ইলেকট্রিক্যাল ইন্সটলেশন, প্ল্যানিং অ্যান্ড এস্টিমেটিং (বিষয় কোড: ২৬৭৪১) এর সাজেশন

 

অর্ডিনারি কোচিং সেন্টার 
ইলেকট্রিক্যাল ইন্সটলেশন, প্ল্যানিং অ্যান্ড এস্টিমেটিং (২২ প্রবিধান) এর সাজেশন
বিষয় কোডঃ ২৬৭৪১
৪র্থ পর্বঃ ইলেকট্রিক্যাল
এই সাজেশন প্রকাশের তারিখঃ
অনুশীলনী-০১ঃ বৈদ্যুতিক স্থাপনার পরিকল্পনা ও প্রাক্কলন
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। বৈদ্যুতিক স্থাপনা বলতে কী বুঝায়?
২। বৈদ্যুতিক স্থাপনার ও পরিকল্পনা বলতে কী বুঝায়?
৩। অস্থায়ী বৈদ্যুতিক স্থাপনা বলতে কী বুঝায়?
৪। প্রাক্কলন কী?
৫। শ্রম ব্যয় প্রাক্কলন কী কী পদ্ধতিতে করা হয়?
৬। প্রত্যক্ষ প্রাক্কলনের ধাপসমূহ কী কী?
৭। ওভারহেড চার্জ কী কী?
৮। এস্টিমেন্ট করার পদ্ধতিগুলো কী কী?
৯। ক্যাটালগ কী?
১০। বৈদ্যুতিক সিডিউল কী?
১১। প্রত্যক্ষ প্রাক্কলনের ধাপসমূহ কী কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। অনাভ্যন্তরীণ বৈদ্যুতিক স্থাপনা বলতে কী বুঝায়?
২। অস্থায়ী বৈদ্যুতিক স্থাপনা বলতে কী বুঝায়? উদাহারণসহ উল্লেখ কর।
৩। ইনডোর ও আউটডোর ইনস্টলেশন-এর মধ্যে পার্থক্য কী?
৪। বৈদ্যুতিক স্থাপনার পরিকল্পনার প্রয়োজনীয়তা কী?
৫। প্ল্যানিং করার সময় লক্ষ্ণীয় বিষয়সমূহ কী কী?
৬। একটি শ্রেণিকক্ষের লোড সিডিউল প্রস্তুত কর।
৭। বৈদ্যুতিক সিডিউল বলতে কী বুঝায়?
৮। একটি কক্ষের লোড সিডিউল প্রস্তুত কর।
৯। ক্যাটালগ বা কোটেশন সংগ্রহ বলতে কী বুঝায়?
১০। ইলেকট্রিক্যাল এস্টিমেন্টিং কী?
১১। বৈদ্যুতিক স্থাপনার খরচ নিরুপণে বিবেচ্য বিষয়সমূহ কী কী ?
১২। এস্টিমেট করার যে-কোনো একটি পদ্ধতি ব্যাখ্যা কর।
১৩। পয়েন্ট পদ্ধতির এস্টিমেট বলতে কী বুঝায়?
রচনামূলক প্রশ্নসমূহঃ
১। বৈদ্যুতিক স্থাপনা বলতে কী বুঝায়? বিভিন্ন ধরনের বৈদ্যুতিক স্থাপনার উদাহারণ দাও।
২। অভ্যন্তরীণ ও অনাভ্যন্তরীণ বৈদ্যুতিক স্থাপনার তুলনা চিত্র বর্ণ্না কর।
৩। প্রাক্কলনের প্রয়োজনীয়তা বর্ণ্না কর।
অনুশীলনী-০২ঃ পরিমাপ বই, মূল্যতালিকা ও শ্রমহার
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। MB বলতে কী বুঝায়?
২। পরিমাপ বইয়ে কত ধরনের পরিমাপ লিপিবদ্ধ করা যায়?
৩। MB সংরক্ষ্নের প্রাথমিক দায়িত্ব কার?
৪। MB-তে কী কী বিষয় লিপিবদ্ধ থাকে?
৫। মূল্যতালিকা কী?
৬। শ্রমহার হিসেবের প্রধান বিবেচ্য বিষয় গুলো কী?
৭। কী কী পদ্ধতিতে শ্রমহার হিসাব করা যায়?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। MB বা পরিমাপ বইয়ের প্রয়োজনীয়তা কী?
২। একটি পরিমাপ বইয়ের প্রয়োজনীয়তা কী?
৩। ডলার পদ্ধতি ও ম্যান- আওয়ার পদ্ধতির পার্থক্য কী?
রচনামূলক প্রশ্নসমূহঃ
১। পরিমাপ বইয়ের গুরুত্ব বর্ণ্না কর।
অনুশীলনী-০৩ঃ উদ্ভাসন এবং লাইটিং স্কিম
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। দীপন ক্ষমতা কী?
২। ক্যান্ডেলা কি?
৩। MSCP বলতে কী বুঝায়?
৪। লুমিনাস ফ্লাক্স কী?
৫। উদ্ভাসন কী কী বিষয়ের উপর নির্ভরশীল?
৬। UF বলতে কী বুঝ?
৭। অবচয় ফ্যাক্টর কী?
৮। MSCP-এর পুর্ণ নাম কী?
৯। MHSCP-এর পুর্ণরূপ কী?
১০। MHSCP, DPIC, TPIC, ACSR, RCCB এর পুর্ণ্নাম লেখ।
১১। লুমেনাস ইন্টেন্সিটি কী?
১২। উদ্ভাসন কাকে বলে?
১৩। ডাইরেক্ট লাইটিং কী?
১৪। সেমিডাইরেক্ট লাইটিং বলতে কী বুঝায়?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। উদ্ভাসন বলতে কী বুঝায়?
২। ল্যাম্বর্টের সূত্রটি লেখ।
৩। উদ্ভাসনের সূত্রগুলো লিখ।
৪। ইউটিলাইজেশন ফ্যাক্টর বলতে কী বুঝায়?
৫। সলিড অ্যাঙ্গল বলতে কী বুঝায়?
৬। ইউটিলাইজেশন ফ্যাক্টরের মানগুলো কী কী বিষয়ের উপর নির্ভর করে?
৭। লাইটিং স্কিম কী?
৮। লাইটিং স্কিম কত প্রকার ও কী কী?
৯। পরোক্ষ লাইটিং বলতে কী বুঝায়?
১০। লাইটিং স্কিম ডিজাইনে কী কী বিষয় বিবেচনা করা হয়?
১২। ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট লাইটিং স্কিমের মধ্যে পার্থক্য দেখাও।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১। উদ্ভাসনের সূত্রগুলো প্রতিস্থাপিত কর।
২। কোনো তলের যে-কোনো বিন্দতে উদ্ভাসন নির্ণয়ের সূত্র প্রতিপাদন কর।
৩। লাইটিং স্কিম ডিজাইনের সময় যে-সকল বিষয় বিবেচনায় রাখা হয়, সেগুলো আলোচনা কর।
অনুশীলনী-০৪ঃ বৈদ্যুতিক লোড, পরিবাহীর বিদ্যুৎ বহন ক্ষমতা ও আকার নির্ণয়
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। তারের সাইজ নির্ধারণে বিবেচ্য বিষয়গুলো লেখ।
২। লাইটিং সার্কিট ক্ষেত্রে সর্বনিম্নতারের সাইজ কত?
৩। বৈদ্যুতিক আইনে কত শতাংশ ভোল্টেজ ঘাটতি সহনীয়?
৪। লাইটিং সার্কিটে কত ওয়াটের জন্য একটি সাব-সার্কিট বিবেচনা করা হয়?
৫। পাওয়ার সার্কিটে কত ওয়াট বা কত অ্যাম্পিয়ার লোডের জন্য একটি সাব-সার্কিট বিবেচণা করা হয়?
৬। লাইটিং লোডে সাব-সার্কিট নিরূপণের সূত্র লেখ।
৭। বৈদ্যুতিক তার উৎপাদনকারী চারটি প্রতিষ্ঠানের নাম লেখ।
৮। তারের সাইজ নির্বাচনের ধাপসমূহ কী কী?
৯। সুইচ কেন নিউট্রালে সংযোগ করা হয় না?
১০। একটি লাইটিং সাব-সার্কিটে অনুমোদিত ওয়াটেজ ও পয়েন্টের সংখ্যা কোট হোবে?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। লাইটিং লোডের সাব-সার্কিটের সংখ্যা নির্ণয়ের পদ্ধতি লেখ।
২। পরিবাহীর সাইজ নির্ণয়ে কী কী বিষয় বিবেচনা করা হয়?
৩। RM, RE ও SWG-এর ব্যবহার ও অর্থ লেখ।
অনুশীলনী-০৫ঃ অভ্যন্তরীণ বৈদ্যুতিক ওয়্যারিং
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। লাইটিং সাব-সার্কিটের অনুমোদিত লোড কত?
২। সাব-সার্কিট বলতে কী বুঝায়?
৩। DPIC, TPIC ও TPN বলতে কী বুঝায়?
৪। সামারি শিট কাকে বলে?
৫। বাসবার বলতে কী বুঝ?
৬। একটি লাইটিং সাব- সার্কিটে সর্বোচ্চ ওয়াটেজ এবং সর্বোচ্চ পয়েন্ট সংখ্যা কত ধরা হয়?
৭। সুইচ বোর্ডের নচের লাইন মেঝে হতে কত উচ্চতায় বসাতে হয়?
৮। লাইটিং সার্কিট কাকে বলে?
৯। কোনো বাড়ির মোট পয়েন্ট সংখ্যা ২০ হলে ঐ স্থাপনার ইন্সুলেশন রেজিস্ট্যার কত হওয়া উচিত?
১০। পোলারিটি টেস্ট কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। একটি কক্ষের বৈদ্যুতিক লোড শিডিউল প্রস্তুত কর।
২। বর্তমানে কোন ধরনের ওয়্যারিং বহুল প্রচলিত এবং কেন?
৩। কন্ডূইট ওয়্যারিং- এর ৪টি ফিটিংস-এর নাম লেখ।
৪। একটি প্রাক্কলনের সামারি শিটের নমুনা দেখাও।
৫। ব্যাটেন ওয়্যারিং-এর সুবিধা এবং অসুবিধা লেখ।
৬। ওয়ার্কশপে কোন ধরনের ওয়্যারিং করা হয় এবং কেন করা হয়?
৭। বাসবার বলতে কী বুঝায়?
৮। ওয়্যারিং শেষে কী কী টেস্ট করা হয়?
৯। সুইচের পোলারিটি টেস্ট করার পদ্ধতি বর্ণ্না কর।
১০। দুটি কন্ডাক্টরের মধ্যে ইন্সুলেশন রেজিস্ট্যান্স পরিমাপের পদ্ধতি বর্ণ্না কর।
১১। মোটর ওয়াইন্ডিং শেষে করনীয় টেস্টের নাম লেখ।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১। সারফেস কন্ডূইট ওয়্যারিং করার পদ্ধতি বর্ণ্না কর।
২। কনসিল্ড কন্ডূইট ওয়্যারিং করার পদ্ধতি লেখ।
৩। একটি একতলা বাড়ির পয়েন্ট মেথডে কনসিল্ড কন্ডূইট ওয়্যারিং এর এস্টিমাট প্রণয়ন কর।
অনুশীলনী-০৬ঃ ইলেকট্রিক্যাল ইনস্টলেশন, প্ল্যানিং অ্যান্ড এস্টিমেন্টিং
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। সার্ভিস মেইন কাকে বলে?
২। সার্ভিস কানেকশনের জন্য সর্বনিম্ন তারের সাইজ কত?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। সার্ভিস এন্ট্রাল কী কী অংশ নিয়ে গঠিত?
২। বহুতল বিল্ডিং-এর সাবস্টেশনে কী কী থাকে?
অনুশীলনী-০৭ঃ আর্থি-এর প্রাক্কলন
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। আর্থি বলতে কী বুঝায়?
২। কী কী উপাদানের উপর আর্থ রেজিস্ট্যার-এর মান নির্ভর করে?
৩। আর্থিং কপার ইলেক্ট্রোড-এর সাইজ কত?
৪। কোন কোন সরঞ্জামকে পৃথক দুটি আর্থ করতে হয়?
৫। বাসাবাড়িতে আর্থিং রেজিস্ট্যান্সের মান কত হওয়া বাঞ্জনীয়?
৬। কী কী উপাদানের উপর আর্থ রেজিস্ট্যান্স-এর মান নির্ভর করে?
৭। আর্থিং-এর মৌলিক উপাদানগুলো চিত্রসহ দেখাও।
৮।প্লেট আর্থিং-এ ব্যবহিত প্লেটের সাইজ ও ধাতুর নাম লেখ।
৯। আর্থ রেজিস্ট্যার কীভাবে নির্ণয় করা হয়?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। আর্থিং করার উদ্দেশ্য কী?
২। আর্থিং-এর প্রয়োজনীয়তা কী?
৩। আর্থ রেজিস্ট্যান্স কমানোর উপায় কী?
৪। সাবস্টেশন ও আবা্সিক ভবনের আর্থ রেজস্ট্যান্স উল্লেখ কর।
৫। প্লেট আর্থিং-এর পরিমাণসহ মালামালের এস্টিমেট তালিকা দাও।
৬। পাইপ আর্থিং-এর জন্য কী কী মালামালের দরকার হয় তার একটি তালিকা প্রস্তুত কর।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১। আর্থিং রেজিস্ট্যান্স পরীক্ষা পদ্ধতি বর্ণ্না কর।
২। বাজারদর অনুযায়ী পাইপ আর্থিং এর জন্য একটি এস্টিমেট প্রস্তুত কর।
৩। চিত্রসহ প্লেট আর্থিং-এর এস্টিমেট প্রস্তুত কর।
অনুশীলনী-০৮ঃ শিল্পে বৈদ্যুতিক স্থাপনার প্রাক্কলন
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। মোটর ওয়্যারিং- এ তারের সর্বনিম্ন অনুমোদিত সাইজ কত?
২। ফিউজের কারেন্ট রেটিং বলতে কী বুঝায়?
৩। একাধিক মোটরের ক্ষেত্রে মেইন সুইচের সাইজ কীভাবে নির্বাচন করা হয়?
৪। লিফটে কোন ধরনের মোটর ব্যবহিত হয়?
৫। 230V, 0.8pf, 1.5 অশ্বশক্তির একটি মোটর কত অ্যাম্পিয়ার কারেন্ট গ্রহণ করে?
৬। সার্ভিস লাইন বলতে কী বুঝায়?
৭। 3000W লাইটিং লোডে সাব-সার্কিট সংখ্যা কত হবে?
৮। লাইটিং সাব সার্কিটে সর্বোচ্চ কত লোড অনুমোদিত?
৯। সার্ভিস মেইন বা সার্ভিস ওয়্যার কাকে বলে?
১০। ACSR- এর পূর্ণনাম কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। একাধিক মোট্রের ক্ষেত্রে মেইন সুইচের সাইজ কীভাবে নির্বাচন করা হয়?
২। বৈদ্যুতিক এস্টিমেনট শেষে সামারি শিটের নমুনা প্রস্তুত কর।
৩। 10HP, 440V, P.f.0.8, n=80% রেটিং সম্পূর্ণ মোটরের ইনপুট কারেন্ট কত হবে?
৪। একটি তিন ফেজ মোটরের সকল যন্ত্রপাতিরসহ বৈদ্যুতিক সংযোগ চিত্র অঙ্কন কর।
৫। বৈদ্যুতিক স্থাপনার জন্য তারের সাইজ, মেইন সুইচ এবং স্টার্টারের সাইজ নির্ণয় পদ্ধতি কর।
৬। মোটর ওয়াইন্ডিং-এর জন্য স্পেসিফিকেশন্সহ মালামালের তালিকা দাও।
৭। সার্ভিস কানেকশন বলতে কী বুঝায়?
রচনামূলক প্রশ্নসমূহঃ
১। এ্কটি লে-আউট প্ল্যানের সাহায্যে মোটর , মেইন সুইচ , মোটর সুইচ স্টার্টার ও অন্যান্য সাহায্যকারী যন্ত্রপাতির অবস্থান উল্লেখ কর।
২। 400V, 25 HP,3-ফেজ বিশিষ্ট ওক্টি মোটরের তারের সাইজ, মেইন সুইচ এবং স্টার্টারের সাইজ নির্ণ্ন কর।
৩। 20HP, 400V. 3- একটি ইন্ডাকশন মোটরের পাওয়ার ফ্যাক্টর 0.8 এবং দক্ষতা 90% । মোটরটির ক্যাবল সাইজ , মেইন সুইচের সাইজ নির্ণয় কর এবং স্টার-ডেল্টা স্টার্টরের মাধ্যমে মোটরটির সংযোগ চিত্র অঙ্কন কর।
৪। একটি 15 র্হসপাওয়ার, 3 ফেজ, 400 ভোল্ট 50 হার্জ ইন্ডাকশন মোটরের কর্মদক্ষতা 80% এবং পাওয়ার ফ্যাক্টর 0.8 । মোটরটি মেইন সুইচ থেকে 10 মিটার দূরে অবস্থিত হলে-
1) মেইন সুইচ থেকে মোটর পর্যন্ত বৈদ্যুতিক সংযোগ চিত্র দাও।
2) প্রয়োজনীয় সামগ্রীর একটি এস্টিমেট তৈরি কর।
3) তারের সাইজ নির্ণয় কর।
অনুশীলনী-০৯ঃ নিম্নচাপ ওভারহেড বিতরণ লাইনের এস্টিমেট
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। ফিডার কাকে বলে?
২। ডিস্ট্রিবিউটর কাকে বলে?
৩। বিতরণ লাইনে ব্যবহিত ৪টি পোলের নাম লেখ।
৪। ওভারহেড লাইনে ব্যবহিত চারটি উপাদানের নাম লেখ।
৫। নিম্নচাপ বিতরণ ব্যবস্থার ভোল্টেজ কত?
৬। গৃহ বা ভবনের পাশ দিয়ে গমনরত 11KV ওভারহেড লাইন থেকে পার্শ্ববর্তীর ভবনের ন্যূনতম আনুভূনিক দূরূত্ব কত রাখা হয়?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। বিতরণ ব্যবস্থার উপাদানসমূহের তালিকা প্রস্তুত কর।
২। ওভারহেড লাইনের প্রধান উপাদানগুলোর নাম লেখ।
৩। নিম্নচাপ ওভারহেড লাইনের মালামালের তালিকা উল্লেখ কর।
৪। একটি সাব- স্টেশনের সিঙ্গিলের লাইন ডায়াগ্রাম অঙ্কন কর।
অনুশীলনী-১০ঃ বৈদ্যুতিক আইন, বিধি এবং ইলেক্ট্রনিক্যাল ইউটিলিটির কোড অনুধাবন
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। নিম্নচাপ বা Low Tension (LT) সমান কত ভোল্টেজকে বুজাহ্য?
২। কত কিলোওয়াট লোড পযন্ত এক ফেজ 230V (Single phase) সরবরাহ চলবে?
৩। সংযোজিত লোড (Connected Load) বোল্টে কি বূঝায়?
৪। অনুমোদিত লোড বলতে কী বুঝায়?
৫। সুইচ বোর্ড মেঝের তলদেশ হতে কত উপরে বসবে?
৬। বৈদ্যুতিক আইনে ভোল্টেজ ঘাটতির গ্রহণযোগ্য মান কত?
৭।কত লোডের জন্য 230/400 ভোল্ট সরবরাহ অনুমোদন করা হয়?
৮। এরিয়াল ফিয়জ বলতে কী বুঝায়? এটি কোথায় ব্যবহিত হয়?
৯। ড্রপ আউট ফিউজ কোথায় ব্যবহিত হয়?
১০। বৈদ্যুতিক বিধি অনুযায়ী ভোল্টেজভিত্তিক অনুমোদিত লোডের শ্রেণিবিভাগ উল্লেখ কর।
১১। বৈদ্যুতিক স্থাপনের ক্ষেত্রে দুটি নিরাপত্তার বিধি লেখ।
১২। বৈদ্যুতিক কোড বলতে কী বুঝায়?
১৩। NEC বলতে কী বুঝায়?
১৪। বৈদ্যুতিক কোড কত প্রকার ও কী কী?
১৫। লিফটে কোন ধরনের মোটর ব্যবহিত হয়?
১৬। এরিয়াল ফিউজ কোথায় ব্যবহিত হয়?
১৭। জাতীয় বিদ্যুৎ কোড কী বুঝায়?
১৮। বৈদ্যুতিক কাজে ব্যবহিত ৫ টি সেফটি ডিভাইস-এর নাম লেক।
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। অনুমোদিত লোড বলতে কী বুঝায়?
২। বিদ্যুৎ ব্যবহারের ঝুঁকির বিপরীতে নিরাপত্তামূলক ব্যবস্থা কী কী?
৩। বিদ্যুৎ ব্যবহারের ঝুঁকির বিপরীতে নিরাপত্তামূলক ব্যবস্থাগুলো উল্লেখ কর।
৪। ওয়্যারিং-এর জন্য ৫টি ভিধি লেখ।
৫। ভবনের পাশ দিয়ে ওভারহেড লাইনের তার টানার সময় উপরে ও পার্শ্বে উচ্চতা ও দূরত্ব বিভিন্ন ভোল্টেজের জন্য কতটুকু হওয়া প্রয়োজন উল্লেখ কর।
৬। ১০টি বৈদ্যুতিক কোডের তালিকা দাও।
৭। বৈদ্যুতিক কোড ব্যবহারের সুবিধাগুলো লেখ।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১। বিদ্যুৎ ব্যভারের ঝুঁকির বিরুদ্ধে নিরাপত্তামূলক ব্যবস্থা কী কী, বর্ণ্না কর?
২। বাংলাদেশ বিদ্যুৎ আইনের প্রধান ৫টি বিধি বর্ণ্না কর।
৩। বিদ্যুৎ ব্যভারের ঝুঁকির বিরুদ্ধে নিরাপত্তামূলক ব্যবস্থা সম্পর্কে আলোচনা কর।
৪। বিদ্যুৎ বিধি অনুযায়ী ভোল্টেজভিত্তিক অনুমোদিত লোডের শ্রেণীবিন্যাস উল্লেখ কর।
৫। বৈদ্যুতিক কোড কী? পাঁচটি বৈদ্যুতিক কোড লেখ।
৬। বৈদ্যুতিক কোড ব্যবহারের সুবিধাসমূহ বর্ণ্না কর।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি সিসি’র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url