রেফ্রিজারেশন সাইকেল অ্যান্ড কম্পোনেন্ট (বিষয় কোড: ২৭২৩১) এর সাজেশন

 


অর্ডিনারি কোচিং সেন্টার 
রেফ্রিজারেশন সাইকেল অ্যান্ড কম্পোনেন্ট এর সাজেশন
বিষয় কোডঃ ২৭২৩১
৩য় পর্বঃ মেকানিক্যাল, পাওয়ার, আর এ সি
এই সাজেশন প্রকাশের তারিখঃ
অনুশীলনী-০১ঃ কনভেনশনাল ও নন-কনভেনশনাল রেফ্রিজারেশন সাইকেল
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। রেফ্রিজারেশন কাকে বলে?
২। ASHAE-এর পূর্ণ নাম লেখ।
৩। কনভেনশনাল রেফ্রিজারেশন সাইকেলের নাম লেখ।
৪। কম্প্রেসরের কাজ কী?
৫। ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন কী?
৬। এক্সপানশন ডিভাইস-এর কাজ কী?
৭।ইভাপোরেটরের কাজ কী?
৮। থার্মো-কাপল কী?
৯। সিবেক ক্রিয়া কী?
১০। থার্মোইলেকট্রিক রেফ্রিজারেশন বলতে কী বুঝায়?
১১। হিমায়ন চক্র কী?
১২। অ্যাবজর্পশন রেফ্রিজারেশনের তিনটি ব্যবহার লেখ।
১৩। ইভাপোরেটিভ হিমায়ন কী?
১৪। ইভাপোরেটিভ কুলিং-এর চারটি প্রয়োগক্ষেত্র লেখ।
১৫। ড্রাই আইস কাকে বলে?
১৬। ড্রাই আইসের দুটি ব্যবহার ক্ষেত্র লেখ।
১৭। ট্রিপল পয়েন্ট কী?
১৮। ফ্লাস চাম্বারের কাজ কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন সাইকেলের ৪টি মৌলিক যন্ত্রাংশের নাম লেখ।
২। থার্মোইলেক্ট্রিক রেফ্রিজারেশন-এর বৈশিষ্ট্য লেখ।
৩। থার্মোইলেকট্রিক রেফ্রিজারেশন পদ্ধতি সুবিধা-অসুবিধা লেখ।
৪। ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেমের পিএইচ ডায়াগ্রাম অঙ্কন কর।
৫। ড্রাই আইসের গুণাবলি লেখ।
৬। কনভেনশনাল ও নন-কনভেনশনাল রেফ্রিজারেশন পদ্ধতির মধ্যে পার্থক্য লেখ।
৭। ইভাপোরেটিভ রেফ্রিজারেশন পদ্ধতির চিত্র অঙ্কন ক।
৮। কনভেনশনাল রেফ্রিজারেশন সিস্টেমের তালিকা দাও।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১। স্টিম জেট রেফ্রিজারেশন পদ্ধতির চিত্রসহ কার্যপ্রণালি লেখ।
২। চিত্রসহ ড্রাই আইস উৎপাদন প্রক্রিয়া বরণ্না কর
৩। চিত্রসহ ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন পদ্ধতির কার্যপ্রণালি লেখ।
৪। চিত্রসহ ভেপার অ্যাবজর্পশন রেফ্রিজারেশন পদ্ধতির কার্যপ্রণালি লেখ।
৫। চিত্রসহ থার্মোইলেকট্রিক রেফ্রিজারেশন পদ্ধতির কার্যপ্রণালি লেখ।
অনুশীলনী-০২ঃ ভেপার কম্প্রেশন এবং ভেপার অ্যাবজর্পশন রেফ্রিজারেশন পদ্ধতির
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। মাল্টিস্টেজ কম্প্রেসর বলতে কী বুঝায়?
২। ইন্টার কুলারের কাজ কী?
৩। ডি-ফ্রস্টিং কী?
৪। অ্যামোনিয়া-পানি বাস্প শোষণ পদ্ধতিতে অ্যামোনিয়ার কাজ কী?
৫। NH3 অ্যাবজর্পশন হিমায়ন পদ্ধতিতে সেপারেটরের কাজ কী?
৬। ক্যাসকেড সিস্টেম কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। রিসিভারের কাজ কী?
২। বাস্প সংকোচ পদ্ধতিতে এক্সপানশন ডিভাইসের কাজ লেখ।
৩। অ্যাকুমুলেটর-এর কাজ লেখ।
৪। অ্যাবজর্পশন পদ্ধতির সুবিধা লেখ।
৫। যান্ত্রিক হিমায়ন চক্রের চিহ্নিত চিত্র দাও।
৬। Vapour absorption system-এর মূলনীতি ব্যাখ্যা কর।
৭। বাস্প সংকোচ ও বাস্প শোষণ হিমায়ন পদ্ধতির দুটি পার্থক্য লেখ।
৮। বিভিন্ন অ্যাবজর্পশন পদ্ধতিতে ব্যবহিত দুই প্রকার শোষকের নাম লেখ।
৯। অ্যামোনিয়া পানি ও লিথিয়াম ব্রোমাইড পানি-এর মাঝে পার্থক্য লেখ।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১। চিত্রসহ বাস্প সংকোচ হিমায়ন পদ্ধতি বর্ণ্না কর।
২। চিত্রসহ অ্যামোনিয়া ওয়াটার ভেপার অ্যাবজর্পশন সাইকেলের বর্ণ্না দাও।
৩। চিত্রসহ ওয়াটার লিথিয়াম ব্রোমাইড অ্যাবজর্পশন সাইকেলের বর্ণ্না দাও।
৪। ভেপার কম্প্রেশন ও ভেপার অ্যাবজর্পশন পদ্ধতির পার্থক্য লেখ।
অনুশীলনী-০৩ঃ ভেপার কম্প্রেশন ও অ্যাবজর্পশন রেফ্রিজারেশন সাইকেলের যন্ত্রাংসমূহ
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। কম্প্রেসর বলতে কী বুঝায়?
২। ওপেন টাইপ কম্প্রেসরের বাহ্যিক আটটি অংশের নাম লেখ।
৩। ওপেন টাইপ কম্প্রেসরের অভ্যন্তরীণ আটটি অংশের নাম লেখ।
৪। কম্প্রেসর প্রধানত কত প্রকার ও কী কী?
৫। কম্প্রেশন রেশিও কী?
৬। কন্ডেন্সারের কাজ কী?
৭। ক্যাপিলারি টিউব ব্যবহারের সুবিধা লেখ।
৮। ডি-ফ্রস্টিং কয়েল কী?
৯। ভলিউমেট্রিক ফিসিয়েন্সি কী?
১০। ক্রিস্টালাইজেশন (Crystallization) কী?
১১। সোয়েপ্ট ভলিউম বলতে কী বুঝায়?
১২। হারমেটিক কম্প্রেসর বলতে কী বুঝায়?
১৩। আবাসিক রেফ্রিজারেটরে কোন ধরনের এক্সপানশন ডিভাইস ব্যবহিত হয়?
১৪। এক্সপানশন ডিভাইসের কাজ কী?
১৫। ক্যাপিলারি টিউবের কাজ কী?
১৬। আবাসিক রেফ্রিজারেটরে কোন ধরনের ইভাপোরেটর ব্যবহিত হয়?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। রেসিপ্রোকেটিং কম্প্রেসরের ১০টি অংশের নাম লেখ।
২। কম্প্রেসরের রেশিও-এর প্রভাব কী?
৩। রেসিপ্রোকেটিং ও রোটারি কম্প্রেসর-এর মধ্যে পার্থক্য লেখ।
৪। কন্ডেন্সারের শ্রেণিবিভাগ লেখ।
৫। কম্প্রেসর ক্যাপাসিটি বলতে কী বুঝায়?
৬। চিত্রে শেল অ্যান্ড টিউব কন্ডেন্সার বর্ণ্না কর।
৭। অটোমেটিক এক্সপানশন ভাল্ভের প্রভাহ বৈশিষ্ট্য চিত্রে দেখাও।
৮। থার্মোস্ট্যাটিক এক্সপানশন ভাল্ভের গঠন চিত্রাঙ্কন কর।
৯। ক্যাপিলারি টিউবের সুবিধাগুলো লেখ।
১০।কম্প্রেসরকে হিট পাম্প বলা হয় কেন?
১১। এক্সপানশন ডিভাইসের নাম লেখ।
১২। ফ্যান কয়েল ইউনিট এবং ইউনিট কুলারের মধ্যে পার্থক্য লেখ।
১৩। ইভাপোরেটোর-এর ব্যবহার ক্ষেত্র লেখ।
১৪। অ্যাটমোস্ফরি কন্ডেন্সার-এর চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ দেখাও।
১৫। কন্ডেন্সারের ব্যবহারক্ষেত্র লেখ।
১৬। একটি ওপেন টাইপ রেসিপ্রোকেটিং কম্প্রেসরের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত কর।
১৭। আবাসিক রেফ্রিজারেটরে কোন ধরনের কন্ডেন্সার ব্যবহার করা হয় এবং কেন?
১৮। অটোমেটিক এক্সপানশন ভালভ ব্যবহারের চারটি সুবিধা উল্লেখ কর।
১৯। কুলিং টাওয়ার কয় প্রকার ও কী কী?
রচনামূলক প্রশ্নসমূহঃ
১। রোটারি কম্প্রেসরের কার্যপ্রণালি বর্ণ্না কর।
২। অটোমেটিক এক্সপানশন ভালভের চিত্র অঙ্কন কর ও কার্যপ্রণালি বর্ণ্না কর।
৩। চিত্রসহ থার্মোস্ট্যাটিক এক্সপানশন ভাল্ভের কার্যপ্রণালি লেখ।
৪। বিভিন্ন প্রকার ইভাপোরেটরগুলোর নাম লেখ।
অনুশীলনী-০৪ঃহিমায়ন চক্রের আনুষঙ্গিক এবং সহায়ক যন্ত্রাংশসমূহ
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। সলিনয়েড ভাল্ভের ব্যবহার বা কাজ লেখ।
২। অ্যাকুমুলেটর কী?
৩। অ্যাবজর্বারের কাজ কী?
৪। প্রেসার রিলিফ ভালভের কাজ কী?
৫। রিসিভার বলতে কী বুঝায়?
৬। লিকুইড ইন্ডিকেটর কী?
৭। হিট এক্সচেঞ্জার (Heat exchanger) কী?
৮। রেক্টিফায়ার-এর কাজ কী?
৯। Check valve- এর কাজ কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। এক্সচেঞ্জারের কাজ লেখ।
২। অয়েল সেপারেটর-এর কাজ কী?
৩। সলিনয়েড ভাল্ভের কার্যপ্রণালি লেখ।
৪। প্রেসার রিলিফ ভালভ ব্যবহারের উদ্দেশ্য লেখ।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১। দশটি আনুষঙ্গিক যন্ত্রাংশের অবস্থান ও কাজ লেখ।
২। একটি সলিনয়েড ভালভের চিত্রসহ গঠনপ্রণালি বর্ণ্না দাও।
৩। বাইপাস ভাল্ভের কার্যপ্রণালি বর্ণ্না কর।
৪। প্রেশার রিলিভ ভালভ ও সার্ভিস ভালভ-এর মাঝে পার্থক্য লেখ।
অনুশীলনী-০৫ঃ হিমায়ক রিকোভারি এবং রিসাইক্লিং পদ্ধতি
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। সিএফসি কী?
২। এইচসিএফসি (HCFC) কী?
৩। ODP ও GWP বলতে কী বুঝায়?
৪। রিসাইক্লিং কী?
৫। রেফ্রিজারেন্ট রিকোভারি সিস্টেম কত প্রকার ও কী কী?
৬। প্যাসিভ রেফ্রিজারেন্ট রিকোভারি সিস্টেমের সহযোগী উপাদানসমূহ কী কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। “মন্ট্রিল প্রটোকল” সংক্ষেপে লেখ।
২। “কিয়েটো প্রটোকল” কী?
৩। রেফ্রিজারেন্ট রিকোভারি ইউনিটের সুবিধা লেখ।
৪। অ্যাকটিভ এবং প্যাসিভ রেফ্রিজারেন্ট রিকোভারি পদ্ধতির দুটি পার্থক্য লেখ।
৫। রিকোভারি সিস্টেমে ব্যবহিত ৫টি যন্ত্রাংশের নাম লেখ।
অনুশীলনী-০৬ঃ ভিআরএফ এবং ভিআরভি পদ্ধতি
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। VRF অর্থ কী?
২। VRV অর্থ কী?
৩। VRF সিস্টেম বলতে কী বুঝায়?
৪। VRV সিস্টেম বলতে কী বুঝায়?
৫। VRF এবং VRV সিস্টেমে ২টি পার্থক্য লেখ।
৬। VRF সিস্টেমের দুটি সুবিধা লেখ।
৭। VRF সিস্টেমের দুটি অসুবিধা লেখ।
৮। VRV সিস্টেমের ইনডোর ইউনিট কী কী অংশ নিয়ে গঠিত?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। VRV সিস্টেমের দুটি সুবিধা ও অসুবিধা লেখ।
২। VRF সিস্টেমের ওয়ার্কিং সাইকেল সংক্ষেপে আলোচনা কর।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১। VRF সিস্টেমের বেসিক ওয়ার্কিং সাইকেল চিত্রসহ বর্ণ্না কর।
২। VRV সিস্টেমের বেসিক ওয়ার্কিং সাইকেল চিত্রসহ বর্ণ্না কর।
৩। হিটিং মুডে ফ্যান কয়েল ইউনিট যুক্ত VRV সিস্টেমের চিত্রসহ বর্ণ্না কর।
অনুশীলনী-০৭ঃ ইনভার্টার এবং ভয়েস কন্ট্রোল আরএসি সিস্টেম
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। ইনভার্টার কী?
২। ইনভার্টার টেকনোলজির ভিন্নতা কী?
৩। ইনভার্টার এসি সিস্টেম বলতে কী বুঝায়?
৪। ইনভার্টার এসির তাপমাত্রা নিইয়ন্ত্রণ পদ্ধতি লেখ
৫। ইনভাড়ড়তার এসি কীভাবে বিদ্যুৎ সাশ্রয় করে?
৬। ইনভার্টার এসির ৩টি ব্যবহার লেখ।
৭। ইনভার্টার এসির দুটি সুবিধা লেখ।
৮। ভয়েস কন্ট্রোল দ্বারা কী কী? ডিভাইস পরিচালনা করা যায়?
৯। ইনভার্টার এসি এবং নন-ইনভার্টার এসির মধ্যে দক্কতা ও রেফ্রিজারেন্ট ইফেক্ট কার বেশি বা কম?
১০। ভয়েস অটোমেশনের ডিভাইসমূহ কী কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। ইনভার্টার এসি সিস্টেমের দুতী শূবীঢা ও ওশূবীঢা লেখ।
২। ভয়েশ কন্ট্রোল সিস্টেম নিয়ন্ত্রিণের ধাপসমূহ উল্লেখ কর।
৩। ইনভার্টার এয়ারকন্ডিশনিং সিস্টেমের অংশসমূহ কী কী?
৪। ডিসি ইনভার্টার কন্ট্রোল সার্কিট বলতে কী বুঝায়? সংক্ষেপে লেখ।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১। চিত্রসহ ভয়েস কন্ট্রোল আরএসি সিস্টেমের অপারেটিং সিস্টেম বা কার্যপ্রণালি বর্ণ্না কর।
অনুশীলনী-০৮ঃ হিমায়ক এবং গ্রিনহাউজ প্রভাব
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। হিমায়ক কী?
২। শিল্প ও বাণিজ্যিক হিমায়নে কী কী হিমায়ক ব্যবহিত হতে পারে?
৩। রেফ্রিজারেটরে কোন হিমায়ক ব্যবহার করা হয়?
৪। গ্রিনহাউজ বলতে কী বুঝায়?
৫। CFC কী?
৬। HFC বলতে কী বুঝায়?
৭। R-11 রেফ্রিজারেন্ট-এর রাসায়নিক নাম লেখ।
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। প্রাইমারি ও সেকেন্ডারি হিমায়কের মধ্যে পার্থক্য লেখ।
২। পাঁচটি হিমায়কের নাম, রাসায়নিক সংকেত লেখ।
৩। অর্গানিক ও ইনরানিক হিমায়কের মধ্যে পার্থক্য লেখ।
৪। অর্গানিক ও ইনর্গানিক হিমায়কের মধ্যে পার্থক্য লেখ।
৫। আদর্শ হিমায়কের চারটি বৈশিষ্ট্য লেখ।
৬। আধুনিক হিমায়কের সুবিধাসমূহ লেখ।
৭। চারটি পরিবেশবান্ধব হিমায়কের রাসায়নিক সংকেতসহ নাম লেখ।
৮। ODS, ODP, ও GWP বলতে কী বুঝায়?
৯। R-22, R-114, R-718, R-1270 হিমায়কগুলোর রাসায়নিক সংকেতসমূহ লেখ।
১০। গ্রিন হাউজ ইফেক্ট কী?
রচনামূলক প্রশ্নসমূহঃ
১। গ্রিনহাউজ ইফেক্ট বর্ণ্না কর।
২। আদর্শ হিমায়কের ৮টি গুণাবলি বর্ণ্না কর।
৩। CFC হিমায়ক পরিবেশের কী কী ক্ষতি করে?
অনুশীলনী-০৯ঃ এয়ার কারটিন, এয়ার হ্যান্ডেলিং ইউনিট, কম্পেসর কন্ডেন্সিং ইউনিট এবং ফ্যান কয়েল ইউনিট
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। এয়ার কারটিনের দুটি ব্যবহার লেখ।
২। AHU কী?
৩। সিসিইউ-এর দুটি সুবিধা লেখ।
৪। FCU কী?
৫। AHU কী কী বিষয়সমূহ পরিবর্তন করে?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। এয়ার কারটিন ব্যবহারে হিমায়ন ও শীতাতপ নিয়ন্ত্রণ পদ্ধতিতে ইতিবাচক দিকসমূহ কী কী?
২। এয়ার কারটিনের ব্যবহারক্ষেত্রসমূহ আলোচনা কর।
৩। এয়ার হ্যান্ডেলিং ইউনিটের বৈশিষ্ট্যসমূহ সংক্ষেপে লেখ।
৪। এয়ার হ্যান্ডেলিং ইউনিটের প্রধান অংশসমূহ কী কী?
অনুশীলনী-১০ঃ রেফ্রিজারেন্ট অয়েল
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। সান্দ্রতা কী?
২। চারটি তেলের নাম লেখ?
৩। ফ্লোক পয়েন্ট কী?
৪। কম্প্রেসর অয়েল কেন ব্যবহিত হয়?
৫। SSU, SUS, SAE, ISO-এর পূর্ণ নাম লেখ।
৬। SAE ভিসকোসিটি নাম্বার বলতে কী বুঝায়?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। কম্প্রেসর অয়েলের ৪টি বৈশিষ্ট্য লেখ।
২। অয়েল চার্জ কত প্রকার ও কী কী? বর্ণ্না কর।
৩। রেফ্রিজারেশন পদ্ধতিতে ব্যবহিত তিন প্রকার খনিজ তেলের নাম লেখ।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১। কম্প্রেসর অয়েলের প্রয়োজনীয়তা বা কাজ লেখ।
২। হিমায়ক অয়েলের নির্বাচিত উপাদানগুলো বর্ণ্না কর।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি সিসি’র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url