জেনারেশন অব ইলেকট্রিক্যাল পাওয়ার (বিষয় কোড: ২৬৭৫১)এর সাজেশন

 

অর্ডিনারি কোচিং সেন্টার
জেনারেশন অব ইলেকট্রিক্যাল পাওয়ার ( ২২ প্রবিধান)এর সাজেশন
বিষয় কোড: ২৬৭৫১
এই সাজেশনটি প্রকাশের তারিখ :১৪/০৩/২০২৪ ইং
অনুশীলনী-১ঃ পাওয়ার এবং এনার্জি
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ

১। বাংলাদেশে প্রাপ্ত শিক্তির উৎসগুলোর নাম লেখ।
২। শক্তির উৎস কাকে বলে?
৩। প্রাকৃতিক গ্যাসে প্রাপ্ত উপাদানগুলো কী কী?
৪। প্রাকৃতিক গ্যাসে প্রাপ্ত উপাদানগুলো শতকরা পরিমাণ কত?
৫। প্রাকৃতিক জ্বালানি কয়ভাবে পাওয়া যায়?
৬। বাংলাদেশের বড়পুকুরিয়াতে আনুমানিক মজুদ কয়লার পরিমাণ কত?
৭। বায়ুশক্তির দুটো ব্যবহার লেখ।
৮। পাইরহেলিওমিটার কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৯। বাংলাদেশের প্রাপ্ত শক্তির উৎসসমূহের কোনটি কোথায় পাওয়া যায়?
১০। দিনাজপুর জেলার বড়পুকুরিয়াতে কী ধরণের পাওয়ার প্ল্যান্ট নির্মিত হয়েছে?
১১। প্রাকৃতিক গ্যাস ও কৃত্রিম গ্যাসের মধ্যে পার্থক্য কী কী?
১২। সোলার এনার্জি ব্যবহারের সুবিধা উল্লেখ কর।
১৩। জোয়ারভাটা ও টেউ-এর সাহায্যে বিদ্যুৎ উৎপাদন সম্বন্ধে আলোচনা কর।
১৪। বিভিন্ন প্রকার শক্তির উৎসসমূহের সংক্ষিপ্ত বর্ণ্না দাও।
১৫। বাংলাদেশে অবস্থিত প্রচলিত শক্তির উৎসগুলো (Conventional sources of energy)- এর অবস্থানসহ নাম লেখ।
অনুশীলনী-২ঃ নবায়নযোগ্য শক্তির উৎসসমূহ
অতি সংক্ষিপ্ত  প্রশ্নসমূহঃ
১। নবায়নযোগ্য শক্তি কী?
২। বাংলাদেশের কোথায় কোথায় সৌরবিদ্যুৎ প্রকল্প আছে?
৩। নবায়নযোগ্য শক্তির দুটি গুরুত্বপূর্ণ সুবিধা লেখ।
৪। বাংলাদেশের সোলার রেডিয়েশনের গড় মান কত?
৫। রূপপুর পারমাণমিক বিদ্যুৎ কেন্দ্রের-এর লক্ষ্যমাত্রা কত?
৬। সোলার রেডিয়েশন পরিমাপক যন্ত্র কয় ধরনের এবং কী কী?
৭। পাইরহেলিওমিটার কী?
৮। সোলার সেল কী?
সংক্ষিপ্ত  প্রশ্নসমূহঃ
৯। নবায়নযোগ্য শক্তির কয়েকটি সুবিধা লেখ।
১০। নবায়নযোগ্য শক্তির পরিবেশগত প্রভাবগুলো উল্লেখ কর।
১১। SREDA- এর কাজ কী?
১২। বাংলাদেশের প্রেক্ষাপটে শক্তির উৎসগুলোর নাম লেখ।
রচনামূলক  প্রশ্নসমূহঃ
১৩। পল্লি এলাকায় বাড়িঘর আলোকিত করতে সোলাত এনার্জির সাহায্যে কীভাবে বিদ্যুৎ উৎপাদন ও ব্যবহার করা যায় চিত্রসহ বর্ণনা কর।
১৪। সোলার সেলের কার্যনীতি বর্ণ্না কর।
অনুশীলনী-৩ঃ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। পাওয়ার প্লান্ট কী?
২। পাওয়ার স্টেশনে ব্যবহৃত বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলোর নাম লেখ।
৩। প্রাইম মুভারে ব্যবহৃত এনার্জি বা শক্তিগুলো কী কী?
৪। প্রাইম মুভার কাকে বলে?
৫। বাংলাদেশে কী কী ধরনের Power plant বিদ্যমান?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৬। পাওয়ার প্লান্টের শ্রেণিবিভাগ দেখাও।
৭। বাংলাদেশের উন্নয়নে পাওয়ার প্লান্টের গুরুত্ব বর্ণনা কর।
অনুশীলনী-৪ঃবয়লার
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। স্টিম জেনারেটর (বয়লার) কাকে বলে?
২। বয়লারে ইকোনোমাইজার ব্যবহার করা হয় কেন?
৩। সুপারহিটার কেন ব্যবহার করা হয়?
৪। বয়লার ড্রাফট বলতে কী বুঝায়?
৫। ইকোনোমাইজার কী?
৬। ইকোনোমাইজারের কাজ কী?
৭। সুপারহিটার কী?
৮। বয়লার মাউন্টিং কাকে বলে?
৯। চারটি বয়লার অক্সিলারিজ ট্রিট্মেন্টের সমীকরণ লেখ।
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১০। বয়লার অ্যাক্সেসরিজ বলতে কী বুঝায়? বয়লার অ্যাক্সেসরিজগুলোর নাম লেখ।
১১। বয়লার অক্সিলারিজ বলতে কী বুঝায় ? বয়লার অক্সিলারিজগুলোর নাম লেখ।
১২। রিহিটার কোথায় এবং কেন ব্যবহার করা হয়?
১৩। ওয়াটার টিউব ও ফায়ার টিউব বয়লারের মধ্যে চারটি পার্থক্য লেখ।
১৪। পাঁচটি বয়লার অক্সিলারিজ ও পাঁচটি অক্সিলারিজের নাম লেখ।
১৫। চিত্রসহ ফিড ওয়াটার রেগুলেটর- এর কার্যপ্রণালি লেখ।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১৬। ওয়াটার টিউব বয়লারের চিত্র অঙ্কনপূর্বক বিভিন্ন অংশের কাজ উল্লেখ কর।
১৭। ফায়ার টিউব বয়লারের গঠন ও কার্যপ্রণালি চিত্রসহ বর্ণনা কর।
১৮। চিত্রসহ ফিডওয়াটার ট্রিট্মেন্ট বর্ণনা কর।
অনুশীলনী-৫ঃ স্টিম পাওয়ার প্লান্ট
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। থার্মোডাইনামিক সাইকেল বলতে কী বুঝায়?
২। ভেপার সাইকেল বলতে কী বুঝায়?
৩। বিভিন্ন প্রকার ভেপার সাইকেলগুলোর নাম লেখ।
৪। গভর্নর-এর কাজ কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৫। ইম্পালস ও রিঅ্যাকশন টারবাইনের মধ্যে পার্থক্য লেখ।
৬। রিহিট ভেপার সাইকেলের চিত্রাঙ্কন করে বিভিন্ন অংশসমূহ চিহ্নিত কর।
৭। র‍্যাংকন সাইকেল ব্যাখ্যা কর।
৮। একটি স্টিম টারবাইনের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত কর।
রচনামূলক প্রশ্নসমূহঃ
৯। স্টিম পাওয়ার প্লান্টের র‍্যাংকিন সাইকেলের বর্ণনা দাও।
১০। পি-ভি ও টিএস ডায়াগ্রামের সাহায্যে রিজেনারেটিভ সাইকেল -এর কার্যপদ্ধতি বর্ণনা কর।
১১। একটি ব্যাবকক্স অ্যান্ড উইলকক্স বয়লারের চিত্রসহ কার্যপ্রণালি বর্ণনা কর।
১২। একটি স্টিম পাওয়ার প্লান্টের প্রবাহ চিত্র অঙ্কন করে কার্যপ্রণালি বর্ণনা কর।
অনুশীলনী-৬ঃডিজেল পাওয়ার প্লান্ট
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। আইসি ইঞ্জিন বলতে কী বুঝায়?
২। পিস্টন রিং-এর কাজ কী?
৩। কম্প্রেশন রেশিও বলতে কী বুঝায়?
৪। ইনজেক্টরের কাজ কী?
৫। ডিজেল ইঞ্জিনে কানেক্টিং রডের কাজ কী?
৬। ডিজেল ইঞ্জিনে সুপারচার্জার কী?
৭। IHP এবং BHP- এর পূর্ণ অর্থ লেখ।
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৮। ডিজেল প্লাটের ৪টি প্রয়োগক্ষেত্র উল্লেখ কর।
৯। ডিজেল পাওয়ার প্লান্টের সুবিধাগুলো লেখ।
১০। ডিজেল ইঞ্জিনে লুব্রিকেটিং সিস্টেমের কাজ কী?
১১। ডিজেল পাওয়ার প্লান্ট ও স্টিম পাওয়ার প্লান্টের তুলনামূলক সুবিধা-অসুবিধা লেখ।
১২। ডিজেল পাওয়ার প্লান্ট চালু করার পাঁচটি পদ্ধতির নাম উল্লেখ কর।
রচনামূলকপ্রশ্নসমূহঃ
১৩। চিত্রসহ একটি ডিজেল ইঞ্জিনের কার্যপদ্ধতি বর্ণনা কর।
১৪। ডিজেল ইঞ্জিনের গভর্নরের কাজ সংক্ষেপে বর্ণনা কর।
১৫। ডিজেল ইঞ্জিন চালু ও বন্ধ করার পদ্ধতি বর্ণনা কর।
অনুশীলনী-৭ঃ গ্যাস টারবাইন পাওয়ার প্লান্ট
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। 'কম্বাস্টার বা কম্বাশন' চাম্বার কী?
২। 'ইন্টারকুলারের' কাজ কী?
৩। কী কী যন্ত্রাংশ ব্যবহার করে সাধারণ গ্যাস টারবাইনের দক্ষতা বৃদ্ধি করা যায়?
৪। গ্যাস টারবাইন পাওয়ার প্লান্টে স্টাটিং মোটোর ব্যবহার করা হয় কেন?
৫। গ্যাস টারবাইন প্লান্টে জ্বালানি হিসেবে সাধারণত কী কী গ্যাস ব্যবহার করা হয়?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৬। গ্যাস টারবাইন প্লান্টের প্রধান অংশগুলো কী কী?
৭। প্যাকেজ প্লান্ট কাকে বলে?
৮। গ্যাস টারবাইন প্লান্টের ব্যবহার ক্ষেত্রগুলো লেখ।
৯। গ্যাস টারবাইন পাওয়ার প্লান্টের ব্লক চিত্র অঙ্কন কর।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১০। একটি ওপেন সাইকেল গ্যাস টারবাইনের শ্রেণিবিভাগ বর্ণনা কর।
১১। একটি সাধারণ সাইকেল গ্যাস টারবাইনের চিত্রসহ কার্যপ্রণালি বর্ণনা কর।
অনুশীলনী-৮ঃ পানবিদ্যুৎ কেন্দ্র
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। পেনস্টোক কী?
২। সার্জ ট্যাংক কী?
৩। স্পিলওয়ে (Spillway) কাকে বলে?
৪। টেইলরেস কী?
৫। জল বিদ্যুৎ প্রকল্পের টেইলরেস কী?
৬। গভর্নরের কাজ কী?
৭। জলবিদ্যুৎ প্রকল্পে পেনস্টোক কেন ব্যবহার করা হয়?
৮। বেস লোড প্লান্ট কাকে বলে।
৯। ক্যাচমেন্ট এরিয়া বলতে কী বুঝায়?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১০। স্পিলওয়ের কাজ কী?
১১। ফোর-বে চিত্রসহ সংক্ষেপে বর্ণনা কর।
১২। ফ্রান্সিস ও পেল্টন টারবাইনের মধ্যে চারটি তুলনামূলক পার্থক্য দেখাও।
১৩। চিত্রসহ একটি সার্জ ট্যাংকের কার্যপ্রণালি বর্ণনা কর।
১৪। পানিবিদ্যুৎ প্রকল্পের বিভিন্ন অংশগুলোর নাম লেখ।
১৫। পানিবিদ্যুৎ কেন্দ্রে স্পিলওয়ে এর প্রয়োজনীয়তা লেখ।
১৬। চিত্রসহ স্পিলওয়ের কাজ বর্ণনা কর।
১৭। কাপলান ও ফ্রান্সিস টারবাইনের মধ্যে চারটি তুলনামূলক পার্থক্য দেখাও।
রচনামূলকপ্রশ্নসমূহঃ
১৮। চিত্রসহকারে একটি জলবিদ্যুৎ প্রকল্পের কার্যপ্রণালি বর্ণনা কর।
১৯। সার্জ ট্যাংক কী? চিত্রসহকারে সার্জ ট্যাংকের কার্যপ্রণালি বর্ণনা দাও।
অনুশীলনী-৯ঃ আণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র
অতি সংক্ষিপ্তপ্রশ্নসমূহঃ
১। মডারেটর কী?
২। মডারেটর কেন ব্যবহার করা হয়?
৩। নিউক্লিয়ার রিঅ্যাক্টরে কুল্যান্ট ব্যবহৃত হয় কেন?
৪। চেইন রিঅ্যাকশন কী?
৫। কুলেন্ট কাকে বলে?
৬। এক কেজি ইউরেনিয়াম কতটুকু কয়লার সমতুল্য?
৭। আইসোটোপ বলতে কী বুঝায়?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৮। চেইন রিঅ্যাকশনের শর্ত কী?
৯। দুটি রিঅ্যাক্টরের নাম লেখ।
১০। নিউক্লিয়ার পাওয়ার প্লান্টের সুবিধা ও অসুবিধাগুলো লেখ।
১১। চেইন রিঅ্যাকশনের সংক্ষিপ্ত বর্ণনা দাও।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১২। চিত্রসহ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কার্যপ্রণালি বর্ণনা কর।
১৩। চেইন রিঅ্যাকশন কীভাবে সৃষ্টি হয় চিত্রসহকারে বর্ণনা কর।
১৪। চিত্রসহ প্রেসারাইজড ওয়াটার রিঅ্যাক্টরের কার্যপ্রণালি বর্ণনা কর।
১৫। একটি ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টরের চিত্র অঙ্কন করে কার্যপ্রণালি বর্ণনা কর।
অনুশীলনী-১০ঃপাওয়ার প্লান্টের অর্থনীতি
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। পাওয়ার প্লান্ট নির্বাচনের সময় কী কী বিষয়গুলো বিবেচনা করা উচিত?
২। ট্যারিফ চার্জ কী কী বিষয়ের উপর নির্ভর করে?
৩। অবচয় বলতে কী বুঝায়?
৪। ট্যারিফ বলতে কী বুঝায়?
৫। ট্যারিফ নির্ধারণে সাধারণ সমীকরণ্টি লেখ।
৬। স্ট্যান্ড বাই ইউনিট বলতে কী বুঝায়?
৭। লোড ব্যবস্থাপনা কাকে বলে।
৮। ট্যারিফ নির্ধারণে সাধারণ সমীকরণটি লেখ।
৯। ডাইভারসিটি ফ্যাক্টর বলতে কী বুঝায়?
১০। ক্যাপাসিটি ফ্যাক্টর কী?
৮। লোড-শেডিং কী?
৯। লোড ফ্যাক্টর কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১০। পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র জনশূন্য স্থানে স্থাপন করা হয় কেন?
১১। পানিবিদ্যুৎ প্রকল্পের স্থান নির্বাচনে বিবেচ্য ফ্যাক্টরসমূহ কী কী?
১২। নিউক্লিয়ার পাওয়ার প্লান্টের স্থান নির্বাচনে কী কী বিষয় বিবেচনা করতে হয়?
১৪। প্লান লে-আউট বলতে কী বুঝায়?
১৫। বাংলাদেশের সর্ববৃত বিদ্যুৎ কেন্দ্রের নাম কী?
১৬। উৎপাদন ক্ষমতাসহ বাংলাদেশের ৩টি বিদ্যুৎ কেন্দ্রের নাম লেখ।
১৭। একটি পাওয়ার স্থান নির্বাচনের জন্য ছয়টি বিবেচ্য বিষয় লেখ।
১৮। বাষ্প বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রধান বিবেচ্য বিষয়সমূহ লেখ।
১৯। বাংলাদেশের জন্য কোন ধরণের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বেশি উপযোগী এবং কেন? ব্যাখ্যা কর।
২০। টু-পার্ট ট্যারিফ কী?
২১। গ্রিড ইন্টারকানেকশন কী ? এর সুবিধাসমূহ কী কী?
২২। ট্যারিফ ডিজাইনে কী কী বিষয় বিবেচনা করতে হয়?
২৩। আদর্শ লোড কার্ভ কাকে বলে?
২৪। লোড ডেসপাচ সেন্টার কাকে বলে?
২৫। লোড সিডিউলিং কী?
২৬। লোড ফ্যাক্টরের মান এক এর চেয়ে কম হয় কেন?
২৭। লোড কার্ভের প্রয়োজনীতা লেখ।
২৮। লোড- শেডিং করার প্রয়োজন হয় কেন?
২৯। ডাইভারসিটি ফ্যাক্টরের মান বেশি হওয়া ভালো-ব্যাখ্যা কর।
৩০। লোড ডিউরেশন কার্ভ চিত্রসহ উল্লেখ কর।
৩১। অফ-পিক আওয়ার বলতে কী বুঝায়?
অনুশীলনী-১১ঃ বায়ুশক্তি উৎপাদন
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। বায়ুশক্তির দুটো ব্যবহার লেখ।
২। একক ব্লেডবিশিষ্ট উইন্ডমিলের পাখাটি কয় ফুট লম্বা?
৩। বায়ুশক্তি কী?
৪। বাংলাদেশের কোথায় উইন্ড পাওয়ার প্লান্ট আছে?
৫। Wind energy conversion- এর ২ টি পদ্ধতি উল্লেখ কর।
সংক্ষিপ্ত প্রশ্নোত্তরঃ
৬। ইইন্ড মেশিনের বিভিন্ন অংশের তালিকা দাও।
৭। বিভিন্ন প্রকার উইন্ড মেশিনের নাম লেখ।
রচনামূলক প্রশ্নসমূহঃ
৮। বিভিন্ন প্রকার উইন্ড এনার্জির কনভার্শন পদ্ধতি বর্ণনা কর।
অনুশীলনী-১২ঃ এনার্জি সেল
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। পলি ক্রিস্টালাইন কী?
২। Photo Voltage (PV) cell কেন ব্যবহার করা হয়?
৩। Greenhouse effect- এর প্রভাব কী?
৪। পূর্ণনাম লেখ ঃ PAFC ও SAFC.
৫। বাইপোলার প্লেটস কী?
৬। ফুয়েল সেল কাকে বলে?
সংক্ষিপ্ত প্রশ্নোত্তরঃ
৭। সোলার P-V সেল কত প্রকার ও কী কী?
রচনামূলক প্রশ্নসমূহঃ
৮। ফটোভোল্টাইক সেলের এনার্জি কনভার্শন পদ্ধতি চিত্রসহ বর্ণনা কর।
৯। চিত্রসহ ফুয়েল সেলের কার্যপ্রণালি বর্ণনা কর।
১০। সলিড অ্যাসিড ফুয়েল সেলের বর্ণনা কর।
অনুশীলনী-১৩ঃ বয়োমাস এবং জিওথার্মাল শক্তি উৎপাদন
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। থার্মাল কনভার্শন কাকে বলে?
২। কোন পদ্ধতিতে বায়োমাসের আংশিক দহন হয়?
সংক্ষিপ্ত প্রশ্নোত্তরঃ
৩। পাইরোলাইসিস পদ্ধতির সংক্ষেপে চিত্রসহ বর্ণনা দাও।
৪। ইলেকট্রোকেমিক্যাল কনভার্শন পদ্ধতি বর্ণনা কর।
রচনামূলক প্রশ্নসমূহঃ
৫। বায়োমাস থার্মাল কনভার্শন পদ্ধতি সংক্ষেপে আলোচনা কর।
৬। হাইড্রোথার্মাল পদ্ধতির বর্ণনা দাও।
অনুশীলনী-১৪ঃ ওয়েভ, সামুদ্রিক জোয়ারভাটা এবং সামুদ্রিক তাপীয় শক্তি
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। ওয়েভ এনার্জি কী?
২। টাইডাল পাওয়ার কাকে বলে?
৩। টাইডাল এনার্জি জেনারেশন কাকে বলে?
৪। ওয়েস্ট-টু-এনার্জির দুটি সুবিধা লেখ।
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৫। ওয়েভ এনার্জি উৎপাদনের পদ্ধতি কয়টি ও কী কী৬। সামুদ্রিক জোয়ারভাটাকে কীভাবে শক্তি উৎপাদনে কাজে লাগানো হয় তা বর্ণনা কর।
৭। ওয়েভ এনার্জির সুবিধা ও অসুবিধাগুলো লেখ।
৮। ওয়েস্ট-টু-এনার্জি প্লান্টের ব্লক ডায়াগ্রাম অঙ্কন কর।
৯। ওয়েস্ট-টু-এনার্জি এর অর্থনৈতিক প্রভাবগুলো লেখ।
১০। ওয়েস্ট-টু-এনার্জির মূলনীতি লেখ।
১১। ওয়েস্ট-টু-এনার্জি উৎপাদনের ৫টি পদ্ধতির নাম লেখ।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১২। ওয়েভ এনার্জি উৎপাদনের যে - কোনো একটি পদ্ধতি চিত্রসহ বর্ণনা কর।
১৩। সামুদ্রিক তাপীয় শক্তি কনভার্শনের পদ্ধতি দুটি বর্ণনা কর।
১৪। নবায়নযোগ্য শক্তি বাস্তবায়নের প্রতিবন্ধকতা এবনহ ইয়াত প্রতিকারগুলো লেখ।
অনুশীলনী-১৫ঃবিদ্যুৎ শক্তি কর্তৃপক্ষ
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। আমাদের দেশে জাতীয় গ্রিড ভোল্টেজ কী কী?
২। পল্লি বিদ্যুৎ সমিতি কী নীতিতে পরিচালিত?
৩। 'DESA' - এর পূর্ণনাম কী?
৪। পিজিসিবি- এর কাজ কী?
৫। PGCB- এর পূর্ণনাম লেখ।
৬। আমাদের দেশে জাতীয় গ্রিড ভোল্টেজের সর্বোচ্চ মান কত?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৭। গ্রিড কাকে বলে?
৮। পল্লিবিদ্যুৎ সমিতি সুষ্ঠ পরিচালনা ও সমতির কল্যাণমূলক কাজে কী কী ভূমিকা পালন করে?
৯। DESA, DESCO, PGCB এবং BPDB- এর পূর্ণনাম লেখ।
১০। পল্লিবিদ্যুৎতায়ন বোর্ডের সাংগঠনিক কাঠামোর ধাপগুলো নাম লেখ।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১১। পল্লিবিদ্যুৎতায়ন বোর্ডের সাংগঠনিক কাঠামো চিত্র অঙ্কন কর।
১২। পল্লিবিদ্যুৎ সমিতির সাংগঠনিক কাঠামো চিত্র অঙ্কন কর।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি সিসি’র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url