কম্পিউটার আর্কিটেকচার অ্যান্ড মাইক্রোপ্রসেসর (বিষয় কোডঃ ২৮৫৫৩) এর সাজেশন

 


অর্ডিনারি কোচিং সেন্টার
কম্পিউটার আর্কিটেকচার অ্যান্ড মাইক্রোপ্রসেসর (২২ প্রবিধান)
বিষয় কোডঃ ২৮৫৫৩
এই সাজেশনটি প্রকাশের তারিখঃ ১০-০৪-২০২৪ ইং

অধ্যায়-১ঃ সিম্পল অ্যাজ পসিবল কম্পিউটার আর্কিটেকচার
অতি সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। কন্ট্রোলার সিকুয়েন্সারের কাজ কী?
২। ম্যাক্রো-ইনস্ট্রাকশনের অপারেশন কোড লেখ।
৩। কন্ট্রোল ওয়ার্ড কাজ সম্পাদনে কয়টি সাইকেল ব্যবহৃত হয়?
৪। মেশিন সাইকেল বলতে কী বুঝায়?
সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। মেশিন সাইকেল বলতে কী বুঝায়?
২। মেশিন সাইকেল ও ইনস্ট্রাকশন সাইকেল বলতে কী বুঝায়?
৩। দুইটি ডেসিমাল সংখ্যা যোগ করার প্রোগ্রাম লেখ।
রচনামূলক প্রশ্নঃ
১। Sap-1 কম্পিউটারের আর্কিটেকচার চিত্রসহ বর্ণনা কর।
অধ্যায়-২ঃ কম্পিউটার আর্কিটেকচারের বেসিকস
অতি সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। Flag register-এর কাজ কী?
২। Accumulator-এর কাজ কী?
৩। জেনারেল রেজিস্টার মেশিনে কতটি রেজিস্টার থাকে ও কী কী?
৪। জেনারেল রেজিস্টার মেশিন বলতে কী বুঝায়?
৫। স্ট্যাক পয়েন্টারের কাজ কী?
৬। ফ্লাগ বলতে কী বুঝায়?
৭। Instruction- বলতে কী বুঝায়?
সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। Register কত প্রকার ও কী কী? উদাহরণসহ সংজ্ঞা দাও।
২। কম্পিউটার স্ট্রাকচারের প্রকারভেদ উদাহরণসহ উল্লেখ কর।
৩। Stack কী? Stack-এর প্রধান দুইটি কাজ লেখ।
৪। একটি Accumulator based machine-এর ব্লক চিত্র অঙ্গন করে প্রতিটি ব্লকের নাম লেখ।
৫। জেনারেল পারপাস রেজিস্টার এবং ডেডিকেটেড রেজিস্টার-এর মধ্যে পার্থক্য লেখ।
৬। Op-code encoding এবং decoding বলতে কী বুঝায়?
৭। হাফম্যান এনকোডিং স্কিম বর্ণনা কর।
৮। বিভিন্ন প্রকার ইনস্ট্রাকশন ফরম্যাট-এর বর্ণনা দাও।
রচনামূলক প্রশ্নঃ
১। জেনারেল রেজিস্টার মেশিনের ব্লক ডায়াগ্রাম অঙ্কন করে কার্যপ্রণালি বর্ণনা কর।
২। হাফম্যান এনকোডিং প্রক্রিয়া বর্ণনা কর।
অধ্যায়-৩ঃ সিপিইউ ডিজাইনের বেসিক
অতি সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। ALU- এর কাজ কী?
২। একটি প্রচলিত সিপিইউ -এর প্রধান অংশগুলো উল্লেখ কর।
৩। Co-Processor-বলতে কী বুঝ?
৪। কো-প্রসেসরের কাজ লেখ।
৫। MAR ও MBR-এর পূর্ণনাম লেখ।
সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। একটি আদর্শ সিপিইউ-এর ব্লকচিত্র অঙ্কন করে কন্ট্রোল ইউনিটের কাজ দেখাও?
২। চার বিটের একটি জেনারেল পারপাস রেজিস্টার অঙ্কন করে দেখাও।
৩। Co-Processor interface-এর শ্রেণিবিভাগ লেখ।
৪। Intelligent monitor interface-এর ব্লকচিত্র অঙ্গন করে সংক্ষেপে লেখ।
রচনামূলক প্রশ্নঃ
১। ৪-বিট জেনারেল রেজিস্টার-এর ব্লক ডায়াগ্রাম অঙ্গন করে বর্ণনা দাও?
২। 4-bit ALU ব্লক ডায়াগ্রাম অঙ্গন করে বর্ণনা দাও।
অধ্যায়-৪ঃ মেমরি অর্গানাইজেশন এবং ইনপুট/আউটপুট সিস্টেম
অতি সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। হার্ড ডিস্ক- এর বাহ্যিক উপাদানগুলো লেখ।
২। প্লেটারের কাজ কী?
৩। Track কী?
৪। সেক্টর কী?
৫। সিলিন্ডার কী?
সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। Cache memory বলতে কী বুঝ?
২। চারটি 1k × 4RAM চিপ ব্যবহার করে 4k × 4RAM তৈরির ডায়াগ্রাম অঙ্গন কর।
৩। প্রমাণ কর যে, ক্যাশ মেমরি-এর Efficiency A = 1/1+y(1-h).
৪। ইন্টারাপ্ট ইনপুট /আউটপুট বলতে কী বুঝায়?
৫। Interrupt I/O basic concept- এর বর্ণনা দাও?
৬। DMA কন্ট্রোলারের কাজ কী?
৭। DMA Operation-এর সুবিধা লেখ।
রচনামূলক প্রশ্নঃ
১। চারটি 1k × 4RAM ব্যবহার করে একটি 4k × 4RAM চিপ অঙ্গন করে বর্ণনা দাও।
২। DMA System-এর ব্লক ডায়াগ্রাম অঙ্গন করে বর্ণনা দাও।
অধ্যায়-৫ঃ ৮০৮৬ মাইক্রোপ্রসেসরের আর্কিটেকচার
অতি সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। ইনস্ট্রাকশন কিউ এর কাজ কী?
২। ৮০৮৬ মাইক্রোপ্রসেসরের স্ট্যাটাস পিনগুলোর নাম লেখ।
৩। Microprocessor-এর Bit সংখ্যা বলতে কী বুঝায়?
৪। ৮০৮৬ মাইক্রোপ্রসেসরের মেমরি কন্ট্রোল সিগন্যালের কাজ লেখ।
৫। 8086-এর Segment register গুলোর নাম লেখ।
৬। Bit কী?
৭। 8086 Microprocessor- এর maximum এবং minimum mode -এর মূল পার্থক্য লেখ।
সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। ৮০৮৬ প্রসেসরের ফ্লাগ রেজিস্টারের ডায়াগ্রাম অঙ্গন কর।
২। ৮০৮৬ মাইক্রোপ্রসেসরের Pin diagram অঙ্গন কর।
৩। সেগমেন্ট রেজিস্টার কী?
৪। ইন্টেল-৮০৮৬ মাইক্রোপ্রসেসরের রেজিস্টারের চিত্র অঙ্গন কর।
৫। ৮০৮৫/৮০৮৮ এবং ৮০৮৬ মাইক্রোপ্রসেসরের পার্থক্য লেখ।
৬। 16-bit Microprocessor-এর চারটি প্রধান প্রধান বৈশিষ্ট্য লেখ।
রচনামূলক প্রশ্নঃ
১। ইন্টেল ৮০৮৬ মাইক্রোপ্রসেসরের আর্কিটেকচার অঙ্গন করে বাস ইন্টারফেস ইউনিটের কাজ বর্ণনা কর।
২। ইন্টেল ৮০৮৬ এর মিনিমাম মোড সিস্টেম চিত্রসহ বর্ণনা কর।
অধ্যায়-৬ঃ ৮০৮৬ মাইক্রোপ্রসেসরের অ্যাসেমব্লি কোড ব্যবহার করে প্রোগ্রামিং
অতি সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। STC ও CLC ইনস্ট্রাকশনের কাজ কী?
২। CLI ও STI ইনস্ট্রাকশনের কাজ লেখ।
৩। MOV AL(SI) ইনস্ট্রাকশনটি ব্যাখ্যা কর।
৪। CALL ও JMP ইনস্ট্রাকশনের মূল পার্থক্য কী?
৫। অ্যাসেমব্লার কী?
৬। SEGMENT ইনস্ট্রাকশন কেন ব্যবহার করা হয়?
৭। ডিবাগার কী?
৮। সিডো কোড কাকে বলে?
৯। অ্যাসেমব্লি ল্যাংগুয়েজ প্রোগ্রামে ব্যবহৃত ফিল্ডসমূহ কী?
সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। ৮০৮৬ প্রসেসরের মেমরি সম্পর্কিত অ্যাড্রেসিং মোডগুলোর নাম লেখ।
২। CALL ও JUMP ইনস্ট্রাকশনের কাজ কী?
৩। ৮০৮৬ প্রসেসরের ইনস্ট্রাকশন ফরম্যাটকে কীভাবে সংজ্ঞায়িত করা যায়?
৪। MOV AL, BL ইনস্ট্রাকশনটি নির্বাহের আগে ও পরের অবস্থা চিত্রসহকারে প্রকাশ কর।
৫। অ্যাসেমব্লারের প্রকারভেদ লেখ।
রচনামূলক প্রশ্নঃ
১। ৮০৮৬ প্রসেসরের ইনস্ট্রাকশন সেট বর্ণনা কর।
২। ৮০৮৬ প্রসেসরের রেজিস্টার অ্যাড্রেসিং মোড নির্বাহকরণের পূর্বে এবং পরে রেজিস্টারের প্রভাব আলোচনা কর।
অধ্যায়-৭ঃ ৮০৮৬ মাইক্রোপ্রসেসরের মেমরি ইন্টারফেস
অতি সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। ইন্টারফেসিং কী?
২। মাইক্রোপ্রসেসরের অ্যাড্রেস বাসের সাইজ কত?
৩। Demultiplex বলতে কী বুঝায়?
সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। জোড় এবং বিজোড় অ্যাড্রেস বাউন্ডারি বলতে কী বুঝ?
২। মেমরি ব্যাংক বলতে কী বুঝ?
৩। ৮০৮৬ প্রসেসরের রিড সাইকেল অঙ্গন কর।
৪। ৮০৮৬ প্রসেসরের অ্যাড্রেস স্পেস অঙ্গন কর।
রচনামূলক প্রশ্নঃ
১। ৮০৮৬ প্রসেসরের মিনিমাম সিস্টেম ইন্টারফেস অঙ্গন করে বর্ণনা কর।
২। ৮০৮৬ মাইক্রোপ্রসেসরের মেমরি অ্যাড্রেস স্পেসের হার্ডওয়্যার ব্যবস্থাপনা বর্ণনা কর।
অধ্যায়-৮ঃ ৮০৮৬ মাইক্রোপ্রসেসরের ইনপুট/আউটপুট ইন্টারফেসিং
অতি সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। PPI কী?
২। ৮০৮৬-এর I/O ইনস্ট্রাকশন কয়টি ও কী কী?
৩। DMA বলতে কী বুঝায়?
৪। IN এবং OUT ইনস্ট্রাকশন কত প্রকার?
৫। মাইক্রোপ্রসেসরের ব্যবহৃত সাপোর্ট চিপসমূহের নাম লেখ।
৬। Peripheral device কী?
সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। মেমরি ম্যাপড আই/ও বলতে কী বুঝায়?
২। PPI এর আর্কিটেকচার অঙ্গন কর।
৩। PIC কয়টি মোডে কাজ করে ও কী কী?
৪। HLDA অবগত সিগন্যাল বর্ণনা কর।
রচনামূলক প্রশ্নঃ
১। চিত্রের মাধ্যমে ৮০৮৬ প্রসেসরের মিনিমাম মোড ইন্টারফেসের বর্ণনা কর।
২। PPI এর ব্লক ডায়াগ্রাম অঙ্গন করে সংক্ষেপে বর্ণনা কর।
৩। DMA Controller এর মাধ্যমে Data transfer পদ্ধতি বর্ণনা কর।
অধ্যায়-৯ঃ ৮০৮৬ মাইক্রোপ্ররসেসরের ইন্টারাপ্ট ইন্টারফেস
অতি সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। ইন্টারাপ্ট কী?
২। সফটওয়্যার ইন্টারাপ্ট কাকে বলে?
৩। প্রি-ডিফাইন্ড ইন্টারাপ্ট বলতে কী বুঝায়?
৪। ৮০৮৬ প্রসেসরে কয়টি উৎস হতে ইন্টারাপ্ট সিগন্যাল আসতে পারে?
সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। ইন্টারাপ্ট রেসপন্স কী?
২। ইন্টারাপ্ট কয় প্রকার ও কী কী?
৩। বেস অ্যাড্রেস কাকে বলে?
রচনামূলক প্রশ্নঃ
১। ইন্টারাপ্ট ভেক্টর টেবিল অঙ্গন করে বর্ণনা কর।
২। ইন্টারাপ্ট কয় প্রকার ও কী কী, বর্ণনা কর।
অধ্যায়-১০ঃ অ্যাডভান্সড মাইক্রোপ্রসেসরের বৈশিষ্ট্য
অতি সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। ইন্টেল ৮০২৮৬-এর ইন্টার্নাল আর্কিটেকচার কয়টি ইউনিটে বিভক্ত?
২। সুপার স্কেলার আর্কিটেকচার কী?
৩। রিয়্যাল মোড কাকে বলে?
৪। BIST- এর কাজ কী?
৫। BIST- এর পূর্ণ নাম কী?
সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। ডুয়েল কোর বা কোয়াড কোর কী?
২। পেন্টিয়াম প্রসেসর কয়টি মোডে কাজ করে ও কী কী?
৩। পেন্টিয়াম-৪ প্রসেসরের স্পেসিফিকেশন উল্লেখ কর।
৪। মাল্টিপ্রসেসিং-এর সুবিধা লেখ।
৫। পেন্টিয়াম প্রসেসরের বৈশিষ্ট্য উল্লেখ কর।
৬। Intel core i3 প্রসেসরের বৈশিষ্ট্য লেখ।
৭। Intel core i7 প্রসেসরের বৈশিষ্ট্য লেখ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি সিসি’র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url