ডিজিটাল ইলেকট্রনিক্স (বিষয় কোডঃ ২৬৮৪৫) এর সাজেশন

অর্ডিনারি কোচিং সেন্টার
ডিজিটাল ইলেকট্রনিক্স (২২ প্রবিধান) এর সাজেশন
বিষয় কোডঃ ২৬৮৪৫
অনুশীলনী-১ঃ ডিজিটাল ইলেকট্রনিক্সের মৌলিক ধারণা
অতি সংক্ষিপ্ত সমূহঃ
১। ডিজিটাল ইলেকট্রনিক্স কাকে বলে?
২। ডিজিটাল সিগন্যালের বৈশিষ্ট্য কী?
৩। ডিজিট বলতে কী বুঝায়?
৪। Rise time ও Fall time কী?
সংক্ষিপ্ত সমূহঃ
১। অ্যানালগ ও ডিজিটাল সংকেতের মধ্যে মূল পার্থক্য লেখ।
২। ডিজিটাল সিগন্যাল ব্যবহারের সুবিধা বর্ণ্না কর।
রচনামূলক সমূহঃ
১। ডিজিটাল সিগন্যাল মোডের সুবিধাগুলো বর্ণ্না কর।
অনুশীলনী-২ঃসংখ্যা পদ্ধতি ও বাইনারি অ্যারিথমেটিক অপারেশন
অতি সংক্ষিপ্ত সমূহঃ
১। সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি কী?
২। (11101.01101)2 কে অক্টাল বেসে রূপান্তর কর।
৩। (5BA.4C)16 কে ডেসিমেল সংখ্যায় পরিবর্তন কর।
৪। (47.85)10 কে বাইনারিতে রূপান্তর কর।
৫। Number system কয় প্রকার ও কী কী?
৬। ডেসিমেল সংখ্যা (25)10 এর বাইনারি সংখ্যা কত?
৭। Gray code-এর অর্থ কী?
৮। প্যারিটি বিট কাকে বলে?
সংক্ষিপ্ত সমূহঃ
১। (18.625)10 –এর সমতুল্য বাইনারি সংখ্যা নির্ণ্নয় কর।
২। (17.25)10 ও (ABCD)16 কে Binary তে রূপান্তর কর।
৩। (37.62)8 কে হেক্সেন সংখ্যায় রূপান্তর কর।
৪। (86)10 এবং (95)10 কে BCD 8421 coding পদ্ধতিতে যোগ কর।
৫। (87)10 থেকে (112)10 কে 2’S Complement পদ্ধতিতে যোগ কর।
৬। 2’S Complement পদ্ধতিতে (26)10 থেকে (15)10 বিয়োগ কর।
৭। (BC.48)16 কে ডেসিমেল সংখ্যায় প্রকাশ কর।
অনুশীলনী-৩ঃ কোডসমূহ এবং কোড রূপান্তর
অতি সংক্ষিপ্ত সমূহঃ
১। প্যারিটি বিট কাকে বলে?
২। ASCII Code কী?
৩। (27)10 এর Excess কোড কত?
৪। (59)10 কে Gray code- এ রূপান্তর কর।
৫। বিট ও কোডের মাঝে পার্থক্য লেখ।
৬। গ্রে-কোডে কেন ব্যবহার করা হয়?
৭। হ্যামিং কোড কী?
সংক্ষিপ্ত সমূহঃ
১। (111011)2 কে গ্রে- কোড-এ রূপান্তর পদ্ধতি লেখ।
২। বাইনারি হতে গ্রে-কোডে রূপান্তর পদ্ধতি লেখ।
৩। (758)10 কে Excess-3 code-এ প্রকাশ কর।
৪। (68)10 কে গ্রে-কোডে রূপান্তর কর।
রচনামূলক সমূহঃ
১। বাইনারি কোডকে গ্রে-কোডে রূপান্তরের পদ্ধতি উদাহরণ সহকারে বিস্তারিতভবে বর্ণনা কর।
২। হামিং কোডের সাহায্যে প্রেরিত সংকেতের ভুল নির্ণয় ও সংশোধন পদ্ধতি বিস্তারিতভবে বর্ণনা কর।
৩। হামিং কোড দিয়ে ক্রটি শনাক্তকরণ ও সংশোধন বর্ণ্না কর।
অনুশীলনী-৪ঃ লজিক গেইটের ধারণা
অতি সংক্ষিপ্ত সমূহঃ
১। লজিক গেইট কাকে বলে?
২। AND অপারেশন কাকে বলে?
৩। ট্রথ টেবিল কাকে বলে?
৪। ইউনিভার্সেল গেট কী?
৫। মৌলিক গেট কয়টি ও কী কী?
৬। একটি 3-input X-OR গেইটের Truth table দেখাও।
সংক্ষিপ্ত সমূহঃ
১। মৌলিক গেইটগুলো অঙ্কন করে সত্যকে সারণি দেখাও।
২। EX-OR gate ট্রথ –টেবিলসহ বর্ণ্না কর।
৩। EX-OR gate চিত্রসহ বর্ণ্না কর।
৪। ট্রথ –টেবিলসহ NOR gate এর চিত্র দেখাও।
৫। NAND gate এর সর্বজনীনতা দেখাও।
৬। NAND ও NOR gate এর প্রতীক আক।
৭। AND gate এর ট্রথ টেবিল ও Operation লেখ।
রচনামূলক সমূহঃ
১। ইউনিভার্সেল গেইটের চিত্রসহ বর্ণ্না দাও।
অনুশীলনী-৫ঃ লজিক গেইটসমূহের ইলেকট্রনিক বর্তনি
অতি সংক্ষিপ্ত সমূহঃ
১। AND গেইটের ইলেকট্রনিক ইকুইভ্যালেন্ট সার্কিট অঙ্কন কর।
২। টোটেমপোল কী?
৩। ট্রাইস্টেট বাফার কী?
৪। ট্রাই- স্টেটের অবস্থাগুলো কী কী?
৫। ANDing বলতে কী বুঝায়?
সংক্ষিপ্ত সমূহঃ
১। AND gate- এর Electronics equivalent সার্কিট অপারেশন বর্ণ্না কর।
রচনামূলক সমূহঃ
১। TTL NAND গেইট সার্কিটের কার্যপ্রণালি লেখ।
২। COMOS NAND গেইটের বর্তনীসহ কার্যপ্রনালি বর্ণ্না কর।
৩। CMOS NOT, NAND ও NOR গেইটের প্রত্যেকটির বর্তনী অঙ্কনপুর্বক কার্যপ্রণালী বর্ণ্না কর।
৪। CMOS NOR গেইটের কার্যাবলি লেখ।
অনুশীলনী-৬ঃ ডিজিটাল আইসি
অতি সংক্ষিপ্ত সমূহঃ
১। চারটি ডিজিটাল IC- এর নাম লেখ।
২। পূর্ণ নাম লেখ- ALU, SCTL, BCD.
৩। পূর্ণনাম লেখ- TTL, DCTL, IIL
৪। FAN-in বলতে কী বুঝায়?
৫। FAN-out বলতে কী বুঝায়?
৬। Propagation delay বলতে কী বুঝায়?
৭। Noise immunity কাকে বলে?
৮। নয়েজ মার্জিন বলতে কী বুঝায়?
৯। Fn in এবং Fan out বলতে কী বুঝায়?
সংক্ষিপ্ত সমূহঃ
১। ডিজিটাল আইসির বৈশিষ্ট্য লেখ।
রচনামূলক সমূহঃ
১। ডিজিটাল IC-এর বৈশিষ্ট্যগুলো বর্ণ্না কর।
অনুশীলনী-৭ঃ লজিক পরিবার
অতি সংক্ষিপ্ত সমূহঃ
১। পূর্ণনাম লেখ- VLSI ও MSI.
সংক্ষিপ্ত সমূহঃ
১। লজিক ফ্যামিলির শ্রেণিবিভাগ লেখ।
অনুশীলনী-৮ঃ লজিক সরলীকরণ এবং সার্কিট ডিজাইন
অতি সংক্ষিপ্ত সমূহঃ
১। ডি-মরগ্যান-এর সূত্রগুলো কী কী?
২। কারনু ম্যাপ বলতে কী বুঝায়?
৩। Octet বলতে কী বুঝায়?
সংক্ষিপ্ত সমূহঃ
১। ডি-মরগ্যানের সূত্র দুটি প্রমাণ কর।
২। Karnaugh ম্যাপের সাহায্যে Y=ABC+AB পেজ ৩১৩ সমীকরণটি সরলীকরণ কর।
৩। পেজ ৩১৩ বুলিয়ান সমীকরণটি সরলীকরণ কর এবং সরল লজিক সার্কিটটি অঙ্কন কর।
৪। দেখাও যে, NOR gate একটি Universal logic gate.
৫।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি সিসি’র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url