সেন্সর অ্যান্ড আইওটি সিস্টেম (বিষয় কোড: ২৮৫৬৩) এর সাজেশন

 

অর্ডিনারি কোচিং সেন্টার
সেন্সর অ্যান্ড আইওটি সিস্টেম (২২ প্রবিধান) এর সাজেশন
বিষয় কোড: ২৮৫৬৩
 এই সাজেশনটি প্রকাশের তারিখ: ০৬-১১-২০২৪ ইং

অধ্যায়-১ আইওটি ও আইওটি আর্কিটেকচারের ধারণা
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। আইওটির আর্কিটেকচার লেয়ার কয়টি ও কী কী ?
২। সেন্সর কী?
৩। ক্লাউড কম্পিউটিং কাকে বলে?
৪। হাইব্রিড ক্লাউড কী?
৫।ক্লাউড কম্পিউটিং -এর মূল উপাদানসমূহ লেখ।
৬। CoAP ক্লায়েন্ট কাকে বলে?
৭। CoAP সার্ভার কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৮।পারসেপশন লেয়ারের বর্ণনা দাও।
৯।ডাটা লেয়ারের বর্ণনা দাও।
১০।Edge কম্পিউটিং এবংCloud কম্পিউটিং -এর মধ্যে পার্থক্য লেখ।
১১। Edge কম্পিউটিং বিভিন্ন ব্যবহারগুলো বর্ণনা কর।
১২। বিভিন্ন ধরনের কম্পিউটিং মডেল বর্ণনা কর।
১৩। MQTT ও CoAP -এর মধ্যে পার্থক্য লেখ।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১৪। আইওটি বলতে কী বুঝায়? আইওটির কার্যপদ্ধতি বর্ণনা কর।
১৫। আইওটির বিভিন্ন আর্কিটেকচার লেয়ারের বর্ণনা দাও।
অধ্যায়-২ আইওটি ডিভাইস এবং সেন্সরসমূহ
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১।পরিধানযোগ্য ডিভাইস কাকে বলে?
২। ফিটনেস ট্র্যাকার বলতে ক্লী বুঝায়?
৩।পাঁচটি আইওটি সেন্সরের নাম লেখ।
৪।কয়েকটি রাসায়নিক্সেন্সরের নাম লেখ।
৫।কয়েকটি ওয়াটার কোয়ালিটি সেন্সরের নাম লেখ।
৬।কমপ্লিমেন্টোরি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর বলতে কী বুঝায়?
৭।অপ্টিক্যাল সেন্সর বলতে কী বুঝায়?
৮। ম্যাগনেটিক সেন্সর-এর ব্যবহার লেখ।
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৯।পরিধানযোগ্য ডিভাইসসমূহের বর্ণনা দাও।
১০।বিভিন্ন ওয়াটার কোয়ালিটি সেন্সরের বর্ণনা দাও।
১১। অপ্টিক্যাল সেন্সরের বর্ণনা দাও।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১২।বিভিন্ন ধরনের সেন্সরের সংক্ষিপ্ত বর্ণনা দাও।
১৩।বিভিন্ন ধরনের সেন্সরের ব্যবহারিক প্রয়োগক্ষেত্র সম্পর্কে আলোচনা কর।
অধ্যায়-৩ রাম্পবেরি পাই ও আরডুইনো
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। মাইক্রোকন্ট্রোলার কী?
২।আরডুইনো কী?
৩।সিরিয়াল কমিউনিকেশন বলতে কী বুঝায়?
৪। I2C কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৫।আরডুইনো কত প্রকার ও কী কী ? আলোচনা কর।
৬। রাম্পবেরি পাই-এর বৈশিষ্ট্যসমূহ বর্ণনা কর।
৭। UART এর বর্ণনা দাও।
৮।সিরিয়াল কমিউনিকেশনে আরডুইনো প্রয়োজনীয়তা বর্ণনা কর।
রচনামূলক প্রশ্নসমূহঃ
৯।আরডুইনো -এর আর্কিটেকচার বর্ণনা কর।
১০। আরডুইনো-প্রোগ্রামিং ভাষা সম্পর্কে আলোচনা কর।
১১।রাম্পবেরি পাই এবং আরডুইনোর সাথে I / Oইন্টারফেসিং বর্ণনা কর?
অধ্যায়-৪ ম্যানুফ্যাকচারিং-এ আইআইওটি
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। HoT- এর সংজ্ঞা দাও।
২। স্মার্ট ফ্যাক্টরি বলতে কি বুঝায়?
৩।স্মার্ট ম্যানুফ্যাকচারিং কী?
৪।শিল্প ক্ষেত্রে IoT প্রযুক্তির সুবিধাগুলো কী কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৫। স্মার্ট ফ্যাক্টরির সুবিধাগুলো লেখ।
৬। স্মার্ট ফ্যাক্টরি কৌশল বাস্তবায়নের চ্যালেঞ্জসমূহ কী কী?
৭। ইন্ডাস্ট্রি ৪.০ বা চতুর্থ শিল্পবিপ্লব এর টেকনোলজির উপাদাণগুলো লেখ ।
৮। ভোক্তা আইওটি এবং ইন্ডাস্ট্রিয়াল আইওটির মধ্যে পার্থক্য লেখ।
রচনামূলক প্রশ্নসমূহঃ
৯।আইআইওটি -এর প্রয়োগ ক্ষেত্র বর্ণনা কর।
১০। lot এবংllot এর রেগুলারেটরি ল্যান্ডস্কেপ বর্ণনা কর.
অধ্যায়-৫ কৃ্ষিক্ষেত্রে আইওটি
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। কৃ্ষিক্ষেত্রে আইওটিতে ব্যবহৃত যন্ত্রপাতির নাম লেখ।
২। যথার্থ চাষের মূলনীতিগুলো লেখ।
৩।স্মার্ট কৃষি বলতে কী বুঝায়?
৪। GIS ওGPS এর পূর্ণরূপ লেখ।
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৫। যথার্থ চাষের সুবিধাগুলো লেখ।
৬। যথার্থ চাষের অসুবিধাগুলো লেখ।
৭। কৃষিতে ইন্টারনেট অফ থিংসের সুযোগ-সুবিধাগুলো লেখ।
৮।ফসল ব্যবস্থাপনায় IoT-এর ব্যবহারগুলো লেখ।
রচনামূলক প্রশ্নসমূহঃ
৯।যথার্থ চাষ এবং স্মার্ট এগ্রিকালচারের বর্ণনা দাও।
১০। কৃষি শিল্পে আইওটি বাস্তবায়নের চ্যালেঞ্জ এবং সুযোগ -সুবিধাগুলো বর্ণনা কর।
অধ্যায়-৬ আইওটি -এর বিভিন্ন কানেন্টিভিটি
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। স্বল্প পরিসরের কমিউনিকেশন টেকনোজিসমূহের নাম লেখ।
২। দীর্ঘ পরিসরের কমিউনিকেশন টেকনোজিসমূহের নাম লেখ।
৩। সেলুলার বলতে কী বুঝায়?
৪।জিগবী কী?
৫। LoRaWAN কী?
৬। LPWAN এর প্রকারভেদ্গুলো লেখ।
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৭। 5G এর সুবিধা ও অসুবিধাগুলো আলোচনা কর।
৮। ZigBee সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দাও।
৯। 6LoWPANএর সংক্ষিপ্ত বর্ণনা দাও।
১০। ওয়্যার এবং ওয়্যারলেস নেটওয়ার্কের মধ্যে পার্থক্য লেখ।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১১। আইওটির বিভিন্ন কমিউনিকেশন টেকনোলজিসমূহের বর্ণনা দাও।
১২। আইওটির সংযোগের ক্ষেত্রে স্কেলেবিলিটি এবং রিলায়েবিটির বর্ণনা দাও।
অধ্যায়-৭ আইওতি নিরাপত্তা
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১।আইওটি সিস্টেমে হুমকি কাকে বলে?
২। IoT নিরাপত্তা কী?
৩।ডেনিয়েল অব সার্ভিস কাকে বলে?
৪।ডাটা এনক্রিপশন বলতে কী বুঝায়?
৫। ডাটা এনক্রিপশন সুবিধাগুলো কী কী?
৬। এসিমেট্রিক এনক্রিপশন কাকে বলে?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১।IoT নিরাপত্তা বলতে কী বুঝায়?
২। IoT নিরাপত্তা ঝুকির বিভিন্ন ক্ষেত্রগুলো বর্ণনা কর।
৩।ডাটা এনক্রিপশনের সুবিধাগুলো বর্ণনা কর।
৪। ডাটা এনক্রিপশনের অসুবিধাগুলো আলোচনা কর।
৫। আইওটিতে নিরাপত্তার সর্বোত্তম সাতটি অনুশীলন লেখ।
রচনামূলক প্রশ্নসমূহঃ
৬।আইওটি সিস্টেমে হুমকি সম্পর্কে বর্ণনা দাও।
৭। আইওটি বিভিন্ন ধরনের অথেনটিকেশন পদ্ধতি বর্ণনা কর।
৮।ডাটা গোপনীয়তা এবং নিয়ন্ত্রণের কারণসমূহ বর্ণনা কর।
অধ্যায়-৮ আইওটির ডাটা বিশ্লেষন
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। বিভিন্ন প্রকার ডাটা অ্যানালিটিক্সের নাম লেখ।
২।ডায়াগনোস্টিক্স অ্যানালিটিক্স বলতে কী বুঝায়?
৩। প্রেসক্রিপটিভ অ্যানালিটিক্স কী
৪।মেশিন লার্নিং কী?
৫। আইওটি-এর ক্ষেত্রে অ্যানোম্যালি ডিটেকশন প্ল্যাটফর্মগুলো কী কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৬।ডাটা অ্যানালিটিক্স সম্পর্কে আলোচনা কর।
৭। IoT বিশ্লেষণের ব্যবসায়িক সুবিধাগুলো আলোচনা কর।
৯।IoT বিশ্লেষণের প্রযুক্তিগত সুবিধাগুলো আলোচনা কর।
১০। মেশিন লার্নি সম্পর্কে আলোচনা কর।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১১।আইওটি ডাটা অ্যানালিটিক্সের ব্যবহারসমূহ বর্ণনা কর।
১২। আইওটি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে বিগ ডাটা এবং মেশিন লার্নিং সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দাও।
১৩। আধুনিক প্রিডিকটিভ মেইন্টেন্যান্স -এর গুরুত্ব বর্ণনা কর।
অধ্যায়-৯ আইওটি স্ট্যান্ডার্ড ও ইন্টারঅপারেবিলিটি
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। আইওটি স্ট্যান্ডার্ড কী?
২। IIC ও IEEE -এর পূর্ণরূপ লেখ।
৩। আইওটি প্রোটোকল কী?
৪।অ্যাপ্লিকেশন লেয়ারের প্রোটোকলগুলো কী কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৫।আইওটি প্রোটোকল বলতে কী বুঝায়?
৬। অ্যাপ্লিকেশন লেয়ারের প্রোটোকল -সমূহের বর্ণনা দাও।
৭।ফিজিক্যাল লেয়ারের প্রোটোকল-সমূহের বর্ণনা দাও।
রচনামূলক প্রশ্নসমূহঃ
৮। আইওটি স্ট্যান্ডার্ডাইজেশনের ক্ষেত্রে অর্গানাইজেশনসমূহের উদ্যোগ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা কর।
অধ্যায়-১০ IoT এবং IIoP -এর ভবিষ্যৎ প্রবণতা
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। আইওটি গঠনকারী উদীয়মান প্রযুক্তিগুলোর নাম লেখ।
২।AI -এর মূল উপাদানসমূহ লেখ।
৩।চার ধরনের ব্লক চেইনের নাম লেখ।
৪। IoE বলতে কী বুঝায়?
৫। বিগ ডাটা অ্যানালিটিক্স কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৬।AI -এর কাজ করার পদ্ধতি বর্ণনা কর।
৭।AI -এর মূল উপাদানসমূহ বর্ণনা কর।
৮।ক্লাউড কম্পিউটিং-এর সুবিধা ও অসুবিধাগুলো লেখ।
রচনামূলক প্রশ্নসমূহঃ
৯। সংক্ষেপে IoT এবংIIoT -এর বিবর্তন বর্ণনা কর।
১০। AI বাস্তবায়নের চ্যালেঞ্জ ও সুযোগগুলো বর্ণনা কর।
১১।বাংলাদেশের প্রতিশ্রুতিশীল IoT অনুশীলন শিল্প সম্পর্কে আলোচনা কর।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি সিসি’র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url