হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি (বিষয় কোড: ২৮৬১১) এর সাজেশন

অর্ডিনারি কোচিং সেন্টার
হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি
বিষয় কোডঃ ২৮৬১১
এই সাজেশন প্রকাশের তারিখঃ০৫/০৩/২০২৪ ইং
অনুশীলনী-0১ঃ কোষ, কলা ও ঝিল্লি
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। কোষের সংজ্ঞা দাও।
২। কলা বা টিস্যু কী?
৩। মেম্ব্রেইন কী?
৪। মাইটোকন্ড্রিয়ার কাজ কী?
৫। টিস্যুর প্রকারভেদ লেখ।
৬। DNA কী?
৭। DNA ও RNA-এর পূর্ণনাম লেখ।
৮। মিউকাস মেম্ব্রেন কাকে বলে?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। কোষের বৈশিষ্ট্য বর্ণনা কর।
২। DNA কী? এটির কাজ লেখ।
৩। DNA ও RNA-এর মাঝে পার্থক্য লেখ।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১। প্রাণিকোষের গঠন বর্ণনা কর।
২। চিত্রের মাধ্যমে প্রাণিকোষের গঠন বর্ণ্না কর।
অনুশীলনী-০২ঃমানবদেহ
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। ফিজিওলজি কী?
২। প্রজননতন্ত্র কী?
৩। প্রোস্টেট গ্রন্থির কাজ কী?
৪।কঙ্কালতন্ত্র কী?
৫। শুক্রাশয়-এর কাজ লেখ।
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। মানবদেহের প্রধান পেশিগুলোর নাম লেখ।
২। পুরুষ প্রজননতন্ত্র কাকে বলে? মানুষের পুরুষ প্রজননতন্ত্র কোন কোন অঙ্গ নিয়ে গঠিত?
৩। স্ত্রী প্রজননতন্ত্রের অঙ্গগুলোর নাম লেখ।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১। মানবদেহের প্রধান প্রধান তন্ত্রগুলোর বর্ণ্না দাও।
২। মানুষের কঙ্কালতন্ত্রের অংশগুলোর নাম লেখ।
৩। স্ত্রী প্রজননতন্ত্রের সংক্ষিপ্ত বর্ণ্না দাও।
অনুশীলনী-০৩ঃশ্বসনতন্ত্র
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। শ্বসন কাকে বলে ?
২। মানুষের শ্বসনতন্ত্রের বিভিন্ন অঙ্গগুলোর কী কী?
৩। Alveoli কী?
৪। মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম কী?
৫। শ্বসনতন্ত্র বলতে কী বুঝায়?
৬। রেসপিরেটরি মুভমেন্ট কাকে বলে?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। শ্বসনের উদ্দেশ্য লেখ।
২। চিহ্নিত চিত্রের মাধ্যমে মানুষের স্বসনতন্ত্রের বিভিন্ন অংশ দেখাও।
৩। ফুস্ফুসের কাজ বর্ণ্না কর।
৪। স্বরযন্ত্র (Larynx) কী?
রচনামূলক প্রশ্নসমূহঃ
১। রেসপিরেটরি মুভমেন্ট সচিত্র বর্ণ্না কর।
অনুশীলনী-০৪ঃরক্ত এবং সংবহনতন্ত্র
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। রক্তের প্রধান উপাদান কী কী?
২। রক্তরস (Blood plasma) কী?
৩। ব্লাড গ্রুপ বলতে কী বুঝায়?
৪। অ্যান্টিজেন কী?
৫। শ্বেত রক্তকণিকার কাজ কী?
৬। হিমোগ্লোবিন কী? এটির কাজ লেখ।
৭। করোনারি রক্ত সংবহন বলতে কী বুঝায়?
৮। রক্তচাপ বলতে কী বুঝায়?
৯। হৃৎপিণ্ডএর প্রকোষ্ঠগুলো কি কী?
১০। হাইপারটেনশন কী?
১১। রক্তকোষ কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। হিমোগ্লোবিনের কাজ লেখ।
২। অনুচক্রিকার কাজ বর্ণ্না কর।
৩। রক্তের কাজগুলো লেখ।
৪। রক্তরসের উপাদানগুলো লেখ।
৫। শ্বেতকণিকা ও লোহিত কণিকা কাকে বলে?
৬। ধমনি ও শিরার মধ্যে পার্থক্য?
রচনামূলক প্রশ্নসমূহঃ
১। রক্তের কার্যা বর্ণ্না কর।
২। হৃতপিন্ডের গঠন বর্ণনা কর।
৩। হৃতপিন্ড বা হার্টের গঠন ও কার্যাবলি সংক্ষেপে বর্ণ্না কর।
অনুশীলনী-০৫ঃপৌষ্টিকতন্ত্র
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। পরিপাক পদ্ধতি বলতে কী বুঝায়?
২। Digestive system এর সংজ্ঞা দাও।
৩। এনজাইম কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। লালাগ্রন্থির কার্যাবলি বর্ণ্না কর।
২। পাকস্থলীর অ্যানাটমি বর্ণ্না কর।
৩। ক্ষুদ্রান্তের কাজ বর্ণ্না কর।
৪। বিভিন্ন প্রকার এনজাইমের নাম লেখ।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১। পৌষ্টিক নালির নিঃসৃত এনজাইমসমূহ বর্ণ্না কর।
২। পৌষ্টিকতন্ত্রের প্রধান অঙ্গসমূহের সংক্ষিপ্ত বর্ণ্না দাও।
অনুশীলনী-০৬ঃঅন্তঃক্ষরা
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। অন্তঃক্ষরা পদ্ধতি (Endocrine system) কী?
২। অন্তঃক্ষরা গ্রন্থিগুলোর নাম লেখ।
৩। হরমোন বলতে কী বুঝায়?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা গ্রন্থির মধ্যে পার্থক্য দেখাও।
২। এনজাইম ও হরমোনের মধ্যে পার্থক্য লেখ।
৩। প্যরথাইরয়েডগ্রন্থির কাজ কম বা বেশি হলে কী কী সমস্যা দেখা দেয়?
৪। হরমোনের বৈশষ্ট্য লেখ।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১। অন্তঃক্ষরা পদ্ধতির কাঠামো বর্ণ্না কর।
২। দেহের বৃদ্ধি ও শরীরবৃত্তীয় কাজে হরমোনের ভুমিকা বর্ণ্না কর।
অনুশীলনী-০৭ঃইমিনিটি অফ হিউম্যান বডি
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। রোগ প্রতিরোধ বা ইমিউন রসায়ন কী?
২। অ্যান্টিজেন কী?
৩। অ্যান্টিবডি (Antibody) কী?ত্বক
৪। অ্যান্টিবডির কাজ কী?
৫। নেফ্রোলোমেট্রি বলতে কী বুঝায়?
৬। ত্বক (Skin) এর কাজ কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। অ্যান্টিবডির (Function of antibody) কী, লেখ।
২। ত্বকের কার্যাবলি বর্ণ্না কর।
৩। ত্বকের কাজ লেখ।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১। মানবদেহে ত্বকের প্রতিরক্ষা ব্যবস্থা বর্ণ্না কর।
অনুশীলনী-০৮ঃমূত্রঘটিত পদ্ধতি
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। রেচনতন্ত্র কী?
২। মানুষের রেচনতন্ত্রের বিভিন্ন অঙ্গগুলোর নাম লেখ।
৩। মূত্রের প্রধান উপাদানগুলো কী কী?
৪। ইউরেটারের কাজ কী?
৫। নেফ্রন বলতে কী বুঝায়?
৬। ইউরেটার বলতে কী বুঝায়?
৭। Urinary system কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। কিডনির কার্যাবলি লেখ।
২। একটি কিডনির লম্বচ্ছেদ চিত্র অঙ্কন কর।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১। চিত্রসহ মানুষের মূত্র ঘটিত পদ্ধতির বর্ণ্না দাও।
২। কিডনির কার্যাবলি বর্ণ্না কর।
অনুশীলনী-০৯ঃস্নায়ুতন্ত্রের পদ্ধতি
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। স্নায়ুতন্ত্র (Nervous system) কী?
২। স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র কী?
৩। মানুষের মস্তিষ্ক কয়ভাগে বিভক্ত?
৪। মানুষের মস্তিষ্ক এর কাজ লেখ।
৫। স্নায়ু রজ্জু কাকে বলে?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। Brain death কী?
২। হাইপোথ্যালামাসের কার্যাবলি লেখ।
৩। স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র কী? এটির কাজ লেখ।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১। স্নায়ুর শ্রেণিবিন্যাস লেখ।
২। স্নায়ুতন্ত্রের বর্ণ্না দাও।
৩। মানুষের মস্তিষ্কের প্রধান অংশসমূহের সচিত্র বর্ণ্না কর।
অনুশীলনী-১০ঃসংবেদী অঙ্গসমূহ
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। সংবেদী অঙ্গ কী?
২। স্বাদকোরক (Taste buds) কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। সংবেদী অঙ্গগুলো কী কী?
রচনামূলক প্রশ্নসমূহঃ
১। চিত্রসহ মানুষের বহিঃকর্ণ ও মধ্যকর্ণের বৈশিষ্ট্য বর্ণনা কর।
২। চিত্রসহ মানুষের মধ্যকর্ণের গঠন বর্ণনা কর।
৩। মানব চক্ষু বিভিন্ন অংশ চিহ্নিত কর এবং বিভিন্ন অংশের কাজ লেখ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি সিসি’র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url