হাইড্রোলজি (বিষয় কোড: ২৬৪৪৬) এর সাজেশন

 

অর্ডিনারি কোচিং সেন্টার 
হাইড্রোলজি এর সাজেশন (২২ প্রবিধান)
 বিষয় কোড: ২৬৪৪৬
এই সাজেশন প্রকাশের তারিখঃ২৮-০৪-২০২৪ ইং
অনুশীলনী-০১ঃ ইঞ্জিনিয়ারিং হাইড্রোলজির ধারণা
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। হাইড্রোলজি বলতে কী বুঝায়?
২। জিওমরফোলজি কী?
৩। মেটিওরোলজি কাকে বলে?
৪। ক্লাইমোটোলজি বলতে কী বুঝায়?
৫। জিওহাইড্রোলজি কী?
৬। অ্যাগ্রোনমি বা কৃষিবিদ্যা বলতে কী বুঝায়?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। জলবায়ুবিদ্যা বা ক্লাইমাটোলজি সম্পর্কে সংক্ষিপ্তভাবে লেখ।
২। বাষ্পীভবন এবং প্রেস্বদন কী ভূমিকা পালন করে?
৩। হাইড্রোগ্রাফ বিশ্লেষণ ব্যাখ্যা কর।
৪।সিভিল ইঞ্জিনিয়ারিং-এ হাইড্রোলজির স্ট্রাকচার ডিজাইনের ভূমিকা লেখ।
৫। বন্যা নিয়ন্ত্রনে হাইড্রোলজির ভূমিকা লেখ।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১। হাইড্রোলজির বৈশিষ্ট্য গুলো উল্লেখ কর।
২। সিভিল ইঞ্জিনিয়ারিং-এ হাইড্রোলজির প্রয়োগ বর্ণ্না কর।
অনুশীলনী-০২ঃ হাইড্রোলজির সাইকেল
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। বারিচক্র বা পানিচক্র কী?
২। বাষ্পীভবন বলতে কী বুঝায়?
৩। প্রস্বেদন বলতে কী বুঝায়?
৪। পানিচক্রের ধাপগুলো লেখ।
৫। হাইড্রোলজিক পরিমাপ বলতে কী বুঝায়?
৬। বেসিন ল্যাগ কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। পানিচক্রের চিত্র অঙ্কন কর।
২। পানিচক্রে কী কী কার্যাদি সম্পাদিত হয়, লেখ।
৩। বারিচক্র কীভাবে সংগঠিত হয়, লেখ।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১। পানিচক্র বা হাইড্রোলজিক চক্র বর্ণ্না কর।
২। বারিচক্রের বর্ণনাধর্মী চিত্র অঙ্কন কর।
অনুশীলনী-০৩ঃহাইড্রোমেটিওরোলজি
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। হাইড্রোমেটিওরোলজি কাকে বলে?
২। ট্রপোস্ফিয়ার-এর প্রধান উপাদানগুলোর নাম লেখ।
৩। বৃষ্টিপাতের ধরনগুলো লেখ।
৪। স্ট্রাটোস্ফিয়ার কাকে বলে ?
৫। নিয়ত বায়ু কাকে বলে?
৬। প্রতীপ ঘুর্ণিপাত কী?
৭। বায়ুভর ( Air mass) কাকে বলে?
৮। ট্রপোস্ফিয়ার কী?
৯। মৌসুমি বায়ু কাকে বলে?
১০। ঝড়ের তীব্রতা অনুযায়ী ঘুর্ণিঝড়কে কয় ভাগে ভাগ করা যায়?
১১। বায়ুমন্ডলের উপাদানগুলো কী কী?
১২। বায়ুমন্ডলের প্রধান প্রধান গ্যাসীয় উপাদানের নাম শতকরা হারসহ লেখ।
১৩। বায়ুর প্রধান তিনটি উপাদানের নাম লেখ।
১৪। বায়োস্ফিয়ার (Biosphere) বলতে কী বুঝায়?
১৫। বায়ুমন্ডলকে কউটি স্তরে ভাগ করা হয়েছে ও কী কী?
১৬। এক লংলি/মিনিট –এর SI-এর মান কত?
১৭। ঘুর্ণিঝড়ের কারণ (Causes of cyclones) কী?
১৮। বায়ু কী?
১৯। বজ্রঝড় বলতে কী বুঝায়?
২০। টর্নেডো কী?
২১। পৃথিবীর বিভিন্ন স্থানে কী কী ধরনের বায়ু প্রবাহিত হয়?
২২। ডিরেক্ট রেডিয়েশন কী?
২৩। ECWS কি ধরনের বায়ুপুঞ্জ?
২৪। ডিফিউজ রেডিয়রশন কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। বায়ুমন্ডলের স্তর কয়টি ও কী কী? চিত্রে দেখাও।
২।সোলার রেডিয়েশন কত প্রকার কী কী?
৩। গ্রিনহাউজ প্রভাব সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণ্না দাও।
৪। ট্রপোস্ফিয়ারের বৈশিষ্ট্যগুলো লেখ।
৫। ঘূর্ণিবাত ও প্রতীপ ঘূর্ণিবাতের মাঝে তুলনামূলক পার্থক্য লেখ।
৬। ঘূর্ণিঝড়ের প্রকারভেদের সংক্ষিপ্ত বিনরণ দাও।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১। বায়ুমন্ডলের উপাদান্সমূহের বর্ণ্না দাও।
অনুশীলনী-০৪ঃঅধঃক্ষেপণের পরিচিতি
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। অধঃক্ষেপণ কী?
২। অধঃক্ষেপনের কয় ধরনের এবং কী কী?
৩। আবহাওয়া বলতে কী বুঝায়?
৪। আবহাওয়া ও জলবায়ুর প্রধান প্রধান উপাদানগুলো লেখ।
৫। আধঃক্ষেপণ ঘটার শর্তগুলো লেখ।
৬। ঘনীভবন কণা কী?
৭। বৃষ্টি ছায়া (Rain shadow) কী?
৮। জমাটবাধানো অধঃক্ষেত্রপগুলো কী কী?
৯। অধঃক্ষেপণের ফর্ম ( From of precipitaltion )- গুলো কী কী?
১০। এয়ার কারেন্ট কাকে বলে?
১১। WMD- এর পূর্ণরূপ লেখ।
১২।কুয়াশা (Fog) বলতে কী বুঝায়?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। অধঃক্ষেপণ বলতে কী বুঝায়?
২। অধঃক্ষেপণ সংগঠত হওয়ার শর্তগুলো লেখ।
৩। আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য লেখ।
৪। ইলশেগুড়ি বলতে কী বুঝায়?
৫। আবহগত পর্যবেক্ষেণে আবহাওয়ার বিভিন্ন উপাদান পরিমাপকরণে ব্যবহিত আবহাওয়া স্টেশনে ব্যবহৃত যন্ত্রগুলোর নাম লেখ।
৬। অধঃক্ষেপণে ঘণীভূত কীভাবে ঘটে?
৭। শিলাবৃষ্টি হয় কেন?
রচনামূলক প্রশ্নসমূহঃ
১। বিভিন্ন ধরনের অধঃক্ষেপণ গঠন বর্ণ্না কর।
২। বিভিন্ন প্রকার অধঃক্ষেপণের বর্ণ্না কর।
৩। বাংলাদেশের জলবায়ু ও আবহাওয়ার ঋতু বর্ণ্না কর।
অনুশীলনী-০৫ঃ অধঃক্ষেপণের পরিমাপ
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। রানঅফ কী?
২। বৃষ্টিপাতের পরিমাণ বলতে কী বুঝায়?
৩। বৃষ্টিপাতের পরিমাণ কী একক দ্বারা প্রকাশ করা হয়?
৪। রেইন গেজ কাকে বলে?
৫। নন- রেকর্ডিং রেইন গেজের সুবিধা লেখ।
৬। টিপিং বাকেট রেইন গেজ-এর আসুবিধাগুলো লেখ।
৭। স্বয়ংক্রিয় বৃষ্টিমান যন্ত্রগুলো কী কী?
৮। ‘বৃষ্টিপাতের দিন’ বলতে কী বুঝায়?
৯। সাধারণ বৃষ্টিমাপক যন্ত্রের নাম লেখ।
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। বৃষ্টিপাত বলতে কী বুঝায়? সংক্ষেপে বুঝিয়ে লেখ।
২। টিপিং বাকেট রেইন গেজ-এর সুবিধা ও আসুবিধাগুলো লেখ।
৩। একটি সাধারণ বৃষ্টিমাণ যন্ত্রের পরিচ্ছন্ন চিত্র এঁকে বিভিন্নাংশের নাম লেখ।
৪। প্রিসিপিটেশনের প্রকারভেদ লেখ।
৫। বৃষ্টিপাত পরিমাপ-এর পদ্ধতি লেখ।
৬।বৃষ্টিপাতের স্যাটেলাইট পরিমাপের সুবিধাগুলো লেখ।
৭। অধঃক্ষেপণ (Precipitation) পরিমাপের পদ্ধতি বর্ণ্না কর।
৮। ওয়িং বাকেত রাইন গেজ-এর সুবিধা ও অসুবিধাগুলো লেখ।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১। রেকর্ডিং রেইন গেজ চিত্রসহ ব্যাখ্যা কর।
২। চিত্রসহ টিপিং বাকেত/ওয়িং বাকেট/ফ্লোট টাইপ বৃষ্টিমান যন্ত্রের বর্ণ্না দাও।
অনুশীলনী-০৬ঃহাইড্রোলজি
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। বৃষ্টিপাতের হাইট্রোগ্রাফ বলতে কী বুঝায়?
২। ‘,আস কার্ভের’ ব্যবহার লেখ।
৩। স্বাভাবিক বার্ষিক বৃষ্টিপাত বলতে বুঝায়?
৪। পয়েন্ট স্টেশন কী?
৫। বৃষ্টিপাতের গড় গভীরতা নির্ণয়ের জন্য কী কী পদ্ধতি ব্যবহার করা হয়?
৬। মাস কার্ভ (Mass curve) কাকে বলে?
৭। ‘ রেইনগেজ নেটওয়ার্ক’ কী?
৮। বৃষ্টিপাত মাস কার্ভ কী?
৯। বৃষ্টিপাতের তীব্রতা বলতে কী বুঝায়?
১০। এরিয়াল রেইনগেজ ঘনত্ব কী?
১১। থিসেন ওয়েট কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। রেইনগেজ এর সর্বোচ্চ সংখ্যা সম্পর্কে কী জান? লেখ।
২। বাংলাদেশের অবস্থান লেখ।
৩। রেইনগেজ স্থাপনের বিবেচ্য বিষ্যসমূহ লেখ।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১। বৃষ্টিপাতের গড় গভীরতা নির্ণয়ের জন্য যে-কোনো দুটি পদ্ধতি বর্ণ্না কর।
২। বৃষ্টিপাতের তীব্রতা – ফ্রিকুয়েন্সি বিশ্লেষণ বর্ণ্না কর।
অনুশীলনী-০৭ঃ স্ট্রিম প্রবাহ পরিমাপ
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। গেজ বা বেঞ্জমার্ক কাকে বলে?
২। স্টেজ ডিসচার্জ কী?
৩। স্ট্রিম প্রবাহ কী দ্বারা প্রকাশ করা হয়?
৪। স্টেজ এবং ডিসচার্জ কী কাজে ব্যবহিত হয়?
৫। কারেন্ট মিটার কী কাজে ব্যবহিত হয়?
৬। স্টেজ গেজ কী?
৭। হাইড্রোলজিক্যাল কন্সিডারেশন বৈশিষ্ট্য ?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১।পানির উচ্চতা সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণ্না দাও।
২। স্ট্রিম প্রবাহের যন্ত্রের তালিকা দাও।
৩। স্ট্রিম প্রবাহের ব্যবহার লেখ।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১। স্ট্রিম প্রবাহের যন্ত্রের তালিকা বর্ণ্না কর।
২। স্ট্রিম গেজিং সাইট নির্বাচনের বর্ণ্না কর।
অনুশীলনী-০৮ঃ বাষ্পীভবন ও বাষ্পীয় প্রস্বেদন
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। বাষ্পীয় প্রস্বেদন কাকে বলে?
২। জলবায়ুর উপাদানগুলো কী কী?
৩। বাষ্পীয় চাপ কাকে বোলে?
৪। বাষ্পীয় ভবন পাত্রের নামগুলো লেখ
৫। বাষ্পীভবন কাকে বলে?
৬। প্রস্বেদন কাকে বলে?
৭। বাষ্পীভবনের জন্য শর্তগুলো কী কী?
৮। প্রস্বদনের প্রভাবসমূহের নাম লেখ।
৯। প্রস্বেদন ও বাষ্পীয় প্রস্বেদন কীভাবে পরিমাপ করা হয়?
১০। বাষ্পীভবনের সুপ্ততাপ কাকে বলে?
১১। বাষ্পীভবনের একক কী?
১২। বাষ্পীভবন প্রাক্কলনের পদ্ধতিগুলো লেখ।
১৩। বাষ্পীভবনের আবহগত প্রভাব বিস্তার
১৪। বাষ্পীভবনের প্রাক্কলনের পদ্ধতিগুলো লেখ।
১৫। বাষ্পীভবনের আবহগত প্রভাব বিস্তারকারী বিষয়গুলো কী কী?
১৬। সালোকসংশ্লেষণ প্রক্রিয়া কী?
১৭। বাষ্পীয় প্রস্বেদন পরিমাপের পদ্ধতিগুলো কী কী?
১৮। ইভাপোরেশন অপরচুয়েনিটি কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। নোটেশনের ব্যাখ্যাসহ ডাল্টন-এর সূত্রটি লেখ।
২। বাষ্পীভবনে প্রভাব বিস্তারকারী বিষয়গুলো উদ্ধত কর।
৩। বাষ্পীভবনের পরিমাণ প্রাক্কলনে সূত্রটি লেখ।
৪। নোটেশনের ব্যাখ্যাসহ রোহায়ের বাষ্পীভবন প্রাক্কলনের সূত্রটি লেখ।
৫। ইউএস ওয়েদার বিউরো ক্লাস ‘এ’ প্যান-এর সুবিধা ও আসুবিধা লেখ।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১। প্রস্বেদনের নিয়ামকগুলো বর্ণ্না কর।
২। বাষ্পীয় প্রস্বেদনের প্রভাবসমূহ আলোচনা কর।
৩। বাষ্পীভবন প্রাক্কলনের যে- কোনো একটি পদ্ধতি ব্যাখ্যা কর।
অনুশীলনী-০৯ঃ অনুস্রবণ
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। অনুস্রবণ বলতে কী বুঝায়?
২। অনুস্রবণের হার কী?
৩। রেইনফল রানঅফ বলতে কী বুঝায়?
৪। ড্রিপ ইনফিল্ট্রোমিটার-এর লেখ।
৫। ডাবল-রিং ইনফিল্ট্রোমিটার কী?
৬। প্রবেশ্য মৃত্তিকাস্ত্রর বলতে কী বুঝায়?
৭। মৃত্তিকার অনুস্রবণ ক্ষমতা বলতে কী বুঝায়?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। ইনফিল্ট্রেশন নির্ণয়ের পদ্ধতিগুলো লেখ।
২। নোটেশনসহ হার্টন সমীরণটি লেখ।
৩। অনুস্রবণ কী? অনুস্রবণের হার কী কী বিষয়ের ওপর নির্ভরশীল?
রচনামূলক প্রশ্নসমূহঃ
১। বিভিন্ন ধরনের ইনফিল্ট্রোমিটার বর্ণ্না কর।
২। হাইড্রোগ্রাফ বিশ্লেষণ প্রক্রিয়া বর্ণ্না কর।
অনুশীলনী-১০ঃ বৃষ্টিপাত এবং রানঅফ সম্পর্ক
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। রানঅফ কী?
২। রানঅফ-এর উপাদানগুলোর কী কী?
৩। ক্যাচমেন্ট এলাকা বলতে কি বুঝায়?
৪। অ্যাকুফার কাকে বলে?
৫। বৃষ্টিপাতের ‘মাস কার্ভ’ কী?
৬। ‘ইনিশিয়াল বেসিন রিচার্জ’ বলতে কী বুঝায়?
৭। বেসিন ল্যাগ কী?
৮। শুভবর্ষ কী?
৯। ফ্লো মাস কার্ভ (Flow mass curve) কাকে বলে?
১০। রানঅফ সহগ বলতে কী বুঝায়?
১১। সমবর্ষণ রেখা কী?
১২। ‘রানঅফ’-এর সচরাচর ব্যবহিত একক কী?
১৩। বন্ধুর ক্যাচমেন্টে রানঅফের তীব্রতা কম হয় কেন?
১৪। রানঅফ ও বেসিন ইন্ডের পার্থক্য লেখ।
১৫।‘ডিপ্রেশন স্টোরেজ’ কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। কী কী বিষয় রানঅফকে প্রভাবিত করে?
২। বৃষ্টিপাত ও রানঅফের মধ্যে সম্পর্ক বর্ণ্না কর।
৩। একটি পরিচ্ছন্ন চিত্র এঁকে “রানঅফ”-এর অঙ্গগুলো দেখাও।
৪। ফ্লো ডিউরেশন কার্ভের ব্যবহার লেখ।
৫। রানঅফের প্রভাব বিস্তারকারী অধঃক্ষেপণ বৈশিষ্ট্যাদি লেখ।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১। রানঅফের উপর প্রভাব বিস্তারকারী পরিস্থিতিগুলো আলোচনা কর।
২।“রানঅফ” এর অঙ্গস্মূহের আলোচনা কর।
৩। বৃষ্টিপাত এবং রানওফের মধ্যে সম্পর্ক আলোচনা কর।
                                                       অনুশীলনী-১১ঃ হাইড্রোগ্রাফ বিশ্লেষণ
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। একক হাইড্রোগ্রাফ বলতে কী বুঝায়?
২। দুই ঘণ্টা একক হাইড্রোগ্রাফ বলতে কী বুঝায়?
৩। তিন ঘণ্টা একক হাইড্রোগ্রাফ বলতে কী বুঝায়?
৪। স্ট্রর্ম হাইদড়গড়াফ কাকে বলে?
৫। স্ট্রর্ম হাইড্রোগ্রাফের “ইনফ্লেকশন বিন্দু” বলতে কী বুঝায়?
৬। বার চার্ট বলতে কী বুঝায়?
৭। হাইড্রোগ্রাফ কী?
৮। ডিসচার্জ অক্ষ বলতে কী বুঝায়?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। একক হাইড্রোগ্রাফের জন্য অনুমান সত্যগুলো উদ্ধত কর।
২। হাইড্রোগ্রাফ পৃথকীকরণ প্রক্রিয়া লেখ।
৩। হাইড্রোগ্রাফ পৃথকীকরণ-এর দুটি প্রধান উপাদান সম্পর্কে লেখ।
৪। নোটেশনহ প্রত্যক্ষ রানঅফের সূত্রটি লেখ।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১। হাইড্রোগ্রাফের বৈশিষ্য বর্ণ্না কর।
২। চিত্রসহ একটি একক হাইড্রোগ্রাফের গঠন ব্যাখ্যা কর।
৩। একক হাইড্রোগ্রাফ অঙ্কনের বিভিন্ন ধাপগুলো উল্লেখ কর।
অনুশীলনী-১২ঃ ফ্লাড রাউটিং
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। ফ্লাড রাউটিং বলতে কী বুঝায়?
২। ফ্লাড রাউটিং-এর দুটি পদ্ধতির নাম লেখ।
৩। আন্তঃপ্রবাহ হাইড্রোগ্রাফ কাকে বলে?
৪। চ্যানেল রাউরিং কী?
৫। বন্যার প্রভাব বিশ্লেষণ বলতে কী বুঝায়?
৬।হাইড্রোলজিক ইনপুট বলতে কী বুঝায়?
৭। চ্যানেল রিচ কাকে বলে?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। ফ্লাড রাউটিং-এর মূল সমীকরণ কী কী পদ্ধতিতে সমাধান করা যায়?
২। জলাধার রাউটিং-এর দুইটি পদ্ধতি লেখ।
৩। জলাধার রাউটিং সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণ্না কর।
৪। চ্যানেল রাউটিং-এর পাশ্বীয় প্রবাহের অংশগুলো লেখ।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১। ফ্লাড রাউটিং সম্পর্কে আলোচনা কর।
২। ফ্লাড্রা টাউটিং –এর উপাদানগুলো উল্লেখ কর।
৩। বন্যার প্রভাব বিশ্লেষণ ব্যাখ্যা কর।
৪। বন্যার গতিপথ নিয়ন্ত্রণে চ্যানেল রাউটিং পদ্ধতি বর্ণ্না কর।
অনুশীলনী-১৩ঃ ব্ল ইকোনমি
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। ব্ল ইকোনমি বলতে কী বুঝায়?
২। বাংলাদেশে কয়েকটি সম্ভাব্য নীল অর্থনীর খাত লেখ।
৩। নীল অর্থনীতিতে সামুদ্রিক জৈবপ্রযুক্তি কী কাজে লাগে?
৪। নীল অর্থনীতিতে খাদ্য নিরাপত্তার ভূমিকা লেখ।
৫। নীল অর্থনীতিতে অফশোর এনার্জি কী?
৬। ফিশারিজ এবং অ্যাকুয়াকালচার বলতে কী বুঝায়?
৭। ন্যাশনাল ব্ল ইকোনমি পলিসি বলতে কী বুঝায়?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। নীল অর্থনীতিতে বিস্তত ক্রিয়াকলাপগুলো লেখ।
২। বাংলাদেশের জন্য নীল অর্থনীতির সুনিদিষ্ট সুবিধাগুলো লেখ।
৩। নীল অর্থনীতিতে ইতিমধ্যে বাংলাদেশকে যেভাবে উপকৃত করেছে, সে সম্পর্কে লেখ।
৪। নীল অর্থনীতিতে সুবিধাসমূহ লেখ।
৫। নীল অর্থনীতির চ্যালেনগুলো কী কী?
৬। বাংলাদেশের নীল অর্থনীতির অতিরিক্ত সম্ভাব্য সম্ভাবনাগুলো লেখ।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১। নীল অর্থনীতির সুবিধাগুলো উল্লেখ কর।
২। বাংলাদেশের নীল অর্থনীতির প্রধান সম্ভাবনা ব্যাখ্যা কর।
৩। বাংলাদেশের অর্থনীতিতে ব্ল অর্থনীতির প্রভাব বর্ণ্না কর।
অনুশীলনী-১৪ঃ ডেল্টা প্ল্যান
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। ডেল্টা প্ল্যান বলতে কী বুঝায়?
২। ডেল্টা প্ল্যানের প্রধান তিনটি লক্ষ্য ও উদ্দেশ্ত লেখ।
৩। বাংলাদেশ ডেল্টা প্ল্যান 2100 বলতে কী বুঝায়?
৪। নগর এলাকাসমূহে হটস্পট অঞ্চলের জেলার সংখ্যা কত ও কী কি?
৫। বাংলাদেশে ডেল্টা প্ল্যানের জন্য কোন দেশকে মডেল হিসেবে ধরা হয়েছে।
৬। পার্বত্য চট্টগ্রাম হটস্পট অঞ্ছলের জেলার সংখ্যা কত ও কী কী?
৭। বরেন্দ্র এবং খরাপ্রবণ হটস্পট অঞ্চলের জেলার সংখ্যা কত?
৮। বাংলাদেশের ব্দ্বীপ পরিকল্পনা হটস্পট অঞ্চল্গুলোর নাম লেখ।
৯। হাওর ও জলাভূমির হটস্পট অঞ্ছল বলতে কী বুঝায়?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১।ডেল্টা প্ল্যানের পরিকল্পনার ফলে ভবিষ্যতের সুবিধাগুলো লেখ।
২। বাংলাদেশে ডেল্টা প্ল্যানের টেকসই উন্নয়ন নিশ্চিত করার জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনার সুবিধাগুলো লেখ।
৩। বাংলাদেশ ডেল্টা প্ল্যানের ৬টি লক্ষ্যমাত্রা লেখ।
৪। ডেল্টা প্ল্যান বিষয়গুলোর একটি বিস্তত পরিসরের তালিকা তৈরি কর।
৫। বিডিপি 2100-এর চারটি অত্যাধিক লক্ষ্যমাত্রা লেখ।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১। বাংলাদেশের ডেল্টা প্ল্যান-এর লক্ষ্য এ উদ্দেশ্য বর্ণ্না কর।
২। বাংলাদেশের বিভিন্ন ডেল্টা প্ল্যান প্রকল্পের বর্ণ্না কর।
৩। বাংলাদেশের বিভিন্ন ডেল্টা প্ল্যান-এর বিভিন্ন হটস্পট ( জন) বর্ণ্না কর।
৪। বাংলাদেশের বিভিন্ন ডেল্টা প্ল্যান প্রকল্পের সুবিধাগুলো বর্ণ্না কর।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি সিসি’র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url