ভৌতজগৎ ও পরিমাপ
সূচীপত্রঃ ভৌতজগৎ ও পরিমাপ
১ম অধ্যায়ঃ ভৌতজগৎ ও পরিমাপ
০১. পরিমাপ কী?
০২. পদার্থবিজ্ঞান কাকে বলে?
০৩. পরিমাপের মৌলিক একক কাকে বলে?
০৪. তিনটি মৌলিক রাশির মান ও ঐ এককগুলোর এস আই একক লেখ।
০৫. মাত্রা সমীকরণ কাকে বলে?
০৭. স্ক্রপিচ বা পিচ কাকে বলে?
০৬. ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে?
০৮. শূন্য ত্রটি কাকে বলে?
সংক্ষিপ্ত প্রশ্ন।। ভৌতজগৎ ও পরিমাপ
০৯. পদার্থবিজ্ঞানের ধারণা বলতে কী বুঝ?
১০. পদার্থবিজ্ঞানের তত্ত্ব বলতে কী বুঝ?
১১. মৌলিক একক ও লদ্ধি একক কাকে বলে?
১২. মৌলিক রাশি বলতে কি বুঝয়? সংক্ষেপে আলোচনা কর।
১৩. এককের মাত্রা সমূহ লেখঃ বেগ ত্বরণ,বল,ভরবেগ,ক্ষমতা।
ভৌতজগৎ ও পরিমাপ এর প্রশ্নোত্তর
- দৈর্ঘ্য
- ভর
- সময়
- তাপমাত্রা
- তড়িৎপ্রবাহ
- দীপন তীব্রতা
- পদার্থের পরিমাণ।
রাশি |
রাশির প্রতীক |
এসআই একক |
এককের প্রতীক |
দৈর্ঘ্য (Length) |
1 |
মিটার (Meter) |
m |
ভর (Mass) |
m |
কিলোগ্রাম (Kilogram) |
kg |
সময় (Time) |
t |
সেকেন্ড (Second) |
s |
তাপমাত্রা(Temperature) |
θ, T |
কেলভিন (Kelvin) |
K |
তড়িৎপ্রবাহ (Electric current) |
i |
অ্যাম্পিয়ার (Ampere) |
A |
দীপন তীব্রতা (Luminous intensity) |
Iv |
ক্যান্ডেলা (Candela) |
cd |
পদার্থের পরিমাণ (Amount of substance) |
n |
মোল (Mole) |
mol. |
- [বেগ] = [দূরত্ব] / [সময়] = [ L/T] = [ LT-1]
- [ত্বরণ] = [বেগ] / [সময়] [LT-1/ T] = [ LT-2]
- বল = [ভর × ত্বরণ] = [MLT-2]
- ভরবেগ = [ভর× বেগ] = [MLT-1]
- ক্ষমতা = [কাজ/সময়] = [ML2T-2 /T] = [ML2T-3]
অর্ডিনারি সিসি’র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url