অপারেটিং রুম ইকুইপমেন্ট (বিষয় কোডঃ ২৮৬৩২) এর সাজেশন
অর্ডিনারি কোচিং সেন্টার
অপারেটিং রুম ইকুইপমেন্ট এর সাজেশন
বিষয় কোডঃ ২৮৬৩২
এই সাজেশন প্রকাশের তারিখঃ
অনুশীলনী-০১ঃ অপারেটিং রুম
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ১। অপারেটিং রুম এর সংজ্ঞা দাও।
২। অপারেটিং রুমে কী কী মনিটরিং ইকুইপমেন্ট ব্যবহার করা হয়?
৩। অপারেটিং রুমে নিয়োজিত জনবলের তালিকা দাও।
৪। সাকশন মেশিনের কাজ কী?
৫। অপারেটিং রুমের ৫টি গুরুত্বপূর্ণ যন্ত্রের নাম লেখ।
৬। Anesthetic gases কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। বিভিন্ন প্রকার সার্জারি সংক্ষিপ্ত কাজ লেখ।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১। অপারেটিং রুমের পরিবেশের বর্ণনা কর।
২। অপারেটিং রুমে ব্যবহিত সাধারণ ইকুইপমেন্টর বর্ণনা দাও।
৩। অপারেটিং রুমে নিয়োজিত জনবলের বর্ণনা দাও।
৪। অপারেটিং রুমের মৌলিক যন্ত্রপাতির সংক্ষিপ্ত বর্ণনা দাও।
অনুশীলনী-০২ঃ অপারেটিং রুমের নির্বীজনের কৌশলসমূহ
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ১। স্টেরিলাইজেশন কী?
২। Infection কাকে বলে?
৩। স্টেরিলাইজেশন পদ্ধতিগুলো কী কী?
৪। স্টিম স্টেরিলাইজেশনের অত্যাবশ্যকীয় প্যারামিটারগুলো কী কী?
৫। রেডিয়েশন স্টেরিলাইজেশনে ব্যবহিত পদ্ধতিগুলো কী কী?
৬। ইনফেকশন কন্ট্রোল বলতে কী বুঝায়?
৭। CSSD-এর পূর্ণ্নাম লেখ।
৮। অটোক্লেইভ-এর সংজ্ঞা দাও।
৯। অটোক্লেইভ-এর প্রয়োগ লেখ।
১০। অটোক্লেইভের ইলেকট্রিক্যাল কম্পোনেন্টগুলো কী কী?
১১। অটোক্লেইভ মেশিনে ভ্যাকুয়াম পাম্প কী জন্য ব্যবহার করা হয়?
১২। মাইক্রোপ্রসেসর নিয়ন্ত্রিত অটোক্লাইভ বলতে কী বুঝায়?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। স্টেরিলাইজেশনের প্রয়োজনীয়তা লেখ।
২। Dry heat sterilization-এর সুবিধা ও অসুবিধা লেখ।
৩। বিভিন্ন প্রকার অটোক্লেইভের নাম উল্লেখ কর।
৪। মাইক্রোপ্রসেসর-ভিত্তিক অটোক্লেইভের সুবিধা উল্লেখ কর।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১। স্টিম স্টেরিলাইজেশন পদ্ধতির বর্ণনা দাও।
২। অটোক্লেইভের গঠন ও কার্যনীতি বর্ণনা কর।
৩। মাইক্রোপ্রসেসর নিয়ন্ত্রিত অটোক্লেইভের অপারেশন বর্ণনা কর।
৪। অটোক্লেইভ মেশিনের রক্ষণাবেক্ষণ বর্ণনা কর
অনুশীলনী-০৩ঃ ওটি লাইট এবং ওটি টেবিল
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। OT লাইট বলতে কী বুঝায়?
২। ওটি লাইটে উজ্জ্বলতা কনট্রোলের জন্য কী ব্যবহার করা হয়?
৩। ওটি লাইটের দক্ষতা কী কী বিষয়ের উপর নির্ভর করে?
৪। OT টেবিল কী?
৫। OT লাইটের ফোকাস ও উজ্জ্বলতা কনট্রোল কি?
৬। একটি আদর্শ OT লাইটের প্রয়োজনীয় অংশগুলোর নাম লেখ।
৭। সাধারণ OT লাইটের ফোকাস ও উজ্জ্বলতা কন্ট্রোল কী?
৮। OT লাইটের ট্রান্সফর্মারের কাজ কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। বিভিন্ন প্রকার ওটি টেবিলের নাম উল্লেখ কর।
২। ওটি লাইটের ফোকাস ও উজ্জ্বলতা কীভাবে নিয়ন্ত্রণ করা হয়?
রচনামূলক প্রশ্নসমূহঃ
১। চিত্রসহ OT Light-এর প্রধান অংশগুলোর বর্ণনা দাও।
২। একটি ইলেকট্রো-হাইড্রোলিক ওটি টেবিলের গঠন বর্ণনা কর।
অনুশীলনী-০৪ঃ সাকশন অ্যাপারেটারস
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ১। সাকশন মেশিন কী?
২। একটি সাকশন মেশিনের ইলেকট্রিক্যাল কম্পোনেন্টসগুলো কী কী?
৩। Overflow protection বলতে কী বুঝায়?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। লো-পাওয়ার সাকশন মেশিন-এর সংজ্ঞা দাও।
২। সাকশন মেশিনের প্রয়োগ লেখ।
৩। সাকশন মেশিনের মেরামত ও রক্ষণাবেক্ষণ লেখ।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১। সাকশন মেশিনের গঠন ও কার্যনীতি সচিত্র বর্ণনা দাও।
২। সাকশন মেশিনের কার্যাবলি চিহ্নসহ বর্ণনা কর।
৩। সাকশন মেশিনের গঠন ও কার্যাবলি বর্ণনা কর।
অনুশীলনী-০৫ঃ সার্জিক্যাল ডায়াথার্মি ইউইট
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ১। ইলেকট্রোসার্জারি বলতে কী বুঝায়?
২। ইলেকট্রোসার্জারিতে ব্যবহিত কারেন্টের ফ্রিকুয়েন্সি রেঞ্জ কত?
৩। ইলেকট্রোসার্জিক্যাল ইউনিট কী কী ধরনের ঝুঁকি থাকে?
৪। ইলেকট্রোসার্জিক্যাল অ্যানালাইজার কী?
৫। বাইপোলার ইলেকট্রোসার্জারি টেকনিক বলতে কী বুঝায়?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। বাইপোলার ইলেকট্রোসার্জারির টেকনিক বর্ণনা কর।
২। মনোপোলার ইলেকট্রোসার্জারির মূলনীতি লেখ।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১। ইলেকট্রোসার্জারির মূলনীতি বর্ণনা কর।
২। সলিড স্টেট ইলেকট্রোসার্জিক্যাল ইউনিটের ব্লকসহ বর্ণনা দাও।
৩। ইলেকট্রোসার্জিক্যাল Analyzer-এর বর্ণনা দাও।
অনুশীলনী-০৬ঃ হ্যাডার্জ অ্যান্ড সেফটি অফ অপারেটিং রুম
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ১। পার্সোনাল সেফটি (Personal safety) কী?
২। পেশেন্ট সেফটি বলতে কী বুঝায়?
৩। ভারটি লাইফ সাপোর্ট ইক্যুইপমেন্ট নাম লেখ।
৪। কেমিক্যাল সেফটির সংজ্ঞা দাও।
৫। বায়ো-হ্যার্জাড বলতে কী বুঝায়?
৬। বেস হ্যার্জাড কী?
৭। ফায়ার সেফটি কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। মেডিক্যাল ইকুইপমেন্টস সেফটি প্যারামিটারগুলো কী কী?
২। সাধারণ ল্যাবরেটরি গ্যাস হ্যার্জাডসমূহ উল্লেখ কর।
৩। ব্যাকটেরিওলজিক্যাল হ্যাজার্ড বলতে কী বুঝায়?
৪। NFPA 101 Life safety code-এর প্রস্তাবসমূহ লেখ।
৫। ফায়ারের প্রকারভেদ সংক্ষেপে বর্ণনা কর।
৬। ইলেকট্রিক শক হ্যাজার্ড কাকে বলে?
রচনামূলক প্রশ্নসমূহঃ
১। ইকুইপমেন্টস সেফটির জন্য ইলেকট্রোমেডিক্যাল প্রকৌশলীদের ভূমিকা বর্ণনা কর।
২। ফায়ার সেফটি ইভ্যালুয়েশন সিস্টেম (FSES)-এর বর্ণনা দাও।
৩। মেডিক্যাল ইকুইপমেন্ট সেফটি প্যারামিটার বর্ণনা কর।
অর্ডিনারি সিসি’র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url