মেক্যানিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস্ (বিষয় কোড: ২৭০৩১) এর সাজেশন

 


অর্ডিনারি কোচিং সেন্টার
মেক্যানিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস্ (২২ প্রবিধান)
বিষয় কোডঃ ২৭০৩১
২য় পর্বঃ আর এ সি ৩য় পর্বঃ মেক্যানিক্যাল, অটোমোইল, মেকাট্রনিক্স
এই সাজেশন প্রকাশের তারিখঃ ১৩-০৪-২০২৪ ইং
অনুশীলনী-০১ঃ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস-এর ভিত্তি
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। প্রকৌশল সামগ্রী কী?
২। প্রকৌশল সামগ্রীর ৬টি ধর্ম উল্লেখ কর।
৩। নির্মাণসামগ্রীর ভৌত ধর্ম বলতে কী বুঝায়?
৪। পীড়ন কত প্রকার ও কী কী?
৫। বিকৃতি কত প্রকার ও কী কী?
৬। পীড়ন ও বিকৃতির সূত্র লেখ।
৭। প্রকৌশল সামগ্রীর যান্ত্রিক ধর্মগুলো কী কী?
৮। ACI ও AASHO- এর পুরো নাম লেখ।
৯। স্থিতিস্থাপকতা কী?
১০। ভঙ্গুরতা কী?
১১। প্রকৌশল বা নির্মাণসামগ্রীর ভৌত ধর্মগুলো কী কী?
১২। অ্যালুমিনিয়াম কী?
১৩। অ্যালুমিনিয়ামের প্রধানতম আক্রিকের নাম সংকেতসহ লেখ।
১৪। অ্যালুমিনিয়াম কী কী কাজে ব্যবহিত হয়?
১৫। অ্যালুমিনিয়ামের আক্রিকগুলো কী কী?
১৬। API ও SAE কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। পয়শনের অনুপাত সংক্ষেপে বুঝিয়ে লেখ।
২। প্রকৌশল সামগ্রী নির্বাচনে বিবেচ্য বিষয়গুলো সংক্ষেপে উদ্ধত কর।
৩। ভালো নির্মাণসামগ্রীর কী কী বৈশিষ্ট্য থাকা উচিত?
৪। প্রকৌশল সামগ্রীর ভৌত গুণাগুণ লেখ।
৫। সচরাচর ব্যবহিত প্রকৌশল সামগ্রীগুলোর নাম লেখ।
৬। BSI, ASTM, AASHO, AASHTO, MIT, IRC, CSTI, ACI, ASM, ASME, API, SAE সংক্ষিপ্ত নামের প্রতিষ্ঠানগুলোর পূর্ণ্নাম লেখ।
৭। অ্যালুমিনিয়ামের ধর্মগুলো লেখ।
৮। অ্যালুমিনিয়ামের ব্যবহারগুলো লেখ।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১। প্রকৌশল সামগ্রী নির্বাচনে বিবেচ্য বিষয়গুলো লেখ।
২। সচরাচর ব্যবহিত প্রকৌশল সামগ্রীগুলোর নাম লেখ।
৩। অ্যালুমিনিয়ামের ব্যবহার উল্লেখ কর।
৪। অ্যালুমিনিয়ামের ধর্ম ও ব্যবহার লেখ।
৫। অ্যালুমিনিয়াম সামগ্রী কোথায় কোথায় ব্যবহুত হয় এবং কেন?
অনুশীলনী-০২ঃ ধাতু ও সংকর
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। লৌহজ ধাতু বলতে কী বুঝায়?
২। শিল্পকারখানার ব্যবহিত বিভিন্ন লোহার নাম লেখ।
৩। আকরিক কী?
৪। লোহার আকরিকগুলো কী কী?
৫। ঢালাইলোহা কী?
৬। কার্বনের উপর ভিত্তি করে ইস্পাতের প্রকারভেদগুলো লেখ।
৭। সংকর ইস্পাত কী?
৮। স্টেইনলেস স্টিল কী?
৯। মাইল্ড স্টিল বলতে কী বুঝায়?
১০। পাঁচটি সংকর ইস্পাতের নাম লেখ।
১১। নিকেল কীভাবে তৈরি করা হয়?
১২। অলৌহজ ধাতু বলতে কী বুঝায়?
১৩। বিয়ারিং মেটাল বলতে কী বুঝায়?
১৪। ডুরালুমিন কী?
১৫। ইস্পাতকে কী করণে সংকবায়ন করা হয়?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। ধাতুমলের ব্যবহার সম্পর্কে লেখ।
২। ঢালাইলোহার বৈশিষ্ট্য বা ধর্মগুলো লিখ।
৩। মাইল্ড স্টিলের ব্যবহারিক ক্ষেত্রগুলো কী কী?
৪। মাইল্ড স্টিল ও কাস্ট আয়রণ-এর মাঝে পার্থক্য দেখাও।
৫। ঢালাইলোহা এবং পেটা লোহার মধ্যে পার্থক্য লেখ।
৬। যে কোনো ৩টি লোহার আকরিকের সতকরা হারসহ নাম লেখ।
৭। পাঁচটি করে লৌহ ও অলৌহজাত ধাতব পদার্থের নাম লেখ।
৮। অ্যালুমিনিয়ামের ৪টি ধর্ম/বৈশিষ্ট্য ও ৪টি ব্যবহার লেখ।
৯। পিতল ও কাঁসার মধ্যে পার্থক্য লেখ।
১০। ধাতুর সংকরীকরণের উদ্দেশ্যগুলো লেখ।
১১। বিয়ারিং মেটালের জী কী গুণাবলি থাকা প্রয়োজন?
রচনামূলক প্রশ্নসমূহঃ
১। ঢালাইলোহার বৈশিষ্ট্য বা ধর্মগুলো লেখ।
২। যে কোনো- পাঁচটি Alloy steel-এর নাম লিখে এদের ব্যবহারিক ক্ষেত্রগুলো বর্ণ্না কর।
৩। কপার ও অ্যালুমিনিয়ামের ব্যবহার লেখ।
অনুশীলনী-০৩ঃ বালি ও সিমেন্ট
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। উৎস অনুসারে বালিকে কী কী শ্রেণীতে ভাগ করা যায়।
২। আকার অনুযায়ী বালির শ্রেণীবিভাগ কর।
৩। বালির সূক্ষতাঙ্ক বা সূক্ষতা গুণাঙ্ক (FM) বলতে কী বুঝায়?
৪। বালিত আয়তন স্ফীতি বলতে কী বুঝায়?
৫। সমুদ্রের বালি নির্মাণে ব্যবহার না করাই শ্রেয় কেন?
৬। সিমেন্টে চুন কী কাজ করে?
৭। সিমেন্টে জিপসাম কী কাজ করে বা সিমেন্টে জিপসাম দেওয়া হয় কেন?
৮। কার্যক্ষেত্রে সিমেন্টের পরীক্ষাগুলো কী কী?
৯। সিমেন্টের ধর্মগুলো লেখ।
১০। CPNC বলতে কী বুঝায়?
১১। সিমেন্টের হাইড্রেশন বলতে কী বুঝায়?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। আকার অনুযায়ী বালির পরিচিতি ও ব্যবহার লেখ।
২। ভালো বালির ধর্মগুলো উল্লেখ কর।
৩। বালির সূক্ষতা গুণাঙ্ক নির্ণয়ের পদ্ধতি সংক্ষেপে আলোচনা কর।
৪। বালি গ্রেডিং-এর উদ্দেশ্য কী?
৫। পোর্টল্যান্ড সিমেন্টের খনিজ উপাদানের তালিকা তরী কর।
৬। সিমেন্টের উপাদানের নাম শতকরা হিসেবে লেখ।
৭। সিমেন্টের ব্যবহারক্ষেত্র লেখ।
৮। সিমেন্ট গুদামজাতকরণের উপায় উল্লেখ কর।
৯। ভেজা পদ্ধতিতে সিমেন্ট তৈরীর প্রবাহ চিত্র অঙ্কন কর।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১। সিমেন্ট প্রস্তুতির ভিজা পদ্ধতি বর্ণ্না কর।
২। সিমেন্টের প্রাথমিক সেটিং টাইম পরীক্ষা পদ্ধতি বর্ণ্না কর।
অনুশীলনী-০৪ঃ শব্দশোধক ও তাপ অন্তরক সামগ্রী
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। অন্তরক সামগ্রীর কাজ কী?
২। পাঁচটি প্রাকৃতিক তাপ অন্তরক সামগ্রীর নাম লেখ।
৩। শব্দ অন্তরক সামগ্রী কী?
৪। শব্দশোষক সামগ্রী কী?
৫। পাঁচটি শব্দশোষক সামগ্রীর নাম লেখ।
৬। অন্তরক সামগ্রী বা ইন্সুলেটর কী?
৭। ফ্রেয়ন কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। শব্দ অন্তরক সামগ্রীর কাজ কী?
২। তাপ অন্তরক কৃত্রিম সামগ্রীগুলোর নাম লেখ।
৩। অন্তরক সামগ্রীর কার্যাবলি লেখ।
৪। অন্তরক সামগ্রীগুলোর নাম লেখ।
৫। ইমারতের দেওয়াল নির্মাণের সময় শব্দশোষণকারী সামগ্রী ব্যবহার করা হয় কেন?
রচনামূলক প্রশ্নসমূহঃ
১। অন্তরক সামগ্রী হিসাবে অ্যাজবেস্টস-এর ব্যবহারগুলো লেখ।
২। তাপ, বিদ্যুৎ ও শব্দ অন্তরক সামগ্রীর বৈশিষ্ট্য গুলো লেখ।
৩। রাবার, কর্ক ও ইবোনাইট প্রাপ্তির উৎসগুলো ব্যাখ্যা কর।
অনুশীলনী-০৫ঃ কাচ ও মৃৎসামগ্রী
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। কাচ কী?
২। টেরাকোটা বলতে কী বুঝায়?
৩। পোর্সিলিন (Porcelin) কী?
৪। কাচে পটাশের মাত্রা ও কাজ উল্লেখ কর।
৫। কাচের উপাদানগুলো কী কী?
৬। তন্তু কাচ কী?
৭। সিরামিকের ধর্মগুলো কী কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। কাচ তৈরির কাঁচামালের নাম লেখ।
২। বিভিন্ন ধরনের বাণিজ্যিক কাচের নাম লেখ।
৩। শতকরা হারসহ টেরাকোটার উপাদানের তালিকা উদ্ধত কর।
৪। সিরামিকের শ্রেণিবিভাগ লেখ।
৫। কাচের ধর্ম সংক্ষেপে লেখ।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১। সিরামিকের ধর্মগুলো লেখ।
অনুশীলনী-০৬ঃ রঙ এবং বার্নিশ
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। বার্নিশ কী?
২। রঙের উপাদানগুলো কী কী?
৩। ডিস্টেস্পার কেন স্ট্রাকচার/কাঠামোর বাহিরে ব্যবহার করা হয় না?
৪। পেইন্টে কী কী শুষ্কীকারক উপাদান ব্যবহিত হয়?
৫। রঙ কেন ব্যবহার করা হয়?
৬। রঙের কাজ কী?
৭। বার্নিশের মূল উপাদানগুলো কী কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। ভালো বার্নিশের বৈশিষ্ট্যগুলো লেখ।
২। রঙ ও বার্নিশের তুলনামূলক পার্থক্য লেখ।
৩। উত্তম রঙের বৈশিষ্ট্য লেখ।
অনুশীলনী-০৭ঃ আগুন ও পানিরোধী সামগ্রী
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। অগ্নিরোধী সামগ্রী কী?
২। দূর্গল বা অগ্নিসহনীয় সামগ্রী কী?
৩। অগ্নিরোধী সামগ্রী নাম লেখ।
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। পানিরোধী সামগ্রী হিসাবে অ্যাজবেস্টস- এর বুবহার লেখ।
২। দূর্গল বা অগ্নিসহনশীল সামগ্রীর বৈশিষ্ট্যগুলো কী কী?
রচনামূলক প্রশ্নসমূহঃ
১। অগ্নিসহনীয় সামগ্রীর বৈশিষ্ট্যগুলো লেখ।
অনুশীলনী-০৮ঃ প্লাস্টিক
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। প্লাস্টিকস কী?
২। পলিমার কী?
৩। ডুরাপ্লেক্স কী?
৪। থার্মোসেটিং প্লাস্টিকস কী?
৫। মেলামাইন কী?
৬। ইনজেকশন মোল্ডিং বলতে কী বুঝায়?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। থার্মোপ্লাস্টিকের বৈসিষ্ট্যগুলো লেখ।
২। থার্মোসেটিং প্লাস্টিকের বৈসিষ্ট্যগুলো লেখ।
৩। থার্মোপ্লাস্টিকস ও থার্মোসেটিং প্লাস্টিকস-এর পার্থক্য লেখ।
৪। প্রকৌশল ক্ষেত্রে প্লাস্টিক ব্যবহারের সুবিধাগুলোর নাম লেখ/
৫। প্লাস্টিকের কাচামালগুলোর একটি তালিকা তৈরি কর।
৬। প্লাস্টিকস-এর প্রকৌশল ধর্মগুলো কী কী?
রচনামূলক প্রশ্নসমূহঃ
১। প্লাস্টিক সামগ্রিরমোল্ডিং প্রক্রিয়া বর্ণ্না কর।
২। প্রকৌশল সামগ্রী হিসেবে প্লাস্টিকের ব্যবহার বর্ণ্না কর।
৩। প্লাস্টিক উৎপাদন পদ্ধতি বর্ণ্না কর।
অনুশীলনী-০৯ঃ কম্পোজিট ম্যাটেরিয়ালস
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। কম্পোজিট ম্যাটেরিয়ালস কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। কম্পোজিট ম্যাটেরিয়ালের শ্রেণীবিভাগ দেখাও।
অনুশীলনী-১০ঃ চৌম্বক পদার্থ ও অপটিক্যাল ফাইবার
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। তিনটি বিদ্যুৎ পরিবাহী সামগ্রীর নাম লেখ।
২। অপটিক্যাল ফাইবার কী?
৩। তিনটি বিদ্যুৎ অপরিবাহী সামগ্রীর নাম লেখ।
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। বিদ্যুৎ অর্ধপরিবাহী সামগ্রীর ব্যবহারক্ষেত্র উল্লেখ কর।
২। সেমিকন্ডাক্টিং পদার্থের বর্ণ্না দাও।
৩। অপটিক্যাল ফাইবারের ব্যবহার লেখ।
৪। শিল্পকারখানায় চুম্বকের ব্যবহার লেখ।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১। অপটিক্যাল ফাইবারের ব্যবহারক্ষেত্রগুলো লেখ।
২। অপটিক্যাল ফাইবার-এর গঠন আলোচনা কর।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি সিসি’র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url