ফাউন্ড্রি অ্যান্ড প্যাটার্ন মেকিং (বিষয় কোডঃ২৭০৫৪ ) এর সাজেশন

 

অর্ডিনারি কোচিং সেন্টার 
ফাউন্ড্রি অ্যান্ড প্যাটার্ন মেকিং (২২ প্রবিধান) এর সাজেশন 
বিষয় কোডঃ ২৭০৫৪
এই সাজেশন প্রকাশের তারিখঃ ২০/০৩/২০২৪ ইং 

অধ্যায়-১ঃফাউন্ড্রি ইজিনিয়ারিং এবং নিরাপত্তা সম্পর্কিত বিধি
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১।ফাউন্ড্রি কাকে বলে?
২।তামার ব্যাঙ কত খিষ্টপূর্ব তৈরি করা হয়েছিল?
৩।প্রোডাকশন ডিপার্ট্মেন্টসমূহ লেখ।
৪।ফাউন্ড্রি প্রক্রিয়ায় তৈরি দশটি বস্তুর নাম লেখ।
সংক্ষিপ্তপ্রশ্নসমূহঃ
৫। আধুনিক শিল্পে ফাউন্ড্রি -এর গুরুত্ব দেখাও।
৬।ফাউন্ড্রি কাজের ব্যক্তিগত নিরাপত্তা যন্ত্রপাতির নাম লেখ।
৭।স্টোরেজ ডিপার্ট্মেন্টের কাজ লেখ।
৮।স্যান্ড কাস্টিং ফাউন্ড্রি ইঞ্জিনিয়ারিং -এর প্রচলিত সে কশনগুলোর নাম লেখ।
৯। ফাউন্ডি ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন সেকশন ব্লক ডায়াগ্রামসহ দেখাও।
অধ্যায়-২ঃফাউন্ড্রি ইঞ্জিনিয়ারিং-এর সামগ্রী
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১।প্যাটার্ন কাকে বলে?
২। প্যাটার্ন তৈরি করতে সাধারণত কোন কোন পদার্থ ব্যবহৃত হয়?
৩।ধাতব প্যাটার্ন তৈরিতে
৪।প্যাটার্ন তৈরি করতে সাধারণত কোন কোন পদার্থ ব্যবহৃত হয়?
৫। ধাতব প্যাটার্ন তৈরিতে কী কী ধাতু ব্যবহৃত হয়?
৬। বালি কীভাবে উৎপত্তি হয়?
৭।মোল্ডিং সামগ্রী বলতে কী বুঝায়?
৮। স্যান্ড বাইন্ডার বলতে কী বুঝায়?
৯।মোল্ডিং বালির উপাদানগুলো কী কী?
১০।মোল্ডিং বালিতে কী কী উপাদান বাইন্ডার হিসেবে ব্যবহার করা হয়?
১১। স্যান্ড মোল্ড কাকে বলে?
১২।কৃ্ত্রিম বালি ও সিস্টেম বালি কী?
১৩। স্যান্ড টেম্পারিং কী?
১৪। অ্যালয় স্টিল কী?
১৫।সংকর ইস্পাতকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা হয়েছে?
১৬। ইস্পাতকে কী কারণে সংকরায়ন করা হয়?
১৭।স্টেইনলের স্টিলের উপাদানগুলো কী কী লেখ?
১৮।স্টেইনলের স্টিল কী?
১৯।সংকরীকরণ কাকে বলে?
২০। মাইল্ড সিট কী?
২১। ঢালাইলোহা কাকে বলে?
২২।হোয়াইট কাস্ট আয়রন সাদা হর কেন?
সংক্ষিপ্তপ্রশ্নসমূহঃ
২৩।প্যাটার্ন তৈরি করতে সাধারণত কী কী ম্যাটেরিয়াল ব্যবহৃত হয়ে থাকে?
২৪। ঢালাই কাজে প্যাটার্ন তৈরিতে কী কী কাঠ বেশি ব্যবহৃত হয়?এর কারণগুলো লেখ।
২৫।প্যাটার্ন এবং কাস্টিং এর মধ্যকার পার্থক্য কী?
২৬। প্যাটার্ন ম্যাটেরিয়াল নির্বাচনে বিবেচ্য বিষয়গুলো কী কী ?
২৭।কাঠের তৈরি প্যাটার্নের সুবিধাগুলো কী কী?
২৮।কাঠের তৈরি প্যাটার্নের অসুবিধাসমূহ ও প্রয়োগক্ষেত্র দেখাও।
২৯। ধাতব প্যাটার্নের অসুবিধাগুলো উল্লেখসহ এর প্রয়োগ দেখাও।
৩০।ব্যবহার অনুযায়ী মোল্ডিং স্যান্ড কয় প্রকার ও কী কী?
৩১।উত্তম বালির বৈশিষ্ট্যগুলো উল্লেখ কর।
৩২।মোল্ডিং স্যান্ড ও পাটিং স্যান্ড-এর মধ্যে পার্থক্যগুলো লেখ।
৩৩। সিনথেটিক বালির গুণাব্লি কী কী?
৩৪।গ্রিন স্যান্ড মোল্ডের ২টি সুবিধা ও ২টি অসুবিধা লেখা।
৩৫। হাই-স্পিড স্টিলের ব্যবহার উল্লেখ কর।
৩৬। হাই-স্পিড স্টিল বলতে কী বুঝায়?
৩৭। স্টেইনলের উপাদানগুলো উল্লেখ কর।
৩৯।হাই-স্পিড স্টিলের উপাদানগুলো উল্লেখ কর।
৪০।ম্যাঙ্গানিজ স্টিল -এর বৈশিষ্ট্যগুলো কী কী?
৪১। টাংস্টেন স্টিলের উপাদানগুলো পরিমাণসহ লেখ।
৪২।অ্যালুমিনিয়াম-এর ৪ টি ধর্ম/বৈশিষ্ট্য ও ৪ টি ব্যবহার লেখ।
৪৩।অ্যালুমিনিয়াম ব্যবহারের সুবিধাগুলো কী কী?
৪৪। পিতল ও কাঁসার মধ্যে পার্থক্য কী?
৪৫।ধাতুর সংকরীকরণের উদ্দেশ্যগুলো লেখ।
৪৬।হোয়াইট কাস্ট আয়রনের বৈশিষ্ট্যগুলো লেখ।
৪৭।গ্রে কাস্ট আয়রনের বৈশিষ্ট্যগুলো লেখ।
৪৮। ম্যালিয়েবল কাস্ট আয়রনের বৈশিষ্ট্যগুলো লেখ।
৪৯। ঢালাইলোহার ব্যবহার লেখ।
৫০কাস্ট আয়রন কত প্রকার ও কী কী ? এর মূল উপাদানগুলো হারসহ লেখ।
৫১। ম্যালিয়েবল কাস্ট আয়রনের উপাদানগুলো কী কী?
৫২।অ্যালুমিনিয়ামের পাঁচটি ধর্ম উল্লেখ কর।
৫৩।অ্যালুমিনিয়ামের চারটি গুরুত্বপূর্ণ ব্যবহারের নাম লেখ।
৫৪।তামার চারটি ধর্ম কী কী?
অধ্যায়-৩ঃপ্যাটার্নস ও প্যাটার্ন অ্যালাউন্সেস
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১।প্যাটার্ন অ্যালাউন্স -এর গুরুত্ব সংক্ষেপে লেখ।
২। তিন অংশ বিশিষ্ট্য মোল্ডিং বক্সের তিনটি অংশের নাম এবং কাজ কী?
৩।সংকোচন ও মেশিনিং অ্যালাউন-এর মাহজে পার্থক্য লেখ।
৪।ঋণাত্মক ও ধনাত্মক অ্যালাউন্স কখন হিসেব করা হয়?
৫। ফিলেট কাকে বলে ?
৬।ক্ষয়িত প্যাটার্ন বলতে কী বুঝায়?
৭।প্যাটার্ন অ্যালাউন্স কী?
৮।কোপ ও ড্র্যাগ কাকে বলে?
৯।গেটেড প্যাটার্ন কী?
১০। কোন কোন ক্ষেত্রে ড্রাফট অ্যালাউন্সের প্রয়োজন?
১১। প্যাটার্নে ফিলেটিং এর সুবিধাগুলো লেখ।
১২।মাস্টার প্যাটার্ন কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১৩। প্যাটার্ন অ্যালাউন্স কত প্রকার ও কী কী?
১৪।বিভিন্ন প্রকার প্যাটার্নের নাম লেখ।
১৫।পজিটিভ,নেগেটিভ ও জিরো অ্যালাউন্স কাকে বলে?
১৬।প্যাটার্নে কালার কোড ব্যবহারের উদ্দেশ্যগুলো লেখ।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১৭।বিভিন্ন প্রকার প্যাটার্ন এর বর্ণ্না দাও।
১৮। বিভিন্ন প্রকার প্যাটার্ন অ্যালাউন্সসমূহ বর্ণ্না কর।
অধ্যায়-৪ঃমোল্ড তৈরির পদ্ধতিসমূহ
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১।গেটিং পদ্ধতি কত প্রকার ও কী কী ?
২।চ্যাপলেট কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়?
৩। গ্যাগার্স কোথায় ব্যবহার করা হয়?
৪। লোম মোল্ডিং বলতে কী বুঝায়?
৫।ভেন্টিং -এর উদ্দেশ্যগুলো কী কী ?
৬।চ্যালেট কী?
৭।মোল্ড ও মোল্ডি বলতে কী বুঝায়?
৮।স্প্রু ও রাইজার পিনের কাজ কী?
৯।মোল্ডিং বালির ক্ষেত্রে পারমিয়্যানিলিটি কম হলে ঢালাইয়ে কী কী ত্রুটি হয়?
১০।বালির পারমিয়্যানিলিটি বলতে কী বুঝায়?
১১।মোল্ডিং বালির নেঞ্চ লাইফ কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১২।হ্যান্ড মোল্ডিং ও মেশিন মোল্ডিং -এর পার্থক্য দেখাও।
১৩।গ্রিন স্যান্ড ও ড্রাই স্যান্ড মোল্ডিং এর পার্থক্য উল্লেখ কর।
১৪। ধাতব মোল্ডিং-এর সুবিধা ও অসুবিধাগুলো লেখ।
১৫।লিফটার স্পিরিট লেভেলের ব্যবহার দেখাও।
১৬। চিলস ও চ্যাপলেট ব্যবহারের প্রয়োজনীয়তা কী?
১৭। রানার ও রাইজার ব্যবহারের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।
১৮।ফাউন্ড্রিশপে ব্যবহৃত হ্যান্ড টুলসের তালিকা তৈরি কর।
১৯।মেশিন মোল্ডিং পদ্ধতি ব্যবহারের উদ্দেশ্যসমূহ বিবৃত কর।
২০। স্যান্ড স্প্লিঙ্গার মেশিন কী কী অংশ নিয়ে গঠিত হয়?
২১।জস্ট মেশিনের সাহায্যে বালির র‍্যামিং পদ্ধতি বর্ণ্না কর।
২২।মোল্ডিং বালির কী কী গুণ থাকা দরকার?.
২৩।মোল্ডিং ম্যাটেরিয়্যালের নাম লেখ।
২৪। কোহেসিভবনেস ও অ্যাডহেসিভনেস এর মধ্যে পার্থক্য লেখ।
২৫। বিভিন্ন প্রকার রিফ্র্যাক্টরি ম্যাটেরিয়ালের উদাহরণসহ নাম লেখ।
রচনামূলক প্রশ্নসমূহঃ
২৬।একটি জল্ট মেশিনের চিত্র অঙ্কন করে তার কার্যাবলি বর্ণ্না কর।
২৭।চিত্রসহ স্কুইজ পদ্ধতির মোল্ডিং মেশিনের ব্যবহার বর্ণ্না কর।
২৮।মোল্ডিং স্যাল্ডের গুণাবলি বর্ণ্না কর।
২৯। মোল্ডিং বালির পরীক্ষা পদ্ধতি ধারাবাহিকভাবে বর্ণ্না কর।
৩০।বালির পারমিয়্যাবিলিটি টেস্টের বর্ণ্না দাও।
অধ্যায়-৫ঃকোর তৈরির পদ্ধতি
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১।কোর সিট কী?
২। কোর প্রিন্ট কী?
৩।চ্যাপলেট কী?
৪।কোর বালির উপাদানগুলো কী কী?
৫।কোর কত প্রকার ও কী কী?
৬।কোর বেকিং করা হয় কেন?
৭।কোর বেকিং কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৮।কোরকে রিইনফোর্সমেন্ট করা হয় কেন?
৯।চিত্রসহ অনুভূমিক কোর ও ভারসাম্য কোর সম্পর্কে লেখ।
১০। কোর বালির গুণাবলি কী কী?
রচনামূলক প্রশ্নসমূহঃ
১১।কোরের প্রকারভেদ উল্লেখপূর্বক যে -কোনো দুটির বর্ণ্না দাও।
অধ্যায়-৬ঃগলন এবং পুন-গলন চুল্লি
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। দুর্গল সামগ্রী কী ?
২।চুল্লিতে দুর্গল সামগ্রী ব্যবহার করা হয় কেন?
৩।পাইরোমিটারের কাজ কী?
৪।কিউপোলা ফার্নেসে চুনাপাথর দেয়া হয় কেন?
৫।বাত্যাচুল্লির উৎপাদিত লোহার নাম লেখ।
৬। ইস্পাত উৎপাদনের ৪ টি চুল্লির নাম লেখ।
৭।স্ল্যাগ হোল ট্যাপ হোলের উপরে রাখা হয় কেন?
৮।বাত্যাচুল্লির চার্জের উপাদানগুলো কী কী?
৯।বাত্যাচুল্লি হতে প্রাপ্ত ধাতুমল কী কাজে ব্যবহৃত হয়?
১০।পিগ আয়রন কী?
১১।কিউপোলা ফার্নেসে চুনাপাথর দেয়া হয় কেন?
১২।কিউপোলা চুল্লির ক্যাপাসিটি বলতে কী বুঝায়?
১৩।ক্রসিবল চুল্লি কী দিয়ে তৈরি করা হয়?
১৪।ক্রুসিবলের ধারণক্ষমতা কীভাবে নর্ধাওরণ করা হয়?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১৫।দুর্গল সামগ্রীর কাজ কী?
১৬।দুটি দুর্গল সামগ্রীর নাম লেখ।
১৭।দুর্গল সামগ্রীর বৈশিষ্ট্যগুলো লেখ।
১৮।পাইরোমিটার কী এবং এটি কয় প্রকার ও কী কী?
১৯। দুর্গল সামগ্রীকে চুল্লির মেরুদন্ড বলা হয়;উক্তিটি ব্যাখ্যা কর
২০। মারুত চুল্লিতে পিগ আয়রন উত্তপাদনের সময় সংঘটিত বিক্রিয়াগুলো লেখ।
২১। বাত্যাচুল্লি হতে প্রাপ্ত ধাতুমল কী কাজে ব্যবহৃত হয়?
২২।মেল্টি ও রিমেল্টিং চুল্লির পার্থক্য দেখাও।
২৩। Blust furnace-এর প্রধান প্রধান অংশগুলোর কাজ কী কী?
২৪।চুল্লি নির্বাচনে বিবেচ্য বিষয়গুলো কী কী?
২৫।চার প্রকার স্টিল মেকিং পদ্ধতির নাম লেখ।
২৬।ক্রসিবল পদ্ধতিতে ইস্পাত উৎপাদনের সুবিধাগুলো লেখ।
২৭।ক্রসিবল চুল্লির সুবিধা ও অসুবিধাগুলো কী কী?
২৮।বৈদ্যুতিক আবেশন চুল্লির চেয়ে বৈদ্যুতিক আর্ক চুল্লিতে ইস্পাত উৎপাদন বেশি হয় কেন?
২৯।বৈদ্যুতিক আর্ক চুল্লির সুবিধাগুলো কী কী?
৩০।বৈদ্যুতিক আর্ক চুল্লির বিভিন্ন অংশের নাম লেখ।
রচনামূলক প্রশ্নসমূহঃ
৩১।একটি বাত্যাচুল্লি অঙ্কন করে বিভিন্ন অংশের নাম লেখ।
৩২।কিউপোলা চুল্লির কার্যপ্রণালি বর্ণ্না কর।
৩৩।ক্রসিবল ফার্নেস -এর বর্ণ্না দাও।
৩৪ইলেকট্রিক চুল্লি কত প্রকার ও কী কী? ডাইরেক্ট আর্ক চুল্লি চিত্রসহ বর্ণ্না কর।
অধ্যায়-৭ঃকাস্টিং
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১।স্লাস কাস্টিং কী?
২। স্যান্ড কাস্টিং কেন করা হয়?
৩। সেন্টিফিউগ্যাল কাস্টিং পদ্ধতিতে উতপন্ন দ্রব্যের নাম লেখ?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৪।উপযোগী বা স্টহিক কাস্টিং পদ্ধতি কী কী বিষয়ের উপর নির্ভর করে?
৫।ইনভেস্টমেন্ট কাস্টিং কী এবং কয় প্রকার ও কী কী?
৬।সেন্ট্রিফিউগ্যাল কাস্টিং-এর সুবিধা ও অসুবিধাগুলো কী কী?
৭। খাটি ধাতুর বৈশিষ্ট্য কী কী?
৮।রোডিওগ্রাফিক পরীক্ষা কীভাবে করা হয়?
৯।রেডিওগ্রাফিক নিরীক্ষ্ণে কী কী ত্রুটি নির্ণয় করা যায়?
রচনামূলক প্রশ্নসমূহঃ
১০।সেন্টিফিউগ্যাল কাস্টিং পদ্ধতির বর্ণ্না কর।
১১। ইনভেস্টমেন্ট কাস্টিং পদ্ধতি বর্ণ্না কর।
অধ্যায়-৮ঃডাই কাস্টিং
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১।ডাই কাস্টিং বলতে কী বুঝায়?
২।তাপ নিরোধক পদার্থ কাকে বলে?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৩।ডাই মেটালের বৈশিষ্ট্য লেখ।
৪।ডাই কাস্টিং-এ ব্যবহৃত ডাই ডিজাইন করতে কী কী বিষয় বিবেচনা করা প্রয়োজন?
৫।ডাই কাস্টিং-এর সুবিধাগুলো লেখ।
৬।ডাই কাস্টিংএর অসুবিধাগুলো লেখ।
৭।ডাই কাস্টিং- ও ইনভেস্টমেন্ট কাস্টিং এর মধ্যে পার্থক্য লেখ
রচনামূলক প্রশ্নসমূহঃ
৮।ডাই কাস্টিং -এর সুবিধা ও অসুবিধাগুলো বর্ণ্না কর।
অধ্যায়-৯ঃঢালাই ত্রুটি
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১।স্ক্যাব কাকে বলে?
২।রেড়িওগ্রাফিক নিরীক্ষনেড় কি কি ত্রুটি নির্ণয় করা যায়?
৩।স্ল্যাগ হোল এবং ট্যাপ হোলের কাজ কী?
৪।ব্লো-হোল ঢালাই ত্রুটির সম্ভাব্য কারণ কী কী ?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৫। ঢালাইয়ের পৃষ্ঠতলে কী কী ত্রুটি হতে পারে?
৬। ঢালাইয়ে কী কী ত্রুটি হতে পারে লেখ।
৭।ঢালাই দ্রব্যের তাপ ক্রিয়ার ধাপগুলোর নাম লেখ
৮। কাস্টিং এর ৩টি ত্রুটি ও প্রতিকারের উপায় বর্ণ্না কর।
রচনামূলক প্রশ্নসমূহঃ
৯।দশটি ঢালাই ত্রুটির কারণ ও প্রতিকার উল্লেখ কর।
অধ্যায়-১০ঃফাউন্ড্রি অটোমেশন
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। ফাউন্ড্রি যান্ত্রিকায়নে কী কী উন্নয়ন ঘটাই?
২।প্রথম শিল্পবিপ্লব কত সালে এবং কোন কারণে হয়েছিল?
৩।কী আবিস্কারের ফলে দ্বিতীয় শিল্পবিল্পব ঘটেছিল?
৪। চতুর্থ শিল্পবিল্পব কী?
৫। কোন কোন দেশে চতুর্থ শিল্পবিল্পব হয়েছে?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৬। ফাউন্ড্রি যান্ত্রিকায়ন-এর মাধ্যমে কোন কাজগুলো করা হয়?
৭।ফাউন্ড্রি যান্ত্রিকায়ন-এর সুবিধাগুলো লেখ।
৮। চতুর্থ শিল্পবিল্পবে আলোচিত প্রযুক্তিসমূহের নাম লেখ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি সিসি’র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url