ভৌতজগৎ ও পরিমাপ

 

পদার্থ ও শক্তি নিয়ে আলোচনা করা হয় যে শাখায় তাকে পদার্থবিজ্ঞান বলে। বিজ্ঞানের মৌলিক শাখায় হলো পদার্থবিজ্ঞান। কেননা বিজ্ঞানের বিভিন্ন শাখা সমূহ পদার্থবিজ্ঞান এর নীতি নীতির মাধ্যমে গঠিত হয়। উদাহরণ স্বরূপ বলা যেতে পারে শক্তির সংরক্ষণশীলতার নীতি হচ্ছে পদার্থবিজ্ঞানের একটি নীতি, যা হচ্ছে পরমাণুর গঠন থেকে শুরু করে আবহাওয়ার পূর্বভাস প্রদান পর্যন্ত বিজ্ঞানের বিস্তৃত এলাকার মূল ভিত্তি। 

সূচীপত্রঃ ভৌতজগৎ ও পরিমাপ

১ম অধ্যায়ঃ ভৌতজগৎ ও পরিমাপ 

অতিসংক্ষিপ্ত প্রশ্ন।। ভৌতজগৎ ও পরিমাপ 
০১. পরিমাপ কী?
০২. পদার্থবিজ্ঞান কাকে বলে?
০৩. পরিমাপের মৌলিক একক কাকে বলে?
০৪. তিনটি মৌলিক রাশির মান ও ঐ এককগুলোর এস আই একক লেখ।
০৫. মাত্রা সমীকরণ কাকে বলে?
০৭. স্ক্রপিচ বা পিচ কাকে বলে?
০৬. ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে?
০৮. শূন্য ত্রটি কাকে বলে?
সংক্ষিপ্ত প্রশ্ন।। ভৌতজগৎ ও পরিমাপ 
০৯. পদার্থবিজ্ঞানের ধারণা বলতে কী বুঝ?
১০. পদার্থবিজ্ঞানের তত্ত্ব বলতে কী বুঝ?
১১. মৌলিক একক ও লদ্ধি একক কাকে বলে?
১২. মৌলিক রাশি বলতে কি বুঝয়? সংক্ষেপে আলোচনা কর।
১৩. এককের মাত্রা সমূহ লেখঃ বেগ ত্বরণ,বল,ভরবেগ,ক্ষমতা।

ভৌতজগৎ ও পরিমাপ এর প্রশ্নোত্তর

অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।। ভৌতজগৎ ও পরিমাপ 
০১.পরিমাপ কী?
উত্তরঃ কোনো কিছুর মাপজোখের নাম পরিমাপ। অর্থাৎ, কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাকে পরিমাপ বলে।

০২. পদার্থবিজ্ঞান কাকে বলে?
উত্তরঃ প্রকৃতি, প্রাকৃতিক ঘটনা ও সূত্র নিয়ে যে বিজ্ঞান আলোচনা করে, তাকে পদার্থবিজ্ঞান বলে। গ্রিক শব্দ fusis (ফুসিস) থেকে পদার্থবিজ্ঞান কথাটি এসেছে। গ্রিক ভাষায় ফুসিস অর্থ প্রকৃতি।

০৩. পরিমাপের মৌলিক একক কাকে বলে?
উত্তরঃ যে একক অন্য কোনো এককের উপর নির্ভর করে না, তাকে পরিমাপের মৌলিক একক বলে। যেমন- দৈর্ঘ্য, ভর, সময় ইত্যাদির একক যথাক্রমে মিটার, কেজি, সেকেন্ড ইত্যাদি।

০৪. তিনটি মৌলিক রাশির মান ও ঐ এককগুলোর এস আই একক লেখ।
উত্তরঃ দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কিলোগ্রাম, সময়ের একক সেকেন্ড ও তাপমাত্রার একক কেলভিন।

০৫. মাত্রা সমীকরণ কাকে বলে?
উত্তরঃ যে সমীকরণ মৌলিক একক ও লব্ধ এককের মধ্যে সম্পর্ক স্থাপন করে, তাকে মাত্রা সমীকরণ বলে।যেমন- আয়তনের মাত্রা সমীকরণঃ [ L3] । 

০৬. স্ক্রপিচ বা পিচ কাকে বলে?
উত্তরঃ টুপি T একবার ঘোরালে অর্থাৎ বৃত্তাকার স্কেলটি সম্পূর্ণ একবার ঘোরালে একটি রৈখিক স্কেল বরাবর যে দৈর্ঘ্য অতিক্রম করে, তাকে স্ক্রপিচ বা পিচ কাকে বলে ।

০৭. ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে?
উত্তরঃ একটি ভার্নিয়ার স্কেল দ্বারা ক্ষুদ্রতম যে দৈর্ঘ্য সঠিকভাবে পরিমাপ করা যায় সেটাই হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে ভার্নিয়ার স্কেলের লঘিষ্ঠ গণক (Least count)। প্রধান স্কেলের ক্ষুদ্রতম একঘর ও ভার্নিয়ারস্কেলের এল ঘরের দৈর্ঘ্যের পার্থক্যই ভার্নিয়ার ধ্রুবক।

০৮. শূন্য ত্রটি কাকে বলে?
উত্তরঃ স্ক্রর মাথা যখন স্থায়ী কীলক বা সমতল প্রান্তবিশিষ্ট দণ্ড A স্পর্শ করে তখন বৃত্তাকার স্কেলের শূন্য দাগ রৈখিক স্কেলের শূন্য দাগের সাথে মিলে যাওয়া উচিত। যদি না মিলে তাহলে বুঝতে হবে যান্ত্রিক ত্রুটি রয়েছে।

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ।। ভৌতজগৎ ও পরিমাপ 
০৯. পদার্থবিজ্ঞানের ধারণা বলতে কী বুঝ?
উত্তরঃ কোন কিছু সম্পর্কে সঠিক উপলব্ধিই হলো ঐ বিষয় সম্পর্কে ধারণা। যেমন- বল বলতে আমরা বুঝি যা কোনো স্থির বস্তুকে গতিশীল করে এবং গতিশীল বস্তুকে স্থির করে বা করতে চায়। যে-কোনো ধরনের বলের বেলায় বল বিষয়ে আমাদের ধারণা এটাই।

১০. পদার্থবিজ্ঞানের তত্ত্ব বলতে কী বুঝ?
উত্তরঃ কোনো কিছু ব্যাখ্যার জন্য যে আনুষ্ঠানিক চিন্তাধারা, ভাব বা ধারণা। এটি যে বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা হবে শুধু সেই বিষয়ের উপর সীমাবদ্ধ থাকে না, এটি একটি সার্বিক ধারণা। এটি প্রবর্তকের ও বিষয়ের নামের সাথে সংযুক্ত করে বলা হয়, যেমন- আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব, প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব।

১১. মৌলিক একক ও লদ্ধি একক কাকে বলে?
উত্তরঃ যে একক অন্য কোনো এককের উপর নির্ভর করে না, তাকে মৌলিক একক বলে। যেমন- দৈর্ঘ্য, ভর, সময় ইত্যাদি। মৌলিক একক তিনটি, যথা-
(i) দৈর্ঘ্যের একক (Unit of length), (ii) ভরের একক (Unit of mass), (iii) সময়ের একক (Unit of time)।
লদ্ধ এককঃ যে সমস্ত একক অন্য একক থেকে জাত বা উদ্ভূত তাদেরকে যৌগিক একক বলে। যেমন- ক্ষেত্রফলের একক বর্গমিটার।

১২. মৌলিক রাশি বলতে কি বুঝয়? সংক্ষেপে আলোচনা কর।
উত্তরঃ মৌলিক রাশিঃ যে সকল রাশি স্বাধীন বা নিরপেক্ষ, যেগুলো অন্য রাশির উপর নির্ভর করে না বরং অন্যান্য রাশি এদের উপর নির্ভর করে, তাদেরকে মৌলিক রাশি বলে। প্রকৃতিতে ৭ (সাতটি) মৌলিক রাশি রয়েছে, যথা-
  1. দৈর্ঘ্য
  2. ভর
  3. সময়
  4. তাপমাত্রা
  5. তড়িৎপ্রবাহ
  6.  দীপন তীব্রতা
  7. পদার্থের পরিমাণ।
নিম্নে মৌলিক রাশিসমূহের নামপ্রতীকএসআই  একক  এককের প্রতীক দেওয়া হলোঃ

             রাশি

      রাশির প্রতীক 

     এসআই একক

    এককের প্রতীক

 দৈর্ঘ্য (Length)

                1

 মিটার (Meter)

               m

 ভর (Mass)

                m

 কিলোগ্রাম (Kilogram)

               kg

 সময় (Time)

                 t

 সেকেন্ড (Second)

                s

 তাপমাত্রা(Temperature)

              θ, T

 কেলভিন (Kelvin)

                K

 তড়িৎপ্রবাহ (Electric current) 

                 i 

 অ্যাম্পিয়ার (Ampere)

                A

 দীপন তীব্রতা (Luminous intensity)

                 Iv

 ক্যান্ডেলা (Candela)

               cd

 পদার্থের পরিমাণ (Amount of substance)   

                n

 মোল (Mole) 

              mol.


১৩. এককের মাত্রা সমূহ লেখঃ বেগ ত্বরণ,বল,ভরবেগ,ক্ষমতা।
উত্তরঃ নিম্নের সারণিতে এককের মাত্রাসমূহ উদাহারণসহ আলোচনা করা হলোঃ

  1. [বেগ] = [দূরত্ব] / [সময়] = [ L/T] = [ LT-1
  2. [ত্বরণ] = [বেগ] / [সময়] [LT-1/ T] = [ LT-2
  3. বল = [ভর × ত্বরণ] = [MLT-2
  4. ভরবেগ = [ভর× বেগ] = [MLT-1]
  5. ক্ষমতা = [কাজ/সময়] = [ML2T-2 /T] = [ML2T-3]

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি সিসি’র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url