ইলেকট্রনিক ডিভাইস অ্যান্ড সার্কিটস (বিষয় কোড:২৬৮২১) এর সাজেশন



অর্ডিনারি কোচিং সেন্টার
ইলেকট্রনিক ডিভাইস অ্যান্ড সার্কিটস (২২ প্রবিধান)  এর সাজেশন
বিষয় কোড: ২৬৮২১
এই সাজেশনটি প্রকাশের তারিখ : ০৮-০৪-২০২৪ ইং

অনুশীলনী-১: ট্রানজিস্টর মডেল এবং সমতুল্য সার্কিট
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহ:
১। ট্রানজিস্ট্রকে দুই পোর্ট ডিভাইস বলা হয় কেন?   
২। হাইব্রিড প্যারামিটার বলতে কী বুঝায়?
৩। ট্রানজিস্টর h-প্যারামিটারগুলোর নাম লেখ।
সংক্ষিপ্ত প্রশ্নসমূহ:
১। h11,h12 h22 -এর সমীকরণ লেখ।
২। ট্রানজিস্ট্ররের CB এবং CE কনফিগারেশনের হাইব্রিড মডেল অঙ্কন কর।
৩। CE ট্রানজিস্টরের হাইব্রিড মডেল হতে এর কারেন্ট ও ভোল্টেজ গেইন নির্ণয় কর।
৪। কমন বেস ও কমন ইমিটার ট্রানজিস্টর-এর কারেন্ট গেইন বলতে কী বুঝায়?
রচনামূলক প্রশ্নসমূহ:
১। একটি CE ট্রানজিস্টরের হাইব্রিড মডেল এঁকে এর ভোল্টেজ গেইন এবং আউটপুট অ্যডমিট্যান্স বের কর।
অনুশীলনী-২: পাওয়ার অ্যাপ্লিফায়ারের ধারণা
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহ:
১। টিউন্ড অ্যামপ্লিফায়ার বলতে কী বুঝায়?
২। পাওয়ার অ্যামপ্লিফায়ারকে লার্জ সিগন্যাল অ্যামপ্লিফায়ার বলা হয় কেন?
৩। ফ্রিকুয়েন্সি রেসপন্স বলতে কী বুঝায়?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহ:
১। ক্রস ওভার ডিস্টরশন কী? এটি দূর করার উপায় কী?
২। ক্লাস-এ অ্যামপ্লিফায়ারের সীমাবদ্ধতা লেখ।
৩। পুশ-পুল অ্যামপ্লিফায়ারের ক্ষেত্রে প্রমাণ কর যে, noverall=78.5% ।
৪। ভোল্টেজ ও পাওয়ার অ্যামপ্লিফায়ারের তুলনামূলক পার্থক্য লেখ।
৫। অ্যামপ্লিফায়ারের ফ্রিকুয়েন্সি রেস্পন্স কার্ড অঙ্কন কর।
রচনামূলক প্রশ্নসমূহ:
১। দক্ষতার সমীকরণ একটি Class-B push-pull Amplifier-এর কার্যপ্রণালী বর্ণ্না কর।
২। একটি কমপ্লিমেন্টারি সিমেট্রি অ্যামপ্লিফায়ারের সুবিধা কী? এর সচিত্র কার্যপ্রণালি বর্ণ্না কর।
৩। একটি সিঙ্গেল টিউনড সিমেট্রি অ্যামপ্লিফায়ার-এর চিত্রসহ কার্যপ্রণালি বর্ণ্না কর।
অনুশীলনী-৩: ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টরের ধারণা
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহ:
১। ইউনিপোলার ডিভাইস বলতে কী বুঝায়?
২। Pinch-off ভোল্টেজ কাকে বলে?
৩। FET-এর শ্রেণিবিভাগ লেখ।
৪। FET কী?
৫। FET এর V-I কার্ভ অঙ্কন কর।
৬। FET-কে ভোল্টেজ অপারেটেড ডিভাইস বলা হয় কেন?
৭। FER-এর ট্রান্সকন্ডাকট্র্যান্স বলতে কী বুঝায়?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহ:
১। BJT ও UJT-এর মাঝে পার্থক্য লেখ।
২। FET-এর প্যারামিটারগুলো কী কী?
৩। FET-এর ক্ষেত্রে দেখাও যে, h=gm *rd.
৪। বাইপোলার এবং ইউনিপোলার ট্রানজিস্টরের মধ্যে মূল পার্থক্য কী?
রচনামূলক প্রশ্নসমূহ:
১। একটি N- চ্যানেল JFET-এর গঠনচিত্র অঙ্কন করে কার্যপ্রণালি লেখ।
২। একটি P- চ্যানেল JFET-এর গঠনচিত্র অঙ্কন করে কার্যপ্রণালি লেখ।
৩। JFET-এর V-I বৈশিষ্ট্যরেখা অঙ্কন কর?
৪। চিত্রসহ কমন সোর্স FET amplifier- এর কার্যপ্রণালি লেখ।
অনুশীলনী-৪: মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফেট এর ধারণা
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহ:
১। MOSFET-কে IGFET বলা হয় কেন?
২। MOSFET-এর চারটি ব্যবহার লেখ।
৩। এনহ্যান্সমেন্ট মসফেট এর প্রতীক আঁক ।
৪। ডিপ্লেশন রিজিয়ন বলতে কী বুঝায়?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহ:
১। MOSFET-এর V-I বৈশিষ্ট্য রেখা অঙ্কন করে দেখাও
২। JFET ও MOSFET-এর মধ্যে পার্থক্য লেখ।
৩। মসফেট-এর বৈশিষ্ট্য গুলো লেখ।
৪। Unipolar ট্রানজিস্টর এবং বাইপোলার ট্রানজিস্টর-এর মধ্যে পার্থক্য লেখ।
৫। FET-এর ডিজিটাল ও অ্যানালগ সার্কিটের প্রয়োগ লেখ।
রচনামূলক প্রশ্নসমূহ:
১। একটি N- চ্যানেল এনহ্যান্সমেন্ট মোড MOSFET-এর গঠন ও কার্যপ্রণালি বর্ণ্না কর।
২। DE-MOSFET- এর গঠন প্রণালিসহ সচিত্র কার্যপ্রণালি বর্ণ্না কর।
অনুশীলনী-৫ : ফিডব্যাক অ্যামপ্লিফায়ারের ধারণা
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহ:
১। নেগেটিভ ফিডব্যাক বলতে কী বুঝায়?
২। ফিডব্যাক অ্যামপ্লিফায়ার বলতে কী বুঝ?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহ:
১। নেগেটিভ ফিডব্যাকের ক্ষেত্রে অ্যামপ্লিফায়ারের গেইন নির্ণয় কর।
২। পজিটিভ এবং নেগেটিভ ফিডব্যাকের মধ্যে পার্থক্য লেখ।
৩। Amplifier-এ ব্যবহৃত Negative feedback-এর সুবিধা লেখ।
৪। ভোল্টেজ সিরিজ ফিডব্যাক অ্যামপ্লিফায়ারের সংযোগ চিত্র আঁক ।
৫। পজিটিভ ফিডব্যাকের গেইন নির্ণয় কর।
রচনামূলক প্রশ্নসমূহ:
১। পজিটিভ ফিডব্যাক অ্যামপ্লিফায়ারের গেইন নির্ণয়ের সূত্র প্রতিপাদন কর।
অনুশীলনী-৬: সাইনোসয়ডাল অসিলেটরসমূহের ধারণা
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহ:
১। পিজো ইলেকট্রিক ইফেক্ট কী?
২। অসিলেটর বলতে কী বুঝায়?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহ:
১। ক্রিস্টাল বলতে কী বুঝ?
২। অসিলেটর তৈরিতে বারকোসনের শর্তসমূহ বর্ণ্না কর।
৩। অসিলেটর এবং অ্যামপ্লিফায়ারের মধ্যে পার্থক্য কী?
৪। ট্যাংক সার্কিটের কাজ কী?
রচনামূলক প্রশ্নসমূহ:
১। চিত্র সহকারে হার্টলি অসিলেটরের বর্ণ্না দাও।
২। একটি Crystal Oscillator সার্কিট অঙ্কন করে কার্যপ্রণালি বর্ণ্না কর।
৩। একটি Phase shift oscillator-এর চিত্রসহ Oscillation তৈরির পদ্ধতি লেখ।
অনুশীলনী-৭: মাল্টিভাইব্রেটর সার্কিট
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহ:
১। টাইম বেস সার্কিটের প্রয়োজনীয়তা কী?
২। টাইম বেস সার্কিট কী?
৩। মাটিভাইব্রটর কী?
৪। Astable multivibrator সার্কিট বলতে কী বুঝায়?
৫। মনোস্ট্যাবল মাল্টিভাইব্রেটর বলতে কী বুঝ?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহ:
১। একটি টাইম বেস সার্কিট অঙ্কন কর।
২। স্কেমিট ট্রিগার সার্কিট কী?
৩। স্কেমিট ট্রিগার-এর ব্যবহার লেখ।
রচনামূলক প্রশ্নসমূহ:
১। চিত্রসহ অ্যাস্ট্যাবল মাল্টিভাইব্রেটরের কার্যাবলি বর্ণ্না কর।
২। চিত্রসহ বাইস্ট্যাবল মাল্টিভাইব্রেটরের কার্যাবলি বর্ণ্না কর।
৩। স্মিট ট্রিগারিং সার্কিট অঙ্কন করে কার্যাবলি বর্ণ্না কর।
অনুশীলনী-৮: ইউনিজাংশন ট্রান্সজিস্টর এবং প্রোগ্রামেবল ইউনিজাংশন ট্রান্সজিস্টর-এর ধারণা
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহ:
১। UJT কখন ON state প্রাপ্ত হয়?
২। UJT- কে সুইচিং ডিভাইস বলা হয় কেন?
৩। UJT-এর দুটি ব্যবহার লেখ।
৪। স্ট্যান্ড অফ রেশিও বলতে কী বুঝায়?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহ:
১। ইন্ট্রিনসিক স্ট্যান্ড অফ রেশিও বলতে কী বুঝায়?
২। UJT-এর চিত্র অঙ্কন করে কার্যাবলি বর্ণ্না কর।
৩। UJT কেন Thyristor নয়?
৪। PUT ও UJT এর মধ্যে পার্থক্য আলোচনা কর।
রচনামূলক প্রশ্নসমূহ:
১। UTJ রিলাক্সেশন অসিলেটর সার্কিট অঙ্কন করে কার্যপ্রণালি বর্ণ্না কর।
২। চিত্র সহকারে একটি PUT রিলাক্সেশন সার্কিটের কার্যাবলি বর্ণ্না কর।
অনুশীলনী-৯: সিলিকন কন্ট্রোল রেক্টিফায়ারের ধারণা
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহ:
১। SCR-কে একমুখী ডিভাইস বলা হয় কেন?
২। SCR-এর প্রতীক অঙ্কন কর।
৩। ব্রেক ওভার ভোল্টেজ কী? এর রেটিং কত?
৪। SCR-এর Transistor সমতুল্য সার্কিট আঁক ।
৫। SCR-এর Holding Current কী?
৬। SRC, IGBT, LASCR এর পূর্ণ্নাম লেখ।
৭। থাইরিস্টর কাকে বলে?
৮। SCR-এর latching current কী?
৯। SCR Turn off করার শর্ত কী?
১০। Thyristor latching বলতে কী বুঝ?
১১। LASER কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহ:
১। SCR-এর ল্যাচিং প্রসেস বর্ণ্না কর।
২। সুইচ হিসেবে SCR-এর সুবিধা লেখ।
৩। SCR-কে চালুর উপায়গুলো সংক্ষেপে লেখ।
৪। Thyristor-এর latching বলতে কী বুঝায়?
৫। SCR-এর Two transistor-সমতুল্য বর্তনী অঙ্কন কর।
৬। SCR-এর ট্রিগার পদ্ধতিগুলো কী কী লেখ।
৭। SCR ব্যবহার করে Thief Detector সার্কিট অঙ্কন করে বর্ণ্না কর।
রচনামূলক প্রশ্নসমূহ:
১। চিত্রসহ SCR-এর সাহায্যে অটোমেটিক ব্যাটারি চার্জার সার্কিটের কার্যপ্রণালী?
২। SCR-র অপারেশনের মূলনীতি বর্ণ্না কর।
৩। Over voltage protection সার্কিটসহ কাজ সংক্ষেপে লেখ।
অনুশীলনী-১০: রেক্টিফায়ারের কন্ট্রোল ধারণা
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহ:
১। কন্ট্রোলড রেক্টিফায়ার কত প্রকার ও কী কী?
২। কন্ট্রোলড রেক্টিফায়ারের দুটো ব্যবহার লেখ।
৩। ফ্লাইহুইল ডায়োড কী?
৪। ফ্লাইহুইল ডায়োডের কাজ কী?
৫। SCR-এর Firing Angle কাকে বলে?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহ:
১। সাধারণ ডায়োড রেক্টিফায়ার ও কন্ট্রোলড রেক্টিফায়ার এর মূল পার্থক্য কী?
২। ফেজ ও লোড অনুসারে কন্ট্রোলড রেক্টফায়ার কত প্রকার?
৩। কন্ট্রোলড রেক্টিফায়ারের ব্যবহার লেখ।
৪। Polyphase control Rectifier- এর সুবিধাগুলো লেখ।
রচনামূলক প্রশ্নসমূহ:
১। ডিসি/এসি মোটরের গতি নিয়ন্ত্রণ চিত্রসহকারে বর্ণ্না কর।
২। Polyphase control Rectifier circuit-সহ বর্ণ্না কর।
৩। Inductive load- বিশিষ্ট্য Half-wave control Rectifier –এর চিত্র অঙ্কন করে বর্ণ্না কর।
অনুশীলনী-১১: DIAC এবং TRIAC –এর ধারণা
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহ:
১। DIAC-কে দ্বিমুখী সুইচ বলা হয় কেন?
২। ট্রায়াক (Triac)-এর সিম্বল অঙ্কন কর।
৩। ট্রায়াক কীসের সমম্বয়ে গঠিত?
৪। ট্রায়াকের কাজ কী?
৫। DIAC-এর Break Over voltage কী?
৬। DIAC-এর দুটি ব্যবহার লেখ।
৭। TRIAC এবং PUT-এর প্রতীক অঙ্কন কর।
৮। ট্রায়াক কীসের সমম্বয়ে গঠিত?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহ:
১। ব্রেক ওভার ভোল্টেজ কী?
২। ডায়াক-এর ব্যবহারগুলো লেখ।
৩। ডায়োড-এর সাথে ডায়াকের তুলনামূলক পার্থক্য উল্লেখ কর।
৪। ট্রানজিস্টর-এর সাথে ডায়াকের তুলনামূলক পার্থক্য দেখাও।
৫। এসসিআর এবং ট্রায়াকের মধ্যে পার্থক্য লেখ।
৬। ডায়াক-এর সাথে ট্রায়াকের তুলনামূলক পার্থক্য উল্লেখ কর।
৭। TRIAC-এর সাহায্যে এসি ফেজ কন্ট্রোলের বর্ণ্না কর।
৮। TRIAC-এর বৈশিষ্ট্য রেখা অঙ্কন কর।
রচনামূলক প্রশ্নসমূহ:
১। ট্রায়াকের V-I বৈশিষ্ট্য রেখা বর্ণ্না কর।
২। একটি লাইট ডিমার সার্কিট অঙ্কন করে বর্ণ্না কর।
অনুশীলনী-১২: ওয়েভ শেপিং সার্কিটের বৈশিষ্ট্য
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহ:
১। চারটি ওয়েভ শেপিং সার্কিটের নাম লেখ।
২। ইন্টিগ্রেটিং সার্কিট বলতে কি বুঝায়?
৩। ইন্টিগ্রেটিং সার্কিটের শর্তগুলো লেখ।
৪। Clamper সার্কিট কোথায় ব্যবহার করা হয়?
৫। টাইম কন্সট্যান্ট কী?
৬। ওয়েভ শেপিং সার্কিট কাকে বলে?
৭। ডিফারেনশিয়েটিং সার্কিটের শর্ত দুটি লেখ।
৮। Clipper সার্কিটের কাজ কী?
৯। ক্ল্যাম্পিং সার্কিটের কাজ কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহ:
১। একটি ডায়োড ক্ল্যাম্পিং সার্কিটের কার্যপ্রণালি সংক্ষেপে লেখ।
২। Schimitt trigger-এর কাজ লেখ।
৩। চিত্রসহ নেগেটিভ ক্ল্যাম্পিং সার্কিটের কাজ বর্ণ্না কর।
৪। ক্লিপিং সার্কিট ও ক্ল্যাম্পিং সার্কিটের মাঝে পার্থক্যগুলোর লেখ।
৫। একটি ট্রানজিস্টর ক্লিপার সার্কিটের বর্ণ্না দাও।
৬। Saw-Tooth wave কীভাবে উৎপন্ন হয় চিত্রসহকারে লেখ।
৭। কম্বিনেশন বায়াসড ক্লিপার সার্কিট অঙ্কন করে বর্ণ্না কর।
রচনামূলক প্রশ্নসমূহ:
১। গাণিতিক ব্যাখ্যাসহ RC ডিফারেনশিয়েটর সার্কিটের বর্ণ্না দাও।
২। ইন্টিগ্রেটিং সার্কিটের ক্ষেত্রে প্রমাণ কর যে, Vout ∞ ƒ Vin dt.
৩। ডায়োড দ্বারা একটি বায়াসড ক্লিপার সার্কিট অঙ্কন করে মূলনীতি বর্ণ্না কর।
অনুশীলনী-১৩: ইন্টিগ্রেটেড সার্কিট (আইসি)
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহ:
১। IC কী?
২। গঠন অনুসারে IC কয় প্রকার ও কী কী?
৩। ওয়েফার কাকে বলে?
৪। IC-তে মেটালাইজেশন কেন করা হয়?
৫। Epitaxial growth বলতে কী বুঝায়?
৬। আইসি তৈরির পদ্ধতিগুলো উল্লেখ কর।
৭। 741 কোন ধরণের IC? এতে কয়টি Pin থাকে?
৮। চিপ কাকে বলে?
৯। ফটোলিথোগ্রাফিক প্রসেস কাকে বলে?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহ:
১। আইসির সুবিধা ও অসুবিধাসমূহ লেখ।
২। মনোলিথিক IC তৈরির ধাপগুলো লেখ।
৩। 555 Timer IC-এর পিন ডায়াগ্রাম অঙ্কন কর।
৪। অ্যানালগ ও ডিজিটাল আইসির মধ্যে পার্থক্যসমূহ লেখ।
৫। ইপিটেক্সিয়াল গ্রোথ বলতে কী বুঝায়?
৬। আইসি কত প্রকার ও কী কী?
রচনামূলক প্রশ্নসমূহ:
১। IC-এর সুবিধা এবং অসুবিধাসমূহ আলোচনা কর।
অনুশীলনী-১৪: অপারেশনাল অ্যামপ্লিফায়ারের বৈশিষ্ট্যসমূহ
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহ:
১। স্লিউ রেট কী?
২। CMRR দ্বারা কী বুঝায়?
৩। ওপেন লুপ ভোল্টেজ গেইন কাকে বলে?
৪। CMRR-এর পূর্ণ্নাম লেখ।
৫। 741 IC-এর দুটি বৈশিষ্ট্য লেখ।
৬। কম্পারেটর কাকে বলে?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহ:
১। একটি আদর্শ অপারেশনাল অ্যামপ্লিয়ারের বৈশিষ্ট্যসমূহ লেখ।
২। ইনপুট অফসেট ভোল্টেজ ও কারেন্ট কী?
৩। অপারেশনাল অ্যামপ্লিয়ারের কার্যপ্রণালির মূলনীতি লেখ।
৪। Op-Amp এর গোল্ডেন রুল কী?
৫। Op-Amp এর “স্বর্ণ সূত্র” ব্যাখ্যা কর।
৬। Op-Amp-এর CMRR বলতে কী বুঝ?
রচনামূলক প্রশ্নসমূহ:
১। একটি ইনভার্টিং অপারেশনাল অ্যামপ্লিফায়ারের কার্যনীতি বর্ণ্না কর।
২। Op-Amp- ব্যবহার করে একটি Non-Inverting Amplifire এর Voltage gain নির্ণয় কর।
৩। Op-Amp কে Adder হিসেবে ব্যাখ্যা কর।
অনুশীলনী-১৫: ভোল্টেজ রেগুলেটর
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহ:
১। ভোল্টেজ রেগুলেটর কাকে বলে?
২। লাইন রেগুলেশন বলতে কী বুঝ?
৩। একটি Positive voltage Regukator IC- এর নাম লেখ।
৪। Negative Regulator IC বলতে কী বুঝায়?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহ:
১। 7805 IC দিয়ে একটি Positive voltage Regukator সার্কিট অঙ্কন কর।
২। LM 317 কী? এর দুটি বৈশিষ্ট্য লেখ।
রচনামূলক প্রশ্নসমূহ:
১। একটি তিন প্রান্তবিশিষ্ট ধনাত্নক ভোল্টেজ রেগুলেটরের ব্লক ডায়াগ্রাম অঙ্কন করে বর্ণ্না কর।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি সিসি’র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url