জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং (বিষয় কোড: ২৬৪৪৫) এর সাজেশন

 

অর্ডিনারি কোচিং সেন্টার 
জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং (২২ প্রবিধান) এর সাজেশন
বিষয় কোড: ২৬৪৪৫
এই সাজেশন প্রকাশের তারিখঃ ১১-১২-২০২৪  ইং
এই সাজেশনের চিত্র বা পেজ নং হক পাবলিকেশন বই থেকে নেওয়া হয়েছে।
অনুশীলনী-০১ঃ জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর ধারণা
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
০১। প্রকৌশলীদের মতে মৃত্তিকা বলতে কী বুঝায়?
০২। জিওলজিক চক্র কী?
০৩। মাটির ঐদক ধর্মগুলো উল্লেখ কর।
০৪। MIT বলতে কী বুঝায়?
০৫। টারজাগির মতে মৃত্তিকার সংজ্ঞা লেখ।
০৬। AASHO পদ্ধতিতে A-7 (10) বলতে কী বুঝায়?
০৭। সাম্যতা গুণাঙ্ক বা সমতা সহগ ( Cu ) কী?
০৮। বক্রতার গুণাঙ্ক ( Cz ) কী?
০৯। স্থুলদানার মৃত্তিকা বলতে কী বুঝায়?
১০।সুবিন্যস্ত মৃত্তিকা ( Well graded soil ) কী?
১১। মাটি শনাক্তকরণের মাঠ পরিক্ষা (Field test) কী কী?
১২। মাটির কার্যকরী আকার (D10) বলতে কী বুঝায়?
১৩। জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং কাকে বলে?
১৪। সংশক্তিহীন মাটি বলতে কী বুঝায়?
১৫। AASHO, ASTM, MIT, BSTI- এর পুর্ণ অর্থ লেখ?
১৬। জৈব মৃত্তিকা বলতে কী বুঝায়?
১৭। মোটা দানার মাটির কণার আকারগুলো লেখ।
১৮। গ্রুপ ইন্ডেক্স কী?
১৯। কণার আকারের ভিত্তিতে মাটি কয় প্রকার ও কী কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
২০। মাটির সাধারণ ধর্মগুলো বর্ণনা করো?
২১। মৃত্তিকা প্রকৌশলের পরিধিগুলো কী কী?
২২। গঠন প্রকৃতি অনুসারে মাটির ভৌত ধর্মগুলোর নাম লেখ।
২৩। AASHO পদ্ধতি কী, বুঝিয়ে লেখ।
২৪। জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর প্রায়োগিক ক্ষেত্রগুলো উল্লেখ কর।
২৫। মাটি মাঠে শনাক্তকরণ পরীক্ষাগুলো কী কী?
২৬। যদি D10=0.10 মিমি, D30=0.30 মিমি এবং D60=1.9 মিমি হয় তাহলে মাটির সমতার সহগ ও বক্রতার সহগ নির্ণয় কর।
২৭। (ক) যদি D10=.16 mm, D30=.30mm এবং D60=1.50mm হয় তবে মাটির সমতার সহগ ও বক্রতার             সহগ নির্ণয় কর।
   (খ) যদি D10=0.12mm, D30=0.40mm এবং D60=1.50mm হয় তবে মাটির সমতার সহগ ও বক্রতার               সহগ নির্ণয় কর।
২৮। মাটির থিতান পরীক্ষা লেখ।
রচনামূলক প্রশ্নসমূহঃ
২৯। মৃত্তিকার প্রযুক্তিবিদ্যার ৪টি সীমাবদ্ধতা লেখ।
৩০। মাটির মাঠ শনাক্তকরণ পরীক্ষাগুলো বর্ণনা  কর।

অনুশীলনী-০২ঃ প্রাথমিক মাটি পরীক্ষাসমূহ
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
০১। ভয়েড রেশিও কী?
০২। প্ররোসিটি কাকে বলে?
০৩। ডিগ্রি অব স্যাচুরেশন কী?
০৪। পানির পরিমাণ (Water content) বলতে কী বুঝায়?
০৫। মাটির শুস্ক একক ওজন কী?
০৬। মাটির আপেক্ষিক গুরুত্ব বলতে কী বুঝায়?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
০৭। ভয়েড রেশিও ও পরোসিটি-এর সম্পর্ক লেখ।
০৮।ভয়েড রেশিও-এর ভিত্তিতে তিন ফেজ ( three phase)-এর চিত্র আক।
০৯। ভয়েড রেশিও ও পরোসিটির মাঝে সম্পর্ক স্থাপন কর।
১০। দেখাও যে, e= পেজ ৭৩ (প্রতিকগুলো প্রচলিত অর্থে ব্যবহিত)।
১১। প্রমাণ কর যে, পেজ ৭৩
রচনামূলক প্রশ্নসমূহঃ
১২। প্রমাণ কর যে, পেজ ৭৫(প্রতিকগুলো প্রচলিত অর্থে ব্যবহিত)।
১৩। পিকনোমিটার পদ্ধতিতে আঃগুরুত্ব নির্ণয় পদ্ধতি বর্ণ্না কর।
অনুশীলনী-০৩ঃ মৃত্তিকা কণার আকার
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
০১। মাটির সূচক ধর্মগুলো লেখ।
০২। মাটির কণার আকার বিশ্লেশণের পদ্ধতিগুলো কী কী?
০৩। স্কোকস ল’-এ অনুমান সত্যগুলো কী কী?
০৪। মৃত্তিকার সূচক ধর্ম বলতে কী বুঝায়?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
০৫। মৃত্তিকার সূচক ধর্মাবলি বলতা কী বুঝায়?
০৬। প্রমাণ কর যে, পেজ ৯০।
০৭। মাটি কণার চালনি বিশ্লেষণ পরীক্ষাটি বর্ণ্না কর এবং কীভাবে D10, D30, D60 বের করা হয় বর্ণনা কর।
রচনামূলক প্রশ্নসমূহঃ
০৮। প্রমাণ কর যে, পেজ ৯০ যেখানে অক্ষরগুলো প্রচলিত অর্থ বহন করে।
অনুশীলনী-০৪ঃ মৃত্তিকার নম্যতা বৈশিষ্ট্যাদি
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
০১। তারল্য সীমা কাকে বলে?
০২। নম্যতা সূচক কী?
০৩। ফ্লো ইনডেক্স ( প্রবাহ সূচক ) কী?
০৪। থিক্সাট্রপি কী?
০৫। অ্যাটারবার্গ সীমা বলতে কী বুঝায়?
০৬। মৃত্তিকার স্প্র্শকাতরতা বলতে কী বুঝায়?
০৭। নম্যতা সীমা বা প্লাস্টিক লিমিট বলতে কী বুঝায়?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
০৮। অ্যাটারবার্গের নম্যতা সীমার সংজ্ঞা লেখ।
০৯। অ্যাটারবার্গ লিমিট বা কনসিসটেন্সি লিমিট সংক্ষেপে লেখ।
১০। মৃত্তিকার স্পশকাতরতা বলতে কী বুঝায়?
১১। স্পর্শকাতরতার মানের উপর ভিত্তি করে মাটির শ্রেণিবিন্যাস কর।
১২। তারল্য সীমা কী? এটি কী কী পদ্ধতিতে নির্ণয় করা যায়?
রচনামূলক প্রশ্নসমূহঃ
১৩। মৃত্তিকার কনসিটেন্সি পরিমাণ প্রক্রিয়া আলোচনা কর।
১৪। কৌণ পেনিট্রোমিটারের সাহায্যে মাটির তারল্য সীমা নির্ণয় পদ্ধতি বর্ণ্না কর।
অনুশীলনী-০৫ঃ মৃত্তিকার উদক ধর্মাবলি
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
০১। মৃত্তিকার ভেদ্যতা বলতে কী বুঝায়?
০২। হাইড্রোলিক হেড’ কী?
০৩। নিঃসরণ বেগের সংজ্ঞা লেখ।
০৪। প্রবাহ রেখা বা চুয়ানো রেখা কী?
০৫। ইকুয়িপটেনশিয়াল লাইন কাকে বলে?
০৬। ফ্লো-নেট কী?
০৭। ভেদ্যতা সহগ কাকে বলে?
০৮। চোরাবালি কী?
০৯। নিঃসরণ চাপ ও চরম ঔদক ঢালুতা বলতে কী বুঝায়?
১০। মাটির ভেদ্যতা কী কী বিষয়ের উপর নির্ভর করে?
১১। ছিদ্রস্থিত পানির চাপ কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১২। মৃত্তিকার ভেদ্যতা নির্ণয়ে বিবেচ্য বিষয়গুলো কী কী?
১৩। প্রমাণ কর যে ক্ষরণ বেগ নিঃসরণ বেগের n (পরোসিটি) গুণের সমান।
১৪। প্রবাহ জালির পাঁচটি বৈশিষ্ট্য লেখ?
১৫। নিঃসরণ বেগ ও পরোসিটির মধ্যে পার্থক্য দেখাও।
১৬। প্রবাহ জালিকার বৈশিষ্ট্য গুলো লেখ।
১৭। ফ্লো- নেট কী? ব্যাখ্যা দাও।
১৮। ফ্লো-নেট চিত্রসহ বর্ণ্না কর।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১৯। মৃত্তিকার ভেদ্যতা গুণাঙ্ক নিরুপণের কনস্ট্যাস্ট হেড ভেদ্যতা পরীক্ষাটি বর্ণ্না কর।
২০। সূক্ষদানার মৃত্তিকার জন্য ভেদ্যতা সহগ নির্ণয় করার সূত্রটি প্রতিপাদন কর।
২১। কার্যকরী চাপ ও ছিদ্রস্থিত পানির চাপ নিরিপণের প্রক্রিয়া আলোচনা কর।
অনুশীলনী-০৬ঃ মৃত্তিকার কনসলিডেশন ও ক্ম্প্যাকশন
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
০১। কনসলিডেশন কাকে বলে?
০২। মৃত্তিকার মাধ্যমিক কনসলিডেশন কী?
০৩। কনসলিডেশন ধাপগুলো কী কী?
০৪। আদর্শ প্রোষ্ট্রর পরীক্ষা কেন করা হয়?
০৫। elogP বলতে কী বুঝায়?
০৬। মৃত্তিকার কম্প্যাকশন বলতে কী বুঝায়?
০৭। কম্প্যাকশন ও কনসলিডেশনের পার্থক্য কী কি?
০৮। পরিমিত জলীয় অংশ কাকে বলে?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
০৯। কম্প্যাকশন ও কনসলিডেশনের মধ্যে পার্থক্য গুলো লেখ।
১০। আর্দশ প্রক্টর পরীক্ষা চিত্রসহ ব্যাখ্যা কর।
১১। পরিমিত জলীয় অংশ (optimum moisture) বুঝিয়ে লেখ।
১২। পেজ ১৬০
রচনামূলক প্রশ্নসমূহঃ
১৩। প্রয়োজনীয় নোটেশনেরসহ প্রমাণ কর যে, পেজ ১৬০
১৪। মৃত্তিকার আনকনফাইন্ড কম্প্রেশন টেস্ট আলোচনা কর।
অনুশীলনী-০৭ঃ মৃত্তিকার ভূ-স্তর তদন্তকরণ
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
০১। ভূ-স্তর তদন্তকরণ বলতে কী বুঝায়?
০২। ওয়াশ বোরিং-এ ব্যবহিত যন্ত্রপাতির নাম লেখ।
০৩। মৃত্তিকার বিক্ষত নমুনা বলতে কী বুঝায়?
০৪। মৃত্তিকার অক্ষত নমুনা বলতে হকী বুঝায়?
০৫। পেনিট্রেশন নাম্বার কী?
০৬। বোরিং লগ কী?
০৭। কোন ধরনের মৃত্তিকার ক্ষেত্রে SPT করা হয়?
০৮। ভূ-স্তর উদ্ঘাটনের ধাপগুলো কী কী?
০৯। প্রতিনিধিত্বকারী নমুনা বলতে কী বুঝায়?
১০। মাটির নমুনা কয় প্রকার ও কী কী?
১১। ‘ইন্সাইড’ ক্লিয়ারেন্স কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১২। মৃত্তিকার ভূ-স্তর তদন্তকরনের ৪টি উদ্দেশ্য লেখ।
১৩। মাটি অনুস্নধানে প্রকল্পস্থান পরিদর্শনে কী কী তথ্যসংগ্রহ করতে হয়?
১৪। ‘স্প্রিং কোর ক্যাচার’ সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।
১৫। মৃত্তিকার প্রতিনিধিত্বকারী নমুনাগুলো সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১৬। ভূ-স্তর তদন্তকরনের ধাপগুলো আলোচনা কর।
১৭। অগার বোরিং পদ্ধতি বর্ণ্না কর।
১৮। চিত্রসহ ওয়াশ বোরিং পদ্ধতি বর্ণ্না কর।
১৯। পেনিট্রেশন পরীক্ষা বর্ণ্না কর।
অনুশীলনী-০৮ঃ মৃত্তিকার পার্শ্বস্থ চাপ
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
০১। সারচার্জ বলতে কী বুঝায়?
০২। মৃত্তিকার পার্শ্বচাপ কয় প্রকার ও কী কী?
০৩। মৃত্তিকার সক্রিয় চাপ কী?
০৪।মৃত্তিকার নিশ্চেষ্ট বা পরোক্ষ চাপ বলতে কী বুঝায়?
০৫। মৃত্তিকার নম্যতা ভারসাম্য কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
০৬। মৃত্তিকা সম্পর্কে র‍্যাংকিন তত্ব কী কী ধারনার উপর প্রতিষ্ঠিত?
০৭। কুলম্বের ওয়েজ তত্ত্বের মৌলিক ধারণাগুলো লেখ।
রচনামূলক প্রশ্নসমূহঃ
০৮। সারচার্জহীন মৃত্তিকার সক্রিয় ও নিশ্চেষ্ট চাপ্সম্পর্কিত র‍্যাংকিনের তত্ত্বের উপর ভিত্তি করে প্রমাণ কর যে, Pa=ka yz. (প্রতীকগুলো প্রচলিত অর্থ বহন করে)।
০৯। মাটির পার্শ্বচাপের পরিবর্তনীয় চিত্র অঙ্কন করে সক্রিয় এবং নিস্ক্রিয় চাপের মধ্যে পার্থক্য বর্ণ্না কর।
অনুশীলনী-০৯ঃ মৃত্তিকার ভারবহন ক্ষমতা
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
০১। মাটির ভারবহন ক্ষমতা কাকে বলে?
০২। নিরাপদ ভারবহন ক্ষমতা কাকে বলে?
০৩। প্লেট লোড টেস্ট কেন করা হয়?
০৪। প্রিন্সিপাল স্ট্রেস কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
০৫। মৃত্তিকার চরম ভারবহন ক্ষ্মতা ও নিরাপদ ভারবহন ক্ষমতা বলতে কী বুঝায়?
০৬। মৃত্তিকার ভারবহন ক্ষ্মতা কী কী বিষয়ের উপর নির্ভরশীল।
রচনামূলক প্রশ্নসমূহঃ
০৭। মাটির প্লেট লোড পরীক্ষা বর্ণ্না কর।
০৮। প্লেট লোড পরীক্ষার সীমাবদ্ধতাগুলো আলোচনা কর।
০৯। ভিত্তি বসে যাওয়ার ৪টি কারণ লেখ।
১০। ভিত্তি ব্যর্থ হওয়ার কারণগুলো কী কী?

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি সিসি’র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url