ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম (বিষয় কোড:২৮৫৬১) এর সাজেশন
অর্ডিনারি কোচিং সেন্টার
ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম (২২ প্রবিধান) এর সাজেশন
বিষয় কোড: ২৮৫৬১
এই সাজেশনটি প্রকাশ করা হয়েছে: ০৩-১১-২০২৪ ইং
অধ্যায়ঃ-১ ডাটাবেস সিস্টেমের প্রাথমিক ধারণা
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ১। ডাটা বলতে কী বুঝায়?
২। ডাটাবেসে ডাটা রিডানডেন্সি বলতে কী বুঝায়?
৩। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কী?
৪। ডাটাবেস স্কিমার প্রকারভেদ লেখ।
৫। ডাটাবেস ফিল্ড কী?
৬। ডাটাবেস ইন্টিগ্রিটি বলতে কী বুঝায়?
৭। ডাটাবেস বলতে কী বুঝায়?
৮। মেটা ডাটা বলতে কী বুঝায়?
৯। ডাটাবেসে ইনকনসিসটেন্সি বলতে কী বুঝায়?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১০। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের সুবিধা লেখ।
১১। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের উদ্দেশ্য লেখ।
১২। DBMS ও কনভেনশনাল ফাইল প্রসেসিং সিস্টেমের পার্থক্য লেখ।
১৩। কনভেনশনাল ফাইল প্রসেসিং সিস্টেম বর্ণনা কর।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১৪। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের বৈশিষ্ট্য,সুবিধা ও অসুবিধাসমূহ বর্ণনা কর।
১৫।ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের উদ্দেশ্যাবলি বর্ণনা কর।
১৬। চিত্রসহ প্রচলিত ফাইল প্রসেসিং সিস্টেম এবং ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে তুলনামুলক বর্ণনা কর।
অধ্যায়-২ ডাটাবেস -এর ভাষা,ব্যবহারকারী, ম্যানেজার ও অ্যাডমিনিস্ট্রেটর
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ১। ডাটাবেস প্রশাসক কী?
২। ডিডিএল কী?
৩। বিভিন্ন প্রকার ডাটাবেস ইউজারের বা ব্যবহারকারীর নাম লেখ।
৪। ডাটাবেস আপডেটিং বলতে কী বুঝায়?
৫। অব্জেক্ট কী?
৬। DML-এর প্রকারভেদ লেখ।
৭। রিলেশন ডাটা ব্যবহারের সুবিধা লেখ।
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৮। ডাটা ডিকশনারির প্রয়োজনীয়তা লেখ।
৯।রিলেশনাল ডাটা মডেলের সুবিধাগুলো লেখ।
১০। DML -এর মৌলিক Operation লেখ।
১১। DDL ও DML-এর মঝে পার্থক্য লেখ।
১২। DML-এর মৌলিক অপারেশনগুলোর নাম লেখ।
১৩।প্রসিডিউরালDML ও নন-প্রসিডিউরালDMLএর পার্থক্য লেখ।
১৪। Drop, Delete এবং Truncate -এর মধ্যে পার্থক্য লেখ?
রচনামূলক প্রশ্নসমূহঃ
১৫। ডাটাবেস ম্যানেজারের কাজ বর্ণনা কর।
১৬। ডাটাবেস অ্যাডমিনিস্টেটরের বা প্রশাসকের কাজ বর্ণনা কর।
অধ্যায়-৩ ডাটা মডেল
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ১। প্রাইমারি কী বলতে কী বুঝায়?
২। Entity বলতে কী বুঝায়?
৩। সুপার কী বলতে কী বুঝায়?
৪।E-R diagram এ ব্যবহৃত Attribut গুলো লেখ
৫। ই-আর ডায়াগ্রাম বলতে কী বুঝায়?
৬। ডাটা মডেল কী?
৭। রিলেশনাল ডাটা মডেল বলতে কী বুঝায়?
৮। নেটওয়ার্ক ডাটামডেল এর সংজ্ঞ দাও?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৯। স্ট্রং উইক এনটিটির মধ্যে পার্থক্য লেখ।
১০। E-R ডায়াগ্রামের ৬টি সিম্বল অঙ্কন কর।
১১।ডাটাবেসের ব্যবহৃত বিভিন্ন কী -এর বর্ণনা কর।
১২। ম্যাপিং কার্ডিনালিটিজ প্রক্রিয়া সংক্ষেপে লেখ।
১৩। চিত্রসহ হাইয়ারার্কিক্যাল ডাটামডেলের বর্ণনা দাও।
১৪। নেটওয়ার ও হাইয়ারাকিক্যাল ডাটা মডেলের মধ্যে পার্থক্য লেখ।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১৫। বিভিন্ন ম্যাপিং কন্সট্রেইন্টস -এর ক্ষেত্রে E-R ডায়াগ্রাম বর্ণনা কর।
১৬। E-R ডায়াগ্রামের ক্ষেত্রে Specialization, Generalization এবং Aggregation পদ্ধতি ডায়াগ্রামসহ বর্ণনা কর।
অধ্যায়-৪ রিলেশনাল ডাটাবেস কুয়েরি ল্যাংগুয়েজ
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ১। রিলেশনাল অ্যালজেবরার ফান্ডামেন্টাল অপারেশনগুলোর নাম লেখ।
২। রিলেশনাল ডাটা ব্যবহারের সুবিধা লেখ।
৩। রিলেশনাল ডাটা মডেল বলতে কী বুঝায়?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৪। বাইনারি অপারেটর কী?
৫। রিলেশনাল ডাটা মডেলের সুবিধা লেখ।
রচনামূলক প্রশ্নসমূহঃ
৬। SQL, QBE ও Data log -এর পার্থক্য লেখ।
৭। রিলেশনাল অ্যালজেবরার মৌলিক বর্ণনা কর।
অধ্যায়-৫ SQL এবং PL / SQL
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমুহঃ১। SQL কী?
২। DDL কী?
৩। SQL এর Clause সমূহের সিন্ট্যাক্স লেখ।
৪। কুয়েরি ল্যাংগুয়েজ কী ?
৫। SQL এর Clause গুলো কী কী?
৬। Query language-এর কাজগুলো কী কী?
৭। Select অপারেশনের কাজ কর।
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৮। Aggregate ফাংশনগুলোর নাম লেখ।
৯। DML-এর অপারেশন গুলো লেখ।
১০। SQL -এর ৩টি ক্লজ সম্পর্কে লেখ।
১১। SQL-এর বিভিন্ন অংশগুলো উল্লেখ কর।
১২। ফরমাল ও কমাশিয়াল কুয়েরি ল্যাংগুয়েজের মধ্যে পার্থক্য লেখ।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১৩। SQL এর Aggregate ফাংশনগুলোর ব্যবহার উদাহরণ সমূহ বর্ণনা কর।
১৪। SQL এর -গুলো উদাহরণসহ বর্ণনা কর।
অধ্যায়-৬ ইন্টিগ্রিটি ও সিকিউরিটি
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমুহঃ১। ডাটাবেস সিকিউরিটি বা নিরাপত্তার প্রয়োজনীয়তা লেখ।
২। Encryption বলতে কী বুঝায়?
৩। ডাটাবেস অথরাইজেশনের স্তরগুলো কী কী?
৪।ডাটাবেস ইন্টিগ্রিটি কী ?
৫। Encryption কী?
৬। ডাটাবেসের ক্ষেত্রে Encryption -এর গুরুত্ব কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৭। Trigger কী?
৮। ডাটাবেসের ডাটা সিকিউরিটির বর্ণনা দাও।
৯। ডাটাবেসে ইনক্রিপশনের গুরুত্ব আলোচনা কর।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১০। Encryption টেকনিক সম্পর্কে লেখ।
অধ্যায়-৭ রিলেশনাল ডাটাবেস ডিজাইন
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ১। Normalization কাকে বলে?
২। RDBMS ও Normalization এ কয়টি Stage /rules আছে?
৩। RDBMS ও Normalization এ কয়টি Stage /rules-গুলোর নাম লেখ।
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৪। RDBMS –এ Redundancy কী?
৫। Normalization-এর প্রয়োজনীয়তা লেখ?
রচনামূলক প্রশ্নসমূহঃ
৬। RDBMS এর Normalization-এর ৩টি স্টেজ বর্ণনা কর।
৭।সামগ্রিক Database ডিজাইন প্রক্রিয়া বর্ণনা কর।
অধ্যায়-৮ ডাটা স্টোরেজ মিডিয়া
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ১। RAID কী?
২। ফিজিক্যাল স্টোরেজ মিডিয়া বলতে কী বুঝায়?
৩। ফ্লাস মেমরি কী?
৪। বাফার বলতে কী বুঝায়?
৫। ক্লাস্টারিং কী?
৬। ফিজিক্যাল স্টোরেজ মিডিইয়ার তালিকা দাও।
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৭। ফিক্সড লেংথ ও ভেরিয়েবল লেংথ রেকর্ড ফাইলের মধ্যে পার্থক্য লেখ।
৮। বিভিন্ন স্টোরেজ মিডিয়ার বৈশিষ্ট্য বর্ণনা কর।
৯।ফিজিক্যাল স্টোরেজ মিডিইয়ার তালিকা লেখ।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১০। RAID level নির্বাচন করার পদ্ধতি লেখ।
১১।Fixed length record file organization ব্যাখ্যা কর।
অধ্যায়-৯ ট্রানজেকশন এবং কনকারেন্সি কন্ট্রোল
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ১। Transaction কাকে বলে?
২। Transaction –এর বৈশিষ্ট্যসমূহ কী কী?
৩। Concurrency কাকে বলে?
৪। ডাটা লকিং কেন প্রয়োজন ?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৫। Throughput বলতে কী বুঝায়?
৬। Transaction state -গুলো কী কী?
৭। Concurrent execution বলতে কী বুঝায়?
রচনামূলক প্রশ্নসমূহঃ
৮। Transaction –এর বৈশিষ্ট্যসমূহ বর্ণনা কর।
অধ্যায়-১০ ডাটাবেস সিস্টেম আর্কিটেকচার
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ১। প্যারালাল ডাটাবেস সিস্টেম বলতে কী বুঝায়?
২।সেন্ট্রালাইজড ডাটাবেস সিস্টেম কী?
৩। Client-Server সিস্টেম কী?
৪। Distributed database system-এর Structure -গুলো অঙ্কন কর ।
৫। ডিস্ট্রিবিউটেড ডাটাবেস –এর সুবিধাগুলো কী কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৬। ক্লায়েন্ট-সার্ভার ডাটাবেস-এর সুবিধা লেখ।
৭।Homogeneous database- এর ব্যাখ্যা লেখ।
৮। সার্ভার বেইসড ডাটাবেস সিস্টেমের সুবিধা ও অসুবিধা লেখ।
৯। টপোলজি কত প্রকার এবং কী কী?সংক্ষেপে লেখ।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১০। ক্লায়েন্ট-সার্ভাস ডাটাবেসের গঠন আলোচনা কর।
১১। সেন্ট্রোলাইজড ডাটাবেস সিস্টেমের গঠন প্রক্রিয়া বর্ণনা কর।
১২। ডিস্ট্রিবিউটেড ডাটাবেস সিস্টেমের আর্কিটেকচার চিত্রসহ বর্ণনা কর।
অর্ডিনারি সিসি’র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url