হাইড্রোলিক্স (বিষয় কোডঃ২৬৪৫৬ ) এর সাজেশন

 

অর্ডিনারি কোচিং সেন্টার
হাইড্রোলিক্স ( ২২ প্রবিধান) এর সাজেশন
বিষয় কোডঃ২৬৪৫৬
এই সাজেশনটি প্রকাশের তারিখ : ২৯-০৩-২০২৪ ইং
 অধ্যায়-১ঃ প্রবাহী এবং প্রবাহী চাপ(Fluid and Fluid Pressure)
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১।হাইড্রোলিক্স কাকে বলে?
২। প্রবাহী কী?
৩।কৈশিকতা কাকে বলে?
৪। পৃষ্ঠটান কাকে বলে?
৫।সান্দ্রতা( Viscosity) কাকে বলে?
৬। চাপের তীব্রতা বলতে কী বুঝায়?
৭।প্যাসকেল সূত্রটি লেখ।
৮।প্রেসার হেড কাকে বলে?
৯।গেজ চাপ কী?
১০। পরম চাপ কী?
১১। মোট চাপ কাকে বলে?
১২।হাইড্রোলিক প্রেসের যান্ত্রিক সুবিধা কাকে বলে?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১৩।তরল ও গ্যাসের মধ্যে পার্থক্যগুলো লেখ।
১৪। তরলের ধর্মগুলো উল্লেখ কর।
১৫।প্রচলিত নোটেশন অনুযায়ী প্রমাণ কর যে h=4σcosα/ꙍd
১৬।একটি তরলের পরম সান্দ্রতা 0.06 পয়েস এবং আপেক্ষিক গুরুত্ব 0.78 হলে SI এককে পরম সান্দ্রতা কত?
১৭।চাপের তীব্রতার ধর্মগুলো উল্লেখ কর।
১৮। পরম চাপ ,বায়ুর চাপ ,গেজ চাপ এবং শূন্য চাপের মাঝে সম্পর্ক লেখ।
১৯।পরম চাপ বর্ণ্না কর।
রচনামূলক প্রশ্নসমূহঃ
২০।একটি হাইড্রোলিক প্রেসের কার্যনীতি( Working principle) চিত্রসহ বর্ণ্না কর।
২১। হাইড্রোলিক প্রেসের যান্ত্রিক সুবিধা চিত্রসহ বর্ণ্না কর।
অধ্যায়-২ঃ প্রবাহীর চাপ ও পরিমাপ কৌশল ( Measuring Technique of The Fluid Pressure)
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। ডিফারেনশিয়াল ম্যানোমিটার দ্বারা কী মাপা হয়?
২।পিজোমিটার কী ?
৩।সরল ম্যানোমিটার কাকে বলে?
৪। ডিফারেনশিয়াল ম্যানোমিটার কাকে বলে?
৫।ম্যানোমিটার পারদ ব্যবহারের সুবিধাগুলো কী কী?
৬।পিজোমিটার দিয়ে কেন নেগেটিভ চাপা যায় না ?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৭।পিজোমিটারের ব্যবহার পদ্ধতি বর্ণ্না কর।
রচনামূলক প্রশ্নোঃ
৮।সরল ম্যানোমিটার এবং ডিফারেনশিয়াল ম্যানোমিটারের মধ্যে পার্থক্য উল্লেখ কর।
 অধ্যায়-৩ঃ ডুবানো তলের মোট চাপ এবং চাপকেন্দ্র
(Total Pressure and Centre of Pressure on Immerzed Plane Surface)
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। চাপকেন্দ্র কাকে বলে?
২। ত্রিভুজ ও বর্গক্ষেত্রের নির্ণয়ের সূত্রগুলো লেখ।
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৩।খাড়া ওয়াল /বাঁধের উপর মোট চাপ নির্ণয়ের সূত্রটি বিশ্লেষণ ( Deduction) কর।
রচনামূলক প্রশ্নসমূহঃ
৪।খাড়াভাবে ডুবানো তলের মোট চাপ নির্ণয়ের সূত্রটি প্রতিপাদন কর।
৫।খাড়াভাবে ডুবানো তলের চাপকেন্দ্র নির্ণয়ের সূত্রটি লেখ।
অধ্যায়-৪ঃ প্লবতা(Buoyancy)
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১।প্লবতা কী?
২। মেটাসেন্টার কী?
৩।মেটাসেন্ট্রিখাইট কাকে বলে?
৪। আর্কিমিডিসের সূত্র লেখ।
সংক্ষিপ্ত প্রশ্নোঃ
৫।ভাসমান বস্তুর সমতার শর্তাবলি উল্লেখ কর।
৬।ভাসমান বস্তুর সাম্যাবস্থার শর্তগুলো ব্যাখ্যা কর।
রচনামূলক প্রশ্নসমূহঃ
৭।পরীক্ষমূলক সূত্রের সাহায্যে মেটাসেন্ট্রিক হাইট নিউরণয়ের সূত্রটি চিত্রসহ বর্ণ্না কর
অধ্যায়-৫ঃ বিভিন্ন অবস্থায় তলদেশের প্রবাহীর প্রবাহ
( Flou of Liquid Under Different Conditions)
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১।সুষম প্রবাহ কাকে বলে?
২।স্ট্রীম লাইন/ল্যামিনার প্রবাহ কী?
৩।স্থির(Steady ) প্রবাহ কাকে বলে?
৪। রিনোল্ড নাম্বার কী?
৫। প্রবাহের ধারাবাহিকতার সমীকরণের সূত্রটি লেখ।
৬। ডেটাম হেড বলতে কী বুঝায়?
৭।মোট হেড কী?
৮। স্বাভাবিক প্রবাহ বলতে কী বুঝায়?
সংক্ষিপ্ত প্রশ্নোঃ
৯।তরল প্রবাহের ক্ষেত্রে ধারাবাহিক সমীকরণ ব্যাখ্যা কর।
১০।ভেলোসিটি হেড নির্ণয় চিত্রসহ বর্ণ্না কর।অথবা ,প্রমাণ কর ঃH=v2/2g
 অধ্যায়-৬ঃ বার্নোলির সূত্র(Bernoulli's Theorem)
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১।বার্নোলির সূত্রটি লিখ।
২।ভেনচুরি ভ্যাকুয়াম কাকে বলে?
৩।পিটট টিউব কী?
৪।পিটট টিউবেরকাক কী?
৫।ভেনচুরি হেড কাকে বলে?
৬।অরিফিস মিটারের কাক কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৭।বার্নোলির সূত্রের সীমাবদ্ধতাগুলো বর্ণ্না কর।
৮। ভেনচুরি মিটারের সুবিধা এবং অসুবিধাগুলো উল্লেখ কর।
রচনামূলক প্রশ্নসমূহঃ
৯।বার্নোলির সূত্র প্রমান কর।
১০।ভেনচুরি মিটার দিয়ে নির্গমনের পরিমাণ নির্ণয় বিশ্লেষণ কর।
অধ্যায়-৭ঃ অরিফিস এবং মাউথপিসের মধ্যে দিয়ে প্রবাহ
(Flow Through Orifice and Mouthpiece)
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১।আরিফিস কাকে বলে।
২।ভেনাকন্ট্রাকটা কাকে বলে?
৩। বেগের সহগ কাকে বলে?
৪।নির্গমনের সহগ কাকে বলে?
৫।মাউথপিস বলতে কী বুঝায়?
৬।মাউথপিস ব্যবহারের সুবিধা লেখ।
৭।প্রবাহমুক্ত মাউথপিস কাকে বলে।
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৮।CC,VV ,এবং Cdএর মধ্যে সম্পর্ক বর্ণ্না কর।
৯।পরীক্ষামূলক পদ্ধতিতে বেগের সহগের সূত্র নিরূপণ কর।
১০।আরিফিস এবং মাউথপিসের মধ্যে পার্থক্য উল্লেখ কর।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১১।বৃহৎ খাড়া আয়তাকার অরিফিস দিয়ে নির্গমন ব্যাখ্যা কর।
অধ্যায়-৮ঃ প্রবাহমান তরলের হেডলস (Head Losses of Flouing Liquid)
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১।হেডলস কাকে বলে ?
২। ফ্লুইড ফ্রিকশন (Fluid friction ) বলতে কী বুঝায়?
৩। কারনট/বোর্ডার(Carnot or bordar ) সমীকরণ কাকে বলে?
৪।হঠাৎ সংকোচনের কারণে হেড লসের সূত্রটি নোটেশনসহ লিখ।
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৫।বিভিন্ন ধরনের হেডলসের নাম উল্লেখ কর।
৬। 10cmব্যাসের পাইপের ব্যাস বেড়ে 20 cm হলে প্রসারণ সহগ নির্ণয় কর,যখন নির্গমনের পরিমাণ 1360 কেজি/মিনিট।
৭। নোটেশনসহ ঘর্ষণ হেড লসের সূত্রটি লেখ।
রচনামূলক প্রশ্নসমূহঃ
৮।হঠাৎ প্রসারণের কারণে হেডলস চিত্র সহ বর্ণ্না কর।
 অধ্যায়-৯ঃ ঘর্ষণ এবং পাইপ দিয়ে প্রবাহ( Friction and Flou Through Pipes)
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। পাইপ কাকে বলে?
২।ফ্লুইড ফ্রিকশন বলতে কী বুঝায়?
৩।সঙ্কটপূর্ণ বেগ কাকে বলে?
৪।হাইড্রোলিক গড় গভীরতা কাকে বলে?
৫।চেজির সূত্র কাকে বলে?
৬। হাইড্রোলিক ঢাল কাকে বলে?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৭। ঘর্ষণজনিত বাধা কী কী বিষয়ের উপর নির্ভরশীল?
৮।হাইড্রোলিক ঢাল রেখা এবং মোট এনার্জি রেখার মধ্যে পার্থক্যগুলো উল্লেখ কর।
রচনামূলক প্রশ্নসমূহঃ
৯।ঘর্ষণের কারণের শক্তির অপচয়ের সূত্র নোটেশনসহ লেখ।
অধ্যায়-১০ঃ নচ এবং উইয়ার দিয়ে প্রবাহ( Flow Through Notches and Weirs)
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১।নচ কাকে বলে?
২।সিল বা ক্রেস্ট কাকে বলে?
৩।ন্যাপ বা ভেইন কাকে বলে?
৪।আয়তাকার নচের সূত্র লেখ।
৫।ত্রিভূজ আকৃ্তি নচের নির্গমন সূত্রটি লেখ।
৬।আয়তাকার উইয়ারের নির্গমনের সূত্র লেখ।
৭।ভোলাসিটি অব অ্যাপ্রোচ কী ?
৮।উইয়ার কাকে বলে?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৯।ট্রাপিজয়ডাল নচের চিত্র অঙ্কন করে বর্ণ্না কর।
১০আয়তাকার নচ অপেক্ষা ভি- নচের সুবিধাগুলো লেখ।
১১।উইয়ার এবং নচের মধ্যে পার্থক্যগুলো উল্লেখ কর।
১২। উইয়ার এবং বাঁধের মধ্যে পার্থক্যগুলো উল্লেখ কর।
রচনামূলক  প্রশ্নসমূহঃ
১৩। আয়তাকার উইয়ার দিয়ে নির্গমনের জন্য ফ্রান্সিসের সূত্রের বর্ণ্না দাও।
 অধ্যায়-১১ঃ ওপেন চ্যানেল দিয়ে তরলের প্রবাহ( Flow of Liquid Through Open Channel)
অতিসংক্ষিপ্ত  প্রশ্নসমূহঃ
১।ওপেন চ্যানেল কাকে বলে?
২। হাইড্রোলিক গড় গভীরতা কাকে বলে?
৩।মিতব্যয়ী চ্যানেল কী?
৪।ওপেন চ্যানেল দিয়ে নির্বাচনের পরিমাণ নির্ণয়ে চেজির ও ম্যানিংস এর সূত্র লেখ।
৫।আয়াতাকার চ্যানেলের অধিক লাভজনক সেকশন নির্বাচনের শর্ত কী?
৬।হাইড্রোলিক জাম্প কাকে বলে?
৭।কারেন্ট মিটার কাকে বলে?
৮।রড ফ্লোট বলতে কী বুঝায়?
৯।কারেন্ট মিটারের কাজ কী?
সংক্ষিপ্ত  প্রশ্নসমূহঃ
১০।ওপেন চ্যানেলের প্রকারভেদ লেখ।
১১।চিত্রসহ হাইড্রোলিক জাম্প উল্লেখ কর।
১২।চিত্রসহ কারেন্ট মিটারের বর্ণ্না দাও।
রচনামূলক  প্রশ্নসমূহঃ
১৩।ট্রাপিজয়ডাল চ্যানেলের অধিক লাভজনক সেকশন নির্বাচনের শর্ত চিত্রসহ বর্ণ্না কর
১৪।কারেন্ট মিটার সম্পর্কে বিস্তারিত বর্ণ্না দাও।
১৫। আয়াতাকার চ্যানেলের অধিক লাভজনক সেকশনের শর্তগুলো লেখ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি সিসি’র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url