ফ্লয়িড মেকানিক্স অ্যান্ড মেশিনারিজ (বিষয় কোডঃ ২৭০৫১) এর সাজেশন

 

অর্ডিনারি কোচিং সেন্টার
ফ্লয়িড মেকানিক্স অ্যান্ড মেশিনারিজ (২২ প্রবিধান) এর সাজেশন
বিষয় কোডঃ ২৭০৫১ 
এই সাজেশন প্রকাশের তারিখঃ  ইং
অনুশীলনী-১ঃ  
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। ফ্লয়িড কী?
২। প্রবাহীর সান্দ্রতার সাথে তাপমাত্রার সম্পর্ক কী?
৩। হাইড্রলিক্স বলতে কী বুঝায়?
৪। হাইড্রলিক মেশিনস বলতে কী বুঝায়?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৫। প্রবাহী কত প্রrকার ও কী কী?
৬। তরল, বাষ্প ও গ্যাসের মধ্যে তুলনা দাও।
অনুশীলনী-২ঃ প্রবাহীর গুণাবলি
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। আপেক্ষিক ওজন বলতে কী বুঝায়?
২। সংযুক্তি বল (Force of adhesion) কাকে বলে?
৩। পৃষ্ঠটান বা সারফেস টেনশন কাকে বলে?
৪। কৈশিকতা কাকে বলে?
৫। মানিসকাস (Meniscus) কাকে বলে?
৬। সান্দ্রতা কাকে বলে?
৭। আপেক্ষিক গুরুত্ব কাকে বলে?
৮। প্রবাহীর সংকোচনশীলতা কী?
৯। প্রবাহীর সান্দ্রতার সাথে তাপমাত্রার সম্পর্ক কী?
১০। চাপের তীব্রতা বলতে কী বুঝায়?
১১। প্রেসার হেড কাকে বলে?
১২। তরলের স্ট্যাটিক হেড বলতে কী বুঝায়?
১৩। প্যাস্কেলের সূত্রটি লেখ।
১৪। পরম চাপ কাকে বলে?
১৫। ভ্যাকুয়াম বা শূন্য চাপ কাকে বলে?
১৬। বায়ুমন্ডলীয় চাপ, গেজ চাপ ও পরম চাপের মধ্যে সম্পর্ক দেখাও।
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১৭। প্রবাহীর ধর্মগুলো কী কী?
১৮। প্রমাণ কর যে, কৈশিকতার কারণে কৈশিক উচ্চতা, 4sigma cosθ/ωd পেজঃ ৬২
১৯। দেখাও যে চাপ বা চাপের তীব্রতা P = ωh এর সমান।
২০। বায়ুমন্ডলীয় চাপ, গেজ চাপ ও পরম চাও বলতে কী বুঝায়?
২১। বায়ুমন্ডলীয় চাপ, গেজ চাপ ও পরম চাপের মধ্যে সম্পর্ক স্থাপন কর।
২২। Px = Py = Pz সমীকরণটি প্রমাণ কর।
২৩। চিত্র ও নোটেশনসহ নিমজ্জিত আনুভূমিক তলে মোট চাপ নির্ণয় কর।
২৪। চিত্র ও নোটেশনসহ নিমজ্জিত উল্লম্ব তলে মোট চাপ নির্ণয় কর।
রচনামূলক প্রশ্নসমূহঃ
২৫। প্রবাহীর চাপের প্যাস্কেল-এর সূত্রের প্রমাণ কর।
অনুশীলনী-৩ঃ ফ্লুয়িড প্রেসার গেজ
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। ম্যানোমিটার কাকে বলে?
২। ডিফারেনশিয়াল ম্যানোমিটার দিয়ে কী পরিমাপ করা হয়?
৩। ম্যানোমিটারের কাজ কী?
৪। ম্যানোমেট্রিক লিকুয়েড কাকে বলে?
৫। পিজোমিটার টিউব দিয়ে কেন নেগেটিভ চাপ মাপা যায় না?
৬। পিজোমিটার টিউব কী কাজে ব্যবহৃত হয়?
৭। ম্যানোমিটারের সুবিধা কী?
৮। ম্যানোমিটার কোন নীতিতে চাপ পরমাপ করে?
৯। মাইক্রোম্যানোমিটা্র কী?
১০। পিজোমিটার টিউব কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১১। সিম্পল ও ডিফারেনশিয়াল ম্যানোমিটারের চারটি পার্থক্য লেখ।
১২। ম্যানোমিটারের চারটি করে সুবিধা ও অসুবিধা লেখ।
১৩। ম্যানোমিটারের মধ্যে ভারী পদার্থ হিসেবে পারদ ব্যবহার করা হয় কেন?
অনুশীলনী-৪ঃ পাইপ দিয়ে প্রবাহীর প্রবাহ
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। সুষম প্রবাহ বলতে কী বুঝায়?
২। অবিচল প্রবাহের শর্ত কী?
৩। সুষম প্রবাহ কাকে বলে?
৪। সুষম প্রবাহের শর্ত কী?
৫। টারবুলেন্ট প্রবাহ কাকে বলে?
৬। অবিরাম নির্গমনের সূত্রটি লেখ।
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৭। প্রবাহের ধারাবাহিকতার সমীকরণটি ব্যাখ্যা কর।
রচনামূলক প্রশ্নসমূহঃ
৮। প্রবাহের ধারাবাহিক সমীকরণটি ব্যাখ্যা কর।
অনুশীলনী-৫ঃ বার্ণোলীর সূত্র
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। প্রেসার হেড কাকে বলে?
২। ভেলোসিটি হেড কাকে বলে?
৩। ডেটাম লাইন কাকে বলে?
৪। ডেটাম হেড কাকে বলে?
৫। মোট হেড কাকে বলে?
৬। প্রবাহীর মোট শক্তি কাকে বলে?
৭। বার্ণোলির সূত্র বা তত্ত্বটি লেখ।
৮। বার্ণোলির সূত্রের বাস্তব প্রয়োগ যন্ত্রের নাম লেখ।
৯। ভেনচুরি মিটারের কাজ কী?
১০। পিটট টিউবের ব্যবহার লেখ।
১১। ভেনচুরি হেড কাকে বলে?
১২। ভেনচুরি ভ্যাকুয়াম কাকে বলে?
১৩। বেগ পরিমাপক যন্ত্রের নাম কী?
১৪। বার্নোলির সূত্রটি লেখ।
১৫। অরিফিস মিটার কয়টি অংশ ও কী কী?
১৬। পিটট টিউব কী?
১৭। ভেনচুরি মিটারের কয়টি অংশ ও কী কী?
১৮। ভেনচুরি মিটারের সাহায্যে নির্গমনের সূত্রটি লেখ।
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১৯। প্রেসার হেড নির্ণয়ের সূত্রটি প্রতিবাদন কর।
২০। বার্নোলীর সূত্রের সীমাবদ্ধতাগুলো বিবৃতি কর।
২১। একটি ভেনচুর মিটার অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত কর।
২২। একটি পিটট টিউব অঙ্কন করে নদীতে পানির বেগ পরিমাপ করার সূত্র প্রতিপাদন কর।
২৩। বার্নোলির সূত্র কী? এর ব্যবহার কোথায়?
রচনামূলক প্রশ্নসমূহঃ
২৪। চিত্র সহকারে বার্ণোলীর সূত্রটি প্রমাণ কর।
২৫। ভেনচুরি মিটারের সাহায্যে নির্গমন পরিমাপের সূত্র প্রতিপাদন কর।
অনুশীলনী-৬ঃ অরিফিস-এর মধ্যে দিয়ে প্রবাহ
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। অরিফিস বলতে কী বুঝায়?
২। পানির জেট কাকে বলে?
৩। ভেনা কন্ট্রাক্টা কাকে বলে?
৪। হাইড্রোলিক কোইফিসিয়েন্ট বলতে কী বুঝায়?
৫। কোইফিসিয়েন্ট অব কমট্রাকশন কাকে বলে?
৬। ভিলোসিটি অব অ্যাপ্রোচ কাকে বলে?
৭। চারটি হাইড্রোলিক সহগের নাম লেখ।
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৮। পরীক্ষামূলকভাবে Cd নির্ণয়ের সূত্রটি প্রতিপাদন কর।
রচনামূলক প্রশ্নসমূহঃ
৯। অরিফিস দিয়ে আয়তাকার ট্রাংক খালি হওয়ার সময় নির্ণয়ের সূত্র প্রতিপাদন কর।
অনুশীলনী-৭ঃ মাউথপিস-এর মধ্যে দিয়ে প্রবাহ
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। মাউথপিস বলতে কী বুঝায়?
২। মাউথপিস কী কাজে ব্যবহৃত হয়?
৩। হেড লস কাকে বলে?
৪। ফ্লুইড ফ্রিকশন কী কী বিষয়ের উপর নির্ভরশীল?
৫। চেজির ফর্মুলা কাকে বলে?
৬। হঠাৎ ব্যাস বৃদ্ধিজনিত হেড লসের সূত্রটি লেখ।
৭। হাইড্রোলিক গড় গভীরতা কী?
৮। হঠাৎ সংকোচনের জন্য হেড লস-এর সূত্র লেখ।
৯। প্রবাহির ঘর্ষণজনিত হেড লস কী কী বিষয়ের উপর নির্ভরশীল?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১০। হেড লসের কারণগুলো সূত্রসহ লেখ।
১১। অরিফিস এবং মাউথপিস এর মধ্যে ৩টি পার্থক্য লেখ।
১২। বিভিন্ন ধরনের হেডলসের নাম লেখ।
১৩। বিভিন্ন ধরনের হেডলসের সূত্র লেখ।
১৪। হাইড্রোলিক ঢাল ও মোট শক্তির মাঝে পার্থক্য লেখ।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১৫। হঠাৎ পাইপের ব্যাস বাড়ার কারণে হেড লসের সূত্রটি প্রতিপাদন কর।
১৬। DARCY EQUATIN প্রতিবেদন কর।
অনুশীলনী-৮ঃ ভিসকাস ফ্লো
 সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। ভিসকোসিটি কাকে বলে?
২। নিউটনীয় ফ্লুয়িড কাকে বলে?
৩। রিনোল্ড নাম্বার কাকে বলে?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৪। ভিসকাস ফ্লো-এর রিনোল্ড পরীক্ষণ বর্ণনা কর।
৫। ল্যামিনার এবং টার্বুলেট প্রবাহের মধ্যে পার্থক্য কী।
অনুশীলনী-৯ঃ ইমপ্যাক্ট অব জেট
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। তরলের জেট বলতে কী বুঝায়?
২। ইম্প্যাক্ট অব জেট বলতে কী বুঝায়?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৩। জেট বলতে কী বুঝায়? এর কাজ কী?
অনুশীলনী-১০ঃ ওয়াটার টারবাইন
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। ওয়াটার টারবাইন কী?
২। ওয়াটার টারবাইন কী কাজে ব্যবহৃত হয়?
৩। টারবাইনের আপেক্ষিক দ্রুতি বলতে কী বুঝায়?
৪। ডিফ্লেকটরের কাজ কী?
৫। ড্রাফট টিউব কী?
৬। টারবাইনের কাজ কী?
৭। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রে কোনো ধরণের টারবাইন ব্যবহৃত হয়?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৮। ইম্পালস ও রিঅ্যাকশন টারবাইনের মাঝে ছয়টি পার্থক্য লেখ।
৯। ইম্পালস ও রিঅ্যাকশন টারবাইনের চারটিপার্থক্য লেখ।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১০। ইম্পালস টারবাইনের কার্যপ্রণালি ব্যাখ্যা কর।
১১। একটি পেল্টন ওয়াটার টারবাইনের চিত্র অঙ্কন করে কার্যপ্রণালি বর্ণনা কর।
অনুশীলনী-১১ঃ রেসিপ্রোকেটিং পাম্প
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। পাম্প বলতে কী বুঝায়?
২। রেসিপ্রোকেটিং পাম্পের প্রধান অংশগুলোর নাম লেখ।
৩। পাম্পের স্লিপ কী?
৪। এয়ার ভেসেল পাম্পে কেন ব্যবহৃত হয়?
৫। পজিটিভ ডিসপ্লেসমেন্ট পাম্প বলতে কী বুঝায়?
৬। ক্যাভিটেশন কাকে বলে?
৭। রেসিপ্রোকেটিং পাম্পকে পজিটিভ ডিসপ্লেসমেন্ট পাম্প বলা হয় কেন?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৮। রেসিপ্রোকেটিং পাম্পের যন্ত্রাংশ কী কী?
রচনামূলক প্রশ্নসমূহঃ
৯। চিত্রসহ রেসিপ্রোকেটিং পাম্পের গঠন ও কার্যপ্রণালি বর্ণনা কর।
১০। এয়ার ভেশেলসহ একটি রেসিপ্রোকেটিং পাম্পের চিত্র অঙ্কন কর।
অনুশীলনী-১২ঃ সের্ন্ট্রিফিউগ্যাল পাম্প
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। পাম্পের স্লিপ কী?
২। সেন্ট্রিফিউগ্যাল পাম্পের প্রধান অংশগুলোর নাম লেখ।
৩। পাম্প প্রাইমিং কী?
৪। প্রাইমিং-এর প্রয়োজনীয়তা লেখ।
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৫। সেন্ট্রিফিউগাল পাম্প কোনো নীতি (Principle)- এর উপর ভিত্তি করে কাজ করে? ইঞ্জিনের কোনো জায়গায় এই পাম্প থাকে?
৬। সেন্ট্রিফিউগাল ও রেসিপ্রোকেটিং পাম্প-এর মধ্যে তিনটি পার্থক্য লেখ।
৭। পাম্প স্লিপ কাকে বলে? নেগেটিভ স্লিপ কাকে বলে? কখন এবং কেন নেগেটিভ স্লিপ হয়?
অনুশীলনী-১৩ঃ হাইড্রোলিক পদ্ধতি
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। অয়েল পাওয়ার হাইড্রোলিক সিস্টেম কাকে বলে?
২। রিজারভার কী?
৩। হাইড্রোলিক ফ্লুইড কী?
৪। হাইড্রোলিক মোটর কী?
৫। হাইড্রোলিক সিলিন্ডার কী?
৬। ডিরেকশনাল কন্ট্রোল ভালভ কাকে বলে?
৭। স্ট্যাটিক সিল কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৮। প্যাসলেকের সূত্রটি কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় লেখ।
অনুশীলনী-১৪ঃ হাইড্রোলিক ডিভাইস
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। হাইড্রোলিক সিস্টেম বলতে কী বুঝায়?
২। হাইড্রোলিক প্রেস কী?
৩। হাইড্রোলিক প্রেসের যান্ত্রিক সুবিধা কী? লেখ।
৪। হাইড্রোলিক ইনটেনসিফায়ার বলতে কী বুঝায়?
৫। হাইড্রোলিক লিফট বলতে কী বুঝায়?
৬। হাইড্রোলিক অ্যাকুমুলেটর এর কাজ কী?
৭। পাঁচটি হাইড্রোলিক ডিভাইসের নাম লেখ।
৮। লিভারের সুবিধা কী?
৯। হাইড্রোলিক র‍্যাম কী?
১০। হাইড্রোলিক প্রেস কী কী কাজে ব্যবহার করা হয়?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১১। হাইড্রোলিক সহগগুলোর নাম লেখ।
১২। হাইড্রোলিক ইনটেনসিফায়ারের চিত্রসহ বর্ণনা দাও।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১৩। চিত্রসহ হাইড্রোলিক প্রেসের কার্যপ্রণালি বর্ণনা কর।
১৪। একটি হাইড্রোলিক ক্রেনের কার্যপদ্ধতি সচিত্র বর্ণনা কর।
অনুশীলনী-১৫ঃ নিউমেটিক সিস্টেমের উপাদানসমূহ
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। দুই প্রকার এয়ার কমপ্রেসের নাম লেখ।
২। এয়ার কমপ্রেসের কাজ কী?
৩। স্টেজের সংখ্যা অনুসারে এয়ার কমপ্রেসের শ্রেণিবিভাগ উল্লেখ কর।
৪। রেসিপ্রোকেটিং কমপ্রেসর বলতে কী বুঝায়?
৫। সিঙ্গেল স্টেজ কমপ্রেসের বলতে কী বুঝায়?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৬। এয়ার কমপ্রেসের বিভিন্ন উপাদানসমূহের নাম লেখ।
৭। রোটারি কমপ্রেসরের সুবিধাগুলো লেখ।
৮। সিঙ্গেল অ্যাক্টিং নিউমেটিক সিলিন্ডার কাকে বলে?
৯। লুব্রিকেটর- এর প্রয়োজনীয়তা লেখ।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১০। এয়ার কমপ্রেসের শ্রেণিবিন্যাস দেখাও।
১১। বিভিন্ন প্রকার এয়ার সিলিন্ডারের বর্ণনা কর।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি সিসি’র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url