ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং (বিষয় কোডঃ ২৬৪৫১) এর সাজেশন

 

অর্ডিনারি কোচিং সেন্টার
ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং (২২ প্রবিধান) এর সাজেশন
বিষয় কোডঃ ২৬৪৫১
এই সাজেশনটি প্রকাশের তারিখ :১৭/০৩/২৪ ইং
অনুশীলনী-১ঃভিত্তি ও ভিত্তির কৌশল
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ

১। ভিত্তির বসন বলতে কী বুঝায়?
২। র‍্যাফেট ফুটিং কী?
৩। কফারড্যাম কী?
৪। ভিত্তির প্রকার কী কী বিষয়ের উপর নির্ভর করে।
৫। কোন অবস্থায় কম্বাইন্ড ফুটিং ব্যবহৃত হয়।
৬। ভিত্তি কাকে বলে?
৭। কেইসন কী?
৮। ভিত্তির কাজ কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৯। ভিত্তি প্রদানের উদ্দেশ্য বা কাজগুলো লেখ।
১০। ভিত্তির বসে যাওয়ার কারণগুলো লেখ।
১১। ভিত্তির গভীরতা নির্ণয়ের জন্য র‍্যাংকিনের সূত্র নোটেশনসহ লেখ।
১২। ভিত্তি ডিজাইনে কী কী লোডের হিসাব করা হয়।
১৩। ভিত্তির গভীরতা কী কী বিষয় দিয়ে প্রভাবিত হয়?
১৪। কোন অবস্থায় কম্বাইন্ড ফুটিং প্রদান করা হয়।
১৫। ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং- এর জ্ঞান একজন উপ-সহকারী প্রকৌশলীর কর্মক্ষেত্রে কীভাবে অবদান রাখবে, বর্ণনা কর।
১৬। ভালো ভিত্তির প্রয়োজনীয় গুণাগুণ কী কী?
রচনামূলক প্রশ্নসমহঃ
১৭। ভিত্তির গভীরতা নির্ণয়ে প্রভাববিস্তার কারী বিষয়গুলো বিস্তারিত বর্ণনা কর।
১৮। ভিত্তি ডিজাইনে বিবেচ্য লোডগুলোর বর্ণনা কর।
 অনুশীলনী-২ঃমাটি দৃঢীকরণ
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। মাটি দৃঢীকরণ বলতে কী বুঝায়?
২। মাটি দৃঢীকরণে অ্যাডমিক্সচার ব্যবহার করা হয় কেন?
৩। যান্ত্রিক দৃঢীকরণ বলতে কী বুঝায়?
৪। অ্যাডমিক্সচার কী?
৫। স্যান্ড পাইপ কী?
৬। মাটির মেকানিক্যাল দৃঢতা কী কী বিষয়ের উপর নির্ভরশীল?
৭। কী উদ্দেশ্যে মাটি দৃঢীকরণ করা হয়?
সংক্ষিপ্ত  প্রশ্নসমূহঃ
৮। মাটি দৃঢীকরণের শ্রেণিবিভাগগুলো লেখ।
৯। সয়েল সিমেন্ট দৃঢীকরণের ধাপগুলো ধারাবাহিকভাবে লেখ।
১০। মাটি দৃঢীকরণ পদ্ধতিগুলোর নাম লেখ।
১১। স্যান্ড পাইপের সুবিধা ও অসুবিধাগুলো লেখ।
রচনামূলক  প্রশ্নসমূহঃ
১২। সয়েল সিমেন্ট দৃঢীকরণ কী কী ধাপে সম্পন্ন করা হয়, বর্ণনা দাও।
১৩। নিষ্কাশনের মাধ্যমে মাটি দৃঢীকরণের বর্ণনা দাও।
১৪। সয়েল সিমেন্ট দৃঢীকরণে মিক্স-ইন-প্লেস পদ্ধতির বর্ণনা দাও।
অনুশীলনী-৩ঃ মাটির ভারবহন ক্ষমতা
অতি সংক্ষিপ্ত  প্রশ্নসমূহঃ
১। গ্রহনযোগ্য ভারবহন ক্ষমতা কাকে বলে?
২। মাটির চরম ভারবহন ক্ষমতা কাকে বলে?
৩। নিরাপদ চরম ভারবহন ক্ষমতা বলতে কী বুঝায়?
৪। টারজাগির ভারবহন ক্ষমতার গুণকগুলো কী কী?
৫। সমতুল্য পেনিট্রেশন বাধা বলতে কী বুঝায়?
৬। পেনিট্রেশন রেজিস্ট্যান্স কী?
৭। শিয়ার ব্যর্থতার প্রকারভেদ লেখ।
সংক্ষিপ্ত  প্রশ্নসমূহঃ
৮। সাধারণ ও লোকাল শিয়ার ব্যর্থতা বলতে কী বুঝায়?
৯। মাটির ভারবহন ক্ষমতা বাড়ানোর পদ্ধতিগুলো কী কী?
১০। প্লেট লোড পরীক্ষার সীমাবদ্ধতাগুলো লেখ।
১১। মাটির ভারবহ কী কী বিষয়ের উপর নির্ভর করে?
১২। টারজাগির বিশ্লেষণের সীমাবদ্ধতাগুলো লেখ।
১৩। গ্রাভিটি লোডিং প্ল্যাটফর্ম পদ্ধতির বিভিন্ন উপাংশগুলোর নাম লেখ।
রচনামূলক  প্রশ্নসমূহঃ
১৪। আদর্শ পেনিট্রেশন পরীক্ষা পদ্ধতি বর্ণনা কর।
১৫। মাটির ভারবহন ক্ষমতা নির্ণয়ে প্লেট লোডিং পদ্ধতি চিত্রসহ বর্ণনা কর।
 অনুশীলনী-৪ঃপাইল ভিত্তি
অতি সংক্ষিপ্ত  প্রশ্নসমূহঃ
১। পাইলের কাজ কী?
২। স্কিন ফ্রিকশন পাইল কী?
৩। কাস্ট-ইন-সিটু পাইল বলতে কী বুঝায়?
৪। নেগেটিভ স্কিন ফ্রিকশন কী?
৫। কী কী ভাবে পাইলের লোড বহনক্ষমতা নির্ণয় করা হয়।
সংক্ষিপ্ত  প্রশ্নসমূহঃ
৬। কাস্ট-ইন-সিটু এবং পাইলের পার্থক্য লেখ।
৭। পাইল ব্যবহারের উদ্দেশ্যগুলো লেখ।
৮। প্রি-কাস্ট কংক্রিট পাইলের সুবিধাগুলো লেখ।
৯। শিট পাইল কত প্রকার ও কী কী?
রচনামূলক  প্রশ্নসমূহঃ
১০। চিত্রসহ কেইসড কাস্ট-ইন-সিটু কংক্রিট পাইল নির্মাণ বর্ণনা কর।
১১। কাস্ট-ইন-সিটু পাইলের সুবিধাগুলো লেখ।
অনুশীলনী-৫ঃ অ্যাঙ্কর
অতি সংক্ষিপ্ত  প্রশ্নসমূহঃ
১। ডেডম্যান বলতে কী বুঝায়?
২। ভূমি অ্যাঙ্কর বলতে কী বুঝায়?
সংক্ষিপ্ত  প্রশ্নসমূহঃ
৩। বিভিন্ন প্রকার ভূমি অ্যাঙ্করের চিত্র দাও।
রচনামূলক  প্রশ্নসমূহঃ
৪। ভূমি অ্যাঙ্কর সম্পর্কে আলোচনা কর।
অনুশীলনী-৬ঃশিলার উপর ভিত্তি
অতি সংক্ষিপ্ত  প্রশ্নসমূহঃ
১। আনওয়েদার্ড রক বলতে কী বুঝায়?
২। ওয়েদার্ড রক কী?
৩। RQD- এর পূর্ণ অর্থ কী?
সংক্ষিপ্ত  প্রশ্নসমূহঃ
৪। লাইন ড্রিলিং-এ কীভাবে বিস্ফোরণ ঘটানো হয়, লেখ।
৫। আবহজনিত শিলার অনুমোদনযোগ্য সংস্পর্শ কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল?
৬। লাইন ড্রিলিং-এ কীভাবে বিস্ফোরণ ঘটানো হয়?
রচনামূলক  প্রশ্নসমূহঃ
৭। শিলাতে খনন কীভাবে করা যায় তার বর্ণনা দাও।
অনুশীলনী-৭ঃখনন এবং ব্রেসিং
অতি সংক্ষিপ্ত  প্রশ্নসমূহঃ
১। মুক্ত খননে ঢালের তীক্ষ্ণতা কী কী বিষয়ের উপর নির্ভরশীল?
সংক্ষিপ্ত  প্রশ্নসমূহঃ
২। শিটিং ও ব্রেসিং-এর প্রয়োজনীয়তা উল্লেখ কর।
৩। শিটিং বা পাতাকরণ বলতে কী বুঝায়?
রচনামূলক  প্রশ্নসমূহঃ
৪। অগভীর খননের শিটিং এবং ব্রেসিং -এর চিত্র দাও।
৫। গভীর খননের শিটিং এবং ব্রেসিং -এর চিত্রাকারে বর্ণনা কর।
অনুশীলনী-৮ঃ শিট পাইল, কফারড্যাম এবং বাল্কহেড
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। শিট পাইলের ইমবেডমেন্ট (Embedment) দৈর্ঘ্য কাকে বলে?
২। বাল্কহেড কী?
৩। শিট পাইল কী?
৪। কফারড্যাম বলতে কী বুঝায়?
৫। ড্রেজ লাইন কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৬। বালখেডের উপর ক্রিয়াশীল বলগুলো কী কী, লেখ।
৭। কী উদ্দেশ্যে শিট পাইল ব্যবহার করা হয়?
৮। ফ্রি-আর্থ বা মুক্ত মাটি সাপোর্ট পদ্ধতিতে দানাদার মাটিতে অ্যাঙ্করড বাল্কহেড ডিজাইন বকরতে মৌলীক ধারণাগুলো কী কী?
রচনামূলক প্রশ্নসমূহঃ
৯। চিত্রসহ সংসক্তি মাটিতে ক্যান্টিলিভার শিট পাইল দেওয়ালের ইমবেডেড দৈর্ঘ্য নির্ণয়ের সূত্রটি প্রতিষ্ঠা কর।
অনুশীলনী-৯ঃ নির্মাণকাজের ক্ষতি/লোকশান
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। কী কী বিষয় কাঠামোর বসনকে প্রভাবিত করে?
২। বসন বলতে কী বুঝায়?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৩। মাটি বসে যাওয়ার কারণগুলো লেখ।
রচনামূলক প্রশ্নসমূহঃ
৪। পানি সমতল নিচে নামানোর কারণে বসনের ফলাফল বর্ণনা কর।
৫। ভিত্তি ডিজাইনের উপর নির্মাণকার্যের প্রভাব বর্ণনা কর।
৬। কী কী কারণে একটি ভবনের ভিত্তি বসে যেতে পারে তা আলোচনা কর।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি সিসি’র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url