অপারেটিং সিস্টেম (বিষয় কোড:২৮৫৫৫) এর সাজেশন

 

অর্ডিনারি কোচিং সেন্টার
 অপারেটিং সিস্টেম (২২ প্রবিধান) এর সাজেশন
বিষয় কোডঃ ২৮৫৫৫
এই সাজেশন টি প্রকাশের তারিখ: ০২-০৪-২০২৪ ইং
অধ্যায়-১: অপারেটিং সিস্টেমের সাধারণ বৈশিষ্ট্যসমূহ
অতি সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। অপারেটিং সিস্টেম কী?
২। GUI- কী?
৩। কার্নেল কী?
৪। Post Program কী?
৫। Monitor Program কী?
৬। Multiprocessor কী?
সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। অপারেটিং সিস্টেমের উদ্দেশ্য কয়টি ও কী কী?
২। অপারেটিং সিস্টেমের কাজগুলো লেখ।
৩। মনিটর প্রোগ্রাম কী? এটির কাজ লেখ।
৪। কার্নেলের কার্যাবলি লেখ।
৫। লিনাক্স- এর বৈশিষ্ট্য লেখ।
৬। Resource manager হিসেবে অপারেটিং সিস্টেমের গুরুত্ব লেখ।
৭। বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেমের নাম লেখ।
৮। অপারেটিং সিস্টেম ও কার্নেলের মধ্যে পার্থক্য লেখ।
রচনামূলক প্রশ্নঃ
১। Windows ও Linax Operating System- এর মাঝে তুলনা কর।
২। অপারেটিং সিস্টেমের কার্যাবলি বর্ণনা কর।
অধ্যায় ২: অপারেটিং সিস্টেম স্ট্রাকচার
অতি সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। সিস্টেম কল-এর প্রকারভেদ উল্লেখ কর।
২। User Interface কত প্রকার ও কী কী?
সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। User Interface সার্ভিসের বর্ণনা দাও।
২। প্রসেস কন্ট্রোল সিস্টেম কলের কাজ কী কী?
৩। IOS হাইব্রিড সিস্টেমের বর্ণনা দাও।
রচনামূলক প্রশ্নঃ
১। অপারেটিং সিস্টেম সার্ভিসসমূহ বর্ণনা কর।
২। অপারেটিং সিস্টেম ডিজাইন ও বাস্তবায়ন প্রক্রিয়া বর্ণনা কর।
অধ্যায়-৩: ব্যাচ প্রসেসিং সিস্টেম
অতি সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। JCL- কী?
২। JCL Computer কে কী কী তথ্য প্রদান করে।
৩। স্পুলিং-এর প্রয়োজনীয়তা লেখ।
সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। কেন Batch Processing করা হয়।
২। Batch সিস্টেম- এর সুবিধাগুলো লেখ।
৩। JCL কী কী তথ্য প্রদান করে।
রচনামূলক প্রশ্নঃ
১। Batch Processing-এর সংক্ষিপ্ত বর্ণনা দাও।
২। Spooling System বর্ণনা কর।
অধ্যায়-৪:প্রসেস ম্যানেজমেন্ট এবং থ্রেড
অতি সংক্ষিপ্ত প্রশ্ন:
১। প্রসেস কী?
২। Process-এর State-গুলোর নাম লেখ।
৩। সিডিউলার কী?
৪। প্রসেস কন্ট্রোলের গুরুত্ব ব্যাখ্যা কর।
৫। Multiprogramming বলতে কী বুঝায়?
৬। Peterson Solution কী?
৭। Process Scheduling বলতে কী বুঝায়?
সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। একটি প্রসেস-এর অবস্থাগুলো বর্ণনা কর।
২। সিডিউলিং কিউ বর্ণনা কর।
৩। Process এবং Program-এর পার্থক্য লেখ।
৪। সিডিউলিং কেন করা হয়?
রচনামূলক প্রশ্নঃ
১। প্রসেসরের বিভিন্ন অবস্থানগুলোর বর্ণনা দাও।
২। Process Scheduling এবং Scheduling Queue বর্ণনা কর।
অধ্যায়-৫: প্রসেস সিডিউলিং
অতি সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। সিডিউলিং কাকে বলে?
২। CPU বাউন্ড প্রোগ্রাম ও I/O বাউন্ড প্রোগ্রাম কী?
৩। Throughput কী?
৪। Time Slice কী?
৫। Response time কী?
৬। Waiting time কী?
সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। CPU Scheduling সংক্ষেপে বর্ণনা কর।
রচনামূলক প্রশ্নঃ
১। Scheduling Algorithm -গুলো বর্ণনা কর।
২। Round Robin Algorithm লেখ।
অধ্যায়-৬: ডেডলক
অতি সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। ডেডলক কী?
২। ডেডলক এর শর্তগুলো উল্লেখ কর।
৩। Deadlock detection Algorithm কত প্রকার ও কী কী?
৪। Deadlock detection-এর বিবেচ্য বিষয় কয়টি ও কী কী?
৫। Roll back বলতে কী বুঝ?
সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। ডেডলক এর শর্তগুলো লেখ।
২। Deadlock থেকে মুক্ত হওয়ার উপায়সমূহ কী কী?
রচনামূলক প্রশ্নঃ
১। Deadlock দূরীকরণের Algorithm বর্ণনা কর।
২। Deadlock detect করার Algorithm লেখ।
অধ্যায়-৭: মেমরি ম্যানেজমেন্ট টেকনিক
অতি সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। ফ্রাগমেন্টেশন কী?
২। ফ্রাগমেন্টেশন কত প্রকার ও কী কী?
৩। পেজিং কী?
৪। মেমরি ম্যানেজমেন্ট স্কিমগুলো কী কী?
৫। Swapping কী?
৬। মেমরি ম্যানেজমেন্ট বলতে কী বুঝায়?
৭। RAM, ROM, PROM, DRAM, SRAM, SAM, DAM- এর পুরো নাম লেখ।
৮। সেগমেন্ট কী?
৯। সিঙ্গেল কন্টিগিউয়াস অ্যালোকেশন ও পার্টিশন অ্যালোকেশনের মধ্যে পার্থক্য লেখ।
সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। Multiple Partition Scheme কী?
২। Internal ও External fragmentation-এর মধ্যে পার্থক্য লেখ।
৩। Internal ও External fragmentation-এর বর্ণনা দাও।
৪। ভার্চুয়াল মেমরি কী?
রচনামূলক প্রশ্নঃ
১। মেমরি ম্যানেজমেন্টের ফাংশনগুলো বর্ণনা কর।
২। Multiple Partition Allocation বর্ণনা কর।
৩। চিত্রসহ Swapping প্রসেস বর্ণনা কর।
অধ্যায়-৮: স্টোরেজ এবং আই/ও সিস্টেম
অতি সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। SASD এবং DASD- এর মধ্যে পার্থক্য কী?
২। I/O Hardware কী?
৩। I/O Software কী?
৪। RAID কী?
৫। BUS কী?
সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। I/O Software-এর উদ্দেশ্যগুলো লেখ।
২। I/O Hardware-এর বৈশিষ্ট লেখ।
৩। Input/Output System-এর কার্যাবলি বর্ণনা কর।
রচনামূলক প্রশ্নঃ
১। I/O Hardware-এর লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা কর।
২। I/O System- এর প্রতিটি স্তুর-এর কাজ বর্ণনা কর।
অধ্যায়-৯:ফাইল সিস্টেম
অতি সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। ফাইল সিস্টেম বলতে কী বুঝায়?
২। ফাইল পয়েন্টার কী?
৩। ফাইল অপারেশনগুলো লেখ।
৪। Disk free space management বলতে কী বুঝায়?
৫। পূর্ণনাম লেখঃ FAT, NTFS, NFS, DRAM, DOS.
৬। ফাইল অ্যাট্রিবিউট কী?
সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। Database Management System ও File Processing System-এর মধ্যে পার্থক্য লেখ।
২। সাধারণ File System- এর বৈশিষ্ট্যগুলো লেখ।
৩। ফাইল সিস্টেমের সংগঠন বর্ণনা কর।
রচনামূলক প্রশ্নঃ
১। চিত্রসহ File System Organization বর্ণনা কর।
২। ডিস্ক ফ্রি স্পেস ম্যানেজমেন্ট পদ্ধতি বর্ণনা কর।
অধ্যায়-১০: ডস, উইন্ডোজ, ইউনিক্স ও লিনাক্স অপারেটিং সিস্টেমের বৈশিষ্ট্যাবলি
অতি সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম কী?
২। মাল্টি-ইউজার অপারেটিং সিস্টেম কাকে বলে?
৩। মাল্টিপ্রসেসিং অপারেটিং সিস্টেম কী?
৪। কয়েকটি অপারেটিং সিস্টেমের নাম লেখ।
৫। শেল কী?
৬। জনপ্রিয় ২টি লিনাক্স অপারেটিং সিস্টেম-এর নাম লেখ।
সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। বিভিন্ন প্রকার অপারেটিং সিস্টেমের বর্ণনা দাও।
২। অপারেটিং সিস্টেম বলতে কী বুঝায়?
৩। লিনাক্স অপারেটিং সিস্টেমের সুবিধাগুলো লেখ।
৪। লিনাক্স অপারেটিং সিস্টেমের অসুবিধাগুলো লেখ।
৫। ডস ও উইন্ডোজ অপারেটিং সিস্টেমের মধ্যে পার্থক্য লেখ।
রচনামূলক প্রশ্নঃ
১। লিনাক্স অপারেটিং সিস্টেমের বৈশিষ্ট্যসমূহ বর্ণনা কর।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি সিসি’র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url