স্টিল স্ট্রাকচারস (বিষয় কোড: ২৮৮৬৩) এর সাজেশন
অর্ডিনারি কোচিং সেন্টার
স্টিল স্ট্রাকচারস (২২ প্রবিধান) এর সাজেশন
বিষয় কোড: ২৮৮৬৩
এই সাজেশনটি প্রকাশের তারিখ: ০৯-১১-২০২৪ ইং
অধ্যায়-১ স্টিল স্ট্রাকচার-এর পরিচিতি
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ১। স্টিল স্ট্রাকচার বলতে কী বুঝায়?
২। সমানুপাতিক সীমা বলতে কী বুঝায়?
৩। স্টিল স্ট্রাকচার কত প্রকার ও কী কী?
৪। AISI এবং AREMA -এর পূর্ণরূপ লেখ।
৫। ′W18× 50′ বলতে কী বুঝায়?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৬।অন্যান্য ম্যাটেরিয়াল-এর তুলনায় স্টিলের সুবিধা বর্ণনা কর।
৭। নতি বা সর্বোচ্চ বিন্দু বা সহনসীমা বিন্দু বলতে কী বুঝায়?
৮। ভাঙন শক্তি বলতে কী বুঝায়?
৯। স্টিল স্ট্রাকচার এবং আরসিসি স্ট্রাকচারের মধ্যে পার্থক্য লেখ।
রচনামূকল প্রশ্নসমূহঃ
১০। স্টিলের ক্ষেত্রে পীড়ন-বিকৃতি ডায়াগ্রাম অঙ্কন কর।
অধ্যায়-২ স্টিল স্ট্রাকচার ডিজাইন
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ১। ASD-এর পূর্ণরূপ কী?
২।LRFD -এর পূর্ণরূপ কী?
৩। জড়তার ভ্রামক কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৪। স্টিল স্ট্রাকচার ডিজাইনের পদ্ধতি কয়টি ও কী কী ?
৫। ASD এবং LRFD -এর পার্থক্য লেখ।
রচনামূকল প্রশ্নসমূহঃ
৬। স্টিল স্ট্রাকচার ডিজাইনের ধাপ্সমূহ লেখ।
অধ্যায়-৩ স্টিল স্ট্রাকচারে টেনশন মেম্বার
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ১।টেনশন মেম্বার কাকে বলে?
২। টেনশন মেম্বারে সেকশনগুলোর নাম লেখ।
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৩। নিট কার্যকারী এরিয়ে বলতে কী বুঝায়?
৪। টেনশন মেম্বরের প্রকারভেদ লেখ?
রচনামূকল প্রশ্নসমূহঃ
৫। LRFD পদ্ধতিতে টেনশন মেম্বার ডিজাইন আলোচনা কর।
৬। ASD পদ্ধতিতে টেনশন মেম্বার ডিজাইন আলোচনা কর।
অধ্যায়-৪ কম্প্রেশন ইন স্টিল স্ট্রাকচার
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ১। কলামের অবস্থা কত প্রকার ও কী কী ?
২। ইউলার ফরমুলার সীমাবদ্ধতাগুলো লেখ।
৩। স্লেন্ডারনেস রেশিও কাকে বলে?
৪। রেডিয়াস অব জাইরেশন কাকে বলে?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৫। ইউলারের কলাম থিওরির অ্যাজাম্পশনগুলো লেখ।
৬। ফ্লেক্সারাল বাক্লিং বলতে কী বুঝায়?
৭। ফ্লেক্সারাল-টরশনাল বাকলিং বলতে কী?
রচনামূকল প্রশ্নসমূহঃ
৮। কলামের দুই প্রান্ত হিঞ্জ সাপোর্ট -এর জন্য প্রমাণ কর P=π2EI/l2যেখানে প্রতীকগুলোর প্রচলিত অর্থ বহ্ন করে।
অধ্যায়-৫ বিম এবং কলাম
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ১। বেল্ডিং-এর সাধারণ সূত্রটি লেখ।
২।বিম ডিফ্লেকশন কাকে বলে?
৩।অক্ষীয় লোড কাকে বলে?
৪। এককেন্দ্রিক লোড কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৫। বিম ডিফ্লেকশন ব্যাখ্যা কর।
৬। কনসেন্ট্রিক লোডের জন্য ASD এবং LRFD মেথডে কোনো কম্প্রেশন মেম্বার ডিজাইনের মূল পার্থক্য কী?লেখ।
রচনামূকল প্রশ্নসমূহঃ
৭। ASD পদ্ধতিতে কোনো বিম এবং ফ্লেক্সারাল মেম্বার ডিজাইন বর্ণনা কর।
৮।ASD পদ্ধতিতে বিম এবং ফ্লেক্সারাল মেম্বার ডিজাইন বর্ণনা কর।
অধ্যায়-৬ ফ্লেক্সিবল কানেকশন
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ১। ফ্লেক্সিবল বলতে কী বুঝায়?
২। জয়েন্ট বলতে কী বুঝায়?
৩।রিভেট জয়েন্ট কত প্রাকার ও কী কী?
৪। ল্যাপ জয়েন্ট বলতে কী বুঝায়?
৫। রিভেট পিচ কী ?
৬। ব্যাক পিচ কী?
৭। রিভেট ভ্যালু বা মান বলতে কী বুঝায়?
৮। রিপিটিং সেকশন বলতে কী বুঝায়?
৯। একটি ডায়মন্ড রিভেট জোড়ার চিত্র অঙ্কন কর।
১০। সেমি রিজিড জয়েন্ট কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১১। বিভিন্ন প্রকার রিভেট জয়েন্টের নাম লেখ।
১২। কী কী কারণে রিভেট ব্যর্থ হতে পারে?
১৩। রিভেট জোড়ার প্রতিকার উল্লেখ কর।
১৪। রিভেট জোড়ার দক্ষতা বলতে কী বুঝায়?
অধ্যায়-৭ রিজিড কানেকশন
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ১। রিজিড কানেকশন বলতে কী বুঝায়?
২।ওয়েল্ডেড কানেকশন বলতে কী বুঝায়?
৩। বাট ওয়েল্ড জয়েন্ট বলতে কী বুঝায়?
৪। প্লাগ বা স্লট জোড়া বলতে কী বুঝায়?
৫। ওয়েল্ডের লেগ বলতে কী বুঝায়?
৬।ফিলেট ওয়েল্ডের থ্রট বলতে কী বুঝায়?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৭। ফ্লেক্সিবল এবং রিজিড কানেকশনের মধ্যকার পার্থক্য লেখ?
৮। ওয়েল্ডেড জোড়ার সুবিধাগুলো লেখ।
৯। জয়েন্ট এবং কানেকশনের মধ্যে পার্থক্যগুলো লেখ।
অধ্যায়-৮ ট্রাস এবং টাওয়ার
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ১। ট্রাস বলতে কী বুঝায়?
২। টাই ও স্ট্রাট কী?
৩। পারফেক্ট ফ্রেম কী?
৪। ইম্পারপেক্ট ফ্রেম কী?
৫। ফ্রি বডি ডায়াগ্রাম বলতে কী বুঝায়?
৬। বো'-এর নোটেশন কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৭। বিভিন্ন প্রকার রুফ ট্রাসের চিত্র অঙ্কন কর।
৮।বিভিন্ন প্রকার ব্রিজ ট্রাসের নাম লেখ।
৯। ট্রান্সমিশন লাইন টাওয়ার কনফিগারেশনের ফ্যাক্টর কী কী বিষয়ের উওপর নির্ভর করে?
১০। ট্রান্সমিশন টাওয়ারের কনফিগারেশন ফ্যাক্টরগুলো বর্ণনা কর।
অধ্যায়-৯ স্টিল ব্রিজ
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ১। ব্রিজ বলতে কী বুঝায়?
২। স্টিল ব্রিজ কোথায় নির্মাণ করা হয়?
৩। সেন্ট্রিফিউগ্যাল লোড বলতে কী বুঝায়?
৪। রেলওয়ে ব্রিজের উপর কী কী লোড বিবেচনা করা হয়?
৫। প্লেট গার্ডার ব্রিজ বলতে কী বুঝায়?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৬। স্টিল ব্রিজ তৈরিতে কী কী ম্যাটেরিয়াল ব্যবহৃত হয়?
৭। কম্পোজিট প্লেট ব্রিজের সুবিধাসমূহ লেখ।
৮। সাপোর্টের ধরণ অনুসারে ব্রিজের শ্রেণিবিভাগ কর।
রচনামূলক প্রশ্নসমূহঃ
৯। ব্রিজের উপর আগত বিভিন্ন প্রকার লোডের বর্ণনা দাও
১০। বক্স গার্ডার ব্রিজ ট্রাস ব্রিজ সম্পর্কে লেখ।
অধ্যায়-১০ কম্পোজিটব স্ট্রাকচার
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ১। কম্পোজিট স্ট্রাকচার কাকে বলে?
২। বিভিন্ন ধরণের কম্পোজিট স্ট্রাকচারের নাম লেখ।
৩। কম্পোজিট স্ট্রাকচারের সুবিধাসমূহ লেখ।
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৪। ACIকোড অনুযায়ী কম্পোজিট বিমের কার্যকরী প্রস্থ কত?
রচনামূকল প্রশ্নসমূহঃ
৫। কম্পোজিট বিমের ইলাস্টিক স্ট্রেস আলোচনা কর।
৬। LRFD পদ্ধতিতে কম্পোজিট বিমের ডিজাইন নীতিসমূহ বর্ণনা কর।
অর্ডিনারি সিসি’র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url