মেকানিক্যাল এস্টিমেটিং অ্যান্ড কস্টিং (বিষয় কোডঃ ২৭০৫২) এর সাজেশন

 

অর্ডিনারি কোচিং সেন্টার
মেকানিক্যাল এস্টিমেটিং অ্যান্ড কস্টিং ( ২২ প্রবিধান) এর সাজেশন
বিষয় কোড: ২৭০৫২
এই সাজেশনটি প্রকাশের তারিখ : 
 অধ্যায়-১ঃ যান্ত্রিক প্রাক্কলন( Mechanical Estimating)
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। প্রাক্কলনের মূল উদ্দেশ্য কী?
২। স্ক্র্যাপস কী?
৩। অকেজো(Spoilage ) কী?
৪। বাই-প্রোডাক্ট বা উপজাত কী?
৫। বিল অব ম্যাটেরিয়ালস কী?
৬। অবশেষ (Scrap ) কত প্রকার ও কী কী?
৭। বর্জ্য বা বিনষ্ট দ্রব্য(Wastes ) কী?
৮। আইডেল টাইম বলতে কী বুঝায়?
সংক্ষিপ্ত  প্রশ্নসমূহঃ
৯। যান্ত্রিক প্রাক্কলন বলতে কী বুঝায়?
১০। প্রাক্কলকের তিনটি গুণাবলি উল্লেখ কর?
১১। একজন ভালো এস্টিমেটরের কী কী গুণাবলি থাকা প্রয়োজন?
১২। মেকানিক্যাল এস্টিমেন্টিং -এর উপয়াদানগুলো কী কী?
১৩। স্ক্র্যাপস (Scraps ) ও বর্জ্য(Waste ) বলতে কী বুঝায়?
রচনামূলক প্রশ্নসমূহঃ 
১৪। উৎপাদনের লক্ষ্যে এস্টিমেটিং -এর গুরুত্ব আলোচনা কর।
১৫। প্রাক্কলনের গুরুত্ব সংক্ষেপে লেখ।
১৬। একজন এস্টিমেটরের কার্যাবলি আলোচনা কর।
১৭। একজন দক্ষ প্রাক্কলকের গুণাবলি বর্ণ্না কর।
অধ্যায়-২ঃ ব্যায় হিসাব এবং ব্যয়ের উপাংশসমূহ( Costing & Components of Cost)
অতিসংক্ষিপ্ত  প্রশ্নসমূহঃ
১। কারখানা উপরি খরচ কী?
২। ব্যয় হিসাব কী?
৩। প্রামাণ ব্যয় কী?
৪। প্রামাণ ব্যয় কাকে বলে?
৫। স্থায়ী খরচ কী?
৬। পরিবর্তনশীল খরচ কী?
৭। উৎপাদনের উপাদানগুলো কী কী?
৮। ব্যয় নিয়ন্ত্রণের উপাদানগুলোর নাম লেখ।
৯। প্রোডাক্টের টোটাল কস্ট কী?
সংক্ষিপ্ত  প্রশ্নসমূহঃ
১০। স্থায়ী ও পরিবর্তনশীল খরচ বলতে কী বুঝায়?
১১। প্রাক্কলন ও ব্যয় নির্ধারণ এর মধ্যে পার্থক্য লেখ।
১২। প্রমাণ ব্যয় (Prime cost) এর সুবিধা ও অসুবিধাগুলো উল্লেখ কর।
১৩। ব্যয় নিয়ন্ত্রণের উপাদানগুলো কী কী?
১৪। বিক্রায়মূল্য নিরূপন ব্লক ডায়াগ্রামের মাধ্যমে দেখাও।
১৫। ব্যয় হিসাবের উপাংশগুলো বিশ্লেষণ কর।
রচনামূলক  প্রশ্নসমূহঃ
১৬। ব্যয়ের উপাংশগুলোর বর্ণ্না দাও।
১৭। কোনো পণ্যের বিক্রয়মূল্য নির্ধারণের জন্য ব্লক ডায়াগ্রাম অঙ্কন করে দেখাও।
অধ্যায়-৩ঃব্যয়ের উপাদানসমূহ( Elements of cost)
অতিসংক্ষিপ্ত  প্রশ্নসমূহঃ
১। প্রত্যক্ষ শ্রম বলতে কী বুঝায়?
২। শ্রম ব্যয় নিরূপণের উদ্দেশ্য কী ?
৩। টিয়ার ডাউন টাইম কাকে বলে?
৪। পরোক্ষ শ্রমের তিনটি উদাহরণ দাও।
৫। গতি নিরীক্ষা কী?
৬। ব্যয়ের উপাদানগুলো কী কী ?
৭। মেশিনের অসল -সময় (Idle time ) বলতে কী বুঝায়?
৮। প্রাইম কস্ট কাকে বলে?
৯। উপরি খরচ বলতে কী বুঝায়?
১০। অলসতার কারণগুলো লেখ।
সংক্ষিপ্ত  প্রশ্নসমূহঃ
১১। প্রত্যক্ষ ও পরোক্ষ মালামালের ব্যয় হিসাবের মাঝে পার্থক্য লেখ।
১২। স্থায়ী উপরি খরচ ও পরিবর্তনশীল উপরি খরচ বলতে কী বুঝায় ?উদারহরণ দাও।
১৩। অলস্তার কারণগুলো আলোচনা কর।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১৪। শ্রমের মজুরি নির্ণয়ের পদ্ধতিগুলো বর্ণ্না কর।
অধ্যায়-৪ঃ অবচয় ( Depreciation)
অতিসংক্ষিপ্ত  প্রশ্নসমূহঃ
১। অবচয় কী?
২। অপ্রচলিত(Obsolescence ) কী?
৩। সিংকিং ফান্ডের সূত্রটি লেখ।
৪। অবচয় নির্ণয়ের পদ্ধতিগুলোর নাম লেখ।
সংক্ষিপ্ত  প্রশ্নসমূহঃ
৫। অবচয় কী কী পদ্ধতিতে নির্ণয় করা যায়?
৬। অবচিতি ও অপ্রচলন্তা বলতে কী বুঝায়?
রচনামূলক  প্রশ্নসমূহঃ
৭। অনচয়ের কারণগুলোর সংক্ষিপ্ত বিবরণ দাও।
অধ্যায়-৫ঃইঞ্জিনিয়ারিং যন্ত্রাংশের পরিমিতি (Mensuration of Engineering parts)
অতিসংক্ষিপ্ত  প্রশ্নসমূহঃ
১। ষড়ভুজের ক্ষেত্রফলের সূত্রটি লেখ।
২। ফিলেটের ক্ষেত্রফলের সূত্রটি লেখ।
৩। একটি বৃত্তের পরিধি হলে 50 cmএর ক্ষেত্রফল কত?
৪। কোণের ফ্রাস্টামের আয়তন নির্ণয়ের সূত্রটি লেখ।
৫। গোলকের কর্তিত অংশের আয়তন নির্ণয়ের সূত্রটি লেখ।
৬। পিরামিড ফ্রাস্টামের আয়তন নির্ণয়ের সূত্রটি লেখ।
সংক্ষিপ্ত  প্রশ্নসমূহঃ
৭। যে-কোনো যন্ত্রাংশের ওজন নির্ণয়ের ধাপগুলো লেখ।
৮। খন্ডিত গোলকের আয়তন নির্ণয়ের সূত্রটি নোটেশনসহ লেখ।
৯। একটি কাস্ট আয়রণ পাইপের 5 দৈর্ঘ্য মিটার ,বাইরের ব্যাস 25 সেমি এবং পুরুত্ব 5 সেমি হলে ওজন নির্ণয় করঃ( ঘনত্ব = 7.2গ্রাম/ঘন সেমি)
১০। একটি কাস্ট আয়রণ পাইপের 5 দৈর্ঘ্য মিটার ।ভেতরের ব্যাস 10cm এবং পুরুত্ব 2cm হলে পাইপের ওজন নির্ণয় কর।কাস্ট আয়তনের ঘনত্ব 7.2gm/cm3.
অধ্যায়-৬ঃ ফিটিংশপের জবের প্রাক্কলন ( Estimation of fitting shop job)
অতিসংক্ষিপ্ত  প্রশ্নসমূহঃ
১।শিট মেটাল দিয়ে একটি ফানেল তৈরিতে কী কী কাজ করতে হবে?
সংক্ষিপ্ত  প্রশ্নসমূহঃ
২। একটি মগ তৈরিতে কী কী কাজ করতে হবে?
অধ্যায়-৭ঃ মেশিন শপের জবের প্রাক্কলন ( Estimation of Machinc shop job)
অতিসংক্ষিপ্ত  প্রশ্নসমূহঃ
১। টার্নিং-এর সময় নিরূপণের সূত্রটি লেখ।
সংক্ষিপ্ত  প্রশ্নসমূহঃ
২। ডেপথ অব কাট এবং ফিড এর মাঝে পার্থক্য লেখ।
৩।কাটার গতি বলতে কী বুঝায়?
৪। ফিড বলতে কী বুঝায়?
৫। কাটার গতির সূত্রটি লেখ।
৬। ২ নং চিত্রে বস্তুটিকে ড্রিপিং করতে প্রয়োজনীয় সময় নির্ণয় কর। সকল পরিমাপ মিলিমিটারে।
৭। একটি 15 সেমি লম্বা ও 3.3 সেমি ব্যাসের ধাতুর দন্ডকে একক কাট দিয়ে 3 সেমি ব্যাসে টার্নিং করতে মেশিনিং সময় নির্ণয় কর ।কাটিং স্পিড প্রতি মিনিটে 30মি এবং ফিড প্রতি ঘূর্ণ্নে 0.1মিমি।
অধ্যায়-৮ঃ ওয়েল্ডিং শপের জবের প্রাক্কলন( Estimation of welding shop's job)
অতিসংক্ষিপ্ত  প্রশ্নসমূহঃ
১।বিদ্যুৎ এর পরিমাণ নির্ণয়ের সূত্রটি লেখ।
সংক্ষিপ্ত  প্রশ্নসমূহঃ
২। বৈদ্যুতিক আর্ক ওয়েল্ডিং -এ কীভাবে বিদ্যুৎ খরচ হিসাব করা হয়?
৩। আর্ক ওয়েল্ডিং পদ্ধতিতে একটি দ্রব্যের প্রাক্কলনে সংশ্লিষ্ট তথ্যাদি ক্রমানুসারে লেখ।
৪। ওয়েল্ডিং ব্যয় নির্ধারণের উপাদানগুলো কী কী?
অধ্যায়-৯ঃ প্যাটার্ন এবং ঢালাই কর্মশালায় জবের প্রাক্কলন
 ( Job Estimating in the Pattern and Foundry Shop)
অতিসংক্ষিপ্ত  প্রশ্নসমূহঃ
১।মাস্টার প্যাটার্ন কী?
২। প্যাটার্নে বাড়তি মাপ কী?
৩।রেপিং বা শেকিং অ্যালাউন্স বলতে কী বুঝায়?
সংক্ষিপ্ত  প্রশ্নসমূহঃ
৪।ধাতুজাতীয় প্যাটার্নে কী কী ধরনের বাড়তি মাপ রাখা হয় ?
৫। প্যাটার্নে বাড়তি মাপ বিবেচনা করা হয় কেন?
৬।প্যাটার্ন অ্যালাউন্স কাকে বলে?বিভিন্ন প্রকার প্যাটার্ন অ্যালাউন্সের নাম লেখ।
অধ্যায়-১০ঃ প্রকল্প পরিকল্পনা ও মালামাল মিতব্যয়িতা
( Project Planning and Material Cost Economy)
অতিসংক্ষিপ্ত  প্রশ্নসমূহঃ
১।প্রকল্প পরিকল্পনা বা পজেক্ট প্ল্যানিং কী?
২। বাজার জরিপ বলতে কী বুঝায় ?
৩।ব্রেক ইভেন-পয়েন্ট কাকে বলে?
৪।ফিজিবিলিটি স্টাডি কী?
৫। মিতব্যয় ফরমায়েস বলতে কী বুঝায়?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ 
৬। বাজার জরিপ বলতে কী বুঝায়?
৭। প্রজেক্ট ক্যাপাসিটি নির্ধারণে কী কী বিষয় বিবেচনা করা প্রয়োজন হয়?
৮। প্রকল্পের স্থান নির্বাচনে বিবেচ্য বিষয়গুলোর নাম লেখ।
৯।মালামালের মিতব্যয়িতা অর্জনে 'ক্রয় নিয়ন্ত্রণ প্রক্রিয়া ' অপরিহার্য কেন?
১০।মুনাফার পরিমাণ বিশ্লেষণ কীভাবে করা যায়?
১১। ম্যাটেরিয়াল কস্ট ইকোনোমিকস এর খাতগুলো উল্লেখ কর।
রচনামূলক  প্রশ্নসমূহঃ
১২। প্রজেক্ট প্ল্যানিং -এ কী কী বিষয় বিবেচনা করতে হয় ,সংক্ষেপে লেখ।
১৩। প্রকল্প পরিকল্পনার ধাপগুলো সংক্ষেপে বর্ণ্না কর।
১৪। ম্যাটেরিয়াল কস্ট ইকোনোমি করার খাতগুলো সংক্ষেপে বর্ণ্না কর।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি সিসি’র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url