চাপ ও চাপের বৈশিষ্ট্য (pressure and characteristics of pressure)
চাপঃ কোনো তরল বা বায়বীয় পদার্থকে যখন কোনো পাত্রে রাখা হয়,তখন এ পদার্থ পাত্রের গায়ে বল প্রয়োগ করে ।আবদ্ধ পাত্রের গায়ে ছিদ্র করে দিলে বায়বীয় বা তরল পদার্থ ছিদ্র দিয়ে বেরিয়ে আসবে।কোনো তরল বা বায়বীয় পদার্থের উপর স্পর্শীবল প্রয়োগ করলে এ বলের প্রভাবে তরল বা বায়বীয় পদার্থ স্থির থাকতে পারে না ,গতির সঞ্চার হয়। সুতরাং বলা যায়,স্থির অবস্থায় তরল বা বায়বীয় পদার্থ পাত্রের গায়ে লম্বভাবে বল প্রয়োগ করে।
সংজ্ঞাঃ কোনো তলের একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে।
সূচীপত্র: চাপ ও চাপের বৈশিষ্ট্য
১১তম অধ্যায়ঃ চাপ ও চাপের বৈশিষ্ট্য
অতিসংক্ষিপ্ত প্রশ্নঃ
০১. প্যাসকেলের সূত্রটি লেখ।
০২. চাপ কি?
০৩. চাপের মাত্রা সমীকরণ কী?
০৪. এক প্যাসকেল চাপ কী?
০৫. আর্কিমিডিসের সূত্রটি লেখ।
সংক্ষিপ্ত প্রশ্নঃ
০৬. চাপ সঞ্চালনে প্যাসকেলের সূত্রটি বিবৃতি কর।
০৭. তরলের অভ্যন্তরে কোন বিন্দুর চাপের পরিমাণ “hpg”প্রমান কর।
০১. প্যাসকেলের সূত্রটি লেখ।
০২. চাপ কি?
০৩. চাপের মাত্রা সমীকরণ কী?
০৪. এক প্যাসকেল চাপ কী?
০৫. আর্কিমিডিসের সূত্রটি লেখ।
সংক্ষিপ্ত প্রশ্নঃ
০৬. চাপ সঞ্চালনে প্যাসকেলের সূত্রটি বিবৃতি কর।
০৭. তরলের অভ্যন্তরে কোন বিন্দুর চাপের পরিমাণ “hpg”প্রমান কর।
১১তম অধ্যায়ঃ চাপ ও চাপের বৈশিষ্ট্যর প্রশ্নোত্তর
অতিসংক্ষিপ্ত প্রশ্নউত্তরঃ
০১. প্যাসকেলের সূত্রটি লেখ।
উত্তরঃ "কোনো পাত্রে আবদ্ধ তরল পদার্থের যে-কোনো অংশে চাপ প্রয়োগ করলে সে চাপ কিছু মাত্র পরিবর্তিত না হয়ে তরল পদার্থের সর্বত্র সমানভাবে সঞ্চালিত হয় এবং তরল পদার্থ সংলগ্ন পাত্রের উপর লম্বভাবে ক্রিয়া করে'" - এটাই প্যাস্কেলের সূত্র।
০২. চাপ কি?
উত্তরঃ কোনো তরলের একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে।
০৩. চাপের মাত্রা সমীকরণ কী?
উত্তরঃ চাপ, [P] = [ML-1T-2]
০৪. এক প্যাসকেল চাপ কী?
উত্তরঃ এক বর্গমিটার ক্ষেত্রফলের উপর যদি 1N চাপ প্রয়োগ করা হয়, তবে তাকে এক প্যাসকেল চাপ বলে।
০৫. আর্কিমিডিসের সূত্রটি লেখ।
উত্তরঃ আর্কিমিডিসিনের সূত্রঃ বস্তুকে কোনো স্থির তরল অথবা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণ ডুবালে বস্তুটি কিছু ওজন হারায়। এই হারানো ওজন বস্তুটি দ্বারা অপসারিত তরল বা বায়বীয় পদার্থের ওজনের সমান।
সংক্ষিপ্ত প্রশ্নউত্তরঃ
উত্তরঃ সূত্রঃ “কোনো পাত্রে আবদ্ধ তরল পদার্থের যে-কোনো অংশে চাপ প্রয়োগ করলে সে চাপ কিছু মাত্র পরিবর্তিত না হয়ে তরল পদার্থের সর্বত্র সমানভাবে সঞ্চালিত হয় এবং তরল পদার্থ সংলগ্ন পাত্রের উপর লম্বভাবে ক্রিয়া করে।“ – এটাই প্যাস্কেলের সূত্র।
ব্যাখ্যাঃ চিত্রে, A বিন্দুতে পিস্টনকে Fa বল দ্বারা ভিতরের দিকে ঠেলে দিলে B, C, D বিন্দুতে বাইরের দিক থেকে Fb Fc ও Fd মানের বল প্রয়োগ করতে হবে।
যদি A, B, C ও D পিস্টনগুলোর ক্ষেত্রফল a, b, c ও d হয়, তবে প্যাসকেলের
সূত্রানুসারে, Fa / A = Fb / B = Fc / C = Fd / D হবে।
০৭. তরলের অভ্যন্তরে কোন বিন্দুর চাপের পরিমাণ “hpg”প্রমান কর।
উত্তরঃ মনে করি, একটি পাত্রে p ঘনত্বের কিছু তরল পদার্থ আছে এবং এ তরলের h গভীরতায় O বিন্দুতে তরলের জন্য চাপ পরিমাণ করতে হবে। ধরা যাক, মুক্ততল থেকে O বিন্দুর গভীরতা h, তরলের ঘনত্ব p এবং পরীক্ষা স্থানে অভিকর্ষণীয় ত্বরণ g । O বিন্দুতে A ক্ষেত্রফলের অনুভূমিক একটি তল কল্পনা করি। এ তলের উপর তরলের যে স্তম্ভ আছে, তার ওজন হলো এ তলে মোট প্রযুক্ত বল। যেহেতু এ তরলের স্তম্ভের উচ্চতা h এবং ক্ষেত্রফল A,
؞ তরল স্তম্ভের আয়তন, V = Ah.
؞ তরল স্তম্ভের ভর, m = ᱞV
؞ তরল স্তম্ভের ওজন, W = mg
যেহেতু তরল স্তম্ভের ওজন = তরলের উপর মোট প্রযুক্ত বল
W = mg = ᱞVg = Ahᱞg
؞ O বিন্দুতে চাপ = বল/ক্ষেত্রফল
؞ p = Ahᱞg/A
؞ P = hᱞg
অর্থাৎ, তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে তরলের জন্য চাপ = ঐ বিন্দুর গভীরতা × তরলের ঘনত্ব × অভিকর্ষজ ত্বরণ।
অর্ডিনারি সিসি’র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url