অ্যাপ্লাইড মেকানিক্স (বিষয় কোডঃ ২৭০৪৪) এর সাজেশন


অর্ডিনারি কোচিং সেন্টার
অ্যাপ্লাইড মেকানিক্স (২২ প্রবিধান) এর সাজেশন
বিষয় কোড ঃ ২৭০৪৪
এই সাজেশনটি আপডেট করা হয়েছে। তারিখঃ ০১-১২-২০২৪ ইং
অনুশীলনী-১ঃমৌলিক বলবিদ্যা
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। ফলিত বিজ্ঞান বা ফলিত বলবিদ্যা বলতে কী বুঝায়?
২। মেকানিক্স বা বলবিদ্যা বলতে কী বুঝায়?
৩। স্থিতিবিদ্যা বলতে কী বুঝায়?
৪। ফলিত বলবিদ্যা কত প্রকার ও কী কী?
৫। একক কাকে বলে?
৬। মৌলিক একক কী?
৭। যৌগিক একক কী?
৮। এসআই একক কাকে বলে?
৯। অভিকর্ষীয় এককের সংজ্ঞা দাও।
১০। অনুমোদিত পীড়ন কী?
১১। কার্যকারী পীড়ন কী?
১২। ডিজাইন স্ট্রেস কী?
১৩। থার্মাল স্ট্রেস কী?
১৪। টরশবাল শিয়ার স্ট্রেস বলতে কী বুঝায়?
১৫। পীড়ন বলতে কী বুঝায়?
১৬। বিকৃতি কী?
১৭। পীড়ন কত প্রকার ও কী কী?
১৮। বিকৃতি কত প্রকার ও কী কী?
১৯। শিয়ার বিকৃতি বলতে কী বুঝায়?
২০। মডুলাস অব ইলাস্টিসিটি কাকে বলে?
২১। হুকের সূত্র কী?
২২। পয়সনের অনুপাত কী?
২৩। দৈর্ঘ্য বিকৃতি কাকে বলে?
২৪। যৌগিক দগু কাকে বলে?
২৫। স্থিতিস্থাপক সীমা কাকে বলে?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। ডাইরেক্ট শিয়ার স্ট্রেস ও টরশনাল শিয়ার স্ট্রেসের মধ্যে পার্থক্য কী?
২। প্রমাণ কর যে, পেজ ৫১
৩। হুকের সূত্রটি ব্যাখ্যা কর।
৪। পীড়ন ও বিকৃতি লেখচিত্র অঙ্কন কর।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১। যৌগের দন্ডের পীড়ন বিশ্লেষণ কীভাবে করা হয়? ব্যাখ্যা কর।
অনুশীলনী-২ঃ বলের সংযোজন ও বিভাজন
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। বল বলতে কী বুঝায়?
২। সমরৈখিক বল কাকে বলে?
৩। লদ্ধি বল কাকে বলে?
৪। বলের সংযোজন বলতে কী বুঝায়?
৫। বলের বিভাজন বলতে কী বুঝায়?
৬। বলের ত্রিভুজ সূত্রটি লেখ।
৭। স্পেস ডায়াগ্রাম কী?
৮। বলের সামান্তরিক সূত্রটি লেখ।
৯। লদ্ধি বল নির্ণয়ের পদ্ধতি কী কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। বলের চারটি প্রভাব লেখ।
২। বলের চারটি বৈশিষ্ট্য লেখ।
৩। বলের ত্রিভুজ সূত্রটি চিত্রটি বর্ণ্না কর।
৪। উপাংশ নির্ণয়ের সূত্র প্রতিপাদন কর।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১। বলের সামান্তরিক সূত্রটি প্রমাণ কর।
২। বল বিভাজন নীতি ব্যাখ্যা কর।
অনুশীলনী-৩ঃ বলের মোমেন্ট এবং কাপল
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। বলের মোমেন্ট বলতে কী বুঝায়?
২। পজেটিভ ও নেগেটিভ মোমেন্ট বলতে কী বুঝায়?
৩। বলের মোমেন্ট নীতি লেখ।
৪। মোমেন্টের সূত্র লেখ।
৫। ফাল্ক্রাম কী?
৬। লিভারের যান্ত্রিক সুবিধা কি?
৭। লিভারেজ কী?
৮। লিভারের যান্ত্রিক সুবিধা কিভাবে বৃদ্ধি করা যায়?
৯। যুগল কাকে বলে?
১০। ফ্রি-বডি ডায়াগ্রাম বলতে কী বুঝায়?
১১। বলের মোমেন্ট আর্ম বলতে কী বুঝায়?
১২। লিভারের ব্যবহার লেখ
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। ভেরিগনের সূত্রটি ব্যাখ্যা কর।
২। যুগলের ধর্মসমূহ লেখ।
৩। সদৃশ বলসমূহের (Like paralled) লদ্ধি নির্ণয় পদ্ধতি চিত্রসহ বর্ণ্না কর বা প্রতিপাদন কর।
৪। সরল লিভার ও যৌগিক লিভারের মাঝে পার্থক্য চিত্রসহ বর্ণ্না কর।
অনুশীলনী-৪ঃ বলের সাম্যাবস্থা
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। বলের সাম্যাবস্থা কাকে বলে?
২। ল্যামির সূত্রটি লেখ।
৩। সাম্যাতার শর্তগুলো কী কী?
৪। ত্রি-বল নীতি কি?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। চিত্রসহ সাম্যাবস্থার নীতিগুলো বর্ণ্না কর।
২। সাম্যাতার শর্তগুলো বর্ণ্না কর।
৩। বলের ল্যামির সূত্রটি প্রমাণ কর।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১। ল্যামির সূত্রটি প্রমাণ কর।
অনুশীলনী-৫ঃ ভরকেন্দ্র
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। ভরকেন্দ্র বলতে কী বুঝায়?
২। ক্ষেত্রকেন্দ্র কাকে বলে?
৩। কেন্দ্র ও ভরকেন্দ্রের মধ্যে পার্থক্য দেখাও।
৪। কী কী উপায়ে ভরকেন্দ্র নির্ণয় করা হয়?
৫। রেফারেন্স অক্ষ কাকে বলে?
৬। প্রতিসম অক্ষ কাকে বলে?
৭। একটি বস্তুর কয়টি ভরকেন্দ্র থাকে?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। একটি আয়তাকার ক্ষেত্রের ভরকেন্দ্র নির্ণয় কর।
অনুশীলনী-৬ঃ মোমেন্ট অব ইনার্শিয়া বা জড়তার ভ্রামক
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। জড়তার ভ্রামক কাকে বলে?
২। মোমেন্ট অব ইনার্শিয়া ব্যবহার হয় কোথায়?
৩। রেডিয়াস অব জাইরেশন কী?
৪। সেকশন মদুলাস কাকে বলে?
৫। পোলার মোমেন্ট অব ইনার্শিয়া কী?
৬। লম্ব অক্ষীয় উপপাদ্য কী?
৭। সমান্তরাল অক্ষীয় উপপাদ্য কাকে অলে?
৮। জড়তার ভ্রামক বলতে কী বুঝায়?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। লম্ব অক্ষের উপপাদ্যটি প্রমাণ কর।
২। সমান্তরাল অক্ষের উপপাদ্যটি প্রমাণ কর।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১। আয়তাকার ক্ষেত্রের কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে মোমেন্ট অব ইনার্শিয়া নির্ণয় কর।
২। প্রমাণ কর যে, b ভূমি এবং h উচ্চতায় ত্রিভুজের ভরকেন্দ্র মোমেন্ট অব ইনার্শিয়া = পেজ ২৭৫
অনুশীলনী-৭ঃঘর্ষণ
অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরঃ
১। ঘর্ষণ বলতে কী বুঝায়?
২। স্লাইডিং ফ্রিকশন কাকে বলে?
৩। লিমিটিং ফ্রিকশনের সংজ্ঞা দাও।
৪। ঘর্ষণ কোণ কী?
৫। ঘর্ষণ সহগ কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। স্থির ঘর্ষনের সূত্রাবলি লেখ।
২। বল ঘর্ষনের বৈশিষ্ট্য গুলো লেখ।
৩। প্রমাণ কর যে,পাজ = ৩২৮
৪। ঘর্ষণের সুবিধা অসুবিধ লেখ।
অনুশীলনী-৮ঃ বিমের উপর সাপোর্ট বলের প্রতিক্রিয়া
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। প্রতিক্রিয়া বলতে কী বুঝায়?
২। বিম বলতে কী বুঝায়?
৩। বিম কত প্রকার ও কী কী?
৪। বিমে কী কী ধরনের লোড কাজ করে?
৫। সাম্যাবস্থার সুত্রগুলো লেখ।
৬। স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বিম কী?
৭। ক্যান্টিলিভার বিম কাকে বলে?
৮। বিমের বিপজ্জনক সেকশন কাকে বলে?
৯। পজিটিভ এবং নেগেটিভ বেন্ডিং মোমেন্ট বলতে কী বুঝায়?
১০। ইনফ্লেকশন বিন্দু কী?
১১। শিয়ার র্ফোস কাকে বলে?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। বিমের প্রকারভেদ চিত্রসহ লেখ।
২। বিভিন্ন প্রকার লোডের ছবি এঁকে দেখাও।
অনুশীলনী-৯ঃ ট্রাসের উপর সাপোর্ট বলের প্রতিক্রিয়া
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। ফ্রেম কী?
২। পূর্ণাঙ্গ ট্রাস কী?
৩। টাই বলতে কী বুঝায়?
৪। ফ্রি-বডি ডায়াগ্রাম বলতে কী বুঝায়?
৫। ট্রাসে কী কী প্রকার পীড়ন (Stress) উৎপন্ন হয়?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। ট্রাস মেম্বারের বল নির্ণয়ে জয়েন্ট পদ্ধতির ধাপগুলো লেখ।
২। আদর্শ ট্রাসের গুণাবলি লেখ।
অনুশীলনী-১০ঃ গিয়ার ট্রেইন
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। গিয়ার কী?
২। সার্কুলার পিচ-এর ফর্মুলাটি লেখ।
৩। পিনিয়ন কাকে বলে?
৪। গিয়ার ট্রেইন কাকে বলে?
৫। কম্পাউন্ড গিয়ার ট্রেইন বলতে কী বুঝায়?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। বিভিন্ন প্রকার গিয়ারের নাম লেখ।
২। গিয়ার ট্রেইন কত প্রকার ও কী কী? চিত্রসহ লেখ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি সিসি’র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url