সার্ভেয়িং-৩ (বিষয় কোড: ২৬৪৫৩) এর সাজেশন

 

অর্ডিনারি কোচিং সেন্টার
সার্ভেয়িং-৩ ( ২২ প্রবিধান) এর সাজেশন
বিষয় কোড: ২৬৪৫৩
এই সাজেশনটি প্রকাশের তারিখ : ০১/০৪/২০২৪  ইং

অনুশীলনী-১ঃবাঁক ও বাঁক সংস্থাপনের (Curve & Curve Ranging)
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। বাঁক কী?
২। বাঁকের ডিগ্রি বা ডিগ্রি অব কার্ভ বলতে কী বুঝায়?
৩। কী কীভাবে বাঁকের নামকরণ করা হয়?
৪। 6° ডিগ্রি বাক বলতে কী বুঝায়?
৫। বাঁক কোথায় স্থাপন করা হয়?
৬। উপ-জ্যা কী?
৭। বাঁকে উপ-জ্যা ব্যবহার করা হয় কেন?
৮। বাঁকের প্রথম উপ-জ্যা বলতে কী বুঝায়?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৯। বাঁকের প্রয়োজনীয়তা লেখ।
১০। বাঁকের শ্রেণিবিভাগ লেখ।
১১। বাঁকের ব্যাসার্ধ ও বাঁকের ডিগ্রি এর মধ্যে সম্পর্ক স্থাপন করে।
১২। একটি বৃত্তাকার বাঁকের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশের নাম লেখ।
১৩। বৃত্তাকার বাঁকের ক্ষেত্রে প্রমাণ কর যে, বাঁকের কেন্দ্রীয় কোণ, প্রতিসরণ কোণের সমান।
১৪। বৃত্তাকার বাঁকের ক্ষেত্রে প্রমাণ কর যে, মোট স্পর্শক কোণ, কেন্দ্রীয় কোণের অর্ধেক।
১৫। বাঁক স্থাপনের বিভিন্ন পদ্ধতির নাম লেখ।
১৬। থিওডোলাইটের সাহায্যে প্রতিসরণ কোণ মাপার প্রক্রিয়া বর্ণনা কর।
অনুশীলনী-২ঃ রৈখিক পদ্ধতিতে বাঁক সংস্থাপন (Setting out curves by linear methods)
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। রৈখিক পদ্ধতিতে বাঁক সংস্থাপনের বিভিন্ন প্রক্রিয়ার নাম লেখ।
২। প্রারম্ভ ও সমাপ্তি উপ জ্যা- এর অফসেট নির্ণয়ের সূত্র দুটি লেখ।
৩। স্পর্শক হতে লম্ব অফসেটর মান এবং স্পর্শক হতে তীর্যক (রেডিয়াল) অফসেট এর মান নির্ণয়ের সূত্রদ্বয় লেখ।
৪। দীর্ঘ-জ্যা হতে অফসেটের সূত্রটি লেখ।
সংক্ষিপ্ত  প্রশ্নসমূহঃ
৫। স্পর্শক হতে তীর্যক অফসেটের সূত্র নির্ণয় কর।
৬। স্পর্শক হতে লম্ব অফসেট নিয়ে বাঁক স্থাপনের সূত্রটি প্রতিপাদন কর।
৭। দেখাও যে, দীর্ঘ জ্যা এর মধ্যবিন্দু হতে X দূরত্বে বাঁক পর্যন্ত অফসেট দৈর্ঘ্য, Ox = এখানে রুড হবে R2 – X2 - এখানে রুড হবে R2 – (L/2)2
৮। দীর্ঘ জ্যা হতে অফসেটের সাহায্যে কীভাবে বাঁক সংথাপন করা হয়, লেখ।
রচনামূলক  প্রশ্নসমূহঃ
৯। বর্ধিত জ্যা হতে অফসেট এর সাহায্যে বাঁক সংস্থাপনের সূত্র প্রতিপাদন কর।
অনুশীলনী-৩ঃকৌণিক পদ্ধতিতে বাঁক সংস্থাপন(Setting out curves by angular method)
অতি সংক্ষিপ্ত  প্রশ্নসমূহঃ
১। কৌণিক পদ্ধতিতে কী কী প্রক্রিয়ায় বাঁক সংস্থাপন করা যায়?
২। এক থিওডোলাইট পদ্ধতিতে বাঁক সংস্থাপনে বামপক্ষে কয়জন লোক প্রয়োজন?
৩। ꯴1 = 1°14’, ꯴2 = 2° 15’ , ꯴3 = 1°39’ হলে প্রতিসরণ কোণ নির্ণয় কর।
সংক্ষিপ্ত  প্রশ্নসমূহঃ
৪। দুই থিওডোলাইট কথায় এবং কেন প্রয়োগ করা যায়?
৫। দুই থিওডোলাইট পদ্ধতির সুবিধাগুলো লেখ।
৬। বাঁক বসানোর এক থিওডোলাইট পদ্ধতি ও দুই থিওডোলাইট পদ্ধতির তুলনামূলক পার্থক্য লেখ।
অনুশীলনী-৪ঃক্রান্তি বাঁক(Transition curve)
অতি সংক্ষিপ্ত  প্রশ্নসমূহঃ
১। শিফট কী ?
২। স্পাইরাল কোণ বলতে কী বুঝায়?
৩। শিফটের সূত্রটি লেখ।
৪। ক্রান্তি বাঁক কী?
৫। কেন্দ্রাতিগ অনুপাত কী?
৬। সুপার এলিভেশন বলতে কী বুঝায়?
৭। সুপার এলিভিশন কী কী বিষয়ের ওপর নির্ভর করে?
৮। ক্রান্তি বাঁকের দৈর্ঘ্য নির্ণয়ের পদ্ধতি কয়টি এবং কী কী?
৯। ক্রান্তি বাঁক কোথায় বসানো হয়?
১০। গাড়ি বক্রপথে চলাকালে কী কী বল কাজ করে?
১১। ক্রান্তি বাঁকের দৈর্ঘ্য, L = ne বলতে কী বুঝায়?
সংক্ষিপ্ত  প্রশ্নসমূহঃ
১২। ক্রান্তি বাঁকের প্রয়োজনীতা লেখ।
১৩। ক্রান্তি বাঁকের বৈশিষ্ট্যসমূহ লেখ।
১৪। একটি 260 m ব্যাসার্ধের বৃত্তাকার বাঁকের উভয় পার্শ্বে ক্রান্তি বাঁক আছে। গাড়ির গতিবেগ ঘন্টায় 67 কিলোমিটার হলে শিফটের পরিমাণ নির্ণয় কর। অরীয় ত্বরণ o.3 মিটার/সেকেন্ড২।
রচনামূলক  প্রশ্নসমূহঃ
১৫। সুপার- এলিভেশন নির্ণয়ের সূত্রটি প্রতিপাদন কর।
অনুশীলনী-৫ঃউল্লম্ব বাঁক (Vertical curve)
অতি সংক্ষিপ্ত  প্রশ্নসমূহঃ
১। কোন ক্ষেত্রে উল্লম্ব বাঁক প্রয়োগ করা হয়?
২। উদ্দেশ্য অনুযায়ী উলম্ব বাঁকগুলো কী কী?
৩। উল্লম্ব বাঁক কী?
৪। স্পর্শক সংশোধনী কী?
৫। অধিবৃত্তের সাধারণ সমীকরণটি লেখ।
সংক্ষিপ্ত  প্রশ্নসমূহঃ
৬। কোন কোন ক্ষেত্রে বাঁক উত্তল ও অবতল হয়, তা চিত্রের মাধ্যমে দেখাও।
৭। কোন কোন ক্ষেত্রে উত্তল বাঁক ব্যবহৃত হয়, ছবিসহ দেখাও।
৮। উল্লম্ব বাঁক ও ক্রান্তি বাঁকের পার্থক্য লেখ।
অনুশীলনী-৬ঃভবনের প্ল্যান ও রাস্তার অ্যলাইনমেন্ট সংস্থাপন
(Setting out plan of building ad alignment of a road)
অতি সংক্ষিপ্ত  প্রশ্নসমূহঃ
১। গৃহ সংস্থাপন কী?
২। দাগমারি বা দাগমারিকরণ বলতে কী বুঝায়?
৩। ব্যাটার বোর্ড কী?
৪। ইমারতের কেন্দ্রীয়ে চিহ্নিতকরনণের পদ্ধতিগুলো কী কী?
৫। গৃহ সংস্থাপনের উদ্দেশ্যগুলো লেখ।
৬। কী কী পদ্ধতিতে বাস্তু সংস্থাপন করা হয়?
সংক্ষিপ্ত  প্রশ্নসমূহঃ
৭। বাস্তু সংস্থাপন কাজে কী কী যন্ত্রপাতি ও মালামাল ব্যবহার করা হয়?
৮। লেভেলের সাহায্যে কীভাবে ইমারতের আর এল নির্ণয় করা যায়?
রচনামূলোক  প্রশ্নসমূহঃ
১। ব্যাটার বোর্ড পদ্ধতিতে বাস্তু সংস্থাপন প্রক্রিয়া বর্ণনা কর।
অনুশীলনী-৭ঃসাউন্ডিং (Sounding)
অতি সংক্ষিপ্ত  প্রশ্নসমূহঃ
১। সাউন্ডিং কী?
২। সাউন্ডিং এর উদ্দেশ্য কী?
৩। কে কে সাউন্ডিং পার্টির সদস্য হয়ে থাকেন?
৪। তিন বিন্দু সমস্যা বলতে কী বুঝায়?
৫। সাউন্ডিং লঘুকরণ বলতে কী বুঝায়?
৬। সাউন্ডিং লঘুকরণের প্রয়োজন হয় কেন?
৭। টাইড গেজ কত প্রকার এবং কী কী?
সংক্ষিপ্ত  প্রশ্নসমূহঃ
৮। ত্রিবিন্দু সমস্যা কী? এর সমাধানের উপায়গুলোর নাম লেখ।
৯। সাউন্ডিং বিন্দুর অবস্থান নির্ণয়ের পদ্ধতিগুলো কী কী?
১০। সাউন্ডিং এর প্রয়োজনীয়তা লেখ।
১১। সাউন্ডিং ও লেভেলিং এর মাঝে পার্থক্য লেখ।
অনুশীলনী-৮ঃটোটাল স্টেশনের পরিচালনা ও ব্যবহার(Operation and uses of total station)
অতি সংক্ষিপ্ত  প্রশ্নসমূহঃ
১। টোটাল স্টেশনের মৌলিক রেখাগুলো কী কী?
২। অপটিক্যাল প্লামেটের কাজ কী?
৩। টোটাল স্টেশনের সমন্বয়নগুলো কী কী?
৪। টোটাল স্টেশনের কনফিগারেশন মোডটি লেখ।
৫। কীভাবে টোটাল স্টেশনের টার্গেটকে ফোকাসিং করা হয়?
৬। ডিসপ্লে প্যানেল কী?
সংক্ষিপ্ত  প্রশ্নসমূহঃ
৭। জরিপ কাজে টোটাল স্টেশনের ছয়টি বতবহার লেখ।
রচনামূলোক  প্রশ্নসমূহঃ
৮। টোটাল স্টেশন দিয়ে পাঠ গ্রহণের প্রক্রিয়া বর্ণনা কর।
অনুশীলনী-৯ঃটোটাল স্টেশন দিয়ে ঘের জরিপ করার নীতিমালা
(Principles of making traverse with total station)
সংক্ষিপ্ত  প্রশ্নসমূহঃ
১। টোটাল স্টেশনের সাহায্যে অনুভূমিক দূরত্ব নির্ণয়ের পদ্ধতি বর্ণনা কর।
রচনামূলোক  প্রশ্নসমূহঃ
২। টোটাল স্টেশনের সাহায্যে দূরবর্তী কোনো টাওয়ারের শীর্ষবিন্দুর উচ্চতা মাপার পদ্ধতি বর্ণনা কর।
৩। টোটাল স্টেশনের সাহায্যে অনুভূমিক ও উল্লম্ব দূরত্ব নির্ণয়ের পদ্ধতি বর্ণনা কর।
অনুশীলনী-১০ঃনগর জরিপ(City Survey)
অতি সংক্ষিপ্ত  প্রশ্নসমূহঃ
১। নগর জরিপ কী?
২। অনুভূমিক ও উল্লম্ব নিয়ন্ত্রক কী?
৩। নগর সম্পত্তি মানচিত্র তৈরি করা হয়?
৪। নগর সম্পত্তি মানচিত্রে কী কী তথ্যাদি দেখানো হয়?
সংক্ষিপ্ত  প্রশ্নসমূহঃ
৫। নগর জরিপে কত স্কেলে কোন মানচিত্র তৈরি করা হয়?
৬। নগর জরিপের উদ্দেশ্যগুলো লেখ।
৭। নগর জরিপের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতির তালিকা লেখ।
অধ্যায়ঃ বিশেষ- ২ঃত্রিভুজায়ন জরিপের ধারণা
(Concept of Triangulation Survey)
অতি সংক্ষিপ্ত  প্রশ্নসমূহঃ
১। টাওয়ার কী?
২। ভালো সিগন্যালের বৈশিষ্ট্যগুলো লেখ।
৩। উপ-স্টেশন বা বিকেন্দ্রিক স্টেশন বা ভুয়া স্টেশন কী?
৪। কেন্দ্রে লঘুকরণ (Reduction to centre) বলতে কী বুঝায়?
সংক্ষিপ্ত  প্রশ্নসমূহঃ
৫। ভিত্তিরেখা পরিমাপে গৃহীত সংশোধনীগুলো লেখ।
৬। ভিত্তিরেখা নির্বাচনে কী কী বিষয় বিবেচনা করা হয়?
৭। ত্রিভুজায়ন জরপে স্টেশন বিন্দু নির্বাচনে বিবেচ্য বিষয়গুলো কী কী?
অধ্যায়ঃ বিশেষ- ৩ঃহাইড্রোগ্রাফিক জরিপ সম্পর্কে ধারণা
(Concept of hydrograpic Survey)
অতি সংক্ষিপ্ত  প্রশ্নসমূহঃ
১। হাইড্রোগ্রাফিক জরিপ কী?
২। উল্লম্ব নিয়ন্ত্রক কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৩। হাইড্রোগ্রাফিক জরিপের উদ্দেশ্যগুলো লেখ।
অধ্যায়ঃ বিশেষ- ৪ঃ নিষ্কাশন পরিমাপ পদ্ধতি
(Procedure of measuring discharge)
অতি সংক্ষিপ্ত  প্রশ্নসমূহঃ
১। ফ্লোটস কয় প্রকার এবং কী কী?
অধ্যায়ঃ বিশেষ- ৫ঃআলোকচিত্র জরিপের ধারণা
(Concept of photogrammetry)
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। আলোকচিত্র জরিপ কী?
২। আলোকচিত্র জরিপের উদ্দেশ্য কী?
সংক্ষিপ্ত  প্রশ্নসমূহঃ
৩। আলোকচিত্র জরিপের প্রধান প্রধান উদ্দেশ্যগুলো কী কী?
৪। ক্যামেরা স্টেশন নির্বাচনের সময় কী কী বিষয়ের প্রতি লক্ষ রাখা উচিত?
৫। বিমান আলোকচিত্র জরিপের সুবিধা ও অসুবিধাসমূহ কী কী?
অধ্যায়ঃ বিশেষ- ৬ঃসরল বাঁক স্থাপনে বাঘাবিপত্তি
(obstacles in simple curveranging)
অতি সংক্ষিপ্ত  প্রশ্নসমূহঃ
১। বাঁক সংস্থাপনে বাধাবিপত্তির তালিকা দাও।
২। বাঁক সংস্থাপনে অগম্যতাজনিত বাধাবিপত্তিগুলো কী কী?

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি সিসি’র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url