মাইক্রোকন্ট্রোলার বেইনকড সিস্টেম ডিজাইন আন্ড ডেভেলপমেন্ট (বিষয় কোড: ২৮৫৬৪) এর সাজেশন

 

অর্ডিনারি কোচিং সেন্টার
মাইক্রোকন্ট্রোলার বেইনকড সিস্টেম ডিজাইন আন্ড ডেভেলপমেন্ট (২২ প্রবিধান ) এর সাজেশন
বিষয় কোড: ২৮৫৬৪
এই সাজেশনটি প্রকাশের তারিখ:

অধ্যায়-১ মাইক্রোকন্ট্রোলারের পরিচিতি
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। মাইক্রোকন্ট্রোলার কী?
২। Embedded controller কাকে বলে?
৩। মাইক্রোকন্ট্রোলার ৪ টি প্রয়োগ লেখ।
৪। Embedded Syestem কাকে বলে?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৫। মাইক্রোকন্টোলারের প্রকারভেদ লেখ।
৬। মাইক্রোপ্রসেসর ও মাইক্রোকন্টোলারের মাঝে পার্থক্য লেখ।
৭। একটি মাইক্রোকন্টোলারের মৌলিক ব্লক ডায়াগ্রাম অঙ্কন কর।
৮।কম্পিউটার এবং ইমবেডেড সিস্টেমের মধ্যে পার্থক্য লেখ।
রচনামূলক প্রশ্নসমূহঃ
৯। মাইক্রোকন্ট্রোলারের মৌলিক ব্লক ডায়াগ্রাম অঙ্কন করে বর্ণ্না দাও?
অধ্যায়-২ পিআইসি সিরিজ মাইক্রোকন্ট্রোলার
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। PIC মাইক্রোকন্ট্রোলার কী?
২। PIC মাইক্রোকন্ট্রোলার কত প্রকার এবং কী কী?
৩। Flash memory এর সুবিধা কী ?
৪। Harvard আর্কিটেকচার কী?
৫। অসিলেটর স্টার্ট-আপ টাইমার কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৬। মিড -রেঞ্জ পিআইসি মাইক্রোকন্ট্রোলারের ব্লক ডায়াগ্রাম অঙ্কন কর।
৭। রিসেট ব্যাখ্যা কর।
রচনামূলক প্রশ্নসমূহঃ
৮। মাইক্রোকন্ট্রোলারের পাওয়ার ডাউন/ লো পাওয়ার মোড সম্পর্কে বিস্তারিত বর্ণনা কর।
অধ্যায়-৩ মাইক্রোকন্ট্রোলার প্রোগ্রামিং এবং ইন্টারফেসিং
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। সফটওয়্যার ডেভেলপয়েন্ট টুলস বলতে কী বুঝায়?
২। আইডিই ( IDE) কী?
৩। MikroC Pro কী?
৪। ফ্ল্যাশার কী?
৫। ইমুলেটর কী ?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৬। ইমবেডেড সিস্টেম উন্নয়নের জীবনচক্রের ধাপ কী কী?
৭। কম্পাইলার কী?
৮।অ্যাসেম্বলার কী?
৯। সফটওয়ারের গুরুত্ব আলোচনা কর।
১০। ইমুলেটরের গুরুত্ব আলোচনা কর।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১১।ইমবেডেড সিস্টেম উন্নয়নের জীবনচক্র বিস্তারিত আলোচনা কর।
১২। ইমবেডেড সফটওয়ার তৈরির পদ্ধতি বিস্তারিত আলোচনা কর।
অধ্যায়-৪ টাইমার / কাউন্টার প্রোগ্রামিং
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। Timer 0 -এর রেজিস্টার কয়টি ও কী কী ?
২। Timer 0 -এর বৈশিষ্ট্যগুলো লেখ।
৩। TMR0 টাইমার কী?
৪। ইভেন কাউন্টার বলতে কী বুঝায় ?
৫। টাইমার কাকে বলে?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৬। টাইমারের কাজ উল্লেখ কর।
রচনামূলক প্রশ্নসমূহঃ
৭। টাইমার ব্যবহার করে নির্দিষ্ট সময় পরিমাণ ডিলে তৈরির পদ্ধতি বিস্তারিতভাবে বর্ণনা কর সি ভাষার প্রোগ্রাম লেখ।
অধ্যায়-৫মাইক্রোকন্ট্রোলারের ইন্টারাপ্ট
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। Interrupt Routine ( ISP) বা Interrupt hansdler বলতে কী বুঝায়?
২। GIE এর কাজ কী?
৩। TXIF ও RCIF কখন সেট হয় ?
৪। বাহ্যিক হার্ডওয়ার ইন্টয়ারাপ্টের Flag bit এর নাম লেখ ।
৫। Hardware Interrupt কী ?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৬। PIC16F877A -এর ISR ব্যাখ্যা কর।
৭।একটি ইন্টারাপ্ট সম্পাদনের ধাপগুলো লেখ।
রচনামূলক প্রশ্নসমূহঃ
৮। ইন্টারাপ্ট ( Interrupt) Enable ও Disabling করার প্রক্রিয়া বর্ণনা কর।
অধ্যায়-৬ পিআইসি মিড-রেঞ্জ মাইক্রোকন্ট্রোলারের অ্যাাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। অ্যাসেম্বলি ভাষা কী?
২। অ্যাসেম্বলার কাকে বলে?
৩। লিংকার কাকে বলে? উদাহরণসহ লেখ।
৪। IDE কী?
৫। CPU Instruction কাকে বলে?
৬। অ্যাসেম্বলার ডিরেকটিভ কাকে বলে?
৭। ইনস্ট্রাকশন সেট বলতে কী বুঝ?
৮। Opcode কী ?
৯। OPerand কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১০। অ্যাসেম্বলি ভাষার অপারেন্ড হিসেবে কী কী ব্যবহৃত হয়?
রচনামূলক প্রশ্নসমূহঃ
১১। একটি সম্পাদনযোগ্য অ্যাসেম্বলি ভাষার প্রোগ্রাম রচনার ধাপগুলো বর্ণ্না কর।
অধ্যায়-৭ সেন্সর এবং অ্যাকচুয়েটর ইওন্টরফেসিং
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। অ্যাকচুয়েটর কাকে বলে?
২। অ্যাকচুয়েটরের প্রকারভেদ লেখ।
৩। সেন্সর এবং অ্যাকচুয়েটর সংযুক্ত করে একটি চিত্র আঁক।
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৪। অ্যাকচুয়েটর কাকে বলে?
৫। বিভিন্ন প্রকার অ্যাকচুয়েটরের প্রকারভেদ ও তাদের অ্যাপ্লিকেশনসহ উল্লেখ কর।
৬। সেন্সর এবং অ্যাকচুয়েটরের পার্থক্য লেখ।
রচনামূলক প্রশ্নসমূহঃ
৭। ইমবেডেড সিস্টেমে সেন্সর এবং অ্যাকচুয়েটর ইন্টরফেসিং করার পদ্ধতি বর্ণনা কর।
৮। বিভিন্ন ধরনের সেন্সর ও অ্যাকচুয়েটরসহ একটি ইমবেডেড সিস্টেমের ব্লক ডায়াগ্রাম অঙ্কন করে বর্ণ্না কর।
অধ্যায়- ৮ ইমবেডেড সিস্টেমে কমিউনিকেশন প্রোটোকল
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। কমিউনিকেশন প্রোটোকল কাকে বলে?
২। সিরিয়াল কমিউনিকেশন কী?
৩। প্যারারাল কমিউনিকেশন কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৪। SPI প্রোট্রোকলের ব্যবহার উল্লেখ কর।
৫। RF মডিউল কী?
রচনামূলক প্রশ্নসমূহঃ
৬। UART,I2C এবং SPI কমিউনিকেশন প্রোটোকলের ব্যবহার বিস্তারিতভাবে বর্ণনা কর।
৭। বিভিন্ন কমিউনিকেশন সিস্টেম ব্যবহৃত একটি ইমবেডেড সিস্টেমের ব্লক ডায়াগ্রাম অঙ্কন কর।
অধ্যায়-৯ আরডুইনো
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। আরডুইনো বোর্ড কী?
২। আরডুইনো উনো কী?
৩। ডেভেলপমেন্ট কীট কী?
৪। সিরিয়াল মনিটর কী?
৫। সিরিয়াল কমিউনিকেশন কী?
রচনামূলক প্রশ্নসমূহঃ
৬। আরডুইনো ,আরডুইনো বোর্ড ও আরডুইনো শিল্ড সম্পর্কে বিস্তারিত বর্ণনা লেখ।
৭। যে -কোনো কমিউনিকেশন প্রোটোকল ব্যবহার করে কম্পিউটারের সাথে আরডুইনো বোর্ডের যোগাযোগের একটি প্রোগ্রাম লেখ।
অধ্যায়-১০ আইওটি ডিভাইস,রাম্পবেরি পাই এবং অন্যান্য ডেভেলপমেন্ট কিট
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। IoP -কী?
২। IoP- এর ব্যবহার উল্লেখ কর।
৩। Wi-Fi কী?
৪। রাম্পবেরি পাই বোর্ড কী?
৫। রাম্পবেরি পাই বোর্ডের ৪ টি বৈশিষ্ট্য লেখ।
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৬। ARM Architecture-এর ব্যবহার উল্লেখ কর।
৭। একটি আইওটি সিস্টেমের বিল্ডিং ব্লক অঙ্কন কর।
৮। মাইক্রোকন্টোলারভিত্তিক ডেভেলপমেন্ট কিটের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।
রচনামূলক প্রশ্নসমূহঃ
৯। ব্লক ডায়াগ্রামসহ একটি আইওটি সিস্টেমের কার্যপ্রণালি ব্যাখ্যা কর।
১০। ওয়াই-ফাই মডিউলের ব্যবহার উল্লেখ কর।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি সিসি’র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url