অ্যালাইনমেন্ট টেস্টের নাম লেখ।
রচনামূলক প্রশ্নসমূহঃ
৫। লেদ মেশিনের সঠিকতা চেকিং প্রক্রিয়া বর্ণনা কর।
অধ্যায়-১০ মান নিয়ন্ত্রণ
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। নমুনা পরিদর্শন কী?
২। ডেভিয়েশন কন্ট্রোল চার্ট কী?
৩। বিএসটিআই বলতে কী বুঝায়?
৪। অধিকাংশ ক্ষেত্রেই শতকরা ১০০ ভাগ ইনস্পেকশন অবাস্তব কেন?
৫। গড় নিয়ন্ত্রণ চার্ট কী?
৬। মান নিয়ন্ত্রণ বলতে কী বুঝায় ?
৭। ফ্রিকুয়েন্সি ডিস্ট্রিবিউশন চার্ট কী?
৮। স্যাম্পলিং ইনস্পেকশন কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৯।মান নিয়ন্ত্রণ বলতে কী বুঝায়?
১০। শিল্পক্ষেত্রে উৎপাদনে কোয়ালিটি কন্ট্রোলের প্রয়োজনীয়তা সংক্ষেপে লেখ।
১১। ১০০ ভাগ উৎপাদন সম্ভব নয় ব্যাখ্যা কর।
১২। বিভিন্ন প্রকার নমুনা এর বর্ণনা দাও।
অধ্যায়-১১ ইঞ্জিয়ারিং মেট্রোলজির সাম্প্রতিক প্রবণতা
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। লেজার কি?
২।টেলিমেট্রিক বলতে কী বুঝায়?
৩। লেজার টেলিমেট্রিক প্রণালির মূল অংশগুলোর নাম লেখ।
৪। লেজার এর ব্যবহারিক ক্ষেত্রেগুলো লেখ।
৫। মেজারমেন্ট পদ্ধতিগুলো লেখ।
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৬। লেজার টেলিমেট্রিক পদ্ধতির সুবিধাগুলো উল্লেখ কর।
৭। লেজার টেলিমেট্রিক প্রণালির বর্ণ্না দাও।
৮। লেজার স্ক্যানিং গেজের চিত্র অঙ্কন করে সংক্ষেপে বর্ণনা কর।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি সিসি’র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url