এস্টিমেটিং অ্যান্ড কস্টিং-১ (বিষয় কোড: ২৬৪৪২) এর সাজেশন

 


অর্ডিনারি কোচিং সেন্টার 
এস্টিমেটিং অ্যান্ড কস্টিং-১  এর সাজশেন
বিষয় কোড: ২৬৪৪২
এই সাজেশন প্রকাশের তারিখঃ 
অনুশীলনী-০১ঃ এস্টিমেটিং সম্পর্কে ধারণা
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। এস্টিমেট কী?
২। এস্টিমেটিং বলতে কী বুঝায়?
৩। প্রাথমিক এস্টিমেটিং বলতে কী বুঝায়?
৪। বিস্তারিত এস্টিমেট কাকে বলে?
৫। সংশোধিত এস্টিমেটিং কেন করা হয়?
৬। এস্টিমেটের উপরিভাগগুলো কী কী?
৭। ইটের গাথুনির কাজে ন্যূনতম ফাঁকা অংশের পরিমাণ কত হলে বাদ দিতে হয় না?
৮। বিনির্দেশ বলতে কী বুঝায়?
৯।ইটের গাঁথুনির ও এমএস রডের একক ওজন কত?
১০।এস্টিমেট কত প্রকার ও কী কী?
১১। সেগমেন্টাল অংশের ক্ষেত্রফলের সূত্রটি লেখ।
১২। প্যানেল ও লূভার্ড দরজার উভয় পাশ রং করতে এক পাশের ক্ষেত্রফলের কয়গুণ ধরা হয়।
১৩। এক ঘনমিটার সিমেন্ট কংক্রিটের ওজন কত?
১৪। 10 বর্গমিটার সোলিং-এর কাজে প্রচলিত ইটের সংখ্যা কত?
১৫। প্রচলিত ও মেট্রিক ইটের সাইজ উল্লেখ কর।
১৬। প্রতি ঘনমিটার ইটের গাঁথুনিতে ইটের সংখ্যা নির্ণয় কর।
১৭। ইটের গাঁথুনির প্রতি ঘনমিটারে ওজন কত।
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। ইটের গাঁথুনিতে ফাঁকা অংশ পরিহার করার নিয়মগুলো কী?
২। প্লাস্টারের কাজ বাদ দেওয়ার নিয়মগুলো লেখ?
৩। প্যানেল, আংশিক প্যানেল ও গ্লাস, লুভার্ড এবং পূর্ণ গ্লেজড দরজার রঙের ক্ষেত্রে একপাশের ক্ষেত্রফলের কত গুণ ধরা হয়?
অনুশীলনী-০২ঃ পুকুর খননে মাটির কাজ-
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। মাটি খনন কাজের পদ্ধতিগুলো কী কী?
২। গড় প্রস্থচ্ছেদ সূত্রটি নোটেশনসহ লেখ।
৩। একটি পুকুরের তলার দৈর্ঘ্য L মিটার, গভীরতা d মিটার এবং পার্শ্বঢাল S:1 হলে উপরিতলের দৈর্ঘ্য কত?
৪। 2:1 পার্শ্বঢাল বলতে কী বুঝায়?
৫। মাটি খননের পরিমাণ নির্ণয়ে সার্বিক সঠিক পদ্ধতি কোনটি এবং কেন?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। পুকুরের মাটি খননের ক্ষেত্রে প্রিজময়ডাল সূত্রটি লেখ।
২। সাতটি সেকশনের জন্য প্রিজময়ডাল সূত্রটি লেখ।
৩। পুকুরের মাটির কাজের পরিমাণ নির্ণয়ের সূত্রগুলো লেখ?
অনুশীলনী-০৩ঃ সড়ক বাঁধের মাটির কাজ
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। রাস্তার গঠনতল কাকে বলে?
২। টারফ কী?
৩। রাস্তার কাজের পরিমাণ নির্ণয়ের সূত্রগুলো লেখ।
৪। সড়ক বাঁধের উভয় পাশের ঢালে টারফের সূত্রটি নোটেশনসহ লেখ।
৫। সাতটি সেকশনের জন্য প্রিজময়ডাল সূত্রটি লেখ।
৬। RL- এর তুলনামূলক মান কেমন হলে রাস্তা ভরাট বা খনন করে তৈরি করা হয়?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। কোনো রাস্তার দৈর্ঘ্য 100m, প্রস্তুতি তলের প্রস্থ 10m, পার্শ্বঢাল 2:1, লম্বালম্বি ঢাল 1:200 উর্ধবমুখী। ঐ রাস্তার ভূমিতল সমতল বিবেচনা করে এবং শুরুতে গভীরতা 3.50m ধরে মধ্য – প্রস্থচ্ছেদ সূত্রের সাহায্যে মাটির কাজের পরিমাণ নির্ণয় কর।
২। 200 মিটার দৈর্ঘ্যের সড়ক বাঁধের প্রথম ও শেষ প্রান্তের উচ্চতা যথাক্রমে 2.50 মি. ও 2.90 মি.। সড়কটির গঠনতলের প্রস্থ 12 মি. এবং পার্শ্বঢাল 1: 2 হলে সড়ক বাঁধটির উভয় ঢালে টাফিং কাজের পরিমাণ নির্ণয় কর।
৩। 100 মিটার দীর্ঘ বাঁধের সড়ক বাঁধের শীর্ষ প্রস্থ 10m, পার্শ্বঢাল 2:1, এবং রাস্তার দুপ্রান্তের উচ্চতা যথাক্রমে 1.50 মিটার ও 2.50 মিটার হলে গড় প্রস্থচ্ছেদ সূত্রের সাহায্যে বাঁধাইয়ের মাটির পরিমাণ নির্ণয় কর।
৪। 100 মিটার দীর্ঘ বাঁধের সড়ক বাঁধের শীর্ষ প্রস্থ 10m, পার্শ্বঢাল 2:1, এবং রাস্তার দুপ্রান্তের উচ্চতা যথাক্রমে 1.50 মিটার ও 2.50 মিটার হলে রাস্তাটির দুপাশে টার্ফকরণের পরিমাণ নির্ণয় কর।
৫।একটি সড়কের গঠনতলের প্রস্থ 8 মিটার পার্শ্বঢাল 1.5:1দৈর্ঘ্যে 225m.। সড়কটির উভয় প্রান্তের উচ্চতা প্রান্তের যথাক্রমে 1.9m ও 2.5m হলে গড় প্রস্থচ্ছেদ সূত্রের সাহায্যে মাটির কাজের পরিমাণ বের কর।
অনুশীলনী-০৪ঃখাল খননে মাটির কাজ
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১।খালের “অর্থনৈতিকভাবে লাভজনক গভীরতা” কাকে বলে?
২। স্পয়েল ব্যাংক কী?
৩। মাটির কাজে লিড ও লিফটের মান কত?
৪। পার্শ্বঢাল বলতে কী বুঝায়?
৫। খনন (Cutting) কী?
৬। ফিলিং কী?
৭। লিড বা চালনা দুরতবকাকে বলে?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। আংশিক খনন এবং আংশিক ভরাটকৃত একটি খালের গ্রন্থচ্ছেদের অঙ্কন করে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি ব্যাখ্যা কর।
২। 100 মিটার লম্বা একটি সীমানা প্রাচীরের পুরত্ব 12.50 সেমি এবং উচ্চতা 2 মিটার। দেওয়ালের প্রতি 3 মিটার পর পর (25*25) সেমি সাইজের RCC কলাম থাকলে ইটের গাঁথুনির কাজে ইট, বালি ও সিমেন্টের পরিমাণ নির্ণয় কর।
অনুশীলনী-০৫ঃসিঁড়ি এবং সীমানা প্রাচীর
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। রাইজ বলতে কী বুঝায়?
২। ট্রেড বলতে কী বুঝায়?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। 120 মি. লম্বা একটি সীমানা দেওয়ালের পুরুত্ব 12.5 সেমি এবং উচ্চতা 1.5 মিটার। দেওয়ালটিতে প্রতি 3 মিটার পর পর 25*25 সেমি সাইজের আরসিসি কলাআম থাকলে ইটের গাঁথুনির কাজের পরিমাণ নির্ণয় কর।
২। একটি সীমানা প্রাচীরের সাধারণত কী কী দফার এস্টিমেন্ট করতে হয়।
৩। 150m লম্বা একটি সীমানা প্রাচীরের পুরুত্ব 12.5 সেমি এবং উচ্চতা ২ মিটার। দেওয়ালটির প্রতি ১০ মিটার পর পর (কেঃ/কেঃ) 25 সেমি *25 সেমি আকারের আরসিসি কলাম থাকলে ইটের গাঁথুনির পরিমাণ নির্ণয় কর।
৪। 160 মিটার দৈর্ঘ্যের একটি সীমানা দেয়ালের পুরত্ব 12.5 সেমি এবং উচ্চতা 2.5 মিটার। দেয়ালটির প্রতি 3.0 মিটার অন্তর অন্তর 25 সেমি *25 সেমি আকারের পিলার থাকলে ইটের গাঁথুনির পরিমাণ নির্ণয় কর।
অনুশীলনী-০৬ঃ রাস্তা
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। রাইট অব ওয়ে কালে বলে?
২। বিটুমিনাস রাস্তা বলতে কী বুঝায়?
৩। ট্যাক কোট বোল্টে কি বুঝায়?
৪। সিল কোট কী?
৫। ডাওয়েল বার এবং টাই বার কেন ব্যবহার করা হয়?
৬।100 মিটার লম্বা ব্রিক অন অ্যান্ড এজিং- এ ইটের সংখ্যা নির্ণয় কর।
৭। একটি রাস্তার দৈর্ঘ্য 100 মিটার এবং প্রস্থ 8 মিটার হলে সোলিং করতে ইটের পরিমাণ নির্ণয় কর।
৮। একটি 5 টনি ট্রাক পাকা রাস্তায় কত ব্যাগ সিমেন্ট বহন করবে?
৯। একটি 5 টনি ট্রাক পাকা রাস্তায় কতখানা ইট বহন করতে পারবে?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। বিটুনের রাস্তায় কাজের দফাগুলো লেখ।
২। এক রানিং মিটার দৈর্ঘ্য এন্ড এজিং- এ ইটের পরিমাণ হিসেব কর।
৩। একটি রাইট-অব-ওয়ে এর চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত কর।
৪।1000 মিটার দীর্ঘ এবং মিটার চওড়া বিটুনের সড়কে ইটের সোলিং-এর কাজে প্রয়োজনীয় ইটের পরিমাণ নির্ণয় কর।
অনুশীলনী-০৭ঃ বারান্দাসহ দোতলা ভবনের সাবস্টাকচার
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। কী কী পদ্ধতিতে দালানোর এস্টিমেট করা হয়?
২। দালানোর অংশগুলো কী কী?
৩। সাব-স্ট্রাকচার বলতে কী বুঝায়?
৪। একটি RCC বিমের দৈর্ঘ্য 5 মিটার, প্রস্থ 30 সেমি এবং গভীরতা 60 সেমি হলে তার RCC কাজের পরিমাণ নির্ণয় কর।
৫। এক ব্যাগ সিমেন্টের ওজন এবং আয়তন কত?
৬।10 ঘনমিটার সিসি ঢালাই(1 : 3 : 6) করতে কত ব্যাগ সিমেন্ট লাগবে?
৭। 1 : 2: 4 অনুপাতে 10m3 RCC কাজে কয় ব্যাগ সিমেন্ট প্রয়োজন?
৮। বিল্ডিং-এ ইটের গাঁথুনির কী কী পদ্ধতিতে করা যায়?
৯। ভবনের মাটি কাটার কাজের পরিমাণ 45m3 হলে ভরাটের কাজের পরিমাণ কত?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। সেপারেট ওয়াল পদ্ধতির মাঝে সুবিধা ও অসুবিধা লেখ।
২। কেন্দ্র রেখা পদ্ধতির সুবিধাগুলো লেখ।
৩। ইটের গাঁথুনির কাজে শুকনো মসলার পরিমাণ ৩৫% প্রমাণ কর?
৪। 1 : 2: 4 অনুপাতে 10 ঘনমিটার আরসিসি কাজে প্রয়োজনীয় মালামালের পরিমাণ নির্নয় কর।
৫। ইমারতের সাব স্ট্রাকচার ও সুপার স্ট্রাচকচারের মাঝে পার্থক্য লেখ।
৬। 150m3 RCC Work 1:2:4 আয়তনিক অনুপাতে-এর প্রয়োজনীয় নির্মাণ সামগ্রীর পরিমাণ বের কর। MS rod % ধর।
অনুশীলনী-০৮ঃ বারান্দাসহ দোলা ভবনের সুপারস্ট্রাকচার
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। সুপারস্ট্রাকচার বলতে কী বুঝায়?
২। পার্টিশন দেওয়াল বলতে কী বুঝায়?
৩। প্যারাপেট ওয়াল বলতে কী বুঝায়?
৪। 12 মিলিমিটার পুরুতে 150 বর্গমিটার এলাকা (1 : 4) অনুপাতে প্লাস্টার করতে প্রয়োজনীয় মালামালের পরিমাণ নির্ণয় কর।
৫। প্রতি বর্গমাইল জায়গায় নিট ফিনিশিং করতে কী পরিমাণ সিমেন্টের প্রয়োজন?
৬। জলছাদের অনুপাত 7: 2: 2-এর অর্থ কী?
৭। জলছাদের কাজে খোয়া, চুন ও সুরকির অনুপাত কত?
৮। এক ঘনমিটার কাঠ ক্রয় করলে 10 সেমি * 5 সেমি সাইজের কয় মিটার লম্বা কাঠ পাওয়া যাবে।
৯। জানালার গ্রিল তৈরির কাজ কোন এককে প্রকাশ করা হয়?
১০। একটি ইমারত তৈরিতে নির্মাণসামগ্রী বাব্দ কত শতাংশ খরচ হয়?
১১। এক ঘনমিটার কাঠ ক্রয় করলে 10 সেমি * 8 সেমি সাইজের কত মিটার লম্বা কাঠ পাওয়া যাবে।
১২। ডিপিসি বলতে কী বুঝায়?
১৩। জ্যাম্ব ও সিল বলতে কী বুঝায়?
১৪। 1.5% রড বলতে কী বুঝায়?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। গাঁথুনিতে কাজে ফাঁকা অংশের পরিমাণ বাদ দেওয়ার নিয়মগুলো লেখ।
২। দরজা ও জানালার পার্থক্যগুলো লেখ।
৩। 100 বর্গমিটার জায়গায় লাইম টেরাসিং বা জলছাদের কাজে প্রয়োজনীয় মালামালের পরিমাণ নির্ণয় কর।
৪। প্লাস্টারের ক্ষেত্রে ওপেনিং বাদ দেওয়ার নিয়মগুলো লেখ।
৫।100 বর্গমিটার জায়গায় 12 মিমি পুরু সিমেন্ট প্লাস্টারিং ( 1 : 5 ) কাজে প্রয়োজনীয় মালামালের খরচ প্রচলিত বাজারদর অনুযায়ী বের কর।
৬। 100 বর্গমিটার জায়গায় 12 মিমি পুরু সিমেন্ট প্লাস্টারিং ( 1 : 6 ) কাজে সিমেন্ট ও বালির পরিমাণ নির্ণয় কর।
৭।10 ঘনমিটার ইটের গাঁথুনির কাজে প্রয়োজনীয় ইটের সংখ্যা বের কর।
৮। 1 : 2 : 4 অনুপাতে 1.25% এমএম রডসহ এক ঘনমিটার RCC-এর কাজের প্রয়োজনীয় মালামালের পরিমাণ নিরূপণ কর।
৯। দালানের এস্টিমেন্টের দফাগুলোর নাম লেখ।
১০। 150 সেমি * 110 সেমি আকারের 4 টি জানালার জন্য এমএস গ্রিলের কাজের পরিমাণ বের কর। চৌকাঠ 8 সেমি * 10 সেমি।
অনুশীলনী-০৯ঃ দর বিস্লেশণ-
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। দর বিশ্লেষণ বলতে কী বুঝায়?
২। দর বিশ্লেষণের উপখাতগুলো কী কী?
৩। এক কুইন্টাল রড ফেব্রিকেশনের জন্য কতজন শ্রমিক প্রয়োজন?
৪। ওভারহেড খরচ বলতে কী বুঝায়?
৫। কনটিনজেন্সি কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। নতুন প্লাস্টারের উপর দুই কোট চুনকামের কাজে মালামালের পরিমাণ ও শ্রমিকের সংখ্যা নির্ণয় কর।
২। দর বিশ্লেশণের প্রয়োজনীয় কী?
৩। বর্তমান বাজারদরে 200 বর্গমিটার নতুন প্লাস্টারকৃত দেয়ালে প্রাইম কোটের ওপর দুই কোট চুনকাম করতে প্রয়োজনীয় মালামালের খরচের পরিমাণ নির্ণয় কর।
৪। মাপ বহি বলতে কী বুঝায়?

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি সিসি’র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url