আর্দ্রতা (humidity)
আর্দ্রতাঃ কোনো স্থানের বায়ুতে কতটুকু জলীয়বাষ্প আছে অর্থাৎ বায়ু কতখানি শুষ্ক বা ভিজা আর্দ্রতা দ্বারা তা নির্দেশ করা হয়।
পৃথিবীর চারভাগের তিন ভাগাই জলাশয়।জলাশয়গুলো থেকে প্রতিনিয়ত থেকে প্রতিনিয়তি পানি বাষ্পীয়ভূত হয়ে বায়ুমন্ডলে মিশে যাচ্ছে । ফলে বায়ুমন্ডল ভেজা থাকে তথা আদ্র থাকে । বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে বায়ুমন্ডলে জলীয়বাস্পের পরিমাণ বিভিন্ন হয়। এটা নির্ভর করে স্থান ও আবহাওয়ার ওপর।আবার একই স্থানে বিভিন্ন ঋতু ও সময়ে বায়ুমন্ডলে অবস্থিত জলীয়বাষ্পের উপস্থিতি তথা বায়ুমন্ডলের আর্দ্রতা নিয়ে আলোচনা ।
সূচীপত্র: আর্দ্রতা
১৫ তম অধ্যায়ঃ আর্দ্রতা
অতিসংক্ষিপ্ত প্রশ্নঃ
০১. বাস্প কী?
০২. আর্দ্রতা কী?
০৩. পরম আর্দ্রতা কী?
০৪. শিশিরাঙ্ক কাকে বলে?
সংক্ষিপ্ত প্রশ্নঃ
০৫. আপেক্ষিক আর্দ্রতা বলতে কী বুঝা?
০৬. সংকট তাপমাত্রার ওপার কোনো বাস্পের চাপ প্রয়োগে তরলে রূপান্তরিত করা যায় না কেন?
রচনামূলক প্রশ্নঃ
০৭. আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে? আপেক্ষিক আর্দ্রতার গাণিতিক ব্যাখ্যা দাও।
১৫ তম অধ্যায়ঃ আর্দ্রতা এর প্রশ্নোত্তর
অতিসংক্ষিপ্ত প্রশ্নউত্তরঃ
০১. বাষ্প কী?
উত্তরঃ বাষ্প বলতে আমরা কোনো পদার্থের গ্যাসীয় অবস্থাকে বুঝি।
০২. আর্দ্রতা কী?
উত্তরঃ কোনো স্থানের বায়ুতে কতটুকু জলীয়বাষ্প আছে অর্থাৎ বায়ু কতখানি শুষ্ক বা ভিজা আর্দ্রতা দ্বারা তা নির্দেশ করা হয়।
০৩. পরম আর্দ্রতা কী?
উত্তরঃ বায়ুর প্রতি একক আয়তনে উপস্থিত জলীয়বাষ্পের ভরকে ঐ স্থানের পরম আর্দ্রতা বলে।
০৪. শিশিরাঙ্ক কাকে বলে?
উত্তরঃ যে তাপমাত্রায় কোনো নিদির্ষ্ট আয়তনের বায়ু এর মধ্যে অবস্থিত জলীয়বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়, সে তাপমাত্রাকে শিশিরাঙ্ক বলে।
সংক্ষিপ্ত প্রশ্নউত্তরঃ
০৫. আপেক্ষিক আর্দ্রতা বলতে কী বুঝা?
উত্তরঃ আপেক্ষিক আর্দ্রতা (Relative humidity): আবহাওয়া বিজ্ঞানে বায়ুমন্ডলে উপস্থিত জলীয়বাষ্পের পরিমাণের চেয়ে বায়ুমন্ডলের সম্পৃক্ততার মাত্রা অর্থাৎ বায়ুমন্ডল কতখানি শুষ্ক বা ভেজা তা বেশি প্রয়োজন হয়। আপেক্ষিক আর্দ্রতা দিয়ে তাই বুঝানো হয়।
সংজ্ঞাঃ কোনো তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত জলীয়বাষ্পের ভর এবং ঐ একই তাপমাত্রায় ঐ আয়তনের বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয়বাষ্পের ভরের অনুপাতকে ঐ স্থানের আপেক্ষিক আর্দ্রতা বলে।
০৬. সংকট তাপমাত্রার ওপার কোনো বাস্পের চাপ প্রয়োগে তরলে রূপান্তরিত করা যায় না কেন?
উত্তরঃ সংকট তাপমাত্রার অপরে কোনো পদার্থের তরল ও বাষ্পীয় আবস্থার ঘনত্ব এক হয়ে যাওয়ায় কেবলমাত্র একটি অবস্থায়ই বিরাজ করে, যা হচ্ছে বাষ্পীয় অবস্থা অর্থাৎ সংকট তাপমাত্রার অপরে তরল ও বাষ্পের মধ্যকার সকল পার্থক্য তিরীহিত হয়। আর সে কারণে শুধুমাত্র চাপ প্রয়োগ তা সে যত প্রবলই হোক না কেন বাষ্পকে তরলে রূপান্তরিত করা যায় না।
রচনামূলক প্রশ্নউত্তরঃ
০৭. আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে? আপেক্ষিক আর্দ্রতার গাণিতিক ব্যাখ্যা দাও।
উত্তরঃ আপেক্ষিক আর্দ্রতা (Relative humidity): আবহাওয়া বিজ্ঞানে বায়ুমন্ডলে উপস্থিত জলীয়বাষ্পের পরিমাণের চেয়ে বায়ুমন্ডলের সম্পৃক্ততার মাত্রা অর্থাৎ বায়ুমন্ডল কতখানি শুষ্ক বা ভেজা তা বেশি প্রয়োজন হয়। আপেক্ষিক আর্দ্রতা দিয়ে তাই বুঝানো হয়।
সংজ্ঞাঃ কোনো তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত জলীয়বাষ্পের ভর এবং ঐ একই তাপমাত্রায় ঐ আয়তনের বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয়বাষ্পের ভরের অনুপাতকে ঐ স্থানের আপেক্ষিক আর্দ্রতা বলে।
আপেক্ষিক আর্দ্রতা = বায়ুর তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত জলীয়বাষ্পের ভর / বায়ুর তাপমাত্রায় ঐ বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয়বাষ্পের ভর
কিন্তু নির্দিষ্ট তাপমাত্রায় কোনো স্থানের জলীয়বাষ্পের চাপ ঐ স্থানের জলীয়বাষ্পের ভরের সমানুপাতিক।
আঃআর্দ্রতা = বায়ুর তাপমাত্রায় ঐ স্থানে উপস্থিত জলীয়বাষ্পের চাপ / বায়ুর তাপমাত্রায় ঐ স্থানকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয়বাষ্পের চাপ ।
কিন্তু কোনো তাপমাত্রায় কোনো স্থানে জলীয়বাষ্পের চাপ ঐ স্থানে শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয়বাষ্পের চাপের সমান।
আপেক্ষিক আর্দ্রতা = শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয়বাষ্পের চাপ / বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয়বাষ্পের চাপ
আপেক্ষিক আর্দ্রতাকে R, শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয়বাষ্পের চাপকে f, বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয়বাষ্পের চাপকে F দিয়ে প্রকাশ করলে, R = f/F
আপেক্ষিক আর্দ্রতাকে সাধারণত শতকরা হিসেবে প্রকাশ করা হয়।
؞ R = f/F × 100%
অর্ডিনারি সিসি’র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url