ক্যাটারিং ম্যানেজমেন্ট (বিষয় কোড: ২৬৯৩১) এর সাজেশন

 


অর্ডিনারি কোচিং সেন্টার
ক্যাটারিং ম্যানেজমেন্ট  (২২ প্রবিধান)
বিষয় কোডঃ ২৬৯৩১
৩য় পর্বঃ ফুড
এই সাজেশন প্রকাশের তারিখঃ  ১২-০৪-২০২৪ ইং
অনুশীলনী-০১ঃ ক্যাটারিং ব্যবস্থাপনা
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। ক্যাটারিং বলতে কী বুঝায়?
২। ক্যাটারিং ম্যানেজমেন্ট বলতে কী বুঝায়?
৩। ক্যাটারিং ম্যানেজমেন্ট টুলস কাকে বলে?
৪। ক্যাটারিং ম্যানেজমেন্ট টুল্গুলোর নাম লেখ।
৫। সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড কাকে বলে?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। ক্যাটারিং ম্যানেজমেন্টের মূলনীতিগুলো কী কী?
২। ক্যাটারিং ম্যানেজমেন্ট টুলগুলোর নাম লেখ।
৩। ক্যাটারিং ব্যবস্থাপনার জন্য ব্যবহৃত যন্ত্রপাতির একটি তালিকা দাও।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১। ক্যাটারিং ম্যানেজমেন্টের মূলনীতিসহ ব্যাখ্যা কর।
অনুশীলনী-০২ঃ ক্যাটারিং –এ পরিষ্কারকরণ ও গৃহপরিচ্ছন্নতা

অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। হাউজকিপিং কী?
২। ক্লিনিং বলতে কী বুঝায়?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। 5s এর পূর্ণ রূপ কী?
রচনামূলক প্রশ্নসমূহঃ
১। গৃহ পরিচ্ছন্নতার 5s পদ্ধতি বর্ণ্না কর।
২। ডিশ ওয়াশিং পদ্ধতি প্রবাহ চিত্রসহ বর্ণ্না কর।
অনুশীলনী-০৩ঃ ক্যাটারিং –এ স্বাস্থ্যবিধি এবং স্বাস্থ্যবিধিসম্মত ব্যবস্থা
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। হাইজিন কাকে বলে?
২। স্যানিটেশন কী?
৩। দুটি ক্লিনিং এজেন্টের নাম লেখ।
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। স্যানিটাইজিং এজেন্টের ব্যবহার লেখ।
২। ক্যাটারিং প্রতিষ্ঠানে দুর্ঘটনার কারণসমূহ লেখ।
৩। হাইজিন ও স্যানিটেশন-এর মধ্যে পার্থক্য লেখ।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১। ক্যাটারিং শিল্পে প্রশিক্ষণের গুরুত্ব উল্লেখ কর।
২। ক্যাটারিং শিল্পে ব্যাক্তিগত হাইজিনের গুরুত্ব বর্ণ্না কর।
অনুশীলনী-০৪ঃ ক্যাটারিং ইকুইপমেন্ট অ্যান্ড ইউটেনসিল
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। ইউটেনসিল কাকে বলে?
২। ওজন ও আকারের ভিত্তিতে ক্যাটারিং ইকুইপমেন্ট কত প্রকার ও কী কী?
৩। কুকিং রেঞ্জ কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। ৮টি ফুড প্রিপারেশন ইকুইপমেন্টের নাম লেখ।
২। ৮টি কুকিং ইকুইপমেন্টের নাম লেখ।
৩। ওভেন-এর ব্যবহার লেখ।
৪। কীভাবে ছুরির যত্ন নিতে হয়?
৫। ক্যাটারিং শিল্পে ডিপ ফ্রিজারের গুরুত্ব বর্ণ্না কর।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১। একটি প্রেসার কুকারের কার্যাবলি বর্ণ্না কর।
২। রেফ্রিজারেটর ও ফ্রিজার-এর ব্যবহার লেখ।
৩। একটি মাইক্রোওয়েভ ওভেনের চিত্র অঙ্কন করে ব্যখ্যা কর।
অনুশীলনী-০৫ঃ রান্নাঘর পরিকল্পনা
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। কিচেন প্ল্যানিং বলতে কী বুঝায়?
২। কিচেন লে-আউট বলতে কী বুঝায়?
৩। ৫টি হোল্ডিং ইকুইপমেন্টের নাম লেখ।
৪। আয়তকার রন্ধনশালা চিত্রসহ লেখ।
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। কিচেন প্ল্যানিং কী? সংক্ষেপে লেখ।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১। কিচেন প্ল্যানিং-এর মূলনীতিগুলো বর্ণ্না কর।
২। একটি কিচেনের লে-আউট প্ল্যান দেখাও।
অনুশীলনী-০৬ঃ মেনু পরিকল্পনা
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। মেনু (Menu) বলতে কী বুঝায়?
২। মেনু পরিকল্পনা কাকে বলে?
৩। একদিনের মেনু বলতে কী বুঝায়?
৪। চক্র মেনু কাকে বলে?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। মেনু পরিকল্পনার সুবিধাগুলো কী কী?
২। মেনু পরিচালনার বিবেচ্য বিষয়সমূহ কী কী?
৩। বিভিন্ন প্রকার মেনুর নাম লেখ।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১। মেনু পরিকল্পনার বিবেচ্য বিষয়সমূহ ব্যাখ্যা কর।
অনুশীলনী-০৭ঃ ক্যাটারিং খাবার
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। সালাদ কী?
২। ডেজার্ট ফুড কী?
৩। স্টক কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। সস-এর শ্রেণিবিভাগ উল্লেখ কর।
২। ডেজার্ট-এর শ্রেণিবিভাগ উল্লেখ কর।
৩। ড্রিংকস-এর শ্রেণিবিভাগ উল্লেখ কর।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১। স্যুপ এবং সস-এর শ্রেণিবিভাগ আলোচনা কর।
২। বেভারেজ-এর শ্রেণিবিভাগ উল্লেখ কর।
অনুশীলনী-০৮ঃ ক্যাটারিং-এ খাদ্য প্রস্তত ও রান্নাকরণ
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। স্টিউয়িং কাকে বলে?
২। ফ্রায়িং বলতে কী বুঝায়?
৩। রোস্টিং কী?
৪। কুকিং বলতে কী বুঝায়?
৫। হ্যাজার্ড বলতে কী বুঝায়?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। রান্নার উদ্দেশ্য লেখ।
২। রান্নার বিভিন্ন পদ্ধতিগুলোর নাম লেখ।
৩। রোস্টিং ও ফ্রায়িং এর মধ্যে পার্থক্য লেখ।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১। বিভিন্ন ধরনের রান্নার পদ্ধতি ব্যাখ্যা কর।
২। খাদ্যের বিভিন্ন উপাদানের উপর রান্নার প্রভাব বর্ণ্না কর।
অনুশীলনী-০৯ঃ ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস পদ্ধতি
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। সার্ভিস সিস্টেম কাকে বলে?
২। বিভিন্ন ধরনের সার্ভিস সিস্টেমগুলোর নাম লেখ।
৩। ওয়েটার সার্ভিস ও সেলফ সার্ভিস-এর পার্থক্য কী?
৪। মোবাইল ক্যাটারিং সার্ভিস কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। ওয়াটার সার্ভিস পদ্ধতি ব্যাখ্যা কর।
২। সেলফ সার্ভিস পদ্ধতি বলতে কী বুঝায়?
রচনামূলক প্রশ্নসমূহঃ
১। বিভিন্ন ধরনের সার্ভিস সিস্টেমগুলোর বর্ণ্না কর।
২। সেলফ সার্ভিসের সুবিধা ও অসুবিধা লেখ।
৩। মোবাইল ক্যাটারিং সার্ভিস সিস্টেমের বর্ণ্না দাও।
অনুশীলনী-১০ঃ ক্যাটারিং ব্যয়
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। উৎপাদন ব্যয় বলতে কী বুঝায়?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। ক্যাটারিং শিল্পে উৎপাদন ব্যয় নির্ধারণ করার পদ্ধতিগুলো কী কী?
২। উৎপাদনের প্রত্যক্ষ ও পরোক্ষ ব্যয় বলতে কী বুঝায়?
৩। ব্যয় নিয়ন্ত্রণ কাকে বলে?
রচনামূলক প্রশ্নসমূহঃ
১। খাদ্যের মূল্য নিয়ন্ত্রণের বর্ণ্না লেখ।
২। খাদ্য উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণ করার নিয়মাবলি আলোচনা কর।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি সিসি’র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url