মেডিক্যাল ট্রান্সডিউসার অ্যান্ড সেন্সরস্ (বিষয় কোড: ২৮৬৩১) এর সাজেশন

 


অর্ডিনারি কোচিং সেন্টার
মেডিক্যাল ট্রান্সডিউসার অ্যান্ড সেন্সরস্
বিষয় কোড: ২৮৬৩১
৩য় পব : ইলেকট্রমেডিক্যাল
এই সাজেশনটি প্রকাশের তারিখ:  ০৪-০৪০২০২৪ ইং
অনুশীলনী-০১: ট্রান্সডিউসার এবং সেন্সরসমূহ
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। Transducer-এর সংজ্ঞা দাও।
২। Sensor কী?
৩। Transducer-এর দুটি ব্যবহার লেখ।
৪। Active transducer বলতে কী বুঝায়?
৫। তাপমাত্রা পরিমাপক চারটি ট্রান্সডিউসারের নাম লেখ।
৬। Optical Fiber Sensor কাকে বলে?
৭। Biosenor-এর সংজ্ঞা দাও।
৮। চারটি ইলেকট্রনিক Transducer-এর নাম লেখ।
৯। লোডিং ইফেক্ট কাকে বলে?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। ট্রান্সডিউসারের শ্রেণীবিভাগ উল্লেখ কর।
২। বিভিন্ন প্রকার সেন্সরের সংক্ষিপ্ত বর্ণ্না দাও।
৩। ইলেকট্রিক্যাল ট্রান্সডিউসারের প্রয়োগ লেখ।
৪। Sensor-এর প্রকারভেদ লেখ।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১। ট্রান্সডিউসারের বৈশিষ্ট্য লেখ।
২। ট্রান্সডিউসার নির্বাচনের ফ্যাক্টরগুলো বর্ণ্না কর।
অনুশীলনী-০২: থার্মিস্টর
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। থার্মিস্টর কাকে বলে?
২। থার্মোরেজিস্টার বলতে কী বুঝায়?
৩। থার্মাল টাইম কন্সট্যান্ট কী?
৪। RTD-এর পূর্ণ্নাম লেখ।
৫।থার্মোইলেকট্রিক পদার্থগুলোর তালিকা লেখ।
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। থার্মিস্টর-এর মূলনীতি লেখ।
২। বিভিন্ন প্রকার থার্মিস্টর প্রোবের বর্ণ্না দাও।
৩। থার্মিস্টরের V-I বৈশিষ্ট্য রেখা বর্ণ্না কর।
৪। থার্মোরেজিস্টর ও থার্মিস্টরের বায়োমেডিক্যাল প্রয়োগ লেখ।
৫। থার্মিস্টর ও রেজিস্ট্যান্স থার্মোমিটারের পার্থক্য লেখ।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১। থার্মিস্টরের সাহায্যে তাপমাত্রা পরিমাপকরণ বর্ণ্না কর।
অনুশীলনী-০৩: থার্মোকাপল সেন্সরসমূহ
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। থার্মোকাপল বলতে কী বুঝায়?
২। RTD কী?
৩। LVDT এর পূর্ণ নাম লেখ।
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। RTD-এর সুবিধা ও আসুবিধাসমূহ লেখ।
২। থার্মোকাপলের ব্যবহার লেখ।
৩। থার্মোরেজিস্টর ও থার্মিস্টরের মাঝে পার্থক্য লেখ।
৪। থার্মোকাপনের সুবিধা ও আসুবিধাসমূহ লেখ।
৫। Thermistor ও Thermocouple- এর মাঝেদুটি পার্থক্য লেখ।
৬। থার্মোকাপলের মূলনীতি লেখ।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১। থার্মোকাপলের গঠন ও কার্যাবলি বর্ণ্না কর।
২। RTD-এর গঠন কার্যাবলি বর্ণ্না কর।
অনুশীলনী-০৪: স্ট্রেইন গেজ ও মেটালিক স্ট্রেইন গেজ
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। পিজোইলেকট্রিক স্ট্রেইন গেজ কী?
২। গেজ ফ্যাক্টরের সূত্র লেখ।
৩। রেজিস্ট্যান্স স্ট্রেইন গেজ কী?
৪। ম্যাগনেটোরেজিস্টিভ ট্রান্সডিউসার কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। পিজোইলেক্ট্রিক স্ট্রেইন গেজ কী?
২। স্ট্রেইন গেজ ম্যাটেরিয়ালের বৈশিষ্ট্য বর্ণ্না কর।
৩। বিভিন্ন প্রকার স্ট্রেইন গেজের তালিকা দাও।
৪। মেটালিক স্ট্রেইন গেজের অপারেশন বর্ণ্না কর।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১। স্ট্রেইন গেজের থিওরি বর্ণ্না কর।
২। পটেনশিওমেট্রিক ট্রান্সডিউসারের কার্যাবলি সচিত্র বর্ণ্না কর।
৩। স্ট্রেইন গেজ এলিমেন্টের সাহায্যে রক্তচাপ পরিমাপের কৌশল সচিত্র বর্ণ্না কর।
অনুশীলনী-০৫: ট্রান্সডিউসার এবং সেন্সরসমূহের গঠন

অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। LVDT কী? এর ব্যবহার লেখ।
২। RVDT-কী?
৩। ক্যাপাসিটিভি ট্রান্সডিউসার কী?
৪। RVDT এর ব্যবহার লেখ।
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। ক্যাপাসিটিভি ট্রান্সডিউসারের বায়োমেডিক্যাল প্রয়োগ লেখ।
২। LVDT-কী? এটির সুবিধা ও-অসুবিধা লেখ।
৩। ক্যাপাসিটিভি ট্রান্সডিউসারের সুবিধা-অসুবিধা লেখ।
৪। ইন্ডাক্টিভ ট্রান্সডিউসারের সুবিধা ও অসুবিধা লেখ।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১। LVDT এর গঠন ও কার্যপ্রিণালি বর্ণ্না কর।
২। ক্যাপাসিটিভি ট্রান্সডিউসারের চিত্রসহ সংক্ষেপে লেখ।
৩। LVDT-এর মূলনীতি লেখ।
অনুশীলনী-০৬: ফটোইলেকট্রিক এবংপিজোইলেকট্রিক ট্রান্সডিউসার
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। ফটোইলেকট্রিক ট্রান্সডিউসার বলতে কী বুঝায়?
২। পাঁচটি ফটোইলেকট্রিক ট্রান্সডিউসারের নাম লেখ।
৩। Photovotaic cell-এর দুটি ব্যবহার লেখ।
৪। পিজোইলেকট্রিক ইফেক্ট কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। ফটোভোল্টাইক সেল কাকে বলে?
২। পিজোইলেকট্রিক পদার্থের বৈশিষ্ট্য লেখ।
৩। ফটোইমিসিভ সেলের কার্যনীতি বর্ণ্না কর।
৪। ফটোকন্ডাকটিভ সেলের মূলনীতি বর্ণ্না কর।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১। একটি ফটোমাল্টিপ্লায়ার টিউবের গঠন ও কার্যাবলি বর্ণ্না কর।
২। ফটোভোল্টাইক সেলের কার্যাবলি বর্ণ্না কর।
অনুশীলনী-০৭: রাসায়নিক সংখ্যার পরিমাপ
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। pH বলতে কী বুঝায়?
২। বাফার দ্রবণ কী?
৩। কেমিক্যাল ট্রান্সডিউসার (Chemical transducer) কী?
৪। বিভিন্ন প্রকারের মেকানিক্যাল ট্রান্সডিউসারের নাম লেখ।
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। pH ইলেকট্রোড কী?
২। Pco2 Electrode- এর চিত্র অঙ্কন করে নাম লেখ।
৩। PO2 electrode-এর চিত্র অঙ্কন কর।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১। Pco2 ইলেকট্রোডের মূলনীতি বর্ণ্না কর।
২। চিত্রসহ pH ইলেকট্রোডের কার্যাবলি বর্ণ্না কর।
অনুশীলনী-০৮: প্রাথমিক সংবেদনশীল উপাদান

অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ

১। প্রাইমারি ডিটেক্টরস কাকে বলে?
২। ৪টি মেকানিক্যাল স্প্রিং এর নাম লেখ।
৩। গ্রুভিং রিং (Grooving ring) কী?
৪। লোড সেল (Load cell) কী?
৫। চাপ সংবেদনশীল প্রাইমারি ডিভাইসের নাম লেখ।
৬। এক্স-রে ডিটেক্টরের ফিজিক্যাল প্যারামিটারগুলো কী কী?
৭। প্রেসার ক্যাপসুল বলতে কী বুঝায়?
রচনামূলক প্রশ্নসমূহঃ
১। বারডন টিউবের প্রকারভেদ বর্ণ্না কর।
অনুশীলনী-০৯: চাপ পরিমাপের ট্রান্সডিউসার
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। Gauge pressure বলতে কী বুঝায়?
২। বায়শূন্য গেজ (Vacuum gauge) কী?
৩। ম্যাকলিয়ড গেজ কী?
৪। Thermocouple বায়শূন্য Gauge কী?
৫। থার্মোকাপল বায়শূন্য গেজের প্রধান অসুবিধা কী?
৬। পিরানি গেজ কী?
৭। ম্যাকলিয়ড গেজের সুবিধাদি লেখ।
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। বায়শূন্য গেজের শ্রেনিবিভাগ দেখাও।
২। ম্যাকলিয়ড গেজের সুবিধা ও অসুবিধা উল্লেখ কর।
৩। ভ্যাকুয়াম গেজের সাধারণ পরিমাপ সীমা উল্লেখ কর।
৪। ম্যাকলিয়াড গেজের ব্যবহার লেখ।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১। ম্যাকলিয়াড গেজের গঠন ও কার্যনীতি বর্ণ্না কর।
২। থার্মোয়ায়নিক আয়নাইজেশন গেজের গঠন ও কার্যনীতি সচিত্র বর্ণ্না কর।
৩। থার্মোকাপল ভ্যাকুয়াম গেজের কার্যনীতি বর্ণ্না কর।
অনুশীলনী-১০: বায়োসেন্সর
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। বায়োসেন্সর বলতে কী বুঝায়?
২। চারটি সংবেদনশীল জৈবিক উৎপাদনের নাম লেখ।
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। বিভিন্ন ধরনের বায়োসেন্সর-এর তালিকা দেখাও।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি সিসি’র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url