ডিজাইন অব স্ট্রাকচার-১ (বিষয় কোড: ২৬৪৬৪) এর সাজেশন
অর্ডিনারি কোচিং সেন্টার
ডিজাইন অব স্ট্রাকচার-১ (২২ প্রবিধান) এর সাজেশন
বিষয় কোড: ২৬৪৬৪
এই সাজেশনাট প্রকাশের তারিখ: 08-11-2024
অধ্যায়-১ সিমেন্ট কংক্রিট এবং কাঠামোর নিরাপত্ত
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ১। পূর্ণরূপ ইংরেজিতে লেখঃ ACI, ASTM,AASHO,AREA,BNBC,BCI,WSD,USD,BSTI
২। নিষ্ক্রিয় পূরক পদার্থ কী?
৩।কংক্রিটের চাপশক্তি পরীক্ষার উদ্দেশ্য কী?
৪। ডিজাইন কোড কী?
৫। টেকটোনিক প্লেট কী?
৬। স্লাম্প টেস্ট কেন করা হয়?
৭।কংক্রিটের অনুমোদনযোগ্য পীড়ন বলতে কী বুঝায়?
৮। মডুলার রেশিও কী ?
৯। কংক্রিটের চাপশক্তি নিরূপণে সিলিন্ডার টেস্টের সুবিধা কী?
১০। মডুলাস অব ইলাস্টসিটি কাকে বলে?
১১। ACI কোড অনুযায়ী সিক্যান্ট স্থিতিস্থাপক গুণাঙ্ক নির্ণয়ের সূত্রটি লেখ।
১২। প্রি-স্টেসড কংক্রিট বলতে কী বুঝায়?
১৩। পানি -সিমেন্ট অনুপাত বলতে কী বুঝায়?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১৪। প্লেইন কংক্রিট ব্যবহারের অসুবিধাসমূহ লেখ।
১৫। বাইন্ডিং ম্যাটেরিয়ালস বলতে কী বুঝায়?
১৬। কিউব টেস্টের তুলনায় সিলিন্ডার টেস্ট বেশি নির্ভরশীল কেন?
১৭। কাঠামোর নিরাপত্তার প্রয়োজনীয়তা লেখ।
১৮। প্লেইন কংক্রিট ব্যবহারের সুবিধাগুলো লেখ।
১৯। কাঠামোর নিরাপত্তার জন্য কী কী বিষয় বিবেচনা করা হয়?
২০। স্টিলের পীড়ন -বিকৃতি কার্ভের উপর বিবেচ্য বিন্দুগুলোর নাম উল্লেখ কর।
রচনামূলক প্রশ্নসমূহঃ
২১। কংক্রিটের চাপশক্তি পরীক্ষা বর্ণনা কর।
২২। প্রি-স্ট্রেসড কংক্রিটের সুবিধাগুলো লেখ।
অধ্যায়-২ আরসিসি-তে ব্যবহৃত রিইনফোসিং স্টিল
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ১। 60 গ্রেডের রড বলতে কী বুঝায়?
২। টুইস্টেড বার কাকে বলে?
৩। রিইনফোর্সমেন্ট হিসেবে ব্যবহৃত স্টিলের গ্রেড বলতে কী বুঝায়?
৪। বিমে সর্বনিম্ন রিইনফোর্সমেন্টের পরিমাণ কত ধরা হয়।
৫। ডিফর্মড বার কাকে বলে?
৬। একটি আয়তাকার আরসিসি বিমের প্রস্থ 25 সেমি এবং কার্যকারী গভীরতা 50 সেমি হলে মসৃণ ও উভয় ক্ষেত্রে রি-ইনফোর্সমেন্টের ন্যূনতম ক্ষেত্রফল নির্ণয় কর।
৭। ওয়েল্ডেড ওয়্যার ফেব্রিক বলতে কী বুঝায়?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৮। আরসিসি-তে ডিফর্মড ও টুইস্টেড বার ব্যবহারের সুবিধাসমূহ লেখ।
৯। আরসিসি-তে মাইন্ড স্টিল -এর ব্যবহারের সুবিধাগুলো লেখ।
১০। প্লেইনবার ,ডিফর্মডবার ও টুইস্টেড বারের বৈশিষ্ট্য আলোচনা কর।
অধ্যায়-৩ বিমের রূপান্ত্রিত সেকশন
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ১। রূপান্তরিত সেকশন বলতে কী বুঝায়?
২। আন্ডার রিইনফোর্সড বিম ব্যবহারের সুবিধা কী ?
৩। সুষম বা ব্যালেন্সড বিম কাকে বলে?
৪।ওভার রিইনফোর্সড বিম বলতে কী বুঝায়?
৫। রূপান্তরিত সেকশনের সূত্রটি লিখে বিভিন্ন সাংকেতিক অক্ষরগুলো বর্ণনা কর।
৬। আন্ডার রিইনফোর্সড বিম কাকে বলে?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৭।প্রয়োজনীয় চিত্র ও নোটেশনের ব্যাখ্যাসহ রূপান্তরিত সেকশনের জন্য প্রমাণ কর bx2/2=nAs(d-x)
৮। আরসিসি বিমের জন্য আন্ডার ও ওভার রিইনফোর্সমেন্টের প্রভাব বর্ণনা কর।
৯।আন্ডার রিইনফোর্সড বিম ও ওভার রিইনফোর্সড বিমের সুবিধা-অসুবিধা লেখ।
১০। WSD এবং USD -এর মাঝে পার্থক্য লেখ।
অধ্যায়-৪ আরসিসি বিমের শিয়ার পীড়ন
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ১। ডায়াগোনাল টেনশন কাকে বলে?
২। শিয়ার পীড়ন কী?
৩। ডায়াগোনাল টেনশন প্রতিরোধে কী কী ব্যবস্থা নেয়া হয়?
৪। বিমে ক্রিটিক্যাল শিয়ার ফোর্স কোথায় উৎপ্নন হয়?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৫। বিমের শিয়ার পীড়ন নির্ণয়ের সূত্রটি নিরূপণ কর।
৬। বিমে ডায়াগোনাল টেনশন সৃষ্টির কারণ উল্লেখ কর এবং চিত্রের সাহায্যে এর অবস্থান দেখাও।
অধ্যায়-৫ আরসিসি বিমে ওয়েব রিইনফোর্সমেন্ট
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ১। স্টিরাপ কোন সময় ব্যবহার করা হয়?
২। ওয়েব রিইনফোর্সমেন্টের কাজ কী?
৩। বিমে স্টিরাপের ব্যবধান নির্ণয়ের সূত্রটি নোটেশনসহ লেখ।
৪। ওয়েব রিইনফোর্সমেন্ট কী?
৫। বিমে স্টিরাপ ব্যবধানের সূত্রগুলো লেখ।
৬। বিমে স্টিরাপ ব্যবহার কেন করা হয়?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৭। বিমের স্টিরাপের ব্যবধান নির্ণয়ের সূত্রটি প্রমান কর।
৮। বিমের যতদূরব্যাপী স্টিরাপ ব্যবহার করতে হয়,তা নিরূপন কর।
অধ্যায়-৬ আরসিসি বিমে সৃষ্টি বন্ড পীড়ন
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ১। অ্যাংকেজ কী?
২। বন্ড পীড়ন কীভাবে কমানো যায়?
৩। অনুমোদিত বন্ড পীড়নের সূত্র লেখ।
৪।আদর্শ হুক কাকে বলে?
৫। অ্যাংকরেজ দৈর্ঘ্য নির্ণয়ের সূত্রটি লেখ।
৬।বন্ড নির্ণয়ের ক্ষেত্রে আরসিসি বিমের টপ বার বলতে কী বুঝায়?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৭। বিভিন্ন বারের ক্ষেত্রে আদর্শ হুকের পরিমাণ লেখ।
৮। ACI কোড অনুযায়ী বিভিন্ন প্রকার রডের আদর্শ হুকের পরিমাণ লেখ।
৯। বন্ড পীড়ন ব্যর্থতা নিরসনে কী ব্যবস্থা গ্রহণ করা হয?
রচনামূলক প্রশ্নসমূহঃ
১০।অ্যাংকরেজ দৈর্ঘ্য নির্ণয়ের সূত্রটি প্রতিপাদন কর।
১১। বন্ড পীড়ন নির্ণয়ের সূত্রটি প্রতিপাদন কর।
অধ্যায়-৭ ফ্লেক্সার সূত্র এবং WSD পদ্ধতিতে আয়তাকার আরসিসি বিম ডিজাইন
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ১। আয়তাকার বিমের আনুমানিক প্রস্থচ্ছেদ কীভাবে নির্ণয় করা হয়?
২। বিমে ব্যবহৃত রডের নূন্যতম ব্যবধান কত হবে?
৩। বিমের মুক্ত স্প্যান ও কার্যকারী স্প্যান কী?
৪। লিভার আর্ম বলতে কী বুঝায়?
৫। বিমের কার্যকারী গভীরতা বলতে কী বুঝায়?
৬। বিমের তলায় ক্লিয়ার কভার কয় সেমি ধরা হয়?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৭। ফ্লেক্সার সূত্র নীরূপণের মৌলিক ধারণাগুলো লেখ।
৮। আয়তাকার বিম ডিজাইনের ধাপগুলো সংক্ষেপে লেখ।
রচনামূলক প্রশ্নসমূহঃ
৯। প্রয়োজনীয় নোটশনের ব্যাখ্যাসহ প্রতিপালন কর যে,K=n/n+fs/fc
১০। আরসিসি বিমের ক্ষেত্রে প্রমাণ কর যে d=√M/Rb[সংকেতগুলো প্রচলিত অর্থ বহন করে]
অধ্যায়-৮ USD পদ্ধতিতে আয়তাকার আরসিসি বিম ডিজাইন
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ১। লোড ফ্যাক্টর কী?
২। স্টিল রেশিও 'ρ' বলতে কী বুঝায়?
৩। আরসিসি বিমে লোদ অর্পণের ফলে কী কী ভাবে ব্যর্থ হতে পারে?
৪। স্ট্রেংথ রীডাকশন ফ্যাক্টর কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৫। একটি আয়তাকার বিমের লাইভ লোডজনিত মোমেন্ট 2950 কেজি-মিটার এবং ডেড লোডজনিত মোমেন্ট 1570 কেজি-মিটার।যদি Φ=0.90 হয় ,তবে বিমটির নমিনাল মোমেন্ট কোট?
৬। WSD এবং USD পদ্ধতির তুলনা কর।
অধ্যায়-৯ WSD পদ্ধতিতে আয়তাকার ক্যান্টিলিভার এবং ঝুলন্ত বিম ডিজাইন
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ১। ক্যান্টিলিভার বা ঝুলন্ত বিমের রিইনফোর্সমেন্ট কর্তন করা হয় কেন?
২।ক্যান্টিলিভার বিমের মুক্ত প্রান্ত কম গভীর রাখা হয় কেন?
৩। ঝুলন্ত বিমের মতো সাপোর্ট থেকে কতদূর পর্যন্ত প্রবেশ করানো উচিত?
৪।রড কর্তন বলতে কী বুঝায়?
৫। ক্যান্টিলিভার বিমের প্রধান রড কোথায় ব্যবহার করা হয়?
৬। বিপজ্জনক সেকশন বলতে কী বুঝায়?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৭। ঝুলন্ত রড কর্তন প্রক্রিয়া লেখ।
অধ্যায়-১০ টী-বিম এবং আরসিসি টী-বিম ডিজাইন
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ১। টী-বিমের ফ্লোঞ্জের বিস্তার বলতে কী বুঝায়?
২। টী-বিমের সুবিধাগুলো লেখ।
৩। সাধারণ ভাবে স্থাপিত টী-বিমের প্রস্থ ও গভীরতা শিয়ারের ভিত্তিতে নিরূপণের কারণ কী?
৪। বিমের কার্যকারী গভীরতা বলতে কী বুঝায়?
৫।ওয়েব ও কার্যকারী গভীরতার সম্পর্ক লেখ।
৬। টী-বিমের সংজ্ঞা দাও।
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৭। আয়তাকার বিম ও টী-বিমের মধ্যে পার্থক্য লেখ।
৮। টী-বিমের ফ্লেঞ্জের বিস্তার নির্ণয়ের পদ্ধতি লেখ।
৯।সাধারণভাবে স্থাপিত টী-বিম ডিজাইনের ধাপ লেখ।
অধ্যায়-১১ কম্প্রেশন রিইনফোর্সমেন্টসহ আরসিসি বিম এবং দরজা -জানালার উপর আরসিসি লিন্টেল ডিজাইন
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ১। কম্প্রেশন রিইনফোর্সমেন্ট বলতে কী বুঝায়?
২। ডাবলি রিইনফোর্সড বিম কখন ব্যবহার করা হয়?
৩।ডাবল রিইনফোর্সড বিম কাকে বলে?
৪। বিমে এক্সট্রা টপ বার কেন দেয়া হয়?
৫।ডাবল রিইনফোর্সড বিমের সুবিধাসমূহ লেখ।
৬। অতিরিক্ত মোমেন্ট M2 -এর সূত্রটি নোটেশনসহ বর্ণনা কর।
৭। লিন্টেলের কাজ কী?
৮। লিন্টেলের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্রটি লেখ।
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১০। ডাবলি রিইনফোর্সড বিম ও সিঙ্গেল রিইনফোর্সড বিমের মাঝে পার্থক্য লেখ।
১১। ডাবলি রিইনফোর্সড বিম ডিজাইনের ধাপসমূহ লেখ।
১২। লিন্টেলের লোড কীভাবে নির্ণয় করা হয়?
অর্ডিনারি সিসি’র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url