বেসিক বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং ( বিষয় কোড: ২৮৬২১) এর সাজেশন

 


অর্ডিনারি কোচিং সেন্টার
বেসিক বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং( ২২ প্রবিধান)
বিষয় কোড: ২৮৬২১
এই সাজেশন প্রকাশের তারিখ: ১১--৪-২০২৪ ইং
অনুশীলনী -০১ঃ বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। Biomedical technology বলতে কী বুঝায়?
২। বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বলতে কী বুঝায়?
৩। ইলেকট্রোমেডিক্যাল টেকনোলজি বলতে কী বুঝায়?
৪। ট্রান্সডিউসার কাকে বলে?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। বায়োমেডিক্যাল যন্ত্রপাতির নাম ও ব্যবহার লেখ।
২। বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর ফ্লোচার্ট (Flow chart) দেখাও?
৩। মেডিক্যাল ল্যাবে ব্যবহৃত যন্তপাতির নাম লেখ।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১। বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর ঐতিহাসিক বর্ণ্না দাও।
অনুশীলনী -০২ঃ বায়োমেডিক্যাল সিগন্যাল ও নয়েজ
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। বায়োমেডিক্যাল সিগন্যাল কী?
২। বায়োমেডিক্যাল সিগন্যাল কত প্রকার ও কী কী?
৩। ডাইনামিক মেডিক্যাল সিগন্যাল বলতে কী বুঝায়?
৪। ECG, EEG এবং EMG-এর পূর্ণ্নাম লেখ।
৫। ECG-এর ব্যবহার লেখ।
৬। রেস্টিং পটেনশিয়াল বলতে কী বুঝায়?
৭। অ্যাকশন পটেনশিয়াল বলতে কী বুঝায়?
৮। বায়োমেট্রিক পটেনশিয়াল বলতে কী বুঝায়?
৯। পোলারাইজেশন বলতে কী বুঝায়?
১০। ডিপোলারাইজেশন বলতে কী বুঝায়?
১১। রেকডিং ইনস্ট্রমেন্ট কেন ব্যবহার করা হয়?
১২। নয়েজ কী?
১৩। নয়েজ ফিগার কী?
১৪। সিগন্যাল কত প্রকার ও কী কী?
১৫। নয়েজ কত প্রকার ও কী কী?
১৬। বায়োইলেকট্রিক সিগন্যাল বলতে কী বুঝায়?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। বায়োমেডিক্যাল সিগন্যালের প্রকারভেদ লেখ।
২। সিগন্যাল-টু-নয়েজ রেশিও কী?
৩। সেল পটেনশিয়াল ওয়েভফর্মের বর্ণ্না দাও।
৪। Sampled signal ব্যাখ্যা কর।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১। ECG সিগন্যালের সচিত্র বর্ণ্না কর।
২। EEG সিস্টেমের কৌশল বর্ণ্না কর।
৩। নয়েজ রিডাকশন স্ট্র্যাট্রজি বর্ণ্না কর।
অনুশীলনী -০৩ঃ বায়োমেডিক্যাল ইলেকট্রোড, সেন্সর এবং ট্রান্সডিউসার
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। ট্রান্সডিউসার কী?
২। ট্রান্সডিউসারের প্রকারভেদ লেখ।
৩। সেন্সর কী বা কাকে বলে?
৪। কয়েকটি Sensing element-এর নাম লেখ।
৫। সেন্সর-এর শ্রেণীবিভাগ কর।
৬। LVDT ও RVDT-এর পূর্ণ্নাম লেখ।
৭। বাইপোলার লিড কাকে বলে?
৮। ইউনিপোলার লিড কী?
৯। বিভিন্ন ধরনের ইউনিপোলার লিডের নাম লেখ।
১০। সেন্সরের ত্রুটির সংজ্ঞা দাও।
১১। সেল ফিজিওলজি কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। ট্রান্সডিউসারের শ্রেণিবিভাগ উল্লেখ কর।
২। বিভিন্ন প্রকার সেন্সরের সংক্ষিপ্ত বর্ণ্না দাও।
৩। Sensor-এর প্রকারভেদ লেখ।
৪। ট্রান্সডিউসার-এর কাজ কী?
৫। বায়োমেডিক্যাল সেন্সিং-এ ব্যবহৃত ইলেকট্রোডগুলোর নাম লেখ।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১। ECG ইলেকট্রোড-এর বর্ণ্না দাও।
২। EEG ইলেকট্রোড-এর বর্ণ্না দাও।
৩। সেন্সর ত্রুটির উৎস বর্ণ্না কর।
অনুশীলনী -০৪ঃ বায়োইলেকট্রিক অ্যামপ্লিফায়ার
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। বায়োইলেকট্রিক অ্যামপ্লিফায়ার কাকে বলে?
২। বায়োইলেকট্রিক অ্যামপ্লিফায়ারের সার্কিট চিত্র অঙ্কন কর।
৩। ডিফারেনশিয়াল অ্যামপ্লিফায়ার কাকে বলে?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। মাল্টিপল বা বহু-ইনপুট সার্কিট কাকে বলে?
রচনামূলক প্রশ্নসমূহঃ
১। Differential amplifier-এর বর্ণ্না দাও।
অনুশীলনী -০৫ঃ সংরক্ষণ ও পর্যবেক্ষণ পদ্ধতি
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। Recording instruments বলতে কী বুঝায়?
২। কয়েকটি Recording instruments-এর নাম ও কাজ লেখ।
৩। দুটি মনিটারিং ইনস্ট্রমেন্টের নাম লেখ।
৪। Analysis instruments-বলতে কী বুঝায়?
৫। কয়েকটি Analysis instruments-এর নাম ও কাজ লেখ।
৬। Measurement instruments বলতে কী বুঝায়?
৭। Imaging instruments বলতে কী বুঝায়?
৮। সেন্ট্রিফিউজ মেশিন কী?
৯। সেন্ট্রাল মনিটরিং সিস্টেম কী?
১০। ডিজিটাল ডিসপ্লে সিস্টেম কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। মেজারিং ইন্সট্রমেন্ট-এর প্রকারভেদ লেখ।
২। মনিটরিং ইন্সট্রমেন্ট-এর ব্যবহার লেখ।
৩। কয়েকটি Measurement Instruments-এর নাম ও কাজ লেখ।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১। Recording এবং Measurement Instruments-গুলোর নামসহ ব্যবহার তালিকা উল্লেখ কর।
২। ইলেকট্রনিক রেকর্ডিং সিস্টেম বলতে কী বুঝায়?
৩। ডিজিটাল ডিসপ্লে সিস্টেমের প্যারামিটারগুলোর বর্ণ্না দাও।
৪। বেসিক সেন্ট্রাল মনিটারিং সিস্টেমের বর্ণ্না দাও।
অনুশীলনী -০৬ঃ বায়োমেডিক্যাল রেকর্ডার
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। ECG বলতে কী বুঝায়?
২। ECG –এর ব্যবহার লেখ।
৩। ECG –এর বৈশিষ্ট্য লেখ।
৪। EEG কী?
৫। স্নায়ুতন্ত্র (Nervous system) কী?
৬। EEG Preamplifier-এর ব্লক চিত্র আঁক ।
৭। EMG কী?
৮। ইলেকট্রোমায়োগ্রাম কী?
৯। EMG সিগন্যালের ভোল্টেজের রেঞ্জ কত?
১০। ECG, EMG, EEG, EOG এবং ERG-এর পূর্ণ্নাম লেখ
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। QRS কমপ্লেক্স বলতে কী বুঝায়?
২। মাইক্রোপ্রসেসর-ভিত্তিক ইসিজি মেশিনের সুবিধা লেখ।
৩। ইসিজি মেশিনের মেইন্টেন্যান্স পদ্ধতিগুলো লেখ।
৪। বিভিন্ন প্রকার ইসিজি ইলেকট্রোডের নাম লেখ।
৫। চিত্রসহ প্রিঅ্যামপ্লিফায়ার পদ্ধতির বর্ণ্না দাও।
৬। EEG-এর ব্যবহার লেখ।
৭। EEG-এর কাজ কী?
৮। EEG Machine- এর ব্লক চিত্র অঙ্কন কর।
৯। EEG এবং ECG-এর মধ্যে পার্থক্য লেখ।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১। ECG মেশিনের ব্লক ডায়াগ্রামসহ বর্ণ্না কর।
২। মাল্টিচ্যালেন EEG রেকডিং সিস্টেম বর্ণ্না কর।
৩। ব্লক ডায়াগ্রামসহ EMG মেশিনের বর্ণ্না দাও।
অনুশীলনী -০৭ঃ বেসিক বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। মেডিক্যাল ল্যাবরেটরি কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১।মাইক্রোস্কোপের ব্যবহার উল্লেখ কর।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১। স্বয়ংক্রিয় বায়োকেমিক্যাল অ্যানালাইসিস পদ্ধতির সচিত্র বর্ণ্না কর।
অনুশীলনী -০৮ঃ ইলেকট্রো সার্জিক্যাল পদ্ধতি
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। ইলেকট্রোসার্জারি বলতে কী বুঝায়?
২। সার্জিক্যাল ডায়াথার্মি মেশিনে কী কী কার্টিং ইলেকট্রোড ব্যবহৃত হয়?
৩। ইলেকট্রোসার্জারি মেশিন কী?
৪। টিস্যু কাটার ক্ষেত্রে লেজার বিমের পাওয়ার কত থাকে?
৫। ইলেক্ট্রোসার্জারির মূলনীতি লেখ।
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। বাইপোলার টেকনিক কী?
২। মনোপোলয়ার সার্জারি টেকনিক- এর বর্ণ্না দাও।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১। ইলেকট্রোসার্জারির মূলনীতি বর্ণ্না কর।
অনুশীলনী -০৯ঃ কম্পিউটারস ইন বায়োমেডিক্যাল ফিল্ড
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। কম্পিউটার হার্ডওয়্যার কাকে বলে?
২। কয়েকটি ইনপুট ডিভাইসের তালিকা লেখ।
৩। আট্রাসনিক ইকুইপমেন্টের ব্যবহার লেখ।
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। ডাটা অ্যাকুইজিশন পদ্ধতির সংজ্ঞা দাও।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১ বায়োমেডিক্যাল ফিল্ডে কম্পিউটারের প্রয়োগ ক্ষেত্র লেখ।
২। ডাটা অ্যাকুইজিশন পদ্ধতি বর্ণ্না কর।
অনুশীলনী -১০ঃ ক্লিনিং এবং ডিসইনফেকশন
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। স্টেরিলাইজেশন বলতে কী বুঝায়?
২। Hot air oven কী?
৩। Disifection কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। বিভিন্ন ধরনের Seterilization পদ্ধতির নাম লেখ।
২। ইনফেকশন কন্ট্রোল কীভাবে করা হয়?
৩। বিভিন্ন প্রকার স্টেরিলাইজেশন প্রক্রিয়া লেখ।
৪। স্টিম অটোক্লেইভ পদ্ধতির মূলনীতি লেখ।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১। Sterilization পদ্ধতিসমূহের বর্ণ্না কর।
২। স্টিম অটোক্লেইভ সিস্টেমের বর্ণ্না দাও।
৩। স্টিম অটোক্লেইড-এর কার্যাপ্রণ্নালী বর্ণ্না দাও।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি সিসি’র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url