ডিসি মেশিন (বিষয় কোড : ২৬৭৪২) এর সাজেশন

 


অর্ডিনারি কোচিং সেন্টার 
ডিসি মেশিন (২২ প্রবিধান)
বিষয় কোডঃ ২৬৭৪২
এই সাজেশন প্রকাশের তারিখঃ ০৯-০৪-২-২৪ ইং
অনুশীলনী-০১ঃসেল ও ব্যাটারি
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। ড্রাই সেলে পজিটিভ ও নেগেটিভ প্লেট হিসেবে কী ব্যবহিত হয়?
২। ডিপোলারাইজার কাকে বলে?
৩। লেড-লেড অ্যাসিড সেলে পজিটিভ হিসেবে কী ব্যবহিত হয়?
৪। সেপারেটরের কাজ কী?
৫। লেড অ্যাসিড সেলে একটি নেগেটিভ প্লেট অতিরিক্ত ব্যবহিত হয় কেন?
৬। পুর্ণ চার্জ অবস্থায় ব্যাটারির ইলেক্ট্রোলাইটের আপেক্ষিক গুরুত্ব কত?
৭। নিকেল ক্যাডমিয়াম অ্যাল্কালাইন ব্যাটারি কী ধরনের কাজে ব্যবহিত হয়?
৮।সেলের মিশ্র সংযোগে সর্বোচ্চ কারেন্ট পাওয়ার শর্তটি লেখ।
৯। ব্যাটারির ক্যাপাসিটি কোন ইউনিটে প্রকাশ করা হয়?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। সেল (কোষ) কী?
২। ডিপোলাইজার কাকে বলে?
৩। প্রাইমারি ও সেকেন্ডারি সেলের মধ্যে পার্থক্য কী কী?
৪। লেড অ্যাসিড সেলের চার্জিং ও ডিসচার্জিং সমীকরণ দুটি লেখ।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১। ড্রাই সেলের গঠনপ্রণালী লেখ।
২। লেড অ্যাসিড ব্যাটারির গঠনপ্রণালী লেখ।
৩। লেড অ্যাসিড ব্যাটারির কার্যপ্রণালি লেখ।
অনুশীলনী-০২ঃফুয়েল সেল
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। ফুয়েল সেল কাকে বলে?
২। ফুয়েল সেলে কোন ধরনের পদার্থ ইলেক্ট্রোলাইট হিসেবে ব্যবহিত হয়?
৩। PEMFC-এর দক্ষতা ও কার্যকারী তাপমাত্রা কত?
৪। ফসফরিক অ্যাসিডের দক্ষতা এবং কার্যকারী তাপমাত্রা কত?
৫। সলিড অ্যাসিডে ফুয়েস সেলের দক্ষতা এবং কার্যকারী তাপমাত্রা কত?
৬। পুর্ণ্নাম লেখঃ PAFC ও SAFC
৭। বাইপোলার প্লেটস কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। ফুয়েল সেলের প্রধান প্রধান উপাদানগুলো কী কী?
২। ফুয়েল সেলের সুবিধাগুলো উল্লেখ কর।
৩। ফুয়েল সেলের প্রকারভেদগুলো লেখ।
৪। PEMFC সেলের কাজ কী?
৫। অ্যাল্কালাইন ফুয়েল সেলের চিত্র অঙ্কন কর।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১। চিত্রসহ ফুয়েল সেলের গঠন বর্ণ্না কর।
২। সলিড অক্সাইড ফুয়েল সেলের বর্ণ্না দাও।
অনুশীলনী-০৩ঃব্যাটারি চার্জিং –এর বৈশিষ্ট্য
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। পুর্ণচার্জ অবস্থায় একটি সেলের দি প্রান্তের ভোল্টেজ সাধারণত কত হয়?
২। একটি সেলের ডিসচার্জ ভোল্টেজ কত হয়?
৩। স্লো চার্জিং বলতে কী বুঝায়?
৪। দ্রুত চার্জিং পদ্ধতিতে ব্যাটারিগুলো কীভাবে সংযুক্ত থাকে?
৫। ডিসচার্জিং অবস্থায় ব্যাটারির আঃগুরুত্ব কত হয়?
৬। পুর্ণ চার্জ অবস্থায় ব্যাটারির ইলেকট্রোলাইটের আঃগুরুত্ব কত হয়?
৭। ব্যাটারির চার্জারের মৌলিক উপাদানগুলো কী কী?
৮। নতুন ব্যাটারি কীভাবে ব্যবহার উপযোগী করা হয়?
৯। কন্সট্যান্ট পটেনশিয়াল চার্জিং পদ্ধতি কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। স্লো-চার্জিং ও কুইক-চার্জিং বলতে কী বুঝায়?
২। স্লো-চার্জিং ও কুইক-চার্জিং পদ্ধতির মধ্যে পার্থক্য দেখাও।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১। কুইক চার্জিং পদ্ধতি বর্ণ্না কর।
অনুশীলনী-০৪ঃব্যাটারির কর্মদক্ষতা এবং টেস্টিং
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। সেলের অভ্যন্তরীণ রোধ কী?
২। ব্যাটারির রেটিং কীসে প্রকাশ করা হয়?
৩। ব্যাটারির কর্মদক্ষতা বলতে কী বুঝায়?
৪। ব্যাটারির রেটিং কীসের উপর নির্ভরশীল?
৫। সেলের প্যারালাল সমবায়ের জন্য সর্বোচ্চ কারেন্টের সূত্রটি লেখ।
৬। সেলের মিশ্র সংযোগ সর্বোচ্চ কারেন্টের সূত্রটি লেখ।
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। ব্যাটারির কর্মদক্ষতা বলতে কী বুঝায়?
২। ব্যাটারির কর্মদক্ষতার উপর নির্ভরকারী উপাত্তসমূহ কী কী?
৩। ব্যাটারির অ্যাম্পিয়ার-আওয়ার রেটিং বলতে কী বুঝায়?
৪। অ্যাম্পিয়ার-আওয়ার এবং ওয়াট-আওয়ার কর্মদক্ষতার মধ্যে সম্পর্ক কী?
৫। ব্যাটারির রুটিন ইনস্পেকশন বলতে কি বুঝায়?
রচনামূলক প্রশ্নসমূহঃ
১। একটি ব্যাটারির রক্ষণাবেক্ষণ এবং নিয়মিত পরিদর্শন পদ্ধতি কীভাবে করা যায়, লেখ?
অনুশীলনী-০৫ঃ ইলেকট্রোপ্লেটিং
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। ইলেকট্রোপ্লেটিং কী?
২। ইলেকট্রোলাইট কাকে বলে?
৩। ইলেকট্রোপ্লেটিং কেন করা হয়?
৪। ইলেকট্রোলাইসিসের উদ্দেশ্য কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। ইলেকট্রোলাইসিস (Electrolysis) কী?
২। ফ্যারাডের ইলেকট্রোলাইসিস সূত্র দুটি লেখ।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১। ফ্যারাডের ইলেকট্রোলাইসিসের সূত্রগুলো লেখ।
২। কার্ব ব্রাশের উপর কপারপ্লেটিং পদ্ধতি সচিত্র বণ্না কর।
অনুশীলনী-০৬ঃ ডিসি জেনারেটর
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। এক্সাইটেশন অনুযায়ী ডিসি জেনারেটর কত প্রকার ও কী কী?
২। কী কী অংশ নিয়ে ডিসি জেনারেটরের ম্যাগ্নেটিক সার্কিট গঠিত?
৩। ডিসি জেনারেটরে আবিষ্ট ইএমএফ কী কী বিষয়ের উপর নির্ভরশীল?
৪। শর্ট শান্ট কম্পাউন্ড জেনারেটরের ফিল্ড কয়েল কোথায় সনযোগ করা হয়?
৫। জেনারেটরের আর্মেচার কোর ল্যামিনেটেড থাকে কেন?
৬। কমুটেটর কী?
৭। ডিসি জেনারেটরে কার্বনের তৈরি ব্রাশ ব্যবহার করা হয় কেন?
৮। এক্সাইটেশন কেন প্রয়োজন হয়?
৯। অবশিষ্ট চুম্বকত্ব কী?
১০। এক্সাইটেশ্ন কী?
১১। পাইলট এক্সাইটার কাকে বলে?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। ডিসি জেনারেটরের ম্যাগ্নেটিক সার্কিট কী কী অংশ দ্বারা গঠিত?
২। ডিসি জেনারেটরের কোন অংশগুল বৈদ্যুতিক সার্কিট গঠিত করে?
৩। ডিসি জেনারেটরের আবিষ্ট ইএমএফ কী কী বিষয়ের উপর নির্ভর করে?
৪। ডিসি জেনারেটরের শ্রেণিবিভাগ দেখাও।
৫। ডিসি জেনারেটরে এক্সাইটেশনের কেন প্রয়োজন পড়ে?
৬। এক্সাইটেশনের শর্তগুলো লেখ।
৭। ফিল্ড ডাইভার্টার কী?
৮। DC generator- এ Brush কেন ব্যবহিত হয়? ব্রাশ কোন অঞ্চলে বসানো হয়?
৯। ডিসি জেনারেটরের নেমপ্লেট-এ কী কী তথ্য লেখা থাকে?
রচনামূলক প্রশ্নসমূহঃ
১। জেনারেটোরের জন্য উৎপাদিত ইএমএফ-এর শর্তগুলো লেখ।
২। ডিসি জেনারেটরের ইএমএফ সমীকরণ বর্ণ্না কর?
অনুশীলনী-০৭ঃ ডিসি জেনারেটরের ওয়াইন্ডিং
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। পোল পিচ (Pole pitch) কাকে বলে?
২। কয়েল পিচ (Coil pitch) কাকে বলে?
৩। ওয়েভ ওয়াইন্ডিং-কোন ধরনের মেশিনের জন্যে উপযোগী?
৪। প্রগ্রেসিভ ওয়াইন্ডিং কাকে বলে?
৫। ইকুয়ালাইজারের কাজ কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। ফ্রন্ট পিচ (Front pitch) কাকে বলে?
২। ওয়েভ ওয়াইন্ডিং-এ বেশি ভোল্টেজ উৎপন্ন হওয়ার কারণ কী?
৩। ল্যাপ ওয়াইন্ডিং এবং ওয়াইন্ডিং-এর পার্থক্য লেখ।
অনুশীলনী-০৮ঃ ডিসি মেশিনস
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। ক্ম্যুটেট্রের কাজ কী?
২। ব্রাশ কোন অঞ্চলে বসানো হয়?
৩। প্রধানত কয়টি কারণে ক্ম্যুটেট্রে অগ্নিস্ফুলিঙ্গ দেখা দেয়?
৪। ইন্টারপোলের ওয়াইন্ডিংকে আর্মেচারের সাথে কীভাবে সংযোগ থাকে?
৫। আর্মেচার রিয়্যাকশন কাকে বলে?
৬। ক্ম্যুটেশন কাকে বলে?
৭। ক্রস-ম্যাগ্নেটাইজিং ফিল্ডের কাজ কী?
৮। কম্পেন্সেটিং ওয়াইল্ডিং ও ক্রস- ম্যাগ্নেটাইজিং আম্পিয়ান টার্নের ক্ষতিকর প্রভাব কী?
৯। ক্রস- ম্যাগনেটাইজিং কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। আর্মেচার রিয়্যাকশন বলতে কী বুঝায়?
২। ইন্টারপোলের কাজ কী?
রচনামূলক প্রশ্নসমূহঃ
১। আর্মেচার রিয়্যাকশনের ফলে কী হয়?
অনুশীলনী-০৯ঃ ডিসি জেনারেটরের বৈশিষ্ট্য
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। শান্ট জেনারেটরে ‘ওপেন সার্কিট ক্যারেকটারিস্টিক’ (OOC) কার্ভ কী নির্দেশ করে?
২। আন্ডার কম্পাউন্ড জেনারেটর কী?
৩।জেনারেটরের ক্রিটিক্যাল স্পিড বলতে কী বুঝায়?
৪। ক্রিটিক্যাল ফিল্ড রেজিস্ট্যান্স কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। কী কী কারণে শান্ট জেনারেটর ভোল্টেজ উৎপাদনে ব্যর্থ হয়?
২। “ ক্রিটিক্যাল ফিল্ড রেজিস্ট্যান্স” কাকে বলে?
৩। ডিসি জেনারেটরের “ক্রিটিক্যাল স্পিড” আকে বলে?
৪। কী কী কারণে ডিসি শান্ট জেনারেটরের টার্মিনাল ভোল্টেজ কমে যায়?
৫। শান্ট জেনারেটরের লোড বৃদ্ধির সঙ্গে টার্মিনাল ভোল্টেজ পতন ঘটে কেন, লেখ।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১। শান্ট জেনারেটরের টার্মিনাল ভোল্টেজ উৎপাদনে ব্যররথতার কারণগুলো ব্যাখ্যা কর?
২। শান্ট জেনারেটরের টার্মিনাল ভোল্টেজ বনাম লোড কারেন্টের এবং বৈশিষ্ট্য রেখা অঙ্কন কর।
৩। শান্ট জেনারেটরের লোড বৃদ্ধির সাথে টার্মিনাল ভোল্টেজ পতন ঘটে কেন, লেখ।
অনুশীলনী-১০ঃ ডিসি জেনারেটরের ভোল্টেজ রেগুলেশন এবং দক্ষতা
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। জেনারেটরের ভোল্টেজ রেগুলেশন কম হওয়া ভালো কেন?
২। ইলেকট্রিক্যাল ইফিসিয়েন্সি কাকে বলে?
৩। ডিসি জেনারেটরর সর্বোচ্চ দক্ষতার শর্তটি লেখ।
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। ভোল্টেজ রেগুলেশন কাকে বলে?
২। ডিসি জেনারেটরের কর্মদক্ষতা বলতে কী বুঝায়?
৩। ডিসি জেনারেটরের পাওয়ার ধাপ দেখাও।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১। ডিসি জেনারেটরর সর্বোচ্চ কর্মদক্ষতা শর্তের সমীকরণটি প্রতিপাদন কর।
অনুশীলনী-১১ঃ ডিসি জেনারেটরের প্যারালাল অপারেশন
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। একাধিক ডিসি জেনারেটরের প্যারালাল অপারেশন করা হয় কেন?
২। ইকুয়ালাইজার (Equalizar) কাকে বলে?
৩। ইকুয়ালাইজারের কাজ কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। ডিসি জেনারেটরের প্যারালাল অপারেশনের শর্তাবলি কী কী?
২। জেনারেটরের ”ভাসমান” (Floating) অবস্থা কাকে বলে?
৩। কী অবস্থায় জেনারেটর মোটর হিসেবে চলে?
৪। ডিসি জেনারেটরের প্যারালাল পরিচালনার সুবিধা বা প্রয়োজনীয়তা লেখ।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১। প্যারালাল পরিচালনার ডিসি জেনারেটরের লোড বণ্টন পদ্ধতি বর্ণ্না কর।
অনুশীলনী-১২ঃ ডিসি মোটরের কার্যনীতি
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। মোটরের শ্যাফট টর্ক কাকে বলে?
২। ব্রেক হর্সপাওয়ার কাকে বলে?
৩। চুম্বুক ক্ষেত্রে স্থাপিত কারেন্ট বহনকারী তারের উপর ক্রিয়াশীল বলের সমীকরণ্টি লেখ।
৪। কম্পাউন্ড মোটরের সংজ্ঞা দাও।
৫। কিউমূলেটিভ কম্পাউন্ড মোটর কাকে বলে?
৬। মোটরের জেনারেটর অ্যাকশন বলতে কী বুঝায়?
৭। ব্রেকডাউন টর্ক কী?
৮। কোন ধরনের ডিসি মোটর লোড বিহীন অবস্থায় চালানো ঠিক নয়?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। ব্যাক ইএমএফ কাকে বলে?
২। কিউমুলেটিভ কম্পাউন্ড মোটরের টর্ক কার্ভের বৈশিষ্ট্য কী?
৩। ডিসি মোটরের আর্মেচার টর্ক নির্ণয় কর।
৪। প্রমাণ কর যে, ব্যাক ইএমএফ (Eb)=V-IaRa.
৫। ডিসি মোটরের টর্ক স্পিড বৈশিষ্ট্য সূচক কার্ভ অঙ্কন কর।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১। মোটরের আর্মেচার টর্ক কী? নিউটন মিটারে বিস্তত কর।
২। মোটরের আর্মেচার টর্কের সমীকরণ নির্ণয় কর।
অনুশীলনী-১৩ঃ ডিসি মোটরের লস এবং দক্ষতা
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। ডিসি মোটরের লস কত প্রকার ও কী কী?
২। স্ট্রে (Stray) লস কাকে বলে?
৩। হিসটেরেসিস লস কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। এডি কারেন্ট লস কমানোর উপায় কী?
২। হিস্টেরেসিস লস কমানোর উপায় কী?
৩। ডিসি মোটরের কর্মাশিয়াল ইফিসিয়েন্সি কী?
৪। ডিসি মোটরের পাওয়ার ধাপ ছক আকারে দেখাও।
৫। ডিসি জেনারাটর ও ডিসি মোটরের মাঝে পার্থক্য উল্লেখ কর।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১। ডিসি মোটরের পাওয়ার স্টেজ ছকাকারে দেখাও।
অনুশীলনী-১৪ঃ ডিসি মোটর চালনা এবং গতি নিয়ন্ত্রয়ণ
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। ফিল্ড ডাইভার্টার কী?
২। আর্মেচার ডাইভার্টার কী?
৩। ডিসি মোট্রে ব্রেক টেস্ট দ্বারা কী করা হয়?
৪। আর্মেচার ডাইভার্টার কী কাজ করে?
৫। ব্রেকিং কাকে বলে? এটি কত প্রকার ও কী কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। ডিসি মোটরের গতি বেগ কীভাবে নিয়ন্ত্রয়ণ করা যায়?
২। শান্ট মোটরের গতিবেগ নিয়ন্ত্রণ কী কী পদ্ধতিতে করা যায়?
৩। বৈদ্যুতিক ব্রেকিং পদ্ধতির নামগুলো লেখ।
৪। ডিসি মোট্রের স্টার্টারের প্রয়োজনীতা লেখ।
৫। ডিসি মোটরের গতি নিয়ন্ত্রয়ণের যে কোনো একটি পদ্ধতির বর্ণ্না কর।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১। ডিসি মোটরের জন্যে থ্রি-পয়েন্ট স্টার্টারের সচিত্র বর্ণ্না কর।
২। ফোর পয়েন্ট স্টার্টারের সচিত্র বর্ণ্না দাও।
অনুশীলনী-১৫ঃ ইলেকট্রিক ট্রাকশন পদ্ধতি
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। ট্রাকশন কী?
২। ইলেকট্রিক ট্রাকশন কী?
৩। ট্রাকশন কী কী পদ্ধতি ব্যবহার করা হয়?
৪। ইলেকট্রিক ট্রাকশনে সিরিজ মোটর ব্যবহার করা হয় কেন?
৫। ট্রাকশনে কী কী পদ্ধতি ব্যবহার করা হয়?
৬। ইলেকট্রিক ব্রেকিং কী?
৭। ইলেকট্রিক ব্রেকিং কয়প্রকার ও কী কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। ট্রলি- বাসে কী কী উপায়ে স্পিড কন্ট্রল করা হয়?
২। ট্রাকশনে ডিসি সিস্টেমের সুবিধা কী?
৩। ডিজেল ইলেকট্রনিক ড্রাইভ লোকোমোটিভের তিনটি সুবিধা লেখ।
৪। আদর্শ ট্রাকশনের বৈশিষ্ট্য গুলো কী কী?
৫। ব্রেকিং পদ্ধতি কত প্রকার ও কী কী?
রচনামূলক প্রশ্নসমূহঃ
১। আদর্শ ট্রাকশন পদ্ধতির বৈশিষ্ট্য লেখ।
২। ট্রাকশনে ডিসি সিরিজ-মোটর ব্যবহারের কারণ বর্ণ্না কর।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি সিসি’র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url