ওয়াটার সাপ্লাই ইঞ্জনিয়ারিং (বিষয় কোড: ২৬৪৫৫) এর সাজেশন

 

অর্ডিনারি কোচিং সেন্টার
ওয়াটার সাপ্লাই ইঞ্জনিয়ারিং (২২ প্রবিধান) এর সাজেশন
বিষয় কোড: ২৬৪৫৫
এই সাজেশনটি প্রকাশের তারিখ : ০১-০৪-২০২৪ ইং
অনুশীলনী-১ঃ ওয়াটার সাপ্লাই ইঞ্জনিয়ারিং ও পানির উৎস
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ

১। তিনটি পানিবাহিত রোগের নাম লেখ।
২। সরবরাহের প্রকৌশল বলতে কী বুঝায়?
৩। ভূগর্ভস্থ পানির উৎসগুলো কী কী?
৪। বারিধারা চক্র বলতে কী বুঝায়?
৫। রান-অফ বলতে কী বুঝায়?
৬। পানি ধারক স্তর বা একুফার কী?
৭। পেনস্টক কী?
৮। পানির উৎস বলতে কী বুঝায়?
৯। প্রস্বেদন (Transpiration) কাকে বলে?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১০। পানির গুণগত মান বিচারে ভূপৃষ্ঠস্থ ও ভূগর্ভস্থ পানির তুলনা কর।
১১। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ার কারণ কী?
১২। প্রবাহ চিত্রের মাধ্যমে পানির বিভিন্ন উৎসের শ্রেণিবিভাগ দেখাও।
১৩। পানির বিভিন্ন উৎসের শ্রেণিবিভাগ দেখাও।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১৪। শহর এলাকার পানি সরবরাহের প্রবাহ চিত্র অঙ্কন কর।
১৫। পানি চক্র চিত্রসহ বর্ণনা কর।
অনুশীলনী-২ঃ পানি খরচ (Consumption of Water)
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১।দৈনিক মাথাপিছু পানি খরচের সূত্রটি লেখ।
২। ভবিষ্যৎ জনসংখ্যা নিরূপণ করা হয় কেন?
৩। Fire demand বলতে কী বুঝায়?
৪। মাথাপিছু পানি খরচ বলতে কী বুঝায়?
৫। অগ্নিনির্বাপণের জন্য পাইপে পানির চাপ কত থাকা প্রয়োজন?
সংক্ষিপ্ত  প্রশ্নসমূহঃ
৬। মাথাপিছু পানি খরচ বলতে কী বুঝায়?
৭। জনসংখ্যা নিরূপণের পদ্ধতিগুলোর নাম লেখ।
৮। পানির চাহিদার তারতম্যের কারণলো কী কী?
রচনামূলক  প্রশ্নসমূহঃ
৯। কোন শহরের পানির চাহিদা নিরূপণে বিবেচ্য বিষয়গুলো আলোচনা কর।
অনুশীলনী-৩ঃওয়াটার সাপ্লাই পদ্ধতিতে পাইপ ওপাইপ জয়েন্টের ব্যবহার
অতি সংক্ষিপ্ত  প্রশ্নসমূহঃ
১। পাইপ বা কন্ডইট কাকে বলে?
২। ককিং কী?
৩। ক্যালগন কী?
৪। পাইপ ক্ষয়ের মূল কারণগুলো লেখ।
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৫। পানির পাইপে ব্যবহৃত দুই প্রকার জয়েন্টের চিত্রাঙ্কন কর।
৬। উপাদান অনুযায়ী পানির পাইপের শ্রেণীবিভাগ কর।
৭। আদর্শ পানির পাইপের কী কী বৈশিষ্ট্য থাকা উচিত?
৮। পাইপের ক্ষয় বলতে কী বুঝায়?
৯। যে-কোনো এক প্রকার পাইপ জয়েন্ট- এর পরিচ্ছন্ন চিত্র অঙ্কন কর।
১০। বিভিন্ন প্রকার পাইব জয়েন্টের নাম লেখ। ঢালাইকৃত কংক্রিত পাইপের ক্ষেত্রে কোন ধরনের পাইপ জয়েন্ট উপযোগী?
রচনামূলক  প্রশ্নসমূহঃ
১১। ধাতব পাইপ ক্ষয়ের কারণগুলো বর্ণনা কর।
১২। পাইপের ক্ষয়রোধের উপায়গুলো আলোচনা কর।
১৩। দু'প্রকার পাইপ সন্ধির সচিত্র বর্ণনা কর।
অনুশীলনী-৪ঃ পানি সংগ্রহ ও পরিবহন ব্যবস্থা
অতি সংক্ষিপ্ত  প্রশ্নসমূহঃ
১। ইনটেক কাকে বলে?
২। পেনস্টক (Pen stock) কী?
সংক্ষিপ্ত  প্রশ্নসমূহঃ
৩। খাল ইনটেকের পিচিং (Pitching) বলতে কী বুঝায়?
৪। বিভিন্ন প্রকার ইনটেকের নাম লেখ।
৫। জলাধার ইনটেকের চিত্রসহ বর্ণনা দাও।
৬। পাম্পের ডেলিভারি পাইপ ও সাকশন পাইপ বলতে কী বুঝায়?
৭। পাম্প নির্বাচনে বিবেচ্য বিষয়গুলো কী কী?
৮। পানি সংগ্রহের স্থান নির্বাচনের জন্য কী কী বিষয়ের প্রতি লক্ষ রাখতে হয়?
রচনামূলক  প্রশ্নসমূহঃ
৯। ইনটেক - এর সাইট নির্বাচনে বিবেচ্য বিষয়গুলো আলোচনা কর।
১০। পানি সরবরাহে প্রকল্পে পাম্পের প্রয়োজন হয় কেন? পাম্প নির্বাচনে বিবেচ্য বিষয়গুলো কী কী?
 অনুশীলনী-৫ঃ নিরাপদ পানি ও পানির অপদ্রব্যসমূহ
অতি সংক্ষিপ্ত  প্রশ্নসমূহঃ
১। নিরাপদ পানি বলতে কী বুঝায়?
২। পানি খরত্বের কারণ কী?
৩। বাংলাদেশে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা কত?
৪। BOD কী?
৫। পি. এইচ মান বলতে কী বুঝায়?
৬। খাবার পানিতে আর্সেনিক ও আবিলত্বে অনুমোদিত মাত্রা কত?
৭। সুপেয় পানির pH ও ক্লোরাইডের মাত্রা উল্লেখ কর।
৮। ক্লাক স্কেলে ১° খরতা বলতে কী বুঝায়?
সংক্ষিপ্ত  প্রশ্নসমূহঃ
১০। পানিবাহিত সাধারণ রোগসমূহের নাম লেখ।
১১। পানিতে অ্যাসিড ও ক্ষারের প্রভাব বর্ণনা কর।
১২। খর পানি ব্যবহারের অসুবিধাগুলো লেখ।
১৩। পানির অপ্রীতিকর বর্ণ, গন্ধ ও স্বাদের কারণগুলো লেখ।
১৪। পানিতে আর্সেনিক প্রতিরোধের উপায় লেখ।
১৫। প্যাথোজেনিক ব্যকটেরিয়া কী?
রচনামূলক  প্রশ্নসমূহঃ
১৬। পানির যে কোনো তিনটি রাসায়নিক পরীক্ষা ব্যাখ্যা কর।
১৭। নিম্নলিখিত প্যারামিটারগুলোর মান লেখ।
অনুশীলনী-৬ঃ পরিষ্কৃত ও পরিস্রাবণ প্রক্রিয়ায় পানি শোধন
অতি সংক্ষিপ্ত  প্রশ্নসমূহঃ
১। ফ্লক (Flock) কী?
২। পানি পরিশোধনের পদ্ধতিগুলো কী কী?
৩। ক্যালগন (Calgon) কী?
৪। ফ্লোকুলেশন (Flocculation) বলতে কী বুঝায়?
৫। সচারচর ব্যবহৃত ৩টি তঞ্জন (Coagulant) এর নাম লেখ।
৬। পরিস্রাবন কী?
সংক্ষিপ্ত  প্রশ্নসমূহঃ
৭। সাধারণভাবে ব্যবহৃত কোয়াগুলেন্ট (Coagulant) এর নাম লেখ।
৮। পানি শোধনের উদ্দেশ্যগুলো লেখ।
৯। পানি শোধনাগারের প্রবাহ চিত্র অঙ্কন কর।
১০। (Coagulation) প্রক্রিয়ার মূলনীতি লেখ।
১১। কোয়াগুলেন্ট কী?
১২। পানিকে বাতান্বিতকরণের উদ্দেশ্যগুলো লেখ।
১৩। ভাসমান কণা থিতিয়ে পড়া কী কী বিষয়ের উপর নির্ভরশীল?
রচনামূলক  প্রশ্নসমূহঃ
১৪। থিতানো প্রক্রিয়ার মূলনীতি লেখ। ভাসমান কণার থিতিয়ে পড়া কী কী বিষয়ের উপর নির্ভর করে?
অনুশীলনী-৭ঃ পরিস্রাবণ, জীবাণুমোচন ও মৃদুকরণ প্রক্রিয়ায় পানি শোধন
অতি সংক্ষিপ্ত  প্রশ্নসমূহঃ
১। ক্লোরিনায়ন বলতে কী বুঝায়?
২। ব্লিচিং পাউডারে শতকরা কতভাগ ক্লোরিন থাকে?
৩। ক্লোরিনের ক্রিয়া কী কী বিষয়ের উপর নির্ভরশীল?
৪। ব্লিচিং পাউডারের রাসায়নিক সংকেত লেখ।
৫। হাইপো ক্লোরিনায়ন বলতে কী বুঝায়?
৬। "ভগ্নাবিন্দু ক্লোরিনায়ন" বলতে কী বুঝায়?
৭। দ্বৈত ক্লোরিনায়ন বলতে কী বুঝায়?
৮। পানির খরত্বের কারণ কী?
৯। পানি মৃদুকরণের পদ্ধতিগুলো কী কী?
১০। জিওলাইট কী?
১১। ক্যালগন কোথায় ব্যবহার করা হয়?
১২। বায়ু সংবন্ধন বলতে কী বুঝায়?
১৪। সমরূপতা সহগ কাকে বলে?
১৫। Black wash বলতে কী বুঝায়?
সংক্ষিপ্ত  প্রশ্নসমূহঃ
১৬। জীবাণুমুক্তকরণ বলতে কী বুঝায়?
১৭। ভগ্নবিন্দু ক্লোরিনায়নের চিত্রাঙ্কন বর্ণনা কর।
১৮। ভগ্নবিন্দু ক্লোরিনায়নের গুরুত্ব লেখ।
১৯। ভগ্নবিন্দু ক্লোরিনায়ন বলতে কী বুঝায়?
২০। পানি জীবাণুমুক্তকরণের উপায়গুলোর নাম লেখ।
২১। ক্লোরিন দিয়ে পানি জীবাণুমুক্ত করার সুবিধাগুলো লেখ।
২২। ধীরগতি পরিস্রাবকের সুবিধা-অসুবিধাগুলো লেখ।
২৩। দ্রুতগতি বালু পরিস্রাবকের সুবিধা ও অসুবিধাগুলো লেখ।
২৪। নেগেটিভ হেড বলতে কী বুঝায়?
রচনামূলক  প্রশ্নসমূহঃ
২৫। পানি জীবাণুমুক্তকরণের একটি পদ্ধতি বর্ণনা কর।
২৬। জীবাণুমোচনের উপায়গুলো কী কী এবং যে-কোনো একটি পদ্ধতি বর্ণনা কর।
২৭। চিত্রসহ "র‍্যাপিড স্যান্ড ফিল্টার" এর কার্যপ্রণালি বর্ণনা কর।
২৮। ধীরগতি বালু পরিস্রাবকের চিত্রসহ কার্যপ্রণালি বর্ণনা কর।
অনুশীলনী-৮ঃ বর্ণ, গন্ধ, স্বাদ, আর্সেনিক, আয়রণ, ম্যাঙ্গানিজ এবং লবণাক্ততা দূর করার পদ্ধতি
অতি সংক্ষিপ্ত  প্রশ্নসমূহঃ
১।বাতাম্বিতকরণ কী?
২। পানি হতে লবণ দূর করার পদ্ধতিগুলর নাম লেখ।
৩। লবণমুক্তকরণ বলতে কী বুঝায়?
সংক্ষিপ্ত  প্রশ্নসমূহঃ
৪। বাতাম্বিতকরণের উদ্দেশ্য কী?
৫। পানিতে লৌহ ও ম্যাঙ্গানিজ এর প্রভাব কী?
৬। পানির আর্সেনিক দূর করার জন্য কী কী পদ্ধতি অনুসরণ করা প্রয়োজন, বর্ণনা কর।
রচনামূলক  প্রশ্নসমূহঃ
৭। Activated carbon ব্যবহারের মাধ্যমে পানির রঙ, গন্ধ ও স্বাদ দূরীকরণেরন পদ্ধতি বর্ণনা কর।
অনুশীলনী-৯ঃ পানি বন্টন পদ্ধতি, নির্মাণ ও রক্ষণাবেক্ষণ
অতি সংক্ষিপ্ত  প্রশ্নসমূহঃ
১। ফায়ার হাইড্র্যান্ট কী?
২। বিভিন্ন প্রকার পাইপ সজ্জার পদ্ধতিগুলোর নাম লেখ।
৩। পানি মিটার কী?
৪। ফেরুল কোথায় ব্যবহার করা হয়?
৫। স্ট্রাটিং অয়ান্ড শোরিং কাকে বলে?
সংক্ষিপ্ত  প্রশ্নসমূহঃ
৬। একটি আদর্শ পানি মিটারের বৈশিষ্ট্যগুলো উল্লেখ কর।
৭। পানি বন্টন ব্যবস্থার প্রয়োজনীয় শর্তসমূহ কী কী?
৮। একটি উত্তম পানি-মিটারের বৈশিষ্ট্যগুলো লেখ।
৯। পাইপ লাউইন বসানোর পদ্ধতি ধাপ অনুযায়ী ধারাবাহিকভাবে লেখ।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১০। পানি সরবরাহের দু'প্রকার বণ্টন পদ্ধতি চিত্রসহ বর্ণনা কর।
১১। পাইপ লাইন বসানোর পদ্ধতি ধাপ অনুযায়ী ধারাবাহিকভাবে লেখ।
অনুশীলনী-১০ঃ সঞ্চয়াগার ও বাংলাদেশের গ্রামীণ পানি সরবরাহ ব্যবস্থা
অতি সংক্ষিপ্ত  প্রশ্নসমূহঃ
১। উপচানো পাইপ কোথায় এবং কেন ব্যবহার করা হয়?
২। স্ট্রেইনার পাইপের কাজ কী?
৩। নলকূপ বিকল হয়ে যাওয়ার কারণসমূহ লেখ।
সংক্ষিপ্ত  প্রশ্নসমূহঃ
৪। স্ট্যান্ড পাইপের সুবিধাগুলো বর্ণনা কর।
৫। স্ট্যান্ড পাইপ কী? এর সুবিধাগুলো লেখ।
৬। নলকূপ খননের কয়েকটি পদ্ধতির নাম লেখ।
৭। তারা পাম্পের সুবিধাগুলো লেখ।
৮। নলকূপ বিকল হয়ে যাওয়ার কারণসমূহ লেখ।
৯। পানি সরবরাহের বিকল্প প্রযুক্তিগুলো কী কী?
রচনামূলক  প্রশ্নসমূহঃ
১০। চিত্রসহ তারা পাম্পের গঠন বর্ণনা দাও।
১১। নলকূপ খননের যে-কোনো ১টি পদ্ধতি চিত্রসহ বর্ণনা কর।
১২। ওয়াটার জেট পদ্ধতিতে নলকূপ খননের পদ্ধতি বর্ণনা কর।
১৩। নলকূপ খননে ঢেঁকি পদ্ধতি চিত্রসহ বর্ণনা কর।
অনুশীলনী-১১ঃ প্লাম্বিং ব্যবস্থা
অতি সংক্ষিপ্ত  প্রশ্নসমূহঃ
১। প্লাম্বিং স্থাপনের প্রয়োজনীয়তা কী?
২। সচরাচর ব্যবহৃত প্লাম্বিং ফিটিংসগুলোর নাম লেখ।
৩। ফিক্সচারস কাকে বলে?
৪। কতকগুলো ফিক্সচারস এর নাম লেখ।
৫। ডাই-স্টক কী কাজে ব্যবহৃত হয়।
৬। পাইপের কাজে ব্যবহৃত বিভিন্ন সাজসরঞ্জামসমূহের নাম লেখ।
৭। প্লাম্বিং বলতে কী বুঝায়?
সংক্ষিপ্ত  প্রশ্নসমূহঃ
৮। প্লাম্বিং কাজে ফিটিংস ও ফিক্সচার বলতে কী বুঝায়?
৯। প্লাম্বিং কাজে ব্যবহৃত যন্ত্রপাতির নাম লেখ।
১০। প্লাম্বিং ফিটিংস এর ফিক্সচারের মধ্যে পার্থক্য লেখ।
১১। প্লাম্বিং কাজে ব্যবহৃত সাহায্যকারী যন্ত্রপাতির নাম লেখ।
১২। প্লাম্বিং সংস্থাপনের প্রয়োজনীয়তা লেখ।
১৩। সচ্রাচর ব্যবহৃত ৪টি ফিক্সচারের নাম লেখ।
১৪। প্লাম্বিং ব্যবস্থা বলতে কী বুঝায়?
রচনামূলক  প্রশ্নসমূহঃ
১৫। নিম্নলিখিত প্লাম্বিং ফিটিংসগুলোর ব্যবহার লেখ।
(ক) এলবো (খ) ক্রস (গ) বেন্ড (ঘ) সকেট (ঙ) নিপুল (চ) প্লাগ (ছ) ইউনিয়ন।
১৬। চার প্রকার প্লাম্বিং ফিটিংস-এর ব্যবহার উল্লেখ কর।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি সিসি’র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url