থিওরি অব স্ট্রাকচার (বিষয় কোডঃ ২৬৪৫৪ ) এর সাজেশন

 

অর্ডিনারি কোচিং সেন্টার
থিওরি অব স্ট্রাকচার ( ২২ প্রবিধান) এর সাজেশন
বিষয় কোডঃ ২৬৪৫৪
এই সাজেশনটি প্রকাশের তারিখ : ২৭-০৩-২০২৪ ইং

অধ্যায়-১ঃ বীমের শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট 
( Understand Shear force and Bending moment of Beams)
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহ ঃ
১। সাম্যাবস্থার সূত্রগুলো কী কী ?
২। বেন্ডিং মোমেন্ট কী ?
৩। স্ট্যাটিক্যাল ডিটারমিনেট বীম কী?
৪। স্ট্যাটিক্যাল ইনডিটারমিনেট বীম কী?
৫। ইনফ্লেকশন বিন্দু কী ?
৬। শিয়ার ফোর্স কী?
৭। বিপজ্জনক সেকশন কাকে বলে?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৮। বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের বৈশিষ্ট্যগুলো লেখ।
৯। বিপজ্জনক সেকশন এবং ইনফ্লেকশন পয়েন্ট চিত্রের সাহায্যে বর্ণ্না কর।
১০। শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট-এর মধ্যকার সম্পর্ক চিত্রের সাহাযযে বর্ণ্না কর।
অধ্যায়-২ঃ বীমের বেন্ডিং পীডন(Understand the Bending Stresses in beams)
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। সেকশন মডুলাস বলতে কী বুঝায় ?
২। রেজিস্টিং মোমেন্ট কাকে বলে?
৩।বেন্ডিং পীড়নের সূত্রটি নোটেশনসহ লিখ।
৪।বেন্ডিং পীড়ন কি?
৫।নিরপেক্ষ তল (Neutral surface ) বলতে কী বুঝায়?
৬। বিমের নিরপেক্ষে অক্ষ বলতে কি বুঝায়?
সংক্ষিপ্ত  প্রশ্নসমূহঃ
৭।বেন্ডিং পীড়ন সূত্র নিরূপণে মৌলিক ধারণাসমূহ লিখ।
৮।বক্রকরণ সূত্রের সীমাবদ্ধতাগুলো লিখ।
৯। প্রমাণ কর যে ,আয়তাকার সেকশনের জন্য,Z=bd2/6 ।
রচনামূলক  প্রশ্নসমূহঃ
১০। প্রমাণ কর যে,M/I=f/Y=E/R
অধ্যায়-৩ঃ বিমের শিয়ার পীডন(Shear Stresses in Beams)
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১।শিয়ার পীড়ন বলতে কী বুঝায়?
২। সর্বোচ্চ শিয়ার পীড়ন কী?
৩। বীমের মিতব্যয়ী সেকশন বলতে কী বুঝায়?
৪।গোলাকার সেকশনের বীমের জন্য শিয়ার স্ট্রেস ডায়াগ্রাম অঙ্কন করে সর্বোচ্চ শিয়ার স্ট্রেসের অবস্থান দেখাও।
৫।প্রমাণ কর যে, Smax=4/3 গড় শিয়ার পীড়ন ।
৬।প্রমাণ কর যে, Smax=3/2 গড় শিয়ার পীড়ন ।
৭। ত্রিভুজাকৃ্তি ক্ষেত্রের জন্য সর্বোচ্চ শিয়ার পীড়ন ও শিয়ার পীড়নের সম্পর্ক নির্ণয় কর।
অধ্যায়-৪ঃ বিমের ডিফ্লেকশন বা বিচ্যুতি( Understand the Deflection of Beams)
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১।ডিফ্লেকশন বলতে কী বুঝায়?
২। স্থিতিস্থাপক বক্ররেখা বা ইলাস্টিক কার্ভ বলতে কী বুঝায়?
৩।প্রথম মোমেন্ট উপপাদ্য বলতে কী বুঝায়?
৪।কী কী পদ্ধতিতে ডিফ্লেকশন নির্ণয় করা হয়?
সংক্ষিপ্ত  প্রশ্নসমূহঃ
৫।বীমের দ্বিতীয় মোমেন্ট প্রক্রিয়া উপপাদ্যটি চিত্রসহ লিখ।
৬।একটি 3 মিটার লম্বা ক্যান্টিলিভার বীমের মুক্ত প্রান্তে 1200 কেজি কেন্দ্রীভূত ভার স্থাপন করা হলে সর্বোচ্চ ডিফ্লেকশন এর মান নির্ণয় কর । EI=1.3 ×109কেজি -সেমি২
অধ্যায়-৫ঃ জয়েন্ট এবং স্টিল স্ট্রাকচারের ধারণা
( Understand the Concept of Steel Structure Joint)
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১।রিভেট জোড়ার শক্তি বলতে কী বুঝায়?
২।মূল প্লেটের পুরুত্ব হলে সাধারণ রিভেটের ব্যাস কত ধরা হয়?
৩।ব্যাস পিচ বলতে কী বুঝায়?
৪। রিভেট জোড়ার দক্ষতা বলতে কী বুঝায়?
৫।রিভেট বলতে কী বুঝায়?
৬।কী কী কারণের রিভেট ব্যর্থ হতে পারে?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৭। রিভেট জয়েন্টের ব্যর্থতা দূরীকরণের উপায়গুলো লিখ।
৮। কী কী কারণের রিভেট জয়েন্ট ব্যর্থ হয় চিত্রসহ বর্ণ্না কর।
৯।পিচ ও ব্যাক পিচের পার্থক্য চিত্রসহ লেখ।
১০।চিত্রের মাধ্যমে ডায়মন্ড রিভেটের জয়েন্টের বর্ণ্না দাও।
১১।রিভেট জোড়া ডিজাইনে বিবেচ্য বিষয়গুলো উল্লেখ কর।
অধ্যায়-৬ঃ ওয়েল্ডেড কানেকশন
 (Understand the Significance of Welded Connections)
অতিসংক্ষিপ্ত  প্রশ্নসমূহঃ
১।ওয়েল্ডেড কানেকশন কত প্রকার ও কী কী?
২।থ্রেটের পুরুত্ব কী?
৩।ওয়েল্ডেড কার্যকরী দৈর্ঘ্য বলতে কী বুঝায়?
৪।ফিলেটের আকার বা ওয়েল্ডের আকার কী?
৫।ফিলেটের আকার এবং থ্রটের পুরুত্বের মধ্যে পার্থক্য কী?
সংক্ষিপ্ত  প্রশ্নসমূহঃ
৬।ওয়েল্ডেড কানেকশনের সুবিধাগুলো লেখ।
৭।জয়েন্ট এবং কানেকশনের মধ্যে পার্থক্যগুলো লিখ।
অধ্যায়-৭ঃ ফ্রেমের বল( Understand the Action of Force in Steel Frames)
অতিসংক্ষিপ্ত  প্রশ্নসমূহঃ
১।ডেফিসিয়েন্ট এবং রিডানডেন্ট ফ্রেম বলতে কী বুঝায়?
২।ফ্রি-বডি ডায়াগ্রাম কী?
৩।স্ট্রাট কী?
৪। পূর্ণাঙ্গ বা পারফেক্ট ট্রাসের শর্তটি কী?
৫।একটি ট্রাসে জোড়া ( জয়েন্ট ) 4 টি এবং মেম্বার 5টি হলে ট্রাসটি কি ধরনের হবে?
৬। বো' এর নির্দেশনা কী?
৭।কর্ড মেম্বার বলতে কী বুঝায়?
সংক্ষিপ্ত  প্রশ্নসমূহঃ
৮। ট্রাস মেম্বারের বল নির্ণয়ের মৌলিক ধারণাগুলো লিখ।
অধ্যায়-৮ঃম্যাসনরী ড্যাম-এর স্থিতিশীলতা( Understand the Stability of Masonary Dam)
অতিসংক্ষিপ্ত  প্রশ্নসমূহঃ
১। ড্যাম বলতে কী বুঝায়?
২। ড্যামের স্থিতিশীলতার শর্তসমূহ কী?
৩। ড্যাম নির্মাণের উদ্দেশ্য কী?
৪।মাটির প্রত্যক্ষ চাপ এবং পরোক্ষ চাপ বলতে কী বোঝায়?
৫।বাঁধ ব্যর্থ হওয়ার কারণসমূহ কী কী?
৬।মধ্য-তৃতীয়াংশ সূত্র বলতে কী বুঝায়?
৭।বিকেন্দ্রিকতা কি?
৮।অ্যাঙ্গেল অব রপোজ বা স্থিরতা কোণ বলতে কী বুঝায়?
সংক্ষিপ্ত  প্রশ্নসমূহঃ
৯।ম্যাসনরী ড্যামের স্থায়ীত্বতার শর্তগুলো কী?
১০।ড্যাম বা রিটেইনিং ওয়ালের ক্ষেত্রে বিকেন্দ্রিক দুরত্ব (e ) এর মান বেইজের প্রস্থের 1/6 গুণের সমান হলে সর্বোচ্চ ও সর্বনিম্ন চাপ পীডনের মান ও ডায়াগ্রাম অংকন কর।
অধ্যায়-৯ঃকলামের ইলাস্টিক বাকলিং(Understand the Elastic Buckling of Columns)
অতিসংক্ষিপ্ত  প্রশ্নসমূহঃ
১। কলামের কার্যকারী দৈর্ঘ্য বলতে কী বুঝায়?
২। বাকলিং বা ক্রিপলিং লোড বলতে কী বুঝায়?
৩। স্লেন্ডারনেস রেশিও বলতে কী বুঝায়?
৪।প্রান্তীয় শর্তানুসারে কলাম কত প্রকার ও কী কী?
৫।কলামের ক্রিটিক্যাল লোড বলতে কী বুঝায়?
৬।লং ও শর্ট কলাম বলতে কী বুঝায়?
সংক্ষিপ্ত  প্রশ্নসমূহঃ
৭।লং ও শর্ট কলামের মধ্যে পার্থক্য কী?
৮।প্রান্তীয় শর্তানুসারে বিভিন্ন প্রকার কলামের চিত্র দাও।
৯।নোটেশনসহ ইউলারের সূত্র লেখ।
১০। কলামের প্রান্ত শর্তনুযায়ী প্রকৃ্ত দৈর্ঘ্যের সাথে সমতুল্য দৈর্ঘ্যের সম্পর্ক দেখাও।
অধ্যায়-১০ঃ মুভিং লোড(Understand the Concept of Moving Loads )
অতিসংক্ষিপ্ত  প্রশ্নসমূহঃ
১। মুভিং লোড বলতে কী বুঝায়?
২। ইনফ্লুয়েন্স লাইন বলতে কী বুঝায়?
৩। মুভিং লোড কত প্রকার ও কী কী?
৪। ইনফ্লুয়েন্স লাইন কী উদ্দেশ্যে ব্যবহার করা হয়?
সংক্ষিপ্ত  প্রশ্নসমূহঃ
৫।বিভিন্ন প্রকার চলন্ত লোডের নাম লিখ।
 অধ্যায়-১১ঃ পাতলা সিলিন্ড্রিক্যাল শেল এর ধারণা 
( Understand the Concept of Thin Cylindrical Shells)
অতিসংক্ষিপ্ত  প্রশ্নসমূহঃ
১।সিলিন্ড্রিক্যাল শেল কী ?
২। থিন সিলিন্ড্রিক্যাল শেল কী?
সংক্ষিপ্ত  প্রশ্নসমূহঃ
৩। হুপ স্টেস বা পরিধিয় পীড়ন কী?
৪। থিন সিলিন্ড্রিক্যাল শেল-এর সৃষ্ট স্ট্রেসগুলোর নাম লেখ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি সিসি’র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url