অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং জাভা (বিষয় কোড: ২৮৫৫১) এর সাজেশন
অর্ডিনারি কোচিং সেন্টার
৫ম পর্বের সাজেশন
বিষয়ঃঅ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং জাভা (২২ প্রবিধান)
বিষয় কোডঃ ২৮৫৫১
অধ্যায়-১ঃ ক্লাস এবং অবজেক্ট
অতি সংক্ষিপ্ত প্রশ্ন:১। জাভায় ডিক্লারেশনের ফরম্যাট লেখ।
২। ক্লাস মেম্বার অ্যাক্সেবিলিটি মোড গুলোর নাম লেখ।
৩। মেথড কাকে বলে?
৪। অবজেক্ট ও ক্লাস- এর মাঝে মূল পার্থক্য কী?
৫। ক্লাস মেম্বার গুলো কী কী?
সংক্ষিপ্ত প্রশ্ন
১। জাভা প্রোগ্রামিং এর মৌলিক অংশ দুটি কী কী? সংক্ষেপে লেখ।
২। উদাহরণসহ মেথড ডিক্লারেশনের সিনট্যাক্স উল্লেখ কর।
৩। ক্লাস ও অবজেক্ট এর মধ্যে পার্থক্য লেখ।
রচনামূলক প্রশ্ন
১। একটি প্রোগ্রাম লিখে ক্লাসের প্রটেক্টেড মেম্বার অ্যাক্সেসিং প্রক্রিয়া বর্ণনা কর।
২। উদাহরণসহ অবজেক্ট রেফারেন্স ভেরিয়েবল এসাইন করার পদ্ধতি বর্ণনা কর।
অধ্যায়-২ঃ মেথড
অতি সংক্ষিপ্ত প্রশ্ন১। কন্সট্রাক্টর কী?
২। মেথড ওভারলোডিং কাকে বলে?
৩। ওভারলোডিং কন্সট্রাক্টর বা কপি কন্সট্রাক্টর কাকে বলে?
৪। গারবেজ কালেকশন কী?
৫। return স্টেটমেন্ট ব্যবহার করা হয় কেন?
সংক্ষিপ্ত প্রশ্ন
১। ইনস্টেন্স ভেরিয়েবল কী?
২। Area নামে একটি Class তৈরি করে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের একটি Java Program লেখ।
৩। রিটার্ন স্টেটমেন্ট লেখার নিয়মাবলি কী কী?
৪। ওভারলোডেড মেথড ও ওভাররিডেন মেথডের মধ্যে পার্থক্য লেখ।
রচনামূলক প্রশ্ন
১। কনস্ট্রাক্টর মেথড ব্যবহার করে একটি জাভা প্রোগ্রাম লেখ।
২। প্রোগ্রামের মাধ্যমে ওভারলোডিং কনস্ট্রাক্টর বা কপি কনস্ট্রাক্টর পদ্ধতি ব্যাখ্যা কর।
অধ্যায়-৩ঃ জাভাতে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং
অতি সংক্ষিপ্ত প্রশ্ন১। এনক্যাপসুলেশন কাকে বলে?
২। পলিমরফিজম বলতে কী বুঝায়?
৩। সুপার ক্লাস ও সাব-ক্লাস কাকে বলে?
৪। মাল্টিলেভেল ইনহেরিট্যান্স কাকে বলে?
৫। ইন্টারফেস বাস্তবায়নের ফরম্যাট লেখ।
সংক্ষিপ্ত প্রশ্ন
১। মাল্টিলেভেল ইনহেরিট্যান্স এর ব্লকচিত্র অঙ্কন করে ফরম্যাট লেখ।
২। সুপার ক্লাস ও সাব-ক্লাস বর্ণনা কর।
৩। একটি উদাহরণের মাধ্যমে Java inheritance দেখাও।
রচনামূলক প্রশ্ন
১। সুপার ক্লাস ও সাব-ক্লাস ব্যবহার করে একটি Java Program তৈরি করে দেখাও।
২। মাল্টিলেভেল ইনহেরিট্যান্স ব্যবহার করে একটি জাভা প্রোগ্রাম লেখ।
অধ্যায়-৪ঃ স্ট্রিংস এবং ক্যারেক্টারস
অতি সংক্ষিপ্ত প্রশ্ন১। ক্যারেক্টার বলতে কী বুঝায়?
২। স্ট্রিং কী?
৩। জাভাতে ব্যবহৃত যে-কোনো দুটি স্ট্রিং মেথডের নাম লেখ।
৪। জাভায় ব্যবহৃত কমন স্ট্রিং বাফার কনস্ট্রাক্টরগুলোর নাম লেখ।
সংক্ষিপ্ত প্রশ্ন
১। ক্যারেক্টার, স্ট্রিং ও ক্যারেক্টার কনস্ট্যান্ট বলতে কী বুঝায়? উদাহরণসহ লেখ।
২। স্ট্রিং ও স্ট্রিং বাফারের মধ্যে পার্থক্য লেখ।
রচনামূলক প্রশ্ন
১। একটি প্রোগ্রামের মাধ্যমে জাভা স্ট্রিং কনস্ট্রাক্টরগুলো ব্যাখ্যা কর।
অধ্যায়-৫ঃ এক্সেপশন হ্যান্ডলিং
অতি সংক্ষিপ্ত প্রশ্ন১। এরর বলতে কী বুঝায়?
২। এক্সেপশন কী?
৩। এক্সেপশন কী কী কারণে হতে পারে?
৪। চেকড এক্সেপশন বলতে কী বুঝায়?
৫। ClassCast এক্সেপশন কখন সংঘটিত হয়?
৬। IOException কী?
৭। FileNotFound এক্সেপশন কখন সংঘটিত হয়?
সংক্ষিপ্ত প্রশ্ন
১। জাভা এক্সেপশন ক্লাস হায়ারারকি চিত্রের মাধ্যমে দেখাও।
২। জাভা এক্সেপশন হ্যান্ডলিংয়ে ব্যবহৃত কী-ওয়ার্ডগুলো লেখ।
৩। উদাহরণের মাধ্যমে try-catch ব্লক ব্যাখ্যা কর।
রচনামূলক প্রশ্ন
১। জাভা এক্সেপশন ক্লাসের হায়ারারকি চিত্রসহ বর্ণনা কর।
২। বিভিন্ন প্রকার জাভা এক্সেপশন বর্ণনা কর।
অধ্যায়-৬ঃ জাভা ডাটাবেজ সংযোগ
অতি সংক্ষিপ্ত প্রশ্ন১। কানেকশন কী?
২। স্টেটমেন্ট বলতে কী বুঝায়?
৩। ResultSet কী?
৪। JDBC ড্রাইভার কত প্রকার ও কী কী?
সংক্ষিপ্ত প্রশ্ন
১। JDBC ব্যবহারের সুবিধাসমূহ উল্লেখ কর।
২। ODBC ড্রাইভারের ব্লক ডায়াগ্রাম অঙ্গন কর।
৩। নেটওয়ার্ক প্রটোকল ড্রাইভার সংক্ষেপে বর্ণনা কর।
৪। ক্রিয়েট স্টেটমেন্ট বাস্তবায়ন প্রক্রিয়া ব্যখ্যা কর।
রচনামূলক প্রশ্ন
১। জাভা ডাটাবেজ কানেকটিভিটি উপাদান সমূহ বর্ণনা কর।
২। JDBC ড্রাইভারের প্রকারভেদ বর্ণনা কর।
অধ্যায়-৭ঃ সুইং
অতি সংক্ষিপ্ত প্রশ্ন১। জাভা সুইং বলতে কী বুরটি
২। সুইং কম্পোনেন্ট কী? উদাহরণসহ লেখ।
৩। JFrame কম্পনেন্টের সিনট্যাক্স লেখ।
৪। যে কোনো চারটি সুইং প্যাকেজের নাম লেখ।
সংক্ষিপ্ত প্রশ্ন
১। সিনট্যাক্সসহ JLabel কম্পোনেন্ট ব্যাখ্যা কর।
২। উদাহরণসহ JButton কম্পোনেন্ট বর্ণনা কর।
৩। JComponent ক্লাসের অধীনে ক্লাসগুলোর নাম লেখ।
রচনামূলক প্রশ্ন
১। জাভা সুইং কম্পোনেন্টসমূহ আলোচনা কর।
অধ্যায়-৮ঃ সার্ভলেট
অতি সংক্ষিপ্ত প্রশ্ন১। সার্ভলেট বলতে কী বুঝায়?
২। কয়েকটি জনপ্রিয় সার্ভলেট কন্টেইনার এর নাম লেখ।
৩। সার্ভলেট আর্কিটেকচারের কম্পোনেন্টসমূহের নাম লেখ।
৪। Service() মেথডের কাজ কী?
৫। সার্ভলেট লাইফ সাইকেল বলতে কী বুঝায়?
সংক্ষিপ্ত প্রশ্ন
১। চিত্রসহ জাভা সার্ভলেটের সংজ্ঞা লেখ।
২। সার্ভলেট আর্কিটেকচার কম্পোনেন্টসমূহ বর্ণনা কর।
৩। সিনট্যাক্সসহ যে-কোনো দুটি সার্ভলেট মেথড বর্ণনা কর।
রচনামূলক প্রশ্ন
১। ব্লক ডায়াগ্রামসহ সার্ভলেট আর্কিটেকচারের কার্যনীতি ব্যাখ্যা কর।
অধ্যায়-৯ঃ ইভেন্ট হ্যান্ডলিং
অতি সংক্ষিপ্ত প্রশ্ন১। ইভেন্ট কত প্রকার ও কী কী?
২। ম্যানুয়াল ইভেন্ট হ্যান্ডেলিং বলতে কী বুঝায়?
৩। ইভেন্ট সোর্স কী?
৪। ইভেন্ট হ্যান্ডেলিং ক্লাস বলতে কী বুঝায়?
৫। অ্যাকশন ইভেন্ট এর কাজ কী?
৬। মাউস ইভেন্ট কী?
সংক্ষিপ্ত প্রশ্ন
১। ম্যানুয়াল ইভেন্ট হ্যান্ডেলিং লেখ।
২। ডেলিগেশন ইভেন্ট মডেলের সুবিধাগুলো উল্লেখ কর।
৩। ইভেন্ট সোর্স বর্ণনা কর।
৪। ইভেন্ট লিসনার সংক্ষেপে লেখ।
৫। Override এনোটেশন লেখ।
রচনামূলক প্রশ্ন
১। ডেলিগেশন ইভেন্ট মডেল সচিত্র ব্যাখ্যা কর।
২। ডেলিগেশন ইভেন্ট মডেলের উপাদানসমূহ বর্ণনা কর।
৩। ইভেন্ট হ্যান্ডলিং ক্লাসসমূহ আলোচনা কর।
ধন্যবাদ অনেক গুলো কমন পড়ছে