ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স (বিষয় কোড: ২৭১৩১) এর সাজেশন

 


অর্ডিনারি কোচিং সেন্টার
ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স (২২ প্রবিধান) এর সাজেশন
বিষয় কোড: ২৭১৩১
এই সাজেশনটি আপডেট করা হয়েছে। তারিখঃ
অধ্যায়-১ তাপগতিবিদ্যার ধারণা 
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহ ঃ
১। system  বলতে কী বুঝায়?
২। থার্মোডাইমিক্স-এর সংজ্ঞা দাও।
৩। তাপগতিবিদ্যায় সীমানা বলতে কী বুঝায়?
৪। খোলা আবেষ্টনী কাকে বলে?
৫। থার্মোডাইনামিক্স-এর চারটি প্রয়োগক্ষেত্র লেখ।
৬।থার্মোডাইনামিক্স-এর ক্ষেত্রে ডাইরেক্ট এনার্জি কনভার্শন ডিভাইসগুলোর নাম লেখ।
৭। প্রত্যাবর্তক প্রক্রিয়া বলতে কী বুঝায়
৮। তাপগতিবিদ্যায় প্রক্রিয়া বলতে কী বিঝায়?
সংক্ষিপ্ত প্রশ্নসমুহঃ
৯। থার্মোডাইনামিক্স-এর প্রয়োগ ক্ষেত্রগুলো লেখ।
১০। থার্মোডাইনামিক্স-এর সিস্টেম কয় প্রকার ও কী কী ? উদাহরণসহ লেখ।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১১। বিভিন্ন প্রকার থার্মোডাইনামিক্স সিস্টেমেরবর্ণনা দাও।
অধ্যায়-২ তাপ,তাপমাত্রা এবং চাপ
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। পরম শূন্য  তাপমাত্রার সংজ্ঞা দাও।
২। সুপ্ত তাপ বলতে কী বুঝায়?
৩। প্রমাণ তাপমাত্রা কী?
৪। বরফ গলনের সুপ্ত তাপ কাকে বলে?
৫। ক্যালারি কী?
৬। তাপমাত্রার সংজ্ঞা দাও।
৭। তাপমাত্রার চারটি স্কেলের নাম লেখ।
৮। আন্তর্জাতিক পদ্ধতিতে তাপের এককের সংজ্ঞা দাও।
৯। তাপমাত্রার বিভিন্ন স্কেলের সম্পর্ক দেখাও।
১০। পরম তাপমাত্রা কাকে বলে?
১১।তাপের এককগুলো লেখ।
১২। বিটিইউ ও ক্যালরির মাঝে সম্পর্ক কী?
১৩। বিটিইউ ও কযালরির মধ্যে সম্পর্ক স্থাপন  কর।
১৪। ভ্যাকুয়াম প্রেসার কাকে বলে?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহ ঃ
১৫। তাপ ও তাপমাত্রার মধ্যে চারটি পার্থক্য লেখ।
১৬। তাপমাত্রার বিভিন্ন স্কেলের মাঝে সম্পর্ক দেখাও।
১৭। ক্যালারি ,সিএইচিউ এবং বিটিইউ-এর মাঝে সম্পর্ক দেখাও।
১৮। তাপ লো-গ্রেড এনার্জি এবং কাজ হাইগ্রেড এনার্জি-ব্যাখ্যা দাও।
১৯। তাপ বলতে কী বুঝায়?
২০। তাপের বিভিন্ন এককের সমতুল্য রূপান্তর দেখাও।
গাণিতিক প্রশ্নসমূহঃ
২১। এমন একটি তাপমাত্রা নির্ণয় কর, যার মান সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে সমান।
২২। প্রতি ডিগ্রি ফাইরেনহাইট কত ডিগ্রি রোমার ও সেলসিয়াসের সমান?
২৩। 10000F তাপমাত্রাকে ডিগ্রি র‍্যাঙকিন ,ডিগ্রি কেল্ভিন ও সেলসিয়াস এ পরিণত কর।
অধ্যায়-৩ তাপ গতিবিজ্ঞানের শূন্যতম সূত্র এবং প্রথম সূত্র
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহ
১। তাপগতিবিজ্ঞানের প্রথম সূত্র লেখ।
২। তাপগতিবিজ্ঞানের শূন্যতম সূত্রটি লেখ।
৩। তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক কাকে বলে?
৪। ক্লসিয়াসের উপপাদ্যটি লেখ।
সংক্ষিপ্ত প্রশ্নসমূহ ঃ
৫। তাপগতিবিজ্ঞানের প্রথম সূত্রের তাৎপর্যগুলো লেখ।
অধ্যায়-৪ তাপ গতিবিজ্ঞানের দ্বিতীয় সূত্র
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। তাপগতিবিজ্ঞানের তৃতীয় সূত্রটি লেখ।
২। তাপগতিবিজ্ঞানের দ্বিতীয় সূত্রটি লেখ।
৩। তাপগতিবিজ্ঞানের দ্বিতীয় সূত্রটি ( ক্লাসিয়াস) লেখ।
সংক্ষিপ্ত প্রশ্নসমূহ ঃ
৪। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের অনুসিদ্ধান্তগুলো লেখ।
রচনামূলকঃ
৫। তাপগতিবিদ্যার ১ম ও ২য় সূত্রের তুলনামূকল পার্থক্য দেখাও।
৬। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের ব্যাখ্যা দাও।
গাণিতিক প্রশ্নসমূহঃ
৭। একটি পানি প্রপাতের উচ্চতা 50 mহলে,এর উপরে ও তলার পানির মধ্যকার তাপমাত্রার পার্থক্য নির্ণয় কর।
অধ্যায়-৫ গ্যাসের অন্তর্নিহিত শক্তি এবং এনথালপি
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। এনথালাপির সংজ্ঞা দাও।
২। অন্তর্নিহিত শক্তি কী?
৩। জুলের সূত্রটি লেখ।
৫। আন্তর্জাতিক পধতিতে এনথালপির একক কী?
রচনামূলকঃ
৬। প্রমান কর যে,তাপমাত্রা বৃদ্ধির ফলে অন্তর্নিহিত শক্তির পরিবর্তন m = Cv(T2 – T1)
গাণিতিক প্রশ্নসমূহঃ
৭। 0.5kg বায়ু 21C হতে 93C তাপমাত্রায় উত্তপ্ত করা হলো R=287J/kgK  ও ƴ=1.4 হলে অন্তর্নিহিত শক্তির পরিবর্তন কর।
৮। 40C  তাপমাত্রায় 2kg বায়ু 1.5kg/cm2চাপ হতে6kg/cmচাপে উন্নীত করা হয়। সংকোচন প্রক্রিয়া PV1.2=ধ্রব। এই সূত্র অনুসরণ করলে এবংCv=0.17 হলে অন্তর্নিহিত শক্তির পরিবর্তন নির্ণয় কর।
৯। এক কেজি আদর্শ গ্যাসকে তাপ্প্রয়োগ করে 35C  তাপমাত্রা হতে 100C তাপমাত্রায় উন্নীত করা হলো।যদি ওই গ্যাসের R=26.9-m/kgK এবং  ƴ=1.4 তবে অন্তর্নিহিত শক্তির পরিবর্তন নির্ণয় কর।

অধ্যায়-৬ আদর্শ গ্যাসের তাপগতীয় প্রক্রিয়াসমূহ
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। সার্বজনীন গ্যাস ধ্রুবক( ) এর মান কত?
২। আদর্শ গ্যাস বলতে কী বুঝায়?
৩। আইসোথার্মাল প্রক্রিয়ায় গ্যাসে তাপ দেওয়ার পি-ভি এবং টি-এস ডায়াগ্রাম অঙ্কন কর।
৪। নন-ফ্লো প্রসেস কাকে বলে?
৫। সমায়ত ও সমচাপ প্রক্রিয়ার টি-এস ডায়াগ্রামের পার্থক্য দেখাও।
৬। স্থির আয়তন বা সমায়তন প্রক্রিয়া কাকে বলে?
৭। সম তাপমাত্রা প্রক্রিয়া কাকে বলে?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহ ঃ
৮। অবিচল প্রবাহ প্রক্রিয়ার শর্তসমূহ উল্লেখ কর।
৯। পলিট্রপিক সূচক n এর মান নির্ণয় কর।
১০। P-V ও T-S ডায়াগ্রামের সাহায্যে সমচাপ প্রক্রিয়া প্রকাশ কর।
১১। আইসোথার্মাল ও অ্যাডিয়েবেটিক প্রক্রিয়ার মাঝে পার্থক্য কী?
গাণিতিক প্রশ্নসমূহঃ
১২। 2 ঘনমিটার আয়তনের 1 কেজি আদর্শ গ্যাস স্থির প্রক্রিয়ায় উত্তাপ্ত করা হলো।এতে তাপমাত্রা হতে সে.এ উন্নীত হলো।যদি Cv= 0.24 kcal/kgKএবং Cv= 0.17 kcal/kgK হয়,তবে নির্ণয় কর ঃ ক) বৈশিষ্ট্যগত গ্যাস ধ্রুবক, খ) সরবরাহকৃত তাপ,গ) চূডান্ত আয়তন ঘ) অন্তর্নিহিত শক্তির পরিমাণ ,ঙ)সম্পাদিত কাজ।
১৩। 0.4m3আয়তনের বাতাস যা 5 bar চাপে এবং80C তাপমাত্রায় আছে ।একে একটি সিলিন্ডারের মধ্যে একটি নির্দিষ্ট তাপমাত্রায় ও। bar চাপ পর্যন্ত প্রসারণ ঘটানো হলো।ঐ বাতাসে দ্বারা কী পরিমান কাজ হলো বের কর ।
১৪। 0.5m3 বাতাস 1.5MPa চাপে সমোষ্ণ পদ্ধতিতে সম্প্রসারিত হয়ে 1m3আয়তন প্রাপ্ত হয়।বাতাসের চূডান্ত চাপ এবং তাপ সরবরাহের পরিমাণ নির্ণয় কর।
১৫।0.45kg বাতাস 178.9C তাপমাত্রায় রুদ্ধতাপে সম্প্রসারিত হয়ে তিন গুন আয়তন প্রাপ্ত হলো এবং তাপমাত্রা 15.6C হ্রাস পেল।যদি সম্প্রসারণ কালে 53000kgf-m কাজ সম্পাদন করে,তবে Ƴ,R,Cpএবং Cv এর মান নির্ণয় কর।
১৬।একটি আদর্শ গ্যাসকে একটি পিস্টন সিলিন্ডারের মধ্যে 1500kPa এবং 0.05m3 / kgহতে 10kPa চাপে রিভার্সিবলি এবং অ্যাডিয়াবেটিক্যাল প্রসারণের ব্যবস্থা করা হলো। যদি গ্যাসটির আপেক্ষিক তাপের অনুপাত ƴ=1.4হয়,তাহলে এই প্রসেসের সময় কাজের পরিমাণ কত হবে?
১৭।27Cতাপমাত্রায় কোনো  নির্দিষ্ট পরিমাণ গ্যাস হঠাৎ প্রসারিত হয়ে দ্বিগুন আয়তন লাভ করে।চূডান্ত তাপমাত্রায়কত? 
১৮। 2kg ভরের একটি আদর্শ গ্যাস 300k তাপমাত্রায় এবং120kPa চাপে কত আয়তন দখল করে?


                                                     অধ্যায়-৭ আদর্শ গ্যাসের এন্ট্রপি 
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১।এন্ট্রপি কী ?
২। এন্ট্রপি পরিবর্তনের প্রক্রিয়াগুলোর নাম লেখ।
৩। এনথালপি এবং এন্ট্রপির মধ্যে পার্থক্যটি লেখ।
৪। এম় কে ়এস পদ্ধতিতে এনথালপির একক লেখ।
রচনামূলকঃ
৫। এন্টপির গুরুত্ব বর্ণনা কর।
অধ্যায়-৮ স্টিম ও বাম্প
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। সম্পৃক্ত বাম্প বলতে কী বুঝায়?
২। সুপারহিটেড স্টিম কাকে বলে?
৩। ড্রাইনেস ফ্র্যাকশন কাকে বলে?
৪। সংকট তাপমাত্রা কাকে বলে?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহ ঃ
৫। গ্যাস ও ভেপারের মধ্যে পার্থক্য কী?
৬। Triple point  বলতে কী বুঝায়?
৭। সুপারহিটেড স্টীম ব্যবহারের সুবিধাগুলো লেখ।
৮। স্টীম টেবিলের কাজ কী?
অধ্যায়-৯ তাপ গতিবিদ্যার চক্র 
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। প্রত্যাবর্তী চক্র কাকে বলে?
২। অপ্রত্যাবর্তী চক্র কাকে বলে?
৩। ভেপার চক্র কাকে বলে?
৪। ডাইরেক্ট চক্র কাকে বলে?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহ ঃ
৫। তাপগতীয় প্রত্যাবর্তী চক্রের  শর্তসমূহ উল্লেখ কর।
অধ্যায়-১০ এয়ার স্ট্যান্ডার্ড সাইকেল
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। চারটি অপ্রচলিত তাপগতীয় চক্রের নাম লেখ।
২। অটো সাইকেল বলতে বুঝায়?
৩। কারনট চক্র অনুসরণ করে চলে এমন একটি বাস্তব ইঞ্জিনের নাম লেখ।
৪। সমচাপ চক্র কাকে বলে?
৫। ফুয়েল কাট অফ রেশিও বলতে কী বুঝায়?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহ ঃ
৬।তাপগতীয় চক্রের শ্রণিবিভাগ উল্লেখ কর।
৭। কারনট সাইকেলের P-V ডায়াগ্রাম অঙ্কন কর।
৮। অটো ও ডিজেল সাইকেলের মধ্যে পার্থক্য লেখ।
৯।তাত্ত্বিক ও বাস্তব ডিজেল চক্রের মধ্যে চারটি পার্থক্য লেখ।
১০।ডিজেল চক্রের P-Vএবং T-S ডায়াগ্রাম অঙ্কন কর।
১১।P-V ডায়াগ্রামের সাহায্যে প্র্যাকটিক্যাল ডিজেল চক্রের কার্যনীতি ব্যাখ্যা কর।
১২।অটো সাইকেলের P-Vএবং T-S ডায়াগ্রাম অঙ্কন কর।
রচনামূলকঃ
১৩।  P-Vএবং T-S ডায়াগ্রামের সাহায্যে ডিজেল চক্র বর্ণ্না কর এবং দক্ষতা নির্ণয়ের সূত্র প্রতিষ্ঠা কর।
১৪। কারনট চক্র বর্ণনাপূর্বক এর দক্ষতা নির্ণয় কর।
১৫। প্রমাণ কর যে ,ⴄ =1- 1/ rҮ-1   সংকেতগুলো প্রচলিত অর্থ বহন করে।
১৬।P-Vএবং T-S ডায়াগ্রাম অঙ্কন করে অটোচক্র বর্ণ্না কর এবং দক্ষতা নির্ণয়ের সূত্র প্রতিষ্ঠা কর?
গাণিতিক প্রশ্নসমূহঃ
১৭।একটি কারনট ইঞ্জিন 50%দক্ষতায় কোনো ঠান্ডা আধারে 27⁰C তাপমাত্রায় তাপ পরিত্যাগ করে।যদি ঠান্ডা আধার প্রতি মিনিটে 200kcalতাপ গ্রহণ করে, তবে 
ক) ইঞ্জিন উৎসের তাপমাত্রাও      খ)ইঞ্জিনের অশ্বশক্তি নির্ণয় কর।
১৮। একটি অটো সাইকেল আইসেন্ট্রপিক কম্প্রেশন শুরুরেবং শেষের তাপমাত্রা যথাক্রমে 316 kএবং596k । এয়ার স্ট্যান্ডার্ড দক্ষতা ও সংকোচন অনুপাত বের কর।ধরƳ=1.4
১৯। একটি ডিজেল ইঞ্জিনের সংকোচন অনুপাত 12:1ও ফুয়েল কাট-অফ স্টোকের 10% যদি বাতাসের গামার মান Ƴ=1.4হয়,তবে বায়ুর প্রমাণ দক্ষতা নির্ণয় কর।
                                          অধ্যায়-১১ ভেপার পাওয়ার চক্র 
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। র‍্যাংকিন সাইকেল কাকে বলে?
২। রিহিট সাইকেল কাকে বলে ?
৩। ভেপার চক্রে রিজেনারেশন বা স্টীম ব্লিডিং কাকে বলে?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহ ঃ
৪। একটি র‍্যাঙ্কিন সাইকেলের চিত্র এঁকে এর বিভিন্ন অংশ।
৫। বাইনারি ভেপার সাইকেলের প্রবাহ চিত্র অঙ্কন কর।
৬। রিহিট সাইকেলের দক্ষতা নির্ণয় কর।
৭। একটি বাইনারি চক্রের প্রবাহ চিত্র ও টি-এস চিত্র অঙ্কন করে বর্ণনা দাও।
অধ্যায়-১২ হিট ইঞ্জিল,রেফ্রিজারেশন এবং হিট পাম্প
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। কো-ইফিসিয়েন্ট অব পারফরমেন্স কী ?
২।টন অব রেফ্রিজারেশন কাকে বলে?
৩।হিট পাম্প কাকে বলে ও কাজ কী?
৪। ভেপার চক্র কাকে বলে?
৫।হিমায়ন চক্রে কন্ডেনসারের কাজ কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহ ঃ
৬। প্রমাণ কর যে,টন অব রেফ্রিজারেশন 3.5kW = 4.7HP
৭। ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন সাইকেলের প্রবাহ চিত্র অঙ্কন কর।
৮। দেখাও যে ,১ অশ্ব শক্তি সমান ৭৪৬ ওয়াট ।
৯। ভেপার কম্প্রেশন ও ভেপার অ্যাবজরপশন সিস্টেমের মধ্যে ৪টি তুলনামূলক পার্থক্য লেখ।
১০। হিমায়ক নম্বর ও রাসায়নিক ফর্মূলাসহ দু'টি হিমায়কের রাসায়নিক নাম লিখ।
১১। ভেপার কম্প্রেশন মেকানিক্যাল সাইকেল অঙ্কন করে এর বিভিন্ন অংশের নাম লেখ।
রচনামূলকঃ
১২। একটি ভেপার ক্মপ্রেশন রেফ্রিজারেশন চক্র চিত্র সহ বর্ণনা কর।
১৩। একটি ভেপার অ্যাবজরপশন চক্রে চিত্রসহ বর্ণ্না দাও।
অধ্যায়-১৩ আইসি ইঞ্জিল
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১।অন্তর্দহন ইঞ্জিন বলতে কী বুঝায়?
২। চার স্ট্রেক ইঞ্জিনের চারটি স্ট্রোকের নাম লেখ।
৩। সংকোচন অনুপাত কাকে বলে?
৪।ক্লিয়ারেন্স ভ্লিউম কাকে বলে?
৫। পিস্টন্রিং কত প্রকার ও কী কী?
৬।ফ্লাইহুইলের কাজ কী?
৭।ইঞ্জিন কাকে বলে?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহ ঃ
৮। আইসি ইঞ্জিএর স্থির অংশগুলোর নাম লেখ।
৯।আইসি ইঞ্জিনের প্রধান চলমান অংশসমূহের নাম লেখ।
১০। দুই স্টোক ও চার স্ট্রোক ইঞ্জিনের মধ্যে চারটি পার্থক্য লেখ।
১১।ইঞ্জিন ফ্লাই হুইলের কাজ কী?
রচনামূলকঃ
১২।চার-স্টোক পেট্রোল ইঞ্জিনের মূলনীতি বর্ণনা কর।
১৩।চার-স্টোক ডিজেল ইঞ্জিনের কার্যনীতি বর্ণনা কর।
অধ্যায়-১৪ হিট ট্রান্সফার
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। হিট এক্সচেঞ্জার কাকে বলে?
২।পরিবহ্ণ কাকে বলে?
৩।পরিচলন কাকে বলে?
৪। স্টীফেনের সূত্রটি লিখ।
৫।তাপ সঞ্চালন কী কী বিষয়ের ওপর নির্ভর করে?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহ ঃ
৬।তাপমাত্রার ঢাল রাখতে কী বুঝায়?
৭।হিট এক্সচেঞ্জারের শ্রেণিবিভাগ উল্লেখ কর।
৮।তাপ সঞ্চালনের বিভিন্ন পদ্ধতির চারটি পার্থক্য লেখ।
রচনামূলকঃ
৯। পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্জালনের ব্যাখ্যা দাও।
অধ্যায়-১৫ বয়লার
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১।বয়লার বলতে কী বুঝায়?
২।ফায়ার টিউব বয়লার বলতে কী বুঝায়?
৩।বয়লার ক্যাপাসিটি বলতে কী বুঝায়?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহ ঃ
৪।ফায়ার টিউব বয়লারের সুবিধাসমূহ লেখ।
৫।ব্লো-ডাউন ভাল্ভের কাজ কী?
৬।একটি ফায়ার টিউব বয়লারের চিত্র অঙ্কন করে দেখাও?
৭।ওয়াটার টিউব বয়লারের চিত্র অঙ্কন করে দেখাও?

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি সিসি’র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url