এসি মেশিনস -১(বিষয় কোড: ২৬৭৬১) এর সাজেশন

অর্ডিনারি কোচিং সেন্টার
এসি মেশিনস -১(২২ প্রবিধান) এর সাজেশন
বিষয় কোড: ২৬৭৬১
এই সাজেশনটি আপডেট করা হয়েছে। তারিখ:
অধ্যায়-১ ট্রান্সফরমারের গঠন ও কার্যপ্রণালি
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। বুখলজ রিলের কাজ কী?
২। সিলিকা জেলের কাজ কী?
৩। ব্রিদিং কী?
৪। মিউচুয়াল ফ্লাক্স বলতে কী বুঝায়?
৫। ট্রান্সফরমারের দক্ষাতা অন্যান্য বৈদ্যুতিক মেশিনের তুলনায় বেশি হয় কেন?
৬। ইনস্ট্রউমেন্ট ট্রান্সগরমার বলতে কী বুঝায়?
৭। বুখলজ রিলে কোথায় সংযোজন করা থাকে?
৮। ট্রান্সফরমারে তেলের কাজ কী?
৯। স্লাজিং কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১০। কোর টাইপ ও শেল টাইপ ট্রান্সফরমারের তুলনা কর।
১১। ট্রান্সফরমার অ্যাকশন কী?
১২। ট্রান্সফরমারের উভয় কয়েলের ফ্রিকুয়েন্সি একই থাকে কেন?
১৩। ট্রান্সফরমারকে আদর্শ যন্ত্র বলা হয় কেন?
১৪। ট্রান্সফরমারের কনজারভেটরের কাজ কী?
১৫। ট্রান্সফরমার তেলের প্রধান প্রধান গুনাবলি লেখ।
অধ্যায়-২ ট্রান্সফরমারের ইএমএফ সমীকরণ ,ট্রান্সফরমেশন রেশিও এবং অপচয়সমূহ
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। এডি কারেন্ট লস কীভাবে কমানো যায়?
২। ট্রান্সফরমেশন রেশিও কী?
৩। ট্রান্সফরমারে কোর লস কীসের উপর নির্ভর করে?
৪। একটি 2400 V/ 200 V ট্রান্সফরমারের রেশিও নির্ণয় কর।
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৫। ট্রান্সফরমারের লসগুলো উল্লেখ কর।
৬।ট্রান্সফরমারের কোর লস কীভাবে কমানো যায়?
৭। ট্রান্সফরমারে কোর লস স্থির থাকে কেন?
রচনামূলক প্রশ্নসমূহঃ
৮। ট্রান্সফরমারের ইএমএফ সমীকরণটি প্রতিষ্ঠা কর।
৯। ট্রান্সফরমারের লসসমূহের বর্ণনা দাও।
১০। লোড হ্রাস-বৃদ্ধির সঙ্গে ট্রান্সফরমারের কপার লসের হ্রাস-বৃদ্ধির কারণ কী?
গানিতিক প্রশ্নসমূহঃ
১১।একটি সিঙ্গেল ফেজ 50 Hz 2200/200 Volt স্টেপ ডাউন ট্রান্সফরমারের কোরের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 36 বর্গসেন্টিমিটার ও সর্বোচ্চ ফ্লাক্স ডেনসিটির পরিমাণ 6 ওয়েবার /বর্গমিটার।তাহলে প্রাইমারি ও সেকেন্ডারি টার্ন সংখ্যা বের কর।
১২।একটি 60 c/s বিশিষ্ট ট্রান্সফরমারের প্রাইমারিতে 1320 টার্ন ও সেকেন্ডারিতে 46 টার্ন আছে।কোর সর্বোচ্চ ফ্লাক্স 3.76×106ম্যাক্সওয়েল হলে প্রাইমারি ও সেকেন্ডারিতে আবেশিত ভোল্টেজের পরিমাণ বের কর।
অধ্যায়-৩ ট্রান্সফরমারের কার্যনীতি
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। ট্রান্সফরমারের নো-লোড কারেন্ট অতি সামান্য হয় কেন?
২। ট্রান্সফরমারে নো-লোড কারেন্ট কাকে বলে?
৩। লোড কম্পোনেট কারেন্ট কী?
৪।ট্রান্সফরমারের লিডিং পাওয়ার ফ্যাক্টরের নো-লোড ভোল্টেজ নির্ণয় কর।
৫।ট্রান্সফরমারে নো-লোড কারেন্টের কম্পোনেন্টগুলো কী কী?
৬।ট্রান্সফরমারের নো-লোড অপারেশন কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৭। ক্যাপাসিটিভ লোডেড অবস্থায় ট্রান্সফরমারের ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন কর।
৮। ট্রান্সফরমারের সেকেন্ডারিতে লোড বৃদ্ধি করলে প্রাইমারিতে কারেন্ট বৃদ্ধি পায় কেন?
৯। লোড অবস্থায় ট্রান্সফরমারের ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন কর।
১০। ট্রান্সফরমারের লোড বৃদ্ধির সাথে সাথে সেকেন্ডারি টার্মিনাল ভোল্টেজ কমতে থাকে কেন?
১১। ট্রান্সফরমারে নো-লোড কারেন্ট বলতে কী বুঝায়?
১২। নো-লোড অবস্থায় প্রাইমারি কারেন্ট কম হয় কেন?
১৩। মিউচুয়াল ফ্লাক্স কী?
রচনামূলক প্রশ্নসমূহঃ
১৪।দেখাও যে,ট্রান্সফরমারের ও লোডের বিভিন্ন অবস্থায় মিউচুয়াল ফ্লাক্স Φmএকই থাকে ।তা চিত্রের মাধ্যমে বর্ণনা কর।
১৫। ট্রান্সফরমারের নো-লোড অবস্থায় ভেক্টর চিত্র অঙ্কন করে বর্ণনা কর।
১৬। একটি ট্রান্সফরমারের লোডেড অবস্থার বর্ণনা দাও।
১৭।ট্রান্সফরমারে সিকেন্ডারিতে লোড ক্রমান্বয়ে বর্ধিত করলে কীভাবে আনুপাতিক হারে প্রাইমারিতে কারেন্ট বৃদ্ধি পায় ,তা চিত্রসহ কারে বুঝিয়ে লেখ।
গানিতিক প্রশ্নসমূহঃ
১৫।একটি সিঙ্গেল ফেজ 440/110 V ট্রান্সফরমার 0.2 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে নো-লোড কারেন্ট 5 অ্যাম্পিয়ার নেয় ।যদি 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে সেকেন্ডারিতে 120 অ্যাম্পিয়ার কারেন্ট বহন করে ,তখন প্রাইমারিতে কত অ্যাম্পিয়ার কারেন্ট বহন করবে?
অধ্যায়-৪ ট্রান্সফরমারের সমতুল্য সার্কিট
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। লিকেজ ফ্লাক্স কমানোর উপায় কী?
২। সেকেন্ডারির দিকে ট্রান্সফরমারের সমতুল্য রেজিস্ট্যান্স কত?
৩। ট্রান্সফরমারে ম্যাগ্নেটিক লিকেজ কী?
৪। শতকরা ইম্পিড্যান্স কী?
৫। শতকরা রিয়্যাক্ট্যান্স কী?
৬। সেকেন্ডারির দিকে চিত্রসহ সমতুল্য রেজিস্ট্যান্স নির্ণয় কর।
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৭। ট্রান্সফরমারের সমতুল্য বর্ত্নী অঙ্কন কর।
৮।প্রাইমারির দিকে ট্রান্সফরমারের সমতুল্য রেজিস্ট্যান্স দেখাও।
৯। সেকেন্ডারি সাপেক্ষে ট্রান্সফরমারের সমতুল্য রেজিস্ট্যান্স নির্ণয় কর।
১০। ট্রান্সফরমারের লিকেজ ফ্লাক্স কী?
১১। ট্রান্সফরমারের সমতুল্য বর্তনী আঁক।
১২।ট্রান্সফরমারের লিকেজ ফ্লাক্স কীভাবে কমানো যায়?
গানিতিক প্রশ্নসমূহঃ
১৩। একটি 440V / 250 V ট্রান্সফরমারের প্রাইমারি সাপেক্ষে সমতুল্য রোধ ও রিয়্যাকট্যান্স যথাক্রমে 0.6 ꭥ ও 0.8 ꭥহলে সেকেন্ডারির সাপেক্ষে সমতুল্য ইম্পিড্যান্স নির্ণয় কর।
১৪। একটি 100 kVA, 2400/240 Volts ,60Hz (1-φ) ফেজ ট্রান্সফরমারের Rp= 0.42ꭥ,XP=0.72ꭥ,RS=0.0038ꭥ এবংXS=0.0068ꭥ ।প্রাইমারি ও সেকেন্ডারি টার্মে নির্ণয় কর।
অধ্যায়-৫ ট্রান্সফরমারের ওপেন সার্কিট টেস্ট,শর্ট সার্কিট টেস্ট এবং ভোল্টেজ রেগুলেশন
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। ট্রান্সফরমারের শর্ট সার্কিট টেস্টের সময় কোন সাইড শর্ট করা হয়।
২। ট্রান্সফরমারের কোন ধরনের লোডে ভোল্টেজ রেগুলেশনের মান নেগেটিভ হয়?
৩। শর্ট সার্কিট টেস্টের সময় কোর লস প্রায় শূন্য হয় কারণ কী?
৪। ওপেন সার্কিট টেস্ট করার সময় হাই সাইড খোলা রাখা হয় কেন?
৫। ট্রান্সফরমার টেস্ট কেন করা হয়?
৬। ভোল্টেজ রেগুলেশনের মান জানা প্রয়োজন হয় কেন?
৭।ট্রান্সফরমারে লোড বাড়লে টার্মিনাল ভোল্টেজ কমে কেন?
৮। ট্রান্সফরমারে শর্ট সার্কিট টেস্টের সময় লো-সাইড শর্ট করা হয় কেন?
৯। ট্রান্সফরমারের শর্ট সার্কিট টেস্ট হতে কী কী তথ্য পাওয়া যায়?
১০। ওপেন সার্কিট টেস্ট করার উদ্দেশ্য কী?
১১। ট্রান্সফরমারে ওপেন সার্কিট টেস্টের সময় হাই সাইড খোলা রাখা হয় কেন?
১২। চিত্রের সাহায্যে ট্রান্সফরমার এর ক্যাপাসিটিভ লোডের নো-লোড ভোল্টেজের সমীকরণ নির্ণয় কর।
১৩। ট্রান্সফরমারের ভোল্টেজ রেগুলেশন বলতে কী বুঝায়?
১৪। ট্রান্সফরমারে শর্ট সার্কিট টেস্ট কেন করা হয়?
রচনামূলক প্রশ্নসমূহঃ 
১৫। ভেক্টর চিত্রের মাধ্যমে ট্রান্সফরমারের রেজিস্টিভ লোডের রেগুলেশন নির্ণয় পদ্ধতি বর্ণনা কর।
১৬। ট্রান্সফরমারে ওপেন সার্কিট টেস্টের বর্ণনা কর।
১৭। সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের শর্ট সার্কিট টেস্ট পদ্ধতি বর্ণনা কর।
গানিতিক প্রশ্নসমূহঃ
১৮। একটি10 কেভিএ 2300/230 ভোল্ট ট্রান্সফরমারের শর্ট সার্কিট টেস্টের ডাটা নিচে দেয়া হলো ( লো-ভোল্টেজ সাইড শর্ট করা হলো ) : ESC=137 ভোল্ট PSC=192 ওয়াট ISC=4.34 অ্যাম্পিয়ার।নির্ণয় কর
ক) 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে ভোল্টেজ রেগুলেশন ,
খ)90% ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে দক্ষাতা ,যখন কোর লস 60 ওয়াট ।
১৯। একটি 100kVA,2400/230 V ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারের শর্ট সার্কিট টেস্টের ফলাফল নিম্নরূপ- ESC= 72V ;ISC= 20.83 A;PSC=1180 W নির্ণয় করঃ
ক) সমতুল্য ইম্পিড্যান্স; খ) 0.82 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের দক্ষতা।
২০। একটি সিঙ্গেল ফেজ , 10 kVA, 500/250 V, 50Hz ট্রান্সফরমারের X1=0.2ꭥ,X2=0.5ꭥ, R1=0.4ꭥ, R2=0.1ꭥ, R0=1500 ꭥ এবং X0=750ꭥশর্ট সার্কিট টেস্ট সম্পাদনকালে উক্ত ট্রান্সফরমারের সাথে সংযুক্ত মিটারগুলোর পাঠ কত হবে?
অধ্যায়-৬ ট্রান্সফরমারের দক্ষতা ও শীতলীকরণ পদ্ধতি
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। ট্রান্সফরমারের সারাদিনের দক্ষতা বলতে কী বুঝায়?
২। ট্রান্সফরমারের কুলিং পদ্ধতিগুলোর নাম লেখ।
৩। সর্বোচ্চ দক্ষতায় একটি ট্রান্সফরমারের কোর লস ।ট্রান্সফরমারটির মোট লোস কত?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৪। ট্রান্সফরমারে শীতলীকরণ বা কুলিং এর প্রয়োজনীয়তা কী?
৫। সর্বোচ্চ দক্ষতার kVA লোডের সমীকরণটি নির্ণয় কর।
৬। ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারের প্রাইমারিতে ট্যাপিং করা হয় কেন?
৭। ট্রান্সফরমারের সর্বোচ্চ দক্ষতার শর্ত নির্ণয় কর।
৮। সর্বোচ্চ কর্মদক্ষতায় ট্রান্সফরমারের আউটপুট kVA এর সমীকরণটি লেখ।
৯। পাওয়ার ট্রান্সফরমার ও ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারের মাঝে তুলনা কর।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১০। দেখাও যে ,সর্বোচ্চ দক্ষতায় ট্রান্সফরমারের কোর লস কপার লসের সমান হবে।
গানিতিক প্রশ্নসমূহঃ
১১।একটি 25kVA ,2300/230 V , 1-φ ট্রান্সফরমারের আয়রন লস 360 W এবং ফুল লোড কপার লস 400 Wএক-তৃতীয়াংশ লোডে 0.8 p.fএ দক্ষতা এবং সর্বোচ্চ দক্ষতার জন্য kVA কত হবে ?
১২।10 kVA, 2400/240 V ট্রান্সফরমারের 24 ঘন্টার লোড হিসেব নিচে দেয়া হলো।এর কোর লস 40W ও কপার লস 80W ।ট্রান্সফরমারের সারা দিনের দক্ষতা নির্ণয় কর
ক)1.5 গুন লোডে 0.8 পাওয়ার ফ্যাক্টরে 6 ঘন্টার জন্য;
খ) 1/2 গুন লোডে 0.95পাওয়ার ফ্যাক্টরে ঘন্টার জন্য;
গ) রেটেড লোডের একক পাওয়ার ফ্যাক্টরে 6 ঘন্টার জন্য;
ঘ) নো-লোডে 5 ঘণ্টার জন্য।
১৩।একটি 20kVA ট্রান্সফরমারের 0.96 পাওয়ার ফ্যাক্টরে সর্বোচ্চ দক্ষতা 94%।একদিনের লোড নিম্নরূপ-
ক)2.5 kVA, 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে 10 ঘণ্টা;
খ) 12 kW ,0.85 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে 6 ঘণ্টা;
গ) অর্ধ-লোডে 0.95 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে 4 ঘণ্টা;
ঘ) 1.5 গুন লোডে ইউনিট পাওয়ার ফ্যাক্টরে 4 ঘন্টা।
ট্রান্সফরমারের সারাদিনের দক্ষতা নির্ণয় কর।
অধ্যায়-৭ থ্রি-ফেজ ট্রান্সফরমার -এর গঠন ও অপারেশন
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। টি টি সংযোগের পদ্ধতির প্রযোগক্ষেত্রে উল্লেখ কর।
২। ব্রিদারের কাজ কী?
৩। ব্রিদার কী?
৪। ট্রান্সফরমারের ব্যাংকিং কী?
৫। টি টি সংযোগ কখন ব্যবহৃত হয়?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৬। ফ্লোটিং নিউট্রান বলতে কী বুঝায়?
৭। ওপেন ডেল্টা পদ্ধতির অসুবিধা কী কী?
৮। ওপেণ ডেল্টা পদ্ধতির প্রয়োগক্ষেত্র উল্লেখ কর।
৯। ট্রান্সফরমার ব্যাংকিং-এর শর্তগুলো উল্লেখ কর।
১০। ট্রান্সফরমারের বুশিং কী?
১১। ট্রান্সফরমারের প্রধান প্রধান অংশগুলোর তালিকা লেখ।
১২। ট্রান্সফরমারের কনজারভেটরের কাজ কী?
১৩। ব্রিদার কেন ব্যবহার করা হয়?
রচনামূলক প্রশ্নসমূহঃ
১৪।দেখাও যে, ভি-ভি সিস্টেমের ডেল্টা-ডেল্টা সিস্টেমের 66.67% পাওয়ারের পরিবর্তে কেবলমাত্র 57.7% পাওয়ার পাওয়া যায়।
১৫। দেখাও যে ,টি-টি সংযোগে ট্রেজার ট্রান্সফরমার ওয়য়াইন্ডিং এর 86% টেপিং কাজে লাগানো হয়।
১৬।ট্রান্সফরমারের নেমপ্লেটের আইটেমসমূহ অর্থসহ লেখ।
অধ্যায়-৮ অটো ট্রান্সফরমার
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। অটো ট্রান্সফরমার কী?
২। অটো ট্রান্সফরমারের কন্ডাকটেড পাওয়ার কাকে বলে?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৩। অটো ট্রান্সফরমারের ব্যবহার লেখ।
রচনামূলক প্রশ্নসমূহঃ
৪। অটো ট্রান্সফরমারে পাওয়ার কী ভাবে স্থানান্তরিত হয় তা চিত্রসহ ব্যাখ্যা কর।
অধ্যায়-৯ ট্রান্সফরমারের পোলারিটি টেস্ট এবং প্যারালাল অপারেশন
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। ট্রান্সফরমারে প্যারালাল অপারেশন কেন করা হয়?
২। সার্কুলেটিং কারেন্ট কী?
৩।পোলারিটি কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৪। সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের ক্ষেত্রে প্যারালাল অপারেশনের শর্তসমূহ লেখ।
৫। ট্রান্সফরমারের পোলারিটি টেস্টের উদ্দেশ্য কী?
৬। ট্রান্সফরমারের রেটিং কেভিএ-তে লেখা থাকে কেন?
৭। ট্রান্সফরমারের পোলারিটি টেস্টের বর্ণনা দাও।
গানিতিক প্রশ্নসমূহঃ
৮। A ও B দুটি এক ফেজ ট্রান্সফরমার প্যারালালে পরিচালিত হয়ে 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে 1000 kVA সরবরাহ দিচ্ছে ।ট্রান্সফরমারের তথ্যাবলি নিম্নরূপ হলে প্রতি ট্রান্সফরমারের লোড নির্ণয় কর।
ট্রান্সফরমার রেটিং % রেজিস্ট্যান্স % রিয়াকট্যান্স
A 750 kVA 3ꭥ 5ꭥ
B 500kVA 2ꭥ 4ꭥ
৯।10 kVA ,7.5kVA ,4600/230V দুটি এক ফেজ ট্রান্সফরমারের সেকেন্ডারিতে রেফার্ড ইম্পিড্যান্স যথাক্রমে 0.16 ꭥ ও 0.22ꭥ ।এরা প্যারালালে পরিচালিত হয়ে 20kVA লোডে সরবরাহ দিচ্ছে।নির্ণয় কর ;
ক) প্রতি ট্রান্সফরমারের সরবরাহকৃত কারেন্ট
খ) প্রতি ট্রান্সফরমারের সরবরাহকৃত লোড।
১০। দুটি 2200/110 V ট্রান্সফরমার প্যারালালে পরিচালিত হয়ে 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে125kVA লোড বণ্টন করে।ট্রান্সফরমারগুলোর রেটিংA: 100kVA,0.9% রেজিস্ট্যান্স এবং 10%রিয়াকট্যান্স, B: 50kVA,1%রেজিস্ট্যান্স এবং 5% রিয়াকট্যান্স হলে উভয় ট্রান্সফরমার কত লোড বহন করবে ?
অধ্যায়-১০ তিন ফেজ ইন্ডাকশন মোটরের গঠন
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। তিন ফেজ ইন্ডাকশন মোটর গঠনের দিক দিয়ে কত প্রকার ও কী কী?
২। সিনক্রোনাস গতিবেগের মান কী কী বিষয়ের উপর নির্ভরশীল?
৩। সিনক্রোনাস স্পিড কী?
৪। স্লিপ স্পিড কী?
৫। ইন্ডাশন মোটরকে রোটেটিং ট্রান্সফরমার বলা হয় কেন?
৬। স্কুইরেল কেজ রোটরের স্টাটিং টর্ক কম হয় কেন?
৭। ডাবল স্কুইরেল কেজ মোটরের ৪টি ব্যবহার লেখ।
৮। ডাবল স্কুইরেল কেজ রোটরের কী কী ধরনের ওয়াইন্ডিং থাকে?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৯। স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটরের সুবিধা সমূহ কী কী?
১০। স্কুইরেল কেজ রোটর বার স্কিউ করার উদ্দেশ্য কী?
১১। স্লিপ কী?
১২। ইন্ডাকশন মোটরের রোটর ফ্রিকুয়েন্সি এবং সাপ্লায় ফ্রিকুয়েন্সির মধ্যে সম্পর্ক কী?
১৩। স্কুইরেল কেজ রোটর ও ফেজ উল্ড রোটরের মাঝে পার্থক্য লেখ।
১৪। ইন্ডাকশন মোটরের গতিবেগ সিনক্রোনাস গতিবেগের অপেক্ষা কম হয় কেন?
১৫। ইন্ডাকশন মোটরের রোটরের বার স্কিউ করা থাকে কেন?
১৬। ইন্ডাকশন মোটরের রোটরের স্কিউয়িং কী?
১৭। প্রমান কর যে,fr= s × f
১৮। ডাবল স্কুইরেজ কেজ মোটরের সুবিধাগুলো লেখ।
১৯। দেখাও যে, স্লিপ এর মান,S = 0,1 হতে পারে না।
অধ্যায়-১১ তিন -ফেজ ইন্ডাকশন মোটরের স্লিপ এবং টর্ক
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। সিনক্রোনাস স্পিড কী কী বিষয়ের উপর নির্ভরশীল?
২। সিনক্রোনাস স্পিড কী ?
৩। স্লিপ স্পিড কী?
৪। স্কুইরেল কেজ রোটরের স্টাটিং টর্ক কম হয় কেন?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৫। প্রমাণ কর যে,Nr=120 f/p ( 1- s)
৬। স্লিপ কী?
৭। ইন্ডাকশন মোটরের রোটরের গতিবেগ সিনক্রোনাস গতিবেগের অপেক্ষা কম হয় কেন?
৮। প্রমাণ কর যে,fr= s×f
রচনামূলক প্রশ্নসমূহঃ
৯। ইন্ডাকশন মোটরের টর্ক স্পিড কার্ভ এঁকে এর সংক্ষিপ্ত বর্ণনা দাও
গানিতিক প্রশ্নসমূহঃ
১০।3 ফেজ 4 পোল 50 সাইকেল/সেকেন্ড ইন্ডাকশন মোটর বের কর।
ক) Ns ( সিনক্রোনাস স্পিড)
খ) Nrযখন স্লিপ (0.04)
গ) frযখন স্লিপ (0.03)
ঘ) frযখন রোটর দাঁড়ানো থাকে
১১। একটি 3-φ,4 pole ,50c/s ইন্ডাকশন মোটর 1450 rpm- এ ঘুরছে।মোটরের স্লিপ কত?
১২। একটি ইন্ডাকশন মোটরের নেমপ্লেটে স্পিড 725 rpm ও 25 সাইকেল লেখা আছে।এর নো-লোডে স্পিড 745 rpm হলে ,বের কর-ক) স্লিপ খ) শতকরা রেগুলেশন.
১৩। একটি তিন-ফেজ ,4 পোল,50 c/s ইন্ডাকশন মোটর হতে নির্ণয় করঃ
ক) সিনক্রোনাস স্পিড ( Ns )
খ) রোটর স্পিড(NR); যখন স্লিপ
অধ্যায়-১২ তিন -ফেজ ইন্ডাকশন মোটরের কার্যনীতি
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। সর্বোচ্চ টর্ক কাকে বলে ?
২।টর্ক কাকে বলে ?
৩। ঘুরন্ত চুম্বক ক্ষেত্র কী?
৪। ইন্ডাকশন মোটরের সর্বোচ্চ টর্কের শর্ত লেখ।
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৫।সর্বোচ্চ টর্কেড় সমীকরণ নির্ণয় কর।
রচনামূলক প্রশ্নসমূহঃ
৬। তিন ফেজ ইন্ডাকশন মোটরের লব্ধি ফ্লাক্স এর মান বের কর।
৭। ইন্ডাকশন মোটরে সর্বোচ্চ টর্কের শর্তের সমীকরণ বের কর।
অধ্যায়- ১৩ ইন্ডাকশন মোটরের পাওয়ার স্টেজসমূহ
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। সিনক্রোনাস ওয়াট কী?
২। ইন্ডাকশন মোটরের ব্লকড রোটর টেস্ট কেন করা হয়?
৩।ইন্ডাকশন মোটরের লসগুলো কী কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৪। ইন্ডাকশন মোটরের লসগুলোর নাম লেখ।
৫।ইন্ডাকশন মোটরের পাওয়ার স্তরগুলো ছক আকারে লেখ।
৬।ইন্ডাকশন মোটরের পাওয়ার স্টেজগুলো লেখ।
রচনামূলক প্রশ্নসমূহঃ
৭। একটি ইন্ডাকশন মোটরের সমতুল্য বর্তনী অঙ্কন কর।
৮। ইন্ডাকশন মোটরের সর্বোচ্চ আউটপুট পাওয়ার শর্তটি নির্ণয় কর।
অধ্যায়-১৪ তিন -ফেজ ইন্ডাকশন মোটর চালুকরণ
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১।ইন্ডাকশন মোটরে স্টার্টারের প্রয়োজনীয়তা বর্ণনা কর।
রচনামূলক প্রশ্নসমূহঃ
২। চিত্র সহ ডাইরেক্ট অন লাইন স্টার্টার দ্বারা মোটর চালু করার পদ্ধতি বর্ণনা কর।
৩। ইন্ডাকশন মোটর স্টার্টের জন্য স্টার-ডেল্টা পদ্ধতি বর্ণনা কর।
অধ্যায়-১৫ তিন -ফেজ ইন্ডাকশন মোটরের গতি নিয়ন্ত্রণ
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। ক্র্যামার পদ্ধতিতে স্পিড কন্ট্রোলের বিশেষ সুবিধা কী?
২। ইন্ডাকশন মোটরের ক্রলিং ( Crawling) কী ?
৩। ক্যাসকেড পদ্ধতিতে মোটর দুটি কী ধরনের হয়?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৪। ইন্ডাকশন মোটরের গতি নিয়ন্ত্রণের পদ্ধতিগুলো কী কী?
৫। ইন্ডাকশন মোটরের ক্রলিং ( Crawling) কেন হয়?
রচনামূলক প্রশ্নসমূহঃ
৬। ইন্ডাকশন মোটরের গতিবেগ নিয়ন্ত্রণে ক্যাসকেড পদ্ধতি চিত্রসহ বর্ণনা কর।

৭। চিত্রসহ ক্র্যামার পদ্ধতিতে মোটরের গতিবেগ নিয়ন্ত্রণ বর্ণনা কর। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি সিসি’র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url