কমিউনকেশন ইঞ্জিনিয়ারিং (বিষয় কোড: ২৬৮৪২) এর সাজেশন

 

অর্ডিনারি কোচিং সেন্টার
কমিউনকেশন ইঞ্জিনিয়ারিং (২২ প্রবিধান) এর সাজেশন
বিষয় কোড: ২৬৮৪২
এই সাজেশনটি আপডেট করা হয়েছে। তারিখ:
অধ্যায়-১ কমিউনিকেশনের বেসিকস
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। টেলিকমিউনিকেশন শব্দের অর্থ কী?
২।পূর্ণনাম লেখঃ IEEE ও BRTC
সংক্ষিপ্তপ্রশ্নসমূহঃ
৩। BRTC এর কাজ লেখ।
৪। বিভিন্ন প্রকার টেলিকমিউনিকেশন পদ্ধতি বা নেটওয়ার্কের নাম লেখ।
৫। টেলিকমিউনিকেশন সিস্টেমের মৌলিক ব্লক ডায়াগ্রাম অঙ্কন কর।
রচনামূলক প্রশ্নসমূহঃ

৬। Basic commnunication system -এর Block diagram অঙ্কন করে কার্যপ্রণালি বর্ণনা কর।
৭। BTRC-এর কার্যপ্রণালি বর্ণনা দাও।
অধ্যায়-২ টেলিকমিউনিকেশন সিস্টেমে সিগন্যাল ও নয়েজ
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। সিগন্যাল কী?
২। নয়েজ কী ?
৩। চ্যানেলের ব্যান্ডউইডথ কী কী বিষয়ের উপর নির্ভর করে?
৪। চ্যানেল ক্যাপাসিটি কাকে বলে?
৫। স্পট নয়েজ ফ্যাক্টর কী?
সংক্ষিপ্তপ্রশ্নসমূহঃ
৬। নয়েজের প্রকারভেদ উল্লেখ কর। 
৭। চ্যানেল ক্যাপাসিটি কী কী ফ্যাক্টরের উপর নির্ভর করে,ব্যাখ্যা কর।
৮। সিগন্যাল-টু-নয়েজ রেশিও বলতে কী বুঝায়?
৯। অডিও,ভিডিও এবং ডাটা সিগ্যান্যালের ফ্রিকুয়েন্সি রেঞ্জ লেখ।
১০।গানিতিক সমীকরণসহ চ্যানেল ব্যান্ডউইথ অ চ্যানেল ক্যাপাসিটর সংজ্ঞা দাও।
১১। একটি কমিউনিকেশন সিস্টেম-এর ব্লক চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত কর।
১২। নয়েজ ফিগার টার্মটির ব্যাখ্যা লেখ।
১৩।বাড( Baud) -এর সংজ্ঞা লেখ।
১৪। ব্যান্ডউইথ বলতে কী বুঝায়?
সমস্যা সমাধান
১। একটি সিগন্যালের পিরিয়ড 100 ms হলে উক্ত সিগন্যালটির কম্পাঙ্ক ( Frequency ) কিলোহার্টজ এককের কত হবে?
২। একটি ডিজিটাল ট্রান্সমিশন লাইনের Bandwidth 1kHz। বাইনারি ডাটা প্রবাহের জন্য তার সর্বোচ্চ ক্যাপাসিটি বের করুন।যদি লাইনের সিগন্যাল ও নয়েজের অনুপাত হয় 30 dB ।
৩।3kHz বিশিষ্ট একটি টেলিফোন লাইনের সিগন্যাল-টু-নয়েজ রেশিও 3162 হলে চ্যানেল ক্যাপাসিটি কত হবে?
অধ্যায়- ৩ মডুলেশন
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। DSB ও DSB-SC-এর অর্থ কী?
২। VSB-এর পুরো নাম কী?
৩।মডুলেশন কী?
৪। পূর্ণনাম লেখঃ PPM, PWM ও SSB-SC ।
৫। মডুলেশন ইন্ডেক্স কী?
৬। Am-এর ক্ষেত্রে যখন 50%মডুলেশন করা হবে তখন মোট পাওয়ার এবং ক্যারিয়ার পাওয়ারের মাঝে সম্পর্ক নির্ণয় কর।
৭। ফ্রিকুয়েন্সি মডুলেশন কাকে বলে?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৮। PWM-এর ব্যবহার লেখ।
৯। মডুলেশনের প্রয়োজনীয়তা সংক্ষেপে বর্ণনা কর।
১০। VSB মডুলেশনের ব্যবহার উল্লেখ কর।
১১। AM-এর Frequency Spectrum অঙ্কন কর।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১২। অ্যামপ্লিচিউড মডুলেশনের ক্ষেত্রে মডুলেশন ইনডেক্স গাণিতিকভাবে ব্যাখ্যা কর।
১৩। ওয়েভ শেপসহ অ্যামপ্লিচিউড মডুলেটেড ( ) ওয়েভের গাণিতিক সমীকরণ প্রতিপাদন কর।
অধ্যায়-৪ মডুলেটর এবং ডিমডুলেটর
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। Demodulator কাকে বলে?
২। ডিমডুলেশন কাকে বলে?
৩। ইনভেলাপ ডিটেক্টর কী?
৪। Envenlope detector-এর কাজ কী ?
সংক্ষিপ্তপ্রশ্নসমূহঃ
৫। Diagonal clipping বলতে কী বুঝায়?
৬। Ratio detector -এর সুবিধাসমূহ লেখ।
৭। ব্লক ডায়াগ্রামসহ PLL এর মূলনীতি লেখ।
৮। একটি ব্যবহারিক লিনিয়ার ডায়োড ডিটেক্টর সার্কিট অঙ্কন কর।
রচনামূলক প্রশ্নসমূহঃ
৯। একটি লিনিয়ার ডায়োড ডিটেক্টরের কার্যপ্রণালি লেখ।
১০। ব্লক চিত্রসহ PLL -এর গঠন ও কার্যপ্রণালি বর্ণ্না কর।
১১। Base মডুলেটরের চিত্রসহ কার্যপ্রণালি লেখ।
অধ্যায়-৫ রেডিও ট্রান্সমিটার
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। QAM বলতে কী বুঝায় ?
২। মডুলেশনের উপর ভিত্তি করে রেডিও ট্রান্সমিটারের শ্রেণিবিভাগ লেখ।
৩।বাফার অ্যামপ্লিয়ার কাকে বলে?
৪।হাই-লেভেল মডুলেশঙ্কাকে বলে?
সংক্ষিপ্তপ্রশ্নসমূহঃ
৫।হাই-লেভেল ও লো-লেভেল মডুলেশনের মধ্যে পার্থক্য লেখ।
৬। মাস্টার অসিলেটরের বৈশিষ্ট্যসমূহ লেখ।
রচনামূলক প্রশ্নসমূহঃ
৭।একটি AM Radio Transmitter-এর ব্লকচিত্র অঙ্কন করে বর্ণনা কর।
৮। চিত্রসহ QAM পদ্ধতির বিস্তারিত বর্ণনা দাও ।
৯। একটি ট্রান্সমিটারের ব্লক ডায়াগ্রামসহ কার্যপ্রণালি বর্ণ্না কর।
অধ্যায়-৬ রেডিও রিসিভার
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। সিলেক্টিভিটি কী ?
২। সুপার হেটারোডাইন অ্যাকশন কী?
৩। রেডিও রিসিভার কত প্রকার ও কী কী ?
৪। লোকাল অসিলেটরের কাজ কী?
৫। AGC -এর পুরো নাম কী?
৬। AVC-এর অর্থ কী?
সংক্ষিপ্তপ্রশ্নসমূহঃ
৭। IF Amplifier কী ?এর কাজ কী ?
৮। রিসিভারের সিলেক্টিভিটি কাকে বলে?
৯।রিসিভারের সেনসিটিভিটি বলতে কী বুঝায় ?
১০। রিসিভারের ফিডেলিটি কী?
১১।অ্যালাইনমেন্ট বলতে কী বুঝায়?
১২। একটি Superheterodyne recever-এর ব্লক চিত্র অঙ্কন কর।
১৩। ব্লক চিত্রের সাহায্যে একটি সুপারহেটারোডাইন AM রিসিভারের কার্যনীতি আলোচনা কর।
অধ্যায়-৭ মাল্টিপ্লেক্সি ও মাল্টিপল অ্যাকসেস পদ্ধতি
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। CDMA কী ? বাংলাদেশে এর প্রয়োগ উল্লেখ কর।
২। Frequency hopping কী ?
৩। কয়েকটি অ্যাক্সেস পদ্ধতির নাম লেখ।
৪। Multiple ও access Multiplexing এর মাঝে পার্থক্য কী?
৫। মাল্টিপ্লেক্সিং কেন করা হয়?
৬। মাল্টিপ্লেক্সিং কী?
৭। FDMA কী?
৮। মাল্টিপ্লেক্সিং ক্ত প্রকার ও কী কী ?
৯। ডিমাল্টিপ্লেক্সিং (Demultiplexing ) কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১০। বিভিন্ন প্রকার মাল্টিপল অ্যাকসেস পদ্ধতির নাম লেখ।
১১। CDMA এর মূলনীতি লেখ।
১২। TDM ও FDM -এর মাঝে পার্থক্য লেখ।
১৩। মাল্টিপ্লেক্সিং -এর প্রয়োগগুলো লেখ।
১৪। Multiplexing ও Demultiplexing এর মাঝে পার্থক্য লেখ।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১৫। টাইম ডিভিশন মাল্টিপল অ্যাকসেস বর্ণনা কর।
১৬। ফ্রিকুয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাকসেস সম্পর্কে আলোচনা কর।
অধ্যায়-৮ ডিজিটাল কমিউনিকেশনের
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। ASK মডুলেশনের সংজ্ঞা লেখ।
২। স্যামপ্লিং থিউরেমটি লেখ।
৩।ASK, FSKএবং PSK-এর পূর্ণনাম লেখ।
৪। PCM এর পূর্ণরূপ লেখ।
৫। Nyquit rate কী?
৬।PCM -এর মূলনীতি বর্ণনা কর।
৭। ডিজিটাল কমিউনিকেশনের সুবিধাসমূহ লেখ।
৮। Sampling বলতে কী বুঝায়?
রচনামূলক প্রশ্নসমূহঃ
৯। PCM -এর কোডিং মুলনীতি লেখ ।
অধ্যায়-৯ অপটিক্যাল ফাইবার কমিউনিকেশন
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। অপটিক্যাল ফাইবার কী ?
২। অপটিক্যাল ফাইবারের কয়টি অংশ ও কী কী ?
৩। অপটিক্যাল উৎসে বহুল ব্যবহৃত ডিভাইসগুলো কী কী?
৪। নিউমেরিক্যাল অ্যাপারচার কাকে বলে ?
৫। LASER-এর পূর্ণনাম লেখ।
৬। ইনসারশন লস কী ?
৭। অপটিক্যাল ফাইবার কমিউনিকেশন পদ্ধতিতে ব্যবহৃত সেন্সরগুলোর নাম লেখ।
৮। অপটিক্যাল ফাইবার কী কী ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয়?
সংক্ষিপ্তপ্রশ্নসমূহঃ
৯। অপটিক্যাল ফাইবারের উল্লেখযোগ্য সুবিধাসমূহ লেখ।
১০। Optical fiber -এর বৈশিষ্ট্যগুলো লেখ।
১১। অপটিক্যাল ফাইবার কমিউনিকেশন সিস্টেমের ব্লক ডায়াগ্রাম অঙ্কন কর।
১২। SLED এবং ELED এর মধ্যে পার্থক্য কী?
১৩। অ্যানালগ ও ডিজিটাল ট্রান্সমিটারের মধ্যে তুলনা কর।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১৪। চিত্রের সাহায্যে অপটিক্যাল ফাইবারের সাধারণ গঠন বর্ণনা কর।
১৫। অপটিক্যাল ফাইবার কমিউনিকেশন সিস্টেমের ব্লক চিত্র অঙ্কন করে বর্ণনা দাও।
১৬। অপটিক্যাল কমিউনিকেশন সিস্টেমের ওয়েভ প্রোপাগেশন ব্যাখ্যা কর।
অধ্যায়-১০ স্যাটেলাইট এবং মোবাইল কমিউনিকেশন
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। VSAT কী ?
২। ট্রান্সপন্ডার কআকে বলে?
৩। মোবাইলে ব্যবহৃত SIM এর পূর্ণনাম লেখ।
৪।পূর্ণনাম লেখ WiMAX,WiFi,WWW.
৫। জিওস্টেশনারি অরবিট বোল্টে কি বুঝায়?
৬।স্যাটেলাইট কমিউনিকেশনের মূলনীতি কী?
৭। Blocked ফ্রিকুয়েন্সি কী?
সংক্ষিপ্তপ্রশ্নসমূহঃ
৮। মোবাইল নেটওয়ার্কের লেয়ারগুলোর নাম লিখ ও বর্ণনা কর।
৯। সেলুলার ফোন সিস্টেমের সেলের গঠন সম্পর্কে বর্ণনা দাও।
১০। স্যাটেলাইট কমিউনিকেশনের সুবি্ধা-অসুবিধা বর্ণনা কর।
১১। মোবাইল যোগাযোগে ব্যবহৃত প্রয়োজনীয় ডিভাইসসমূহের নাম লেখ।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১৩। চিত্রের সাহায্যে স্যাটেলাইট যোগাযোগের মূলনীতি বর্ণনা কর।
২। ব্লক ডায়াগ্রামসহ আর্থ স্টেশন স্যাটেলাইট এর বর্ণনা দাও।
৩। VSAT –এর কার্যপ্রণালি বর্ণনা কর।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি সিসি’র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url