ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অব ইলেকট্রিক্যাল পাওয়ার-১ (বিষয় কোড: ২৬৭৬২) এর সাজেশন

 


অর্ডিনারি কোচিং সেন্টার
ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অব ইলেকট্রিক্যাল পাওয়ার-১ (২২ প্রবিধান) এর সাজেশন
বিষয় কোড: ২৬৭৬২
এই সাজেশনটি আপডেট করা হয়েছে। তারিখ:
অধ্যায়-১ বৈদ্যুতিক শক্তির পরিবহন ব্যবস্থা
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। বাংলাদেশের ট্রান্সমিশন ভোল্টেজগুলোর উল্লেখ কর।
২। সর্বোচ্চ মিতব্যয়ী ট্রান্সমিউশন ভোল্টেজের সূত্রটি লেখ।
৩। বাংলাদেশের বিদ্যুৎ পরিবহন ও বিতরণ ব্যবস্থায় ব্যবহৃত স্ট্যান্ডার্ড ভোল্টেজের মান কত?
৪। ট্রান্সমিশন সিস্টেম কী?
৫।ফিডার লাইন কী?
৬। ফিডার এবং ডিস্ট্রিবিউটরের মূল পার্থক্য কী?
৭। ফ্রিকুয়েন্সির উঠানামা কত মানের মধ্যে থাকা উচিৎ?
৮। বাংলাদেশের সর্বোচ্চ ট্রান্সমিশন ভোল্টেজ কত?
৯। গ্রিড সিস্টেম কী?
১০। ফিডার ডিজাইনের ক্ষেত্রে বিবেচ্য বিষয় কী কী ?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১১। ফিডার ও ডিস্ট্রিবিউটরের মধ্যে পার্থক্য লেখ।
১২। ট্রান্সমিউশনের ক্ষেত্রে ডিসি এবং ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এসি অধিক সুবিধাজনক কেন?
১৩। উচ্চ ভোল্টেজ পাওয়ার ট্রান্সমিউশনের সুবিধা কী কী?
১৪। ওভারহেড ও আন্ডারগ্রাউন্ড সিস্টেমের মাঝে পার্থক্য লেখ।
১৫। ডিস্ট্রিবিউটর ও সার্ভিস মেইনের মধ্যে পার্থক্য লেখ।
১৬। অধিক উচ্চ ট্রান্সমিউশন ভোল্টেজের সীমাবব্ধতা লেখ।
১৭। ওভারহেড লাইনের কপারের তুলনা করার ক্ষেত্রে কী কী বিষয় বিবেচনা করা হয়?
১৮। আন্ডারগ্রাউন্ড ক্যাবলের সুবিধাগুলো লেখ।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১৯। দেখাও যে ,উচ্চ ভোল্টেজে পাওয়ার ট্রান্সমিশনে পরিবাহীর আয়তন কম লাগে ।
২০। দেখাও যে ,উচ্চ ভোল্টেজে পাওয়ার ট্রান্সমিশন লাইনের দক্ষতা বৃদ্ধি পায়।
২১। উৎপাদন কেন্দ্র হতে গ্রাহক পর্যন্ত বিদ্যৎ পরিবহন পদ্ধতির সিঙ্গেল লাইন ডায়াগ্রাম অঙ্কন কর।
গানিতিক প্রশ্নসমূহঃ
২২। একটি 40MVA ,100 km দীর্ঘ পরিবহন লাইনের জন্য সুলভ কারিগরি ভোল্টেজ নির্ণয় কর।
২৩। একটি 50 MVA,100 km দীর্ঘ পরিবহন লাইনের জন্য সর্বোচ্চ সাশ্রয়ী ভোল্টেজ নির্ণয় কর।
২৪। একটি ট্রান্সমিশন লাইনের মাধ্যমে 300 মেগাওয়াট 0.8 পাওয়ার ফ্যাক্টর 50 কিলমিটার দূরে পরিবহন করতে হবে ।এক্ষেত্রে ট্রান্সমিশন লাইনের সুল্ভ কার্যকরী ভোল্টেজ কত?
২৫। একটি ট্রান্সমিশন লাইনের মাধ্যমে 250 mw,0.8 lagging পাওয়ার ফ্যাক্টরে দূরে পরিবহন করতে হবে ।এক্ষেত্রে ট্রান্সমিশন লাইনের সুল্ভ কার্যকরী ভোল্টেজ কত?
অধ্যায়-২ ট্রান্সমিশন সিস্টেমের বিভিন্ন দৃষ্টিভঙ্গি
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। কারিগরি সিস্টেম লস কী কী ?
২। কী কী ব্যবহার করে পাওয়ার ফ্যাক্টরকে উন্নত করা যায়?
৩। নিচু মানের পাওয়ার ফ্যাক্টরের কারণগুলো লেখ।
৪। কেলভিনের মিতব্যয়ী সূত্রটি লেখ।
৫। সিস্টেম লস কাকে বলে ?
৬।অকারিগরি সিস্টেম লস কী কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৭। সিস্টেম লসের কারণসমূহ লেখ।
৮। পাওয়ার ফ্যাক্টরের মান কম হলে কী হয়?
৯। কী কী পদ্ধতিতে সিস্টেম লস কমানো যায়?
১০। সর্বাধিক মিতব্যয়ী পাওয়ার ফ্যাক্টরের সমীকরণ লেখ
১১। কেলভিনের অর্থনৈতিক সূত্রের সিমাবব্ধতাগুলো লেখ।
১২। সিনক্রোনাস কন্ডেন্সার কাকে বলে?
রচনামূলক প্রশ্নসমূহঃ
১৩। কেলভিনের সূত্রের গাণিতিক ব্যাখ্যা দাও
১৪। সমীকরণের সাহায্যে সর্বোত্তম অর্থনৈতিক পাওয়ার ফ্যাক্টর নির্ণয় কর।
গানিতিক প্রশ্নসমূহঃ
১৫। একটি দুই তার ওভারহেড লাইনের প্রাথমিক খরচ 6000A ( A = বর্গসিন্টিমিটারের লাইন তারের প্রস্থচ্ছেদ) এবং লাইনের বাৎসরিক সুধ ও অপচয় 10% ।প্রতি একক বিদ্যুৎ খরচ 2.00 টাকা এবং প্রতি কিলোমিটার দৈর্ঘ্যের প্রতি বর্গসেন্টিমিটারে তারের প্রস্থচ্ছেদের রোধ 0.18ꭥ ।যদি বাৎসরিক ফুললোড কারেন্টের 65% প্রাহিত হয় ,তবে লাইনের তারের অর্থনৈতিক কারেন্ট ডেনসিটি কত?
১৬।একটি দুই তার ওভারহেড লাইনের প্রাথমিক খরচ 2000A ( A = বর্গসিন্টিমিটারের লাইন তারের প্রস্থচ্ছেদ) এবং লাইনের বাৎসরিক সুধ ও অপচয় 8% ।প্রতি একক বিদ্যুৎ খরচ 5 পয়সা এবং প্রতি কিলোমিটার দৈর্ঘ্যের প্রতি বর্গসেন্টিমিটারে তারের প্রস্থচ্ছেদের রোধ 0.18ꭥ ।যদি ফুললোড কারেন্ট বৎসরের 60% ধরে প্রাহিত হয় ,তাহলে লাইন তারের জন্য অর্থনৈতিক কারেন্ট ডেনসিটি নির্ণয় কর ।
১৭। একটি 3-φ ওভারহেড লাইনের প্রতি কিলোমিটারে খরচ সংস্থাপনসহ (24000A + 2000)টাকা । (A = তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বর্গ সেমিটরে। বার্ষিক সুদ ও অবচয় 10% একক বৈদ্যুতিক শক্তির মূল্য 2.00 টাকা এবং ফুল লোড কারেন্ট বছরের 80% সময় প্রবাহিত হয় ।যদি পরিবাহীর রোধ কিলোমিটারে প্রতি বর্গসেন্টিমিটারে 0.24 ꭥ হয়,তবে অর্থনৈতিক কারেন্ট ডেনসিটি নির্ণয় কর।
১৮।একটি তিন-ফেজ ওভারহেড লাইনের প্রতি কিলোমিটারের প্রাথমিক খরচ 20,000 টাকা ( A = বর্গসিন্টিমিটার লাইন তারের প্রস্থচ্ছেদ) লাইনের বার্ষিক সুধ ও অপচয় 10% ।প্রতি ইউনিট বিদ্যুতের দাম 3.50 টাকা এবং প্রতি কিলোমিটার দৈর্ঘ্যে প্রতি বর্গ মিটার তারের প্রস্থচ্ছেদের রোধ 0.18ꭥ ।যদি বাৎসরে ফুললোড কারেন্টের 70% প্রাহিত হয় ,তবে লাইনের তারের জন্য সর্বোচ্চ অর্থনৈতিক কারেন্ট ডেনসিটি বের কর.
১৯। 200 কিলোওয়াট , 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে লোডের সাথে সমান্তরালে একটি সিনক্রোনাস মোটর যুক্ত আছে,যা 60 কিলোওয়াট শক্তি গ্রহণ করে । এ অবস্থায় সামগ্রিক লোডের পাওয়ার ফ্যাক্টর যদি 0.9 ল্যাগিং হয়,তাহলে মোটর কর্তৃক সরবরাহকৃত লিডিং পাওয়ার k VAR এর মান কত ? মোটরটি কত পাওয়ার ফ্যাক্টরে চলছে?
২০। 200 কিলোওয়াট ,0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে লোডের সাথে সমান্তরালে একটি সিনক্রোনাস মোটর যুক্ত আছে,যা 50 কিলোওয়াট শক্তি গ্রহণ করে । এ অবস্থায় সামগ্রিক লোডের পাওয়ার ফ্যাক্টর যদি 0.9 ল্যাগিং হয়,তাহলে মোটর কর্তৃক সরবরাহকৃত লিডিং পাওয়ার kVAR এর মান কত ? মোটরটি কত পাওয়ার ফ্যাক্টরে চলছে?
২১। একটি শিল্পপ্রতিষ্ঠানে তিন ফেজ 500 ভোল্টের 2000kW, 0.7 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের লোড আছে । এ প্রতিষ্ঠনে ডেল্টা পদ্ধতিতে ক্যাপাসিটর ব্যাংক ব্যবহার করে পাওয়ার ফ্যাক্টরের মান 0.9 ল্যাগিং -এ উন্নীত করতে ক্যাপাসিটরের মান নির্ণয় কর।
২২। 500 kW লোড 0.7 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর 400 V সরবরাহ এর সঙ্গে যুক্ত আছে।3-φ ডেল্টায় সংযুক্ত ক্যাপাসিটর ব্যাংক দ্বারা পাওয়া ফ্যাক্টর 0.9 ল্যাগিং -এ উন্নীত করতে হলে প্রতি ফেজের ক্যাপাসিট্যান্সের মান নির্ণয় কর।
অধ্যায়-৩ ওভারহেড লাইনের সাপোট
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। জাম্পার কী?
২। লাইন সাপোর্ট কত প্রকার ও কী কী ?
৩। অবিচ্ছিন্ন আর্থ তার কেন ব্যবহার করা হয়?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৪। স্টিল পোল এবং কংক্রিট পোলের মাঝে পার্থক্যগুলো লেখ।
৫। ড্যাম্পার ও জাম্পারের মধ্যে পার্থক্য কী?
৬। লাইন সাপোর্টেরব চারটি বৈশিষ্ট্য লেখ।
৭। ওভারহেড লাইনের ক্রাস আর্মের প্রয়োজনীয়তা কী?
৮। ওভারহেড লাইনের উপাদানগুলোর নাম লেখ।
৯। ভাইব্রেশন ড্যাম্পারের কাজ কী?
১০। 'H' টাইপ পোল কোথায় ব্যবহার করা হয়?
১১। গাই ওয়ার-এর কাজ কী?
রচনামূলক প্রশ্নসমূহঃ
১২। ওভারহেড লাইনের প্রধান প্রধান উপাদানগুলো সংক্ষেপে ব্যাখ্যা কর।
অধ্যায়- ৪ পরিবাহী এবং পরিবাহী পদার্থ
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। ACSR ও AAC -এর পূর্ণ্নাম লেখ।
২। ওভারহেড লাইনের ব্যবহৃত কন্ডাক্টরগুলোর নাম লেখ।
৩। পরিবাহী হিসেবে স্ট্যান্ডেড কপার কন্ডাকটর ব্যবহার করার কারণ কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৪। ওভাহেড লাইনের ACSR কান্ডাক্টর ব্যবহার করা হয় কেন?
৫। পরিবাহী পদার্থের কী কী গুণাবলি থাকা উচিত ?
৬। কপার ও অ্যালুমিনিয়াম পরিবাহীর তুলনামূলক বৈশিষ্ট্যগুলো লেখ।
৭। কপার পরিবাহীর বৈশিষ্ট্যগুলো লেখ।
৮। অ্যালুমিনিয়াম পরিবাহীর বৈশিষ্ট্যগুলো লেখ।
অধ্যায়-৫ লাইন ইনসুলেটরস
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। গাইন ইনসুলেটর কোথায় ব্যবহৃত হয়?
২। কোথায় কোথায় স্ট্রেইন ইনসুলেটর ব্যবহৃত হয়?
৩। ইম্পালস ফ্রিকুয়েন্সি ফ্লাস ওভার সেস্ট কেন করা হয়?
৪। কোন ধরনের লাইনে স্টেইন ইনসুলেটর ব্যবহার করা হয়?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৫। পিন ও সাসপেনশন ইনসুলেটরের পারস্পরিক সুবিধা ও অসুবিধা লেখ।
৬। ইনসুলেটর তৈরির প্রধান উপাদানগুলো কী কী?
৭। বিভিন্ন প্রকার ইনসুলেটরের ব্যবহার লেখ।
৮। স্টে বা গাই ইনসুলেটরের কাজ কী?
৯। বিভিন্ন ধরনের ইনসুলেটরের প্রকারভেদ কী কী?
১০। ইনসুলেটর অকোজো হওয়ার কারণগুলো লেখ।
১১। ফ্ল্যাশ ওভার ভোল্টেজ কাকে বলে?
১২। ট্রান্সমিশন লাইনের ইনসুলেটরের কাজ কী?
১৩। ইনসুলেটরের প্রয়োজনীয় বৈশিষ্ট্যসমূহ লেখ।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১৪। পিন ও সাসপেনশন টাইপ ইনসুলেটরের তুলনামূলক সুবিধাগুলো লেখ
১৫। ইনসুলেটর পদার্থ হিসাবে পোর্সিলিন বা চীনামাটির গুণাগুণ উল্লেখ কর
অধ্যায়-৬ স্যাগ
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১।সেফটি ফ্যাক্টরের সর্বোচ্চ ও সর্বনিম্ন মান কত?
২। স্যাগ কাকে বলে?
৩। কী কী পদ্ধতির সাহায্যে স্যাগ মাপা যায়?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৪। কী কী ফ্যাক্টরের উপর স্যাগ নির্ভর করে?
রচনামূলক প্রশ্নসমূহঃ
৫।সমউচ্চতার সাপোর্টের ক্ষেত্রে প্রমান কর যে, S= wl2/8T
গানিতিক সমীকরণঃ
৬। সমান উচ্চতাবিশিষ্ট একটি ট্রান্সমিশন লাইনের দুটি পোলের অনুভূমিক দূরত্ব 250 মিটার। পরিবাহীর কার্যকরী ব্যাস 1.96 সেমি এবং প্রতি মিটার পরিবহীর ওজন 0.856 কেজি ,আল্টিমেট স্টেংথ 6080 কেজি ।পরিবাহীর চারদিকে সমভাবে 1.25 সেমি পুর বরফ জমে এবং প্রতি বর্গ সেমি তারে কার্যকরী বাতাসের চাপ 4.9 গ্রাম ও সেফটি ফ্যাক্টর 3 এবং প্রতি ঘন সেমি বরফের ওজন 0.93 গ্রাম হলে স্যাগ নির্ণয় কর।
৭। একটি ট্রান্সমিশন লাইনের 70 মিটার উচ্চতাবিশিষ্ট টাওয়ার নদীর দুই পারে অবস্থিত ,এর স্প্যান 300 মিটার ।যদি পরিবাহীর পীড়ন 1500 কেজি হয় ,তবে মধ্যবিন্দুতে পানির উপরিভাগ হতে তারের উচ্চতা কত হবে? পরিবাহীর প্রস্থচ্ছেদ বর্গ 0.9 সেমি পরিবাহী পদার্থের ঘনত্ব 8.9 গ্রাম/ঘন সেমি এবং স্ট্রিং এর ঝুলন দৈর্ঘ্য 2 মিটার।
৮। নদীর দু'তীরে অবস্থিত দুটি টাওয়ারের উচ্চতা 100m,টাওয়ার দুটির মধ্যবর্তী দূরত্ব 250 m ।পরিবাহী তারের প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল ও আপেক্ষিক গুরুত্ব যথাক্রমে 0.98 cm2এবং8.9 ।যদি পরিবাহীর পীড়ন 1200 kg/cm2ও বাতাসের চাপ 20 kg/m2হয়,তবে নদীর মধ্যবিন্দুতে পানির উপরিতল হতে পরিবাহীর উচ্চতা কত হবে?
৯। একটি ওভারহেড লাইনের স্প্যান 220 মিটার ।পরিবাহীর তারের প্রস্থচ্ছেদ 3 বর্গ সেমি এবং প্রতি মিটারের ওজন 0.85 কেজি।প্রতি বর্গ সেমি সর্বোচ্চ কার্যকরী টান 2000 কেজি এবং সেফটি ফ্যাক্টর 2 হলে তারের স্যাগ নির্ণয় কর।
১০। কোনো নদীর দুটি তীরে অবস্থিত দুটি টাওয়ারের উচ্চতা পানির তল হতে 40 মিটার এবং 90 মিটার। টাওয়ার দুটির অনুভূমিক দূরত্ব 400 মিটার এবং প্রতিমিটার তারের ওজন 1.2 কেজি।যদি তারের সর্বোচ্চ টান সহনক্ষতা 5000 কেজি এবং সেফটি ফ্যাক্টর 4 হয়,তবে নদীর মধ্যবিন্দুতে তারটি পানির তল থেকে কত উপরে থাকবে?
১১। কোনো নদীর দুটি তীরে অবস্থিত দুটি টাওয়ারের উচ্চতা পানির তল হতে 35 মিটার এবং 95 মিটার। টাওয়ার দুটির অনুভূমিক দূরত্ব 950 মিটার , তারের সর্বোচ্চ টান 1550 কেজি এবং প্রতিমিটার তারের ওজন 1.5 কেজি হলে, নদীর মধ্যবর্তী স্থানে পানির তল হতে পরিবাহী কত উপরে থাকবে?
অধ্যায়-৭ ট্রান্সমিশন /ডিস্ট্রিবিউশন লাইনের জরিপ পদ্ধতি
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। চেইন কত প্রকার ও কী কী?
২। ফরোয়ার্ড বিয়ারিং কাকে বলে?
৩। লেভেল যন্ত্র কী কাজে ব্যবহৃত হয়?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৪। কী কী কাজে ওলন ব্যবহৃত হয়?
৫। থিওডোলাইটের ব্যবহারগুলো লেখ।
৬। ছয়টি সার্ভে ইনস্ট্রমেন্টের নাম লেখ।
৭। প্লেগিং বলতে কী বুঝায়?
৮। লেভেলিং বলতে কী বুঝায়?
অধ্যায়-৮ সাসপেনশন ইনসুলেটরের ভোল্টেজ ডিস্টিবিউশন
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। গার্ড রিং ব্যবহার করলে কী হয়?
২। সাসপেনশন ইনসুলেটরের ক্ষেত্রে পরিবাহীর সবচেয়ে নিকটবর্তী ডিস্কে সর্বাধিক ভোল্টেজ থাকার কারণ কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৩। স্ট্রিং দক্ষতা কী?
৪। স্ট্রিং ইফিসিয়েন্সি উন্নয়ন পদ্ধতিগুলো কী কী?
৫। ইনসুলেটরের ভোল্টেজ গ্রেডিং কী?
৬। সাসপেনশন ইনসুলেটরের মালায় সকল ডিস্কে ভোল্টেজ সমভাবে বণ্টন হয় না কেন?
৭। গার্ড রিং ব্যবহার করে কীভাবে স্ট্রিং ইফিসিয়েন্সি উন্নত করা যায়?
৮। একটি তিন ইউনিট বিশিষ্ট সাসপেনশন টাইপ ইনসুলেটর স্ট্রিং এর প্রতি ইউনিটের আড়াআড়িতে ভোল্টেজ বিভাজনের সমীকরণ নির্ণয় কর।
৯। স্ট্রিং দক্ষতা উন্নয়নের পদ্ধতিগুলো বর্ণ্না কর।
১০। স্ট্রিং দক্ষতা উন্নয়নে সর্বাধিক প্রচলিত পদ্ধতি বর্ণ্না দাও।
গানিতিক সমীকরণঃ
১১।চার ইউনিটের একটি সাসপেনশন ইন্সুলেটরের মিউচুয়াল ও আর্থ ক্যাপাসিট্যান্সের অনুপাত 8:1।যদি পরিবাহীর ও ভূমির মাঝে ভোল্টেজ 30 কেভি হয় তবে,প্রতি ইউনিটের ভোল্টেজ ও স্ট্রিং দক্ষতা নির্ণয় কর।
১২। একটি 33 কেভি ওভারহেড লাইনে তিন ইউনিট স্ট্রিং আছে ।প্রতি ইনসুলেটর পিন ও আর্থের মধ্যবর্তী ক্যাপাসিট্যান্স ,ইনসুলেটরের নিজস্ব ক্যাপাসিটেন্স এর শতকরা 11 ভাগ।নির্ণয় কর-
ক)ইনসেলেটর তিনটির ভোল্টেজ ডিস্ট্রিবিউশন
খ) স্ট্রিং দক্ষতা।
১৩। 33 কেভি তিন-ফেজ বিশিষ্ট একটি বৈদ্যুতিক লাইনে তিন ইউনিট বিশিষ্ট ইনসুলেটরের শান্ট ও মিউচুয়াল ক্যাপাসিট্যান্স এর অনুপাত 1/10 হলে স্ট্রিং এর দক্ষতা কত?
১৪। একটি 4 ইউনিট -বিশিষ্ট ট্রান্সমিশন লাইনের পরিবাহী ও ভূমির মাঝে বিভব পার্থক্য 60 কেভি। মিউচুয়াল ও আর্থ ক্যাপাসিট্যান্স-এর অনুপাত 5:1 হলে স্ট্রিং-এর ভোল্টেজ বিভাজন ও স্ট্রিং -এর দক্ষতা নির্ণয় কর।
১৫। একটি তিন-ফেজ ওভারহেড লাইনের 3 টি ইনসুলেটরের মালা আছে।যদি ওটির তৃতীয় ও দ্বিতীয় ইউনিটের আড়াআড়ি ভোল্টেজ যথাক্রমে 20 কেভি ও 15 কেভি হয় ,তবে লাইন ভোল্টেজ ও স্ট্রিং ইফিসিয়েন্সি বের কর।
১৬। তিন ইউনিটের একটি ইনসুলেটর স্ট্রিং এর প্রতি ইউনিটের নিরাপদ কার্যকরী ভোল্টেজ 15 কেভি।প্রতি ইউনিটের নিজস্ব ক্যাপাসিট্যান্স ও শান্ট ক্যাপাসিট্যান্স এর অনুপাত 8:1 ।স্ট্রিং এর সর্বোচ্চ নিরাপদ কার্যকরী ভোল্টেজ ও স্ট্রিং দক্ষতা নির্ণয় কর।
অধ্যায়-৯ করোনা সংঘটন
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। করোনা কাকে বলে?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
২। করোনার ইফেক্ট কমানোর উপায়গুলো কী কী?
৩। করোনা কী কী বিষয়ের উপর নির্ভর করে।
৪। ডিসরাপটিভ ক্রিটিক্যাল ভোল্টেজ কী?
৫।করোনা পাওয়ার লস কাকে বলে?
৬। সলিড কন্ডাকটরের তুলনায় স্ট্যান্ডেড কন্ডাকটরে করোনা বেশি হয় কেন?
রচনামূলক প্রশ্নসমূহঃ
৭। যে সকল বিষয় করোনা প্রভাবান্বিত করে তা আলোচনা কর।
৮। করোনার সুবিধা ও অসুবিধাগুলো লেখ।
৯।করোনা পাওয়ার লস ব্যাখ্যা কর।
অধ্যায়-১০ ওভারহেড লাইনের পোল / টাওয়ার স্থাপন এবং লাইন টানা
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। পোলে স্টে-সেট ব্যবহার করা হয় কেন?
২। নদী পারাপার ও পাহাড়ি এলাকায় স্টিল টাওয়ার অধিক উপযোগী কেন?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৩। স্টে স্থাপন পদ্ধতি চিত্র অঙ্কনপূর্বক বিভিন্ন উপাংশের নাম লেখ।
৪। স্টিলের পোল এবং কংক্রিট পোলের তুলনামূলক সুবিধা-অসুবিধাগুলো লেখ।
৫। হাই-ট্রান্সমিশন লাইনে ACSR তার বহুল ব্যবহার হয় কেন?
অধ্যায়-১১ লাইন পরিবাহীর রেজিস্ট্যান্স
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। লাইন কনস্ট্যান্ট বলতে কী বুঝায়?
২। পরিবহন লাইনের ধ্রুবকগুলো কী কী?
গানিতিক সমীকরণঃ
৩। একটি তিন ফেজ ট্রান্সমিশন লাইনের প্রতি তারের প্রতি কিমি-এর রোধ 1ꭥ ,0.85 পাওয়ার ফ্যাক্টরে কত দূরত্বে 10 MW পাওয়ার প্রেরণ করা যাবে?গ্রহণ প্রান্তের ভোল্টেজ 33kV এবং লাইনের অপচয় 6% ।
৪। 5km দীর্ঘ একটি তারের আপেক্ষিক রোধ 1.7 ×10-8ꭥ-m। তারটির রোধ 1.7ꭥ হলে প্রস্থচ্ছেদ কত হবে?
অধ্যায়-১২ পরিবহন লাইনে স্কিন ইফেক্ট
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। স্কিন ইফেক্ট কাকে বলে?
২। স্কিন ইফেক্টের কারণে কী হয়?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৩। প্রক্সিমিটি ইফেক্ট কী?
৪। কী কী উপায়ে স্কিন ইফেক্ট কমানো যায়।
৫। প্রক্সিমিটি ইফেক্ট কী কী বিষয়ের উপর নির্ভর করে?
অধ্যায়-১৩ পরিবহন লাইনে ইন্ডাকট্যান্স এর প্রভাব
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। ট্রান্সমিশন লাইনের ইন্ডাকট্যান্স কী কী বিষয়ের উপর নির্বর করে?
২। ট্রান্সপজিশন কী?
৩। লাইন ট্রান্সপজিশন কেন করা হয়?
৪। GMD বলতে কী বুঝায়?
৫। সিঙ্গেল ফেজ লাইনের লুপ ইন্ডাকট্যান্সের সূত্রটি লেখ।
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৬। ট্রান্সপজিশনের উদ্দেশ্য কী লেখ।
৭।ট্রান্সপজিশনের সুবিধাগুলো লেখ।
৮। ট্রান্সমিশন লাইনের ইন্ডাকট্যান্স ভিন্ন ভিন্ন মানের হলে কী হয়?
রচনামূলক প্রশ্নসমূহঃ
৯। একটি সিঙ্গেল ফেজ ওভারহেড লাইনের ইন্ডাকট্যান্স এর সমীকরণ নির্ণয় কর।
গানিতিক সমীকরণঃ
১০। একটি সিঙ্গেল ফেজ লাইনের দুটি সমান্তরাল কন্ডাকটর 3 মিটার দূরত্বে অবস্থান করে।এদের প্রতিটির ব্যাস 1.5 সেমি হলে লাইনের প্রতি কিলোমিটারের লুপ ইন্ডাকট্যান্স বের কর ।
১১। একটি তিন ফেজ,তিন তার ত্রিভূজ আকারে অবস্থিত বাহুগুলোর দৈর্ঘ্য 2.5 মিটার,3, 3.5 মিটার ।প্রতিটি তারের ব্যাস 1.25 সেমি হলে 150 কিলোমিটার লাইনের ইন্ডাকট্যান্স কত?
১২। একটি তিন ফেজ তিন তার পদ্ধতির পরিবাহীগুলো 2m পারস্পরিক ব্যবধানে সমবাহু ত্রিভূজের তিন কোণে অবস্থিত ।প্রতিটি পরিবাহীর ব্যাস 1.27 হলে 100m দীর্ঘ লাইনের জন্য ইন্ডাকট্যান্স বের ।
১৩। একটি থ্রি-ফেজ থ্রি-ওয়ার সিস্টেমের তিনটি তার 2 মিটার পারস্পরিক ব্যবধানে সমবাহু ত্রিভূজের কোণে অবস্থিত।প্রতিটি তারের ব্যাস 1.24 সেমি হলে 1 কিলোমিটার দীর্ঘ ট্রান্সমিশন লাইনের জন্য ইন্ডাকট্যান্স কত হবে নির্ণয় কর।
অধ্যায়-১৪ ওভারহেড ট্রান্সমিশন লাইনে ক্যাপাসিট্যান্সের ইফেক্ট
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। ফেরান্টি ইফেক্ট কাকে বলে?
২।পরিবহন লাইনে ক্যাপাসিট্যান্স কী কী বিষয়ের উপর নির্ভরশীল ? 
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৩। ফেরান্টি ইফেক্ট সংক্ষেপে লেখ।
৪। লোড পাওয়ার খুব কম হলে ট্রান্সমিশন লাইনে কী প্রতিক্রিয়া হয়?
৫। ফেরান্টি ইফেক্টে প্রেরণ প্রান্ত অপেক্ষা গ্রহণ প্রান্তের ভোল্টেজ বৃদ্ধির কারণ কী?
রচনামূলক প্রশ্নসমূহঃ
৬। ফেরান্টি ইফেক্ট কী ? ভেক্টর চিত্রের সাহায্যে বর্ণনা কর।
৭। এক ফেজ ওভারহেড লাইনের ক্যাপাসিট্যান্স নির্ণয়ের সমীকরণ নির্ণয় কর।
গানিতিক সমীকরণঃ
৮। 6 km দীর্ঘ একটি তিন ফেজ 33kV ,50 C/S ওভারহেড ট্রান্সমিশন লাইনের পরিবাহী তিনটির একটি 20 মিটার বাহুবিশিষ্ট সমবাহু ত্রিভূজের শীর্ষবিন্দুতে অবস্থিত।পরিবাহীর ব্যাস সেন্টিমিটার হলে লাইনের চার্জিং কারেন্ট কত?
৯। একটি এক-ফেজ ট্রান্সমিশন লাইনের 2 সেমি ব্যাসার্ধের দুই সমান্তরাল পরিবাহী 3 মিটার ব্যবধানে অবস্থিত ।প্রতি কিলোমিটার লাইনের ক্যাপাসিট্যান্স নির্ণয় কর ।ϵ0=8.854 ×10-12F/m
১০। 10 km দীর্ঘ একটি তিন ফেজ 33kV ,50 Hz ওভারহেড ট্রান্সমিশন লাইনের পরিবাহী তিনটির একটি 2 মিটার বাহুবিশিষ্ট সমবাহু ত্রিভূজের শীর্ষবিন্দুতে অবস্থিত।পরিবাহীর ব্যাস 2 cm সেন্টিমিটার হলে লাইনের চার্জিং কারেন্ট কত?
১১। 3- ফেজ,100 কিমি দীর্ঘ ওভারহেড লাইনের 2 সেমি ব্যাসের পরিবাহী 2.5 মিটার দূরত্বে সমবাহু ত্রিভূজের তিন কোনোয় অবস্থিত ।লাইনের ক্যাপাসিট্যান্স নির্ণয় কর।
১৩। 30 km দীর্ঘ একটি 3-φ ট্রান্সমিশন লাইনের তিনটি পরিবাহী বিষমবাহু ত্রিভূজের শীর্ষবিন্দুতে অবস্থিত।ত্রিভূজের তিনটি বাহু যথাক্রমে 200 cm,250 cm এবং 450 দূরে অবস্থিত।যদি পরিবাহীর ব্যাস 1.24 cm হয়,তবে প্রতি তারের ক্যাপাসিট্যান্স কত?
১৪। একটি তিন ফেজ 50Hz ,66 kV ওভারহেড ট্রান্সমিশন লাইনের পরিবাহীত্রয় 2 মিটার ও 2.5 মিটার দূরে সমতলের সমান্তরালে বসানো ।পরিবাহীর ব্যাস 1.25 ।লাইনের দৈর্ঘ 100 কিমি।নির্ণয় কর -
ক) প্রতি ফেজের ক্যাপাসিট্যান্স
খ) প্রতি ফেজের চার্জিং কারেন্ট।
অধ্যায়-১৫ স্বল্পদৈর্ঘ্য ওভারহেড পরিবহ্ন লাইনের ভোল্টেজ রেগুলেশন ও দক্ষতা
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। ট্রান্সমিশন লাইনের দক্ষতা কী কী বিষয়ের ওপর নির্ভর করে?
২। স্বল্পদৈর্ঘ্যের ট্রান্সমিশন লাইনে ক্যাপসিট্যান্স প্রতিক্রিয়া উপেক্ষা করা হয় কেন?
৩। কী ধরনের লোডে ভোল্টেজ রেগুলেশন পজিটিভ হয়?
৪। লোড পাওয়ার ফ্যাক্টর কমলে বা বৃদ্ধি পেলে কী হয় ?
৫। শুর্ট ট্রান্সমিশন লাইন বলতে কী বূঝ?
৬। ট্রান্সমিশন লাইন ডিজাইন ও পরিচালনার ক্ষেত্রে সর্বাধিক গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়সমূহ কী কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৭। স্বল্পদৈর্ঘ্য ওভারহেড পরিবহন লাইনের ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন কর।
৮। স্বপ্লদৈর্ঘ্য ট্রান্সমিশন লাইন বলতে কী বুঝায়
৯। ট্রান্সমিশন লাইনের ভোল্টেজ রেগুলেশন কী ?
১০। ট্রান্সমিশন লাইনের ভোল্টেজ রেগুলেশন সূত্র প্রতিপাদন।
১১। ট্রান্সমিশন লাইনের দক্ষতা কাকে বলে?
রচনামূলক প্রশ্নসমূহঃ
১২। স্বপ্লদৈর্ঘ্যের ওভারহেড লাইনের সার্কিট ও ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন কর।
গানিতিক সমীকরণঃ
১৩। একটি তিন ফেজ ওভারহেড ট্রান্সমিশন লাইনের 33kV,0.85 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে 10MW লোড সরবরাহ করে।প্রতিটি পরিবাহীররোধ 3ꭥ এবং 4ꭥ হলে লাইনের ভোল্টেজ রেগুলেশন ও দক্ষতা নির্ণয় কর।
১৪। একটি 3 ফেজ ওভারহেড ট্রান্সমিশন লাইন 33 kV,0.8 (lag) পাওয়ার ফ্যাক্টরে লোড সরবরাহ করে।প্রতিটি কন্ডাক্টরের রোধ ও রিয়াকট্যান্স যথাক্রমে 3ꭥ ও 6ꭥ হলে লাইনের রেগুলেশন ও দক্ষতা নির্ণয় কর।
১৫। একটি 3 ফেজ ওভারহেড ট্রান্সমিশন লাইন 20 kV,0.8 পাওয়ার ফ্যাক্টরে 5000 কিলোওয়াট সরবরাহ করেছে ।প্রতিটি পরিবাহীর রোধ ও রিয়াকট্যান্স যথাক্রমে 6 ꭥ ও 8ꭥ বের কর।
ক) প্রেরণ প্রান্তের ভোল্টেজ ;
খ) শতকরা রেগুলেশন;
গ) ট্রান্সমিশন ইফিসিয়েন্সি;
১৬। একটি শিল্পকারখানায় তিন-ফেজ ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি সিসি’র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url