মাইক্রোপ্রসেসর অ্যান্ড মাইক্রোকন্ট্রোলার (বিষয় কোডঃ ২৬৮৫৩) এর সাজেশন

 

অর্ডিনারি কোচিং সেন্টার
মাইক্রোপ্রসেসর অ্যান্ড মাইক্রোকন্ট্রোলার (২২ প্রবিধান) এর সাজেশন
বিষয় কোডঃ ২৬৮৫৩
এই সাজেশন প্রকাশের তারিখঃ 

অনুশীলনী - ১ঃ মাইক্রোকন্ট্রোলার এবং মাইক্রোপ্রসেসরের মৌলিক ধারণা
অতি সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। মাইক্রোকন্ট্রোলার বলতে কী বুঝায়?
২।কয়েকটি জনপ্রিয় মাইক্রোকন্ট্রোলারের নাম লেখ?
৩। Embedded controller কাকে বলে?
৪। মাইক্রোকন্ট্রোলারের ৪ টি প্রয়োগ লেখ?
৫। Embedded System কাকে বলে?
৬। CISC ও RISC এর পূর্ণ নাম লেখ?
৭। মাইক্রোকম্পিউটার বলতে কী বুঝ ?
৮। n-bit মাইক্রোপ্রসেসর কী?
৯। মাইক্রোপ্রসেসর বলতে কী বুঝ?
১০। 64-bit microprocssor বলতে কী বুঝায়?
১১। Data bus এর কাজ লেখ?
১২। Cache memory কী?
১৩। সিস্টেম বাস কাকে বলে?
১৪। 32-bit microprocessor বলতে কী বুঝায়?
১৫। ALU কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১৬। মাইক্রোকন্ট্রোলারের শ্রেণিবিভাগ উল্লেখ কর?
১৭। মাইক্রোকম্পিউটারের ৪ টি বৈশিষ্ট্য লেখ?
১৮। মাইক্রোপ্রসেসর ও মাইক্রোকন্ট্রোলারের মাঝে পার্থক্য লেখ?
১৯। Memory এবং রেজিস্টারের মাঝে পার্থক্য কী?
২০। কীসের উপর ভিত্তি করে মাইক্রোপ্রসেসরকে ৮ বিট এবং ১৬ বিট এবং ৩২ বিট মাইক্রোপ্রসেসর বলা হয়।
২১। 8-bit ও 16-bitমাইক্রোপ্রসেসরের মধ্যে পার্থক্য লেখ?
২২। ৮/১৬/৩২ বিট মাইক্রোপ্রসেসর -এর উদাহরণ দাও । 8086 মাইক্রোপ্রসেসরকে ১৬ বিট মাইক্রোপ্রসেসর বলা হয় কেন ?
২৩। মাইক্রোকম্পিউটারের ব্লক ডায়াগ্রাম অঙ্কন কর।
২৪। মাইক্রোপ্রসেসরের কাজগুলো উল্লেখ কর?
২৫।মাইক্রোকম্পিউটারে মাইক্রোপ্রসেসর এর ভূমিকা লেখ?
রচনামূলক প্রশ্নসমূহঃ
২৬। একটি সাধারণ মাইক্রোকন্ট্রোলারের ব্লক ডায়াগ্রামসহ এর বিভিন্ন ব্লকের বর্ণ্না দাও?
২৭। একটি মাইক্রোকম্পিউটারের ব্লক ডায়াগ্রাম অঙ্কন করে বর্ণ্না কর?
অনুশীলনী-২ঃ ইন্টেল ৮০৮৬ মাইক্রোপ্রসেসর
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। ইন্সট্রাকশন কিউ এর কাজ কী?
২। Code Segment কী কাজে ব্যবহৃত হয়?
৩। Microprocessor- এর Bit সংখ্যা বলতে কী বুঝায়?
৪। Program counter -এর কাজ কী?
৫। Embedded microcontroller বলতে কী বুঝায় ?
৬। সিঙ্গেল চিপস মাইক্রোকম্পিউটার সিস্টেম বলতে কী বুঝায়?
৭। মাল্টি চিপস মাইক্রোকম্পিউটার বলতে কী বুঝায় ?
৮। মাইক্রোকন্ট্রোলার বলতে কী বুঝায়?
৯। ৮০৮৬ মাইক্রোপ্রসেসরের মিমরি কন্ট্রোল সিগন্যালের কাজ লেখ?
১০। ইন্টেল ৮০৮৬ মাইক্রোপ্রসেসরের ফ্ল্যাগ রেজিস্টরের ফ্ল্যাগগুলোর নাম লেখ?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১১। 8086µp এর সেগমেন্ট রেজিস্টার-এর চিত্র আঁক ।
১২। CX - কে Counter register বলা হয় কেন?
১৩। 8086µp এর অ্যাড্রেস /ডাটা বাস সম্পর্কে লেখ।
১৪।8086 এর রেজিস্টার স্কিমেটিক ডায়াগ্রাম অঙ্কন কর?
১৫। 8086µp -মাইক্রোপ্রসেসরের DMA সিগন্যালগুলো কী কী?
১৬। 8086 মাইক্রোপ্রসেসরের সাধারণ বৈশিষ্ট্য লেখ ।
১৭। IP এর কাজ কী?
১৮। 8085 মাইক্রোপ্রসেসরের তুলনায় 8086 মাইক্রোপ্রসেসরের ফ্লাগ বিটগুলোর কাজ উল্লেখ কর।
১৯। ALE সিগন্যালের কাজ কী?
২০। DX register কে Data register বলা হয় কেন?
২১। 8086 মাইক্রোপ্রসেসরের DT/R ও DENপিনদ্বয়ের ফাংশন লেখ।
২২।কিউ স্ট্যাটাস সিগন্যালসমূহ বর্ণ্না কর।
২৩। BHE সিগন্যালের কাজ কী?
২৪। সেগমেন্ট রেজিস্টার কী?
২৫। 8086 প্রসেসরের মেমরি সেগমেন্টের চিত্র অঙ্কন করে চিহ্নিত কর।
২৬। Register structure বলতে কী বুঝায়?
২৭। 8086 এবং 8086µp এর মাঝে পার্থক্য লেখ?
রচনামূলক প্রশ্নসমূহঃ
২৮। 8086µp -এর পিন ডায়াগ্রাম অঙ্কন করে বর্ণ্না কর।
২৯।8086µp এর আর্কিটেকচার অঙ্কন করে প্রতিটি ব্লকের কার্যাবলি বর্ণ্না কর।
৩০।8086µp এর রেজিস্টার স্ট্রাকচার বর্ণ্না কর।
৩১।8086µp -এর ফ্লাগ রেজিস্টারের বর্ণ্না কর।
অনুশীলনী -৩ঃ ৮০৮৬ মাইক্রোপ্রসেসরের মেমরি ইন্টারফেস
অতি সংক্ষিপ্ত প্রশ্নঃ
১।Interfacing কাকে বলে?
২। লজিক মেমরি বলতে কী বুঝায়?
৩। Physical memory কাকে বলে?
৪। 8086-এর তুলনায় 80286-এর সুবিধা উল্লেখ কর।
৫।যদি CS=3000Hএবং IP=0015Hহলে Physical address কত?
৬। 8086- প্রসেসরের সর্বোচ্চ অ্যাড্রেস ক্ষমতা কত?
৭। মাইক্রোপ্রসেসরের অ্যাড্রেসিং ক্যাপাসিটি বলতে কী বুঝায়?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৮।জোড় এবং বিজোড় অ্যাড্রেস বাউন্ডারি বলতে কী বুঝ?
৯। ব্যাংক কাকে বলে? 8086-প্রসেসরের মেমরিতে কয়টি ব্যাংক আছে ও কী কী?
১০।8086-প্রসেসরের রিড সাইকেল অঙ্কন কর।
১১। ওয়েট স্টেট কী? কেন প্রদান করা হয়?
১২। 8086-প্রসেসরের অ্যাড্রেস স্পেস অঙ্কন কর।
১৩।8086-প্রসেসরের মেমরি রাইট সাইকেল অঙ্কন কর।
১৪। ক্লক জেনারেটরের কাজ লেখ।
১৫। ম্যাক্সিমাম মোডের সিগন্যালসমূহের নাম লেখ।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১৬। 8086µP এর মিনিমাম সিস্টেম ইন্টারফেস অঙ্কন করে বর্ণ্না কর।
১৭।8086µP এর রাইট সাইকেল অঙ্কন করে বর্ণ্না কর।
১৮।8086µP এর মেমরি অ্যাড্রেস স্পেসের হার্ডওয়্যার ব্যবস্থাপনা বর্ণ্না কর।
১৯।8086µP এর রিড সাইকেল অঙ্কন করে বর্ণ্না কর।
২০। মেমরি ইন্টারফেস বলতে কী বুঝায়? চিত্রের সাহায্যে ব্যাখ্যা কর।
২১।8086µP এর ম্যাক্সিমাম মোড সিস্টেম ইন্টারফেস অঙ্কন করে বর্ণ্না কর।
অনুশীলনী -৪ঃ ৮০৮৬ মাইক্রোপ্রসেসরের ইনপুট /আউটপুট ইন্টারফেস এবং পেরিফেরাল ডিভাইসসমূহ
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। PPI বলতে কী বুঝায়?
২। PPI এর ব্যবহৃত পোর্টসমূহ কী?
৩। 8086 প্রসেসরের I/Oপোর্ট অ্যাড্রেসিং মোডে সাধারণত কোন দুটি ইনস্ট্রাকশন ব্যবহার করা হয়?
৪। PPI কন্ট্রোল ওয়ার্ডের কাজ লেখ।
৫। UART এবং USART শব্দের পূর্ণরূপ লেখ।
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। DMA অপারেশনের সুবিধা কী?
২। Mamory mapped I/O ও I/O mapped I/O এর মধ্যে পার্থক্য লেখ।
৩। Standard I/O বলতে কী বুঝায়?
রচনামূলক প্রশ্নসমূহঃ
৪। চিত্রের মাধ্যমে 8086 পেসেসরের মিনিমাম মোড ইন্টারফেসের বর্ণ্না কর?
৫। 8086 মাইক্রোপ্রসেসরের I/O পাঠন বাস সাইকেল চিত্রের মাধ্যমে বর্ণ্না কর।
অনুশীলনী-৫ঃ পিআইসি সিরিজ মাইক্রোকন্ট্রোলারের বৈশিষ্ট্য ও আর্কিটেকচার
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। PIC মাইক্রোকন্ট্রোলার কী?
২। পূর্ণরূপ লেখ : PIC, MIPS,USART.
৩। PIC মাইক্রোকন্ট্রোলার কত প্রকার এবং কী কী?
৪। PIC মাইক্রোকন্ট্রোলার মেমরি অর্গানাইজেশন কত প্রকার এবং কী কী?
৫। Harvard আর্কিটেকচার কী ?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৬। পিআইসি মাইক্রোকন্ট্রোলারের বৈশিষ্ট্য উল্লেখ কর।.
৭। পিআইসি মাইক্রোকন্ট্রোলারগুলোকে বিভিন্ন পরিবার/সিরিজ এ আলাদা করার উদ্দেশ্য কী?
অনুশীলনী-৬ঃ পিআইসি মিড -রঞ্জ মাইক্রোকট্রোলারের অ্যাসেম্বলি ল্যাংগুয়েজ প্রোগ্রামিং
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। অ্যাসেম্বলি ভাষা কী?
২। IDE কী?
৩। অ্যাসেম্বলার ডিরেকটিভ কাকে বলে?
৪। Assembly language-এর Field-গুলোর নাম লেখ।
৫। সফটওয়্যার ডেভেলপমেন্ট টুলস কী?
৬।ইন্সট্রাকশন সেটকী বুঝ?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৭। অ্যাসেম্বলি ভাষার অপারেন্ড হিসেবে কী কী ব্যবহৃত হয়?
৬। মিড-রেঞ্জ PIC 16 F84A মাইক্রোকন্ট্রোলারের অঙ্কন কর।
রচনামূলক প্রশ্নসমূহঃ
৭। একটি সম্পাদনযোগ্য অ্যাসেম্বলি ভাষার প্রোগ্রাম রচনার ধাপগুলো বর্ণ্না কর?
অনুশীলনী- ৭ঃ পিআইসি মিড -রঞ্জ মাইক্রোকট্রোলারের জন্য প্রোগ্রামিং ইন সি
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। অ্যাসেম্বলি ভাষায় মাইক্রোকন্ট্রোলার প্রোগ্রাম রচনায় অসুবিধা কী?
২। মাইক্রোকন্ট্রোলার প্রোগ্রামিং -এ সি ভাষার অসুবিধা কী?
৩। মিড-রেঞ্জ পিক মাইক্রোকন্ট্রোলারের জন্য সি ভাষায় কয়ভাবে টাইম ডিলে তৈরিকরা যায় ।
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। মাইক্রোকন্ট্রোলারের জন্য সি ভাষায় প্রোগ্রাম লেখার সুবিধা কী?
২। মিড -রেঞ্জ পিক মাইক্রোলারের জন্য সি ভাষায় ডাটার ধরন উল্লেখ কর।
৩। মিড -রেঞ্জ পিক মাইক্রোলারের জন্য সি ভাষায় Bitwise operetor -গুলোর নাম লেখ।
অনুশীলনী-৮ঃ টাইমার/ কাউন্টার
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। PIC16F877A মাইক্রোকন্ট্রোলারে কয়টি অভ্যন্তরীণ টাইমার আছে?
২। PIC16F877A মাইক্রোকন্ট্রোলারে টাইমারগুলো কত বিটের ?
৩। Timer 0 এর রেজিস্টার কয়টি ও কী কী?
৪। Timer 0 এর বৈশিষ্ট্যগুলো লেখ।
৫। Timer 1 এর বৈশিষ্ট্যগুলো লেখ।
৬। Timer 2 এর বৈশিষ্ট্যগুলো লেখ।
৭। টাইমার ও কাউন্টারের মধ্যে মৌলিক পার্থক্য কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৮। টাইমারের কাজ উল্লেখ কর।
৯। ইভেন্ট কাউন্টার হিসাবে টাইমারের ব্যবহার বর্ণ্না কর।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১০। মিড-রেঞ্জ পিআইসি মাইক্রোকন্ট্রোলার বা PIC16F877A-এর টাইমার অপারেশনের মোডগুলো বর্ণ্না কর।
১১। টাইমার ব্যবহার করে PWM তৈরির PIC16F877A প্রোগ্রাম লেখ।
অনুশীলনী-৯ঃ মাইক্রোকন্ট্রোলারের ইন্টারাপ্ট
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। Interrupt service routine ( ISR) বা Interrupt handler বলতে কী বুঝায়?
২। GIE- এর কাজ কী?
৩। মিড -রেঞ্জ পিআইসি মাইক্রোকন্ট্রোলারের বাহ্যিক ইন্টারাপ্ট কখন ঘটে?
৪। বাহ্যিক ইন্টারাপ্টের Flag bit -এর নাম লেখ।
৫। টাইমার ইন্টারাপ্টের Flag bit -গুলোর নাম লেখ।
৬। বাহ্যিক হার্ডওয়্যার ইন্টারাপ্টের Flag bit -গুলোর নাম লেখ।
৭। মিড-রেঞ্জ পিআইসি মাইক্রোকন্ট্রোলারের ইন্টারাপ্ট উৎস কয় ধরনের?
৮। Serial communication-এ ব্যবহৃত Register-উল্লেখ কর।
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৯। Interrupt service routine( ISR) বা Interrupt handler এর কাজ কী উল্লেখ কর।
১০। একটি ইন্টারাপ্ট সম্পাদনের ধাপগুলো লেখ।
১১। ইন্টারাপ্টকে কার্যকর বা অকার্যকর করার প্রক্রিয়া বর্ণ্না কর
১২। টাইমার ইন্টারাপ্ট বর্ণ্না কর।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১৩। ইন্টারাপ্ট ( Interrupt) Enable ও Disabling করার প্রক্রিয়া বর্ণ্না কর।
অনুশীলনী-১০ঃ এভিআর ( AVR ) মাইক্রোকন্ট্রোলার সিরিজ
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। এভিআর সিরিজ মাইক্রোকন্ট্রোলারের বৈশিষ্ট্য লেখ
২। PIC, ISP,SPI,DAC,USART,AVR,SRAM,EEPROM,TWI -এর পূর্ণরূপ কী?
৩। AVR কী?
৪। AVR মাইক্রোকন্ট্রোলারের প্রধান অংশগুলোর নাম লেখ।
৫। AVR মাইক্রোকন্ট্রোলারের ব্যবহার উল্লেখ কর।
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৬।AVR মাইক্রোকন্ট্রোলারের বৈশিষ্ট্যগুলো লেখ।
৭। পিআইসি (PIC ) এবং এভিআর (AVR)মাইক্রোকন্ট্রোলারের মধ্যকার পার্থক্য উল্লেখ কর।
৮।AVR মাইক্রোকন্ট্রোলারের মৌলিক ব্লক ডায়াগ্রাম অঙ্কন কর।
রচনামূলক প্রশ্নসমূহঃ
৯।AVR মাইক্রোকন্ট্রোলারের ব্লক ডায়াগ্রামসহ -এর বিভিন্ন ব্লকের বর্ণ্না দাও।
অনুশীলনী-১১ঃ এভিআর ( AVR ) মাইক্রোকন্ট্রোলারের সিরিয়াল কমিউনিকেশন
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। সিরিয়াল কমিউনিকেশন বলতে কী বুঝায়?
২। প্যারালাল কমিউনিকেশন বলতে কী বুঝায়?
৩। লাইন ড্রাইভারের কাজ কী?
৪। দুটি লাইন ড্রাইভার আইসির নাম লেখ।
৫। Baud rate কী?
৬। USART-এর পূর্ণরূপ কী?
৭।USART কী?
৮।USART কে কনফিগার করার জন্য ব্যবহৃত বিশেষ রেজিস্টারগুলোর নাম লেখ।
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৯। সিরিয়াল পোর্টের মাধ্যমে ডাটা প্রেরণের প্রোগ্রাম লেখ।
১০। RS232-এর সুবিধা ও অসুবিধা কী কী?
১১। USART-এর নিয়মগুলো কী কী ?
১২। AVR USART-এর বৈশিষ্ট্য লেখ।
১৩।USART-এর সুবিধা ও অসুবিধা লেখ।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১৪। সিরিয়াল ডাটা প্রেরণ ও গ্রহণের জন্য একটি প্রোগ্রাম লেখ।
অনুশীলনী-১২ঃ আরডুইনো ,রাস্পবেরি পাই এবং অন্যান্য ডেভেলপমেন্ট কিট
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। আরডুইনো উনো ( Uno) কী?
২। আরডুইনো বোর্ডের বৈশিষ্ট্যগুলো লেখ।
৩। ডেভেলপমেন্ট কীট কী?
৪। আরডুইনো বোর্ড সাধারণত কত প্রকার?
৮। Sensor কী?
৯। রাম্পবেরি পাই-এর চারটি বৈশিষ্ট্য লেখ।
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১০। আরডুইনো বোর্ডের বৈশিষ্ট্যগুলো উল্লেখ কর।
১১। প্রধান প্রধান অংশগুলোর নামসহ আরডুইনো বোর্ডের ব্লক ডায়াগ্রাম অঙ্কন কর।
১২। আরডুইনো বোর্ডের ব্যবহার উল্লেখ কর।
১৩। টেম্পারেচার সেন্সরের সাহায্যে তাপমাত্রা পরিমাপের একটি প্রোগ্রাম লেখ।
১৪। আরডুইনো উনোর সুবিধাসমূহ উল্লেখ কর।
১৫। A Tmega328Pএর পিন ডায়াগ্রাম অঙ্কন কর।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১৬। টেম্পারেচার সেন্সরের সাহায্যে তাপমাত্রার মান নির্ণয়ের প্রোগ্রাম লেখ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি সিসি’র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url